21/03/2023
চিকিৎসা ও চিকিৎসক সম্পর্কিত কিছু এটিকেটঃ
ইনবক্সে রিপোর্ট পাঠিয়ে ব্যাখ্যা জানতে চাওয়া একটি অনুচিত কাজ। চিকিৎসা একটি সেনসিটিভ বিষয়।ডাক্তাররা ডাক্তারদের সাথে ইনবক্সে চিকিৎসা বিষয়ক আলাপ করলে সেটা ভিন্ন বিষয়, কারণ সেক্ষেত্রে কমিউনিকেশনটা সহজ ও নিরাপদ হয়।
আমি ইনবক্সে কোন ক্যান্সার বা রক্তরোগের বিষয়ে মতামত দিতে পারিনা। মাঝে মাঝে একান্ত নিকটজনদের সাধারণ Seasonal অসুখ বিসুখে কিছু ওষুধ দিয়ে থাকি। যেগুলো মূলত Over the counter. এর বেশি চিকিৎসা বা মতামত জানানো ঝুঁকিপূর্ণ।
যেকোন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে চিকিৎসকের সাথে পেশাদারি আচরণ করা ভাল। এখানে ভিজিট মূখ্য বিষয় নয়, ফিজিক্যালি দেখা করাটা খুব জরুরি।
বিশেষ পরিস্থিতিতে অনেক সময় অনলাইনে রোগী দেখি। কিন্তু তার জন্য যথাযথ পরিবেশ, প্রযুক্তি ও মানসিক প্রস্তুতি রাখতে হয়। সব রোগীও এভাবে দেখা হয় না।
আরেকটি কথা, সামাজিক অনুষ্ঠানে বা পথেঘাটে কোন চিকিৎসককে দেখলে চিকিৎসা নিতে না চাওয়াই ভাল।
একজন শিল্পীকে যেমন যেখানে সেখানে গান গাইতে বলা যায় না, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ের বাড়িতে পেলেই যেমন বলা যায় না আমার ছেলেকে একটু পড়াটা দেখিয়ে দেন, তেমনি ডাক্তারকে দেখলেই রোগের কথা বলাটা উচিত না।
সবচেয়ে বিব্রতকর ব্যাপার হলো, একজন চিকিৎসককে আরেকজন চিকিৎসকের প্রেস্ক্রিপশন দেখিয়ে জিজ্ঞেস করা "ঠিক আছে কিনা"!
পথে ঘাটে, বিয়েবাড়িতে, আত্মীয়-স্বজনের গেট টুগেদারে একজন ডাক্তার দেখা মাত্রই আপনার যদি এদেশের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা ও চিকিৎসকদের ন্যায়নীতি সম্পর্কে বলতে ইচ্ছে করে তাহলে বুঝবেন আপনি মানসিকভাবে যথেষ্ট পরিপক্ক হয়ে ওঠেন নি, you should be grown up.
কারণ, চাইলে আপনার সামনে থাকা চিকিৎসকও আপনার পেশা সংক্রান্ত বেহাল দশার বর্ণনা দিতেই পারে। এই দেশের কোনো ব্যবস্থাপনাই ১০০ ভাগ নিঁখুত নয়।
মানবিক চিকিৎসক সবাই চান। কিন্ত তার প্রতি আপনার আচরণটি মানবিক হচ্ছে কিনা ভেবে দেখবেন।
Collected
Courtesy : Rakanuzzaman Suman