
24/06/2025
অভিনন্দন আমার প্রিয় দুই ছেলেকে!
আমার বড় ছেলে নীলিম পরীক্ষায় ১ম হয়ে আমাদের গর্বিত করেছে, আর ছোট ছেলে নিশাম ৮ম হয়ে প্রমাণ করেছে সে-ও এগিয়ে চলেছে নিজের স্বপ্নের পথে।
তোমাদের দু’জনের এই সাফল্য আমাদের জন্য এক অশেষ আনন্দের উৎস।
তোমাদের এই সাফল্য হোক আরও বড় স্বপ্ন ছোঁয়ার প্রেরণা।
ভবিষ্যৎ হোক আরও উজ্জ্বল, আরও সমৃদ্ধ।
তোমাদের জন্য রইল অশেষ শুভকামনা ও ভালোবাসা। ❤️
তোমাদের বাবা-মায়ের পক্ষ থেকে অনেক আদর ও দোয়া।