10/10/2025
🎯 তুমি কি জানো?
অকুপেশনাল থেরাপি (Occupational Therapy) সংবেদনশীল প্রক্রিয়াকরণে (Sensory Processing) সমস্যাযুক্ত শিশুদের নিজেদের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। 🧩
✨ এই থেরাপির মাধ্যমে শিশুরা শেখে —
কিভাবে অতিরিক্ত শব্দ, আলো বা স্পর্শে শান্ত থাকা যায়
কিভাবে মনোযোগ ধরে রাখা যায়
এবং কিভাবে দৈনন্দিন কাজগুলোতে অংশগ্রহণ করা যায় আরও স্বাচ্ছন্দ্যে 💪
👩⚕️ সঠিক থেরাপি শিশুর আত্ম-নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস — দুটোই বাড়ায়।