06/11/2025
খোঁসপাঁচড়া বা স্ক্যাবিস (Scabies) হল এক ধরনের সংক্রামক চর্মরোগ যা সারকোপ্টেস স্ক্যাবিই (Sarcoptes scabiei) নামক এক ক্ষুদ্র পরজীবী মাইটের (mite) সংক্রমণের ফলে হয়ে থাকে।
এটি ত্বকের উপরিভাগে বাসা বাঁধে এবং ডিম পাড়ে, যার ফলে তীব্র চুলকানি ও ত্বকের প্রদাহ সৃষ্টি হয়।