Professor Dr. Rokonujjaman Selim

Professor Dr. Rokonujjaman Selim "MINIMAL INVASIVE CARDIAC SURGERY" platform

15/06/2025

মো: সুমন মিয়া। ৩৫ বছর। ( ফোন নাম্বার: 01626195052) টাংগাইল থেকে এসেছিলেন। হার্ট অ্যাটাক এর কারনে হার্টের শক্তি কমে প্রায় অর্ধেকের ও কম হয়ে গিয়েছিল।
যথেষ্ট ঝুঁকিপুর্ণ বাইপাস অপারেশন ছিল। আলহামদুলিল্লাহ, প্রায় এক বছর পরে এসেছেন, দেখানোর জন্য। ভালো আছেন।
সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মানুষের উপকার করার তৌফিক দেন। আমিন।

14/05/2024

আলহামদুলিল্লাহ। Coronary Artery বাইপাস সার্জারি (CABG) অপারেশন করার পর অভিজ্ঞতা জানাচ্ছেন জনৈক ভদ্রলোক। OPCAB X 3. LVEF..40%
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সফল ভাবে কাজটি করতে পারার জন্য। দোয়া চাই সকলের কাছে।

আমার এক রোগী, হার্টের জটিল রোগের অপারেশনের জন্য এসেছে। ঝুঁকি নিয়ে অপারেশন করলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল।ছোট্ট শিশু।...
12/04/2024

আমার এক রোগী, হার্টের জটিল রোগের অপারেশনের জন্য এসেছে। ঝুঁকি নিয়ে অপারেশন করলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল।ছোট্ট শিশু। মায়ের সাথে অবিরাম বায়না।
মাকে বললাম, বাচ্চার বাবা কি করে? " বিদ্যাশ থাকে।" নিশ্চুপ উত্তর।
অপারেশন করতে তো তিন লাখ টাকা লাগবে। কে দিবে?
" জানিনা স্যার।"
"ওর বাপে অপারেশনের টাকা জোগাড় করতে জমি বেইচ্যা সিরিয়া গ্যাছে। হুনছি সেখান থাইকা দালাল গো মাধ্যমে লিবিয়া গিয়া ধরা খাইছে। অহন জেল খানায় আছে। বাইচা আছে কিনা জানিনা। আমার গয়না বেইচা ৫০ হাজার টাকা জোগাইছি। আর কৈ পামু জানিনা।" ছেলেটা খুব কষ্ট পাইতাছে স্যার!!! কিছু একটা পারলে করেন।
ঘটনা শুনে আমার চোখ টল টল করে উঠল, but মহিলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। No change of emotion. বলে অধিক শোকে পাথর।
বললাম, আপনার বাবা কি করে?
স্যার। বাপের বাড়িতেই আছিলাম। হটাৎ করে বাপ মইরা গেল। ভাইয়েরা গরীব, কখনো দ্যাখে, কখনো দেখেনা।
আমি বিমূঢ় হয়ে গেলাম।
OK.
কয়েকটা সাহায্য সংস্থার সাথে ( Muntada Aid, UK; Child Heart Trust--CHTB Bangladesh) কথা বলে একে বারে বিনা মূল্যে অপারেশন করে দিলাম সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ (যাকাত থেকে)।
আমার কর্মস্থল, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এর CEO, Prof. Dr.M. A. Rashid স্যার অনেক discount দিলেন। সবার প্রচেষ্টায় শিশু ইয়াসিন মায়ের সাথে খুনশুটি করতে করতে বাড়ি চলে গেল। তাকিয়ে রইলাম। ওর বাবা হয়তো কোন দিন জানবে কিনা জানিনা, তার ছেলের, অপারেশন হয়েছে, ভালো আছে আর তারই অপেক্ষায় প্রহর গুনছে, বাবা কবে আসবে, বাবাকে অনেক করে বকা দিবে, কেনো তুমি পালিয়ে ছিলে? মার সাথে কোন কথা বল নাই কেন?

এর পর ও সকলে বলবে, ডাক্তার রা "কসাই"।

সবাই দোয়া করবেন, এরকম কসাই হয়ে যেন সুস্থ থেকে কাজ করতে পারি যুগ যুগ ধরে, নিরাপদে বড়দের ও ছোট দের হার্টের অপারেশন করতে পারি ইনশাআল্লাহ।

দোয়া করবেন রেমিট্যান্স যোদ্ধাদের বিদগ্ধ
সহধর্মিণী রা।
ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
সবাইকে ঈদ মোবারক।

প্রফেসর ডা: রোকনুজ্জামান সেলিম।
মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।

29/01/2024

Tetralogy of Fallot অপারেশন সাথে দুটি ভালব লাগানো হয়েছে এই ছেলেটির। অপেক্ষাকৃত জটিল অপারেশন। আলহামদুলিল্লাহ সফল ভাবে করা গিয়েছে এবং সে ভালো আছে।

https://youtu.be/6N1wJKjziBU?feature=shared
19/12/2023

https://youtu.be/6N1wJKjziBU?feature=shared

পেড্রোলো ও বিজি ফ্লো পাম্প নিবেদিত ইসলামী অনুষ্ঠান "বিজ্ঞানময় আল কুরআন" । EP-54 | 15.12.2023 | ATN Bangla Islamicবিষয় : র*ক্তআলোচনায় :প্....

মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

07/12/2023

হার্টের বাইপাস সার্জারি কি?

04/12/2023

ভদ্রমহিলা ৬ মাস আগে এসেছিলেন হার্ট এটাক নিয়ে। সাথে হার্টের দেয়ালে একটি অংশ পচে গিয়ে ছিদ্র হয়ে গিয়েছিল।
বাইপাস সার্জারি করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ৬ মাস পরে দেখা করতে এসেছেন।

22/11/2023

হার্টের অপারেশনের আধুনিক পদ্ধতি!

20/11/2023

শিশুর হার্টে ছিদ্র, সুস্থ হলো যেভাবে!

14/11/2023

হার্টের ভাল্ব কেন নষ্ট হয়?

12/11/2023

স্বল্পমূল্যে জটিল হৃদরোগের চিকিৎসা

Address

Dhaka
1000

Telephone

+8801711311200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr. Rokonujjaman Selim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Professor Dr. Rokonujjaman Selim:

Share

Category