Sami electric & Safety equipments Bd.

Sami electric & Safety equipments Bd. all types of safety & first aid equipments.

তীব্র শীতে আপনার প্রিয়জনকে উষ্ণতার পরশ দিতে আমরা বাজারে এনেছি...Two in one Room Heater যাশীতকালে দিবে উষ্ণ বাতাস আরগরমকা...
15/12/2020

তীব্র শীতে আপনার প্রিয়জনকে উষ্ণতার পরশ দিতে আমরা বাজারে এনেছি...
Two in one Room Heater যা
শীতকালে দিবে উষ্ণ বাতাস আর
গরমকালে ঠান্ডা বাতাস...

মূল্য : ৩৫০০ টাকা।

Product Details :
1. Made in Taiwan
2. Heavy Metal Body.
3. EU & USA Standard.
4. 5 Years Warranty
5. CE & ROHS Certified
6. 2000 Watt for Heater & 20 Watt for Cooler
7. The dimension is 210*160*217mm (around 9*9 inch)
8. Net Weight: 1.7 Kgs
9. Gross Weight: 1.9 Kgs
10. Inside have ceramic coil so it's durable.

**** আল্লাহর রহমতে গতবছর ২০০০ পিস রুম হিটার সেল করেছি আলহামদুলিল্লাহ একটা কমপ্লেইন ও পাই নাই।
ডেলিভারী চার্জ - ১২০ টাকা। (দেশের যে কোন স্থান)।
- ৬০ টাকা (শুধুমাত্র ঢাকা শহর)।

যোগাযোগ - 01811754449

😥😰😥😰😥😰
30/01/2020

😥😰😥😰😥😰

26/01/2020

26/01/2020

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয়।

প্রাণঘাতী নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের নববর্ষের অনুষ্ঠানে সরকারি ...
26/01/2020

প্রাণঘাতী নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের নববর্ষের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের নিয়ে করা এক বিশেষ বৈঠকে মন্তব্য করেছেন তিনি। দেশ ‘মারাত্মক পরিস্থিতি’র মধ্যে দিয়ে যাচ্ছে বলে সিনিয়র কর্মকর্তাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট।
উহান শহরে প্রথম লক্ষ্মণ দেখা যাওয়ার পর এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪২ জন মারা গেছে এবং প্রায় ১৪০০ মানুষ সংক্রমিত হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ভাইরাসের সংক্রমণ চীনের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। একাধিক শহরে ঢোকা এবং শহর থেকে বের হওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। রবিবার থেকে উহানের কেন্দ্রীয় অঞ্চলে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ করা হবে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় পত্রিকা পিপল'স ডেইলি জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে জরুরি সেবাদানের লক্ষ্যে ১৩০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় একটি হাসপাতাল নির্মাণকাজ শুরু করা হবে এ সপ্তাহের মধ্যেই। এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণকাজ এরই মধ্যে শুরু হয়েছে। উহান শহর যে প্রদেশে অবস্থিত, সেই হুবেই প্রদেশে বিশেষজ্ঞ সেনা চিকিৎসা দল পাঠানো হয়েছে।
ভাইরাস বিস্তার রোধ করা কেন কঠিন?
যুক্তরাজ্যের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিস অ্যানালাইসিসের বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, চীনের ভেতরে এই ভাইরাসের ছড়িয়ে পড়া সীমাবদ্ধ রাখা সম্ভব নাও হতে পারে। তারা বলছেন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে, যেটি এই ভাইরাসের এত বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারার 'একমাত্র যৌক্তিক ব্যাখ্যা।'

বিজ্ঞানীদের অনুমান, একজন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি গড়ে আড়াইজন মানুষের মধ্যে এই ভাইরাসটি ছড়াচ্ছে। এই সংস্থাটি চীনা কর্তৃপক্ষের প্রয়াসের প্রশংসা করেছে, কিন্তু এরকম আশঙ্কাও প্রকাশ করছে যে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছড়িয়ে পড়ার হার ৬০% কমাতে হবে। বিজ্ঞানীদের মতে এই পদক্ষেপ নিশ্চিত করা সহজ নয়।
ভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনতে এমন রোগীদেরও আলাদা করতে হবে যাদের মধ্যে সাধারণ সর্দিজ্বরের সামান্য লক্ষণও দেখা গেছে। অন্যদিকে, ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের একটি দল ভাইরাস আক্রান্তদের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের ধারণা অনুযায়ী এবছরে ১১ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের অনুমান সত্যি হলে এই সংখ্যা সার্স'এ আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি।
করোনাভাইরাস কী?
করোনাভাইরাস সংক্রমনের লক্ষ্মণ সাধারণ সর্দিজ্বরের মতোই। তবে এই ভাইরাস এর আগে কখনো দেখা যায়নি, তাই এটিকে বলা হচ্ছে ২০১৯-এনকভ, অথবা ‘নভেল করোনাভাইরাস।’ পশু থেকে মানুষে ছড়িয়ে পড়ার পর নতুন ভাইরাস মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়তে পারে।
২০০৩ সালে সার্স (সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি সিনড্রোম) শুরুতে ছড়িয়ে পড়েছিল বাদুরের মাধ্যমে এবং পরে তা বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে সংক্রমিত হয়, যা সবশেষে মানুষের মধ্যে আসে। নতুন এই করোনাভাইরাসও শ্বাস-প্রশ্বাসকে সংক্রমিত করে। সূত্র : বিবিসি।


#করোনাভাইরাস

26/01/2020

করোনা ভাইরাস এলার্ট - প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এপর্যন্ত ৫৬ জন মৃত্যুবরণ করেছে।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ। চীনের বাইরে সিঙ্গাপুর অষ্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।

26/01/2020

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ১০ দিনে হাসপাতাল নির্মাণ করছে চীন।

25/01/2020

Protect yourself from the China coronavirus: How to wash your hands and wear masks properly.

করোনা ভাইরাসে সতর্কতা।
25/01/2020

করোনা ভাইরাসে সতর্কতা।

25/01/2020

I Work with Safety Because My Family Is Waiting for Me.

Address

Dhaka

Telephone

+8801811754449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sami electric & Safety equipments Bd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram