Synergy Nutrition

Synergy Nutrition Nutritional remedy to Diabetes, Arthritis, Osteoporosis, Hyper/Hypothyroidism ,Heart Disease, Hypert

ঘুম আসে না, শরীর ক্লান্ত, মাথা ধরে থাকে – সমস্যা কোথায়?রাতে ঠিকঠাক ঘুম হয় না, সকালে ঘুম ভাঙে ঝিমধরা শরীর নিয়ে। মাথা ভার ...
18/08/2025

ঘুম আসে না, শরীর ক্লান্ত, মাথা ধরে থাকে – সমস্যা কোথায়?

রাতে ঠিকঠাক ঘুম হয় না, সকালে ঘুম ভাঙে ঝিমধরা শরীর নিয়ে। মাথা ভার হয়ে থাকে, আর একটু কাজ করলেই পেশীতে টান পড়ে। আপনি ভাবছেন, “বয়স বেড়ে যাচ্ছে হয়তো”। কিন্তু না, ব্যাপারটা একটু অন্যরকমও হতে পারে।

এই ছোট ছোট অস্বস্তিগুলোর পেছনে একটা সাধারণ কারণ আছে—ম্যাগনেসিয়াম ঘাটতি। আমাদের শরীরে ম্যাগনেসিয়াম এমন একটা খনিজ, যেটা একাই কাজ করে তিনশোর বেশি প্রক্রিয়ায়। হ্যাঁ, ৩০০+! কিন্তু আমরা বেশিরভাগ মানুষ জানিই না এর ঘাটতি হলে কী কী হয়।

ম্যাগনেসিয়াম কম হলে কী কী হয়?
* সারাদিন ক্লান্ত লাগে, কারণ কোষে ঠিকমতো শক্তি তৈরি হয় না।
* ঘুম ঠিকঠাক হয় না। গভীর ঘুম না হলে শরীর নিজেকে রিপেয়ার করতে পারে না।
* পেশীতে খিঁচুনি, টান পড়া, এমনকি ব্যথাও হয় অনেকের।
* মন-মেজাজ খারাপ থাকে, টেনশন-উদ্বেগ বাড়ে।
* হাড় দুর্বল হয়, কারণ ক্যালসিয়াম শরীরে কাজে লাগার জন্য ম্যাগনেসিয়ামের দরকার পড়ে।
একটা ছোট্ট উপাদান, অথচ শরীর চালানোর পেছনে এত বড় ভূমিকা!

তাহলে আমরা পাচ্ছি না কেন?
আগে মানুষের খাদ্যতালিকায় সবজির পরিমাণ, মাটির গুণমান—সবই ছিল অনেক ভালো। এখনকার রিফাইনড খাবার, প্রসেসড খাদ্য আর স্ট্রেসফুল লাইফস্টাইলে ম্যাগনেসিয়াম স্বাভাবিকভাবেই কমে গেছে। এমনকি যাঁরা ডায়েট করছেন বা ডায়াবেটিক, তাদের শরীর থেকেও ম্যাগনেসিয়াম দ্রুত বেরিয়ে যায়।

WHO-এর রিপোর্ট বলছে, পৃথিবীর অর্ধেকের বেশি মানুষই ম্যাগনেসিয়ামের দৈনন্দিন প্রয়োজন পূরণ করতে পারেন না।

তাহলে কী করবেন?
প্রথমেই চেক করুন: আপনার কী উপসর্গগুলো আছে? যদি থাকে, তাহলে খাদ্যতালিকায়
ম্যাগনেসিয়াম বাড়ান। যেমন: পালং শাক *বাদাম *ডাল *কলা *কালো চকলেট (হ্যাঁ, এটাতেও আছে!) কিন্তু শুধুই খাবার দিয়ে ঘাটতি পূরণ সবসময় সম্ভব না—বিশেষ করে যখন ঘাটতি চলে এসেছে অনেকদূর। তখন একটু বাড়তি নজর দরকার।

শেষ কথা?
শরীর আমাদের ইঙ্গিত দেয়—কখন কোথায় ঘাটতি হচ্ছে। ম্যাগনেসিয়ামের অভাব সেই ঘাটতিগুলোর একটা চুপচাপ কারণ। যদি আপনি এসব উপসর্গে ভুগছেন, তাহলে একবার ভেবে দেখুন—আপনার শরীরে এই গুরুত্বপূর্ণ খনিজের অভাব কি না।

Trusted Quality from NOW Foods – আয়োডিন ঘাটতির জন্য একটি প্রাকৃতিক সমাধান!আপনি যদি নিয়মিত ক্লান্তি, ওজন নিয়ন্ত্রণে ব্য...
18/08/2025

Trusted Quality from NOW Foods – আয়োডিন ঘাটতির জন্য একটি প্রাকৃতিক সমাধান!

আপনি যদি নিয়মিত ক্লান্তি, ওজন নিয়ন্ত্রণে ব্যর্থতা বা মনোযোগে ঘাটতির মতো সমস্যায় ভোগেন—এবং যদি এর পেছনে থাকে থাইরয়েড হরমোনের ইমব্যালান্স—তাহলে এখনই প্রয়োজন সঠিক সাপোর্ট।

🎯 NOW Foods Kelp – একটি প্রিমিয়াম কোয়ালিটির সাপ্লিমেন্ট, যা USA-তে তৈরি এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয়।

🌊 কেন বেছে নেবেন NOW Foods Kelp?
✅ উচ্চমানের North Atlantic Sea Kelp
✅ প্রতিটি ক্যাপসুলে 150mcg প্রাকৃতিক Iodine
✅ Hypothyroidism ও আয়োডিন ঘাটতির জন্য কার্যকর
✅ Mental clarity ও Energy বুস্ট করে
✅ GMP Certified, Non-GMO, Gluten-Free

🔬 গবেষণা অনুযায়ী, ৬–৮ সপ্তাহে হরমোন ফাংশনে উন্নতি, chronic fatigue হ্রাস ও ওজন কমার সম্ভাবনা বৃদ্ধি পায়।

Price জানতে ও অর্ডার করতে Message করুন এখনই!
শক্তি ফিরে পেতে হলে ভিতর থেকে ঠিক হতে হবে—আর তার জন্য শুরু হোক আজই!

🌿 Educational Post: Kelp – সমুদ্রের তল থেকে উঠে আসা এক স্বাস্থ্যকর অলৌকিক উপাদান!কখনো এমন মনে হয়েছে, রুটিন ঠিক, খাবার ঠ...
17/08/2025

🌿 Educational Post: Kelp – সমুদ্রের তল থেকে উঠে আসা এক স্বাস্থ্যকর অলৌকিক উপাদান!

কখনো এমন মনে হয়েছে, রুটিন ঠিক, খাবার ঠিক, তবুও ক্লান্তি যায় না? ওজন কিছুতেই কমে না? মাথা ধরা, ঘুম ঘুম ভাব সারাদিন?… শরীর কি যেন চায়, কিন্তু বুঝিয়ে বলছে না? এটাই হতে পারে – থাইরকখনো এমন মনে হয়েছে, রুটিন ঠিক, খাবার ঠিক, তবুও ক্লান্তি যায় না? ওজন কিছুতেই কমে না? মাথা ধরা, ঘুম ঘুম ভাব সারাদিন?… শরীর কি যেন চায়, কিন্তু বুঝিয়ে বলছে না? এটাই হতে পারে – থাইরয়েডের গোপন সংকেত।

এবং, ঠিক এখানেই “Kelp” আপনার জন্য হতে পারে এক প্রাকৃতিক সমাধান।

🧂 Kelp আসলে কী?
Kelp একধরনের বৃহদাকার সী উইড (seaweed) বা সামুদ্রিক শৈবাল, যা পৃথিবীর নানা উপকূলে—বিশেষ করে জাপান, কোরিয়া, চীন, নরওয়ে–এর ঠান্ডা জলের উপকূলে পাওয়া যায়। এটি বহু শতাব্দী ধরে এশিয়ান ডায়েটে ব্যবহৃত হয়ে আসছে—শুধু স্বাদ বা রান্নার জন্য না, বরং স্বাস্থ্য উপকারিতার জন্য।

⚙️ Kelp কীভাবে কাজ করে?
Kelp-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে—এর উচ্চমাত্রার প্রাকৃতিক Iodine কন্টেন্ট। আয়োডিন শরীরের থাইরয়েড হরমোন (T3 এবং T4) তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হরমোনই আমাদের মেটাবলিজম, শক্তি, ওজন, ঘুম, এমনকি মেজাজ পর্যন্ত নিয়ন্ত্রণ করে!

💡 আরও কী কী আছে Kelp-এ?
Magnesium, Iron, Calcium, Potassium
Vitamin K, Folate, Lignans
Antioxidant ও Anti-inflammatory গুণ

🔬 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত:
Harvard Medical School-এর এক গবেষণায় দেখা গেছে, যাদের ডায়েটে সামুদ্রিক শৈবাল বা আয়োডিনযুক্ত খাবার থাকে, তাদের থাইরয়েড সমস্যা হওয়ার হার ৩০% কম।

🎯 কে কে খেতে পারেন?
যারা Hypothyroidism-এ ভুগছেন
ওজন বৃদ্ধি পাচ্ছে অথচ কারণ বোঝা যাচ্ছে না
মনমরা ভাব বা ক্লান্তি অনুভব করেন
আয়োডিন ঘাটতি আছে

🌿 শেষ কথা:
Kelp হলো একদম প্রাকৃতিক সমাধান, যেটা প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাসে আপনাকে দিতে পারে ভেতর থেকে সুস্থতা।

🧠 থাইরয়েড শক্তি কমে যাচ্ছে? ক্লান্তি আর ওজন বেড়ে যাচ্ছে?রোজ রোজ একরকম ক্লান্তি, ঘুম থেকে উঠে মনে হয় আরও ঘুম দরকার ছিল।...
17/08/2025

🧠 থাইরয়েড শক্তি কমে যাচ্ছে? ক্লান্তি আর ওজন বেড়ে যাচ্ছে?

রোজ রোজ একরকম ক্লান্তি, ঘুম থেকে উঠে মনে হয় আরও ঘুম দরকার ছিল। চুল পড়ে যাচ্ছে, ওজন কমছে না—ডায়েট করেও! মন খারাপ, মনোযোগ নেই…
এসব আসলে হতে পারে থাইরয়েড সমস্যা থেকে।

👉 থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে কাজ না করলে আপনার শরীরের হরমোন ব্যালেন্স বিঘ্নিত হয়, যার প্রভাব পড়ে এনার্জি, ওজন, মন-মেজাজ এমনকি ত্বকের উপরও।

🎯 সমাধান? Now Thyroid Energy—সঠিক হরমোন ব্যালেন্সের জন্য প্রাকৃতিক সাপোর্ট!
✅ Iodine, Zinc, Selenium—থাইরয়েডের জন্য প্রয়োজনীয় মিনারেল
✅ L-Tyrosine ও গ্ল্যান্ডুলার সাপোর্ট ব্লেন্ড
✅ ক্লান্তি কমাতে সাহায্য করে
✅ মেটাবলিজম ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

🛒 এখনই অর্ডার করুন—এনার্জি ফিরে পান, নিজেকে ফিরে পান!

📦 Inbox করুন বা কল করুন: 01319402044

থাইরয়েড, ওজন আর ক্লান্তির পেছনে লুকানো কারণ আপনার জানাটা কতটা ঠিক?অনেকেই ভাবেন, ওজন বাড়া বা অলসতা শুধু লাইফস্টাইলের দোষ...
17/08/2025

থাইরয়েড, ওজন আর ক্লান্তির পেছনে লুকানো কারণ আপনার জানাটা কতটা ঠিক?

অনেকেই ভাবেন, ওজন বাড়া বা অলসতা শুধু লাইফস্টাইলের দোষ। কিন্তু থাইরয়েড আর আয়োডিন ঘাটতির সঙ্গে এর সম্পর্ক অনেক গভীর।

💬 আপনার শরীরে নিচের কোন লক্ষণ বেশি টের পান?
A. সকালে ঘুম থেকে উঠে শরীর একেবারে ভাঙা ভাঙা লাগে
B. অনেক কিছুই করি, তবুও ওজন কমে না
C. মন খারাপ, বিষণ্ণতা বা একাকীত্ব কাজ করে
D. জানি না, তবে এখন টের পাচ্ছি বুঝি কিছু সমস্যা হচ্ছে

👇 কমেন্টে আপনার উত্তর দিন।

শরীর যেন নিজের মতো চলে না — কখনো ক্লান্তি, কখনো মুড অফ, কখনো চুল পড়ে!হয়তো এসবই আলাদা আলাদা সমস্যা না — বরং একটাই মূল কার...
17/08/2025

শরীর যেন নিজের মতো চলে না — কখনো ক্লান্তি, কখনো মুড অফ, কখনো চুল পড়ে!

হয়তো এসবই আলাদা আলাদা সমস্যা না — বরং একটাই মূল কারণ: থাইরয়েড।
আপনার ক্ষেত্রে সবচেয়ে বিরক্তিকর সমস্যাটা কোনটা?

🅰️ সারাক্ষণ ক্লান্তি আর ঘুম ঘুম ভাব
🅱️ ওজন বেড়ে যাচ্ছে, কিছুতেই কমছে না
🅾️ চুল পড়া, ত্বক শুকিয়ে যাওয়া
🆎 মন খারাপ, পিরিয়ড অনিয়মিত

👇 নিচে ভোট দিন বা কমেন্ট করে জানান —
আপনার শরীর কী বলছে?

📌 হতে পারে এই লক্ষণগুলো আসলে Hypothyroidism-এর নিঃশব্দ সংকেত।
TSH, T3, T4 টেস্ট করে একবার দেখে নিন — বুঝতে পারবেন সত্যিটা।

আগে যা করতে ভালো লাগত, এখন আর ইচ্ছে করে না… ক্লান্ত লাগে সবসময়। নিজেকে কেমন যেন অচেনা মনে হয়...আপনিও কি এমনটা অনুভব করছে...
16/08/2025

আগে যা করতে ভালো লাগত, এখন আর ইচ্ছে করে না… ক্লান্ত লাগে সবসময়। নিজেকে কেমন যেন অচেনা মনে হয়...

আপনিও কি এমনটা অনুভব করছেন?
যেটা এক সময় সহজ ছিল, এখন সেটা করতে মন চায় না। শরীর যেন ভারী, মাথা যেন কুয়াশায় ঢাকা, মন-মেজাজ কেমন গুমোট গুমোট…

অনেকেই এমন অবস্থায় নিজেকে দোষ দেন —
আমি হয়তো অলস হয়ে যাচ্ছি, বয়স তো বাড়ছেই, বা “অত চিন্তা করছি কেন?

কিন্তু আপনি জানেন কি?
এই প্রতিটি লক্ষণের পেছনে থাকতে পারে একটাই নিঃশব্দ শত্রু — থাইরয়েড হরমোনের ইমব্যালান্স।

🧠 থাইরয়েড কী এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ?
গলার নিচে থাকা ছোট্ট একটি প্রজাপতি-আকৃতির গ্রন্থি — থাইরয়েড।

এই ছোট্ট জিনিসটা তৈরি করে এমন দুটি হরমোন (T3 ও T4), যেগুলো চালায় আপনার পুরো শরীরের “সিস্টেম”।

✔️ আপনি কতটুকু শক্তি পাবেন
✔️ আপনার ওজন কীভাবে বাড়বে বা কমবে
✔️ আপনার ত্বক কেমন থাকবে
✔️ মন ভালো থাকবে নাকি হতাশ
✔️ হজম, হৃদস্পন্দন, এমনকি মেয়েদের পিরিয়ড পর্যন্ত সবই এই হরমোন ঠিক রাখে। অর্থাৎ থাইরয়েডের সামান্য গোলমাল মানেই, পুরো শরীর যেন ছন্দ হারিয়ে ফেলে।

⚠️ থাইরয়েড সমস্যা হলে কী হয়?
এটা আস্তে আস্তে শুরু হয়। আপনি বুঝতেই পারবেন না। শুরুর দিকে আপনি ভাববেন এটা শুধু ক্লান্তি।

কিন্তু পরে এক এক করে আসতে পারে:
🔹 সবসময় ক্লান্তি বা ঘুম ঘুম ভাব
🔹 খাওয়া কমিয়েও ওজন না কমা
🔹 মন খারাপ, বিষণ্ণতা
🔹 চুল পড়া, ত্বক শুকিয়ে যাওয়া
🔹 ঠান্ডা বেশি লাগা
🔹 মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়ম

এবং সবচেয়ে বিপদ — এগুলো অনেক সময় অন্য সমস্যা মনে করে ভুল চিকিৎসা করা হয়।
অথচ একটি সাধারণ টেস্টেই বোঝা যায় — TSH, T3 ও T4।

📌 সন্দেহ হলে এই টেস্টগুলো একবার করে ফেলুন।
দ্রুত ধরা পড়লে নিয়ন্ত্রণে আনা যায় খুব সহজে।

💡 কেন হয় এই সমস্যা?
👉 আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন D বা B12-এর ঘাটতি
👉 অতিরিক্ত স্ট্রেস
👉 অটোইমিউন ডিজঅর্ডার (যেমন Hashimoto’s)
👉 অনিয়মিত ঘুম ও খাওয়াদাওয়া
👉 প্রসেসড ফুডের আধিক্য

✅ তাহলে সমাধান কী?
✔️ ঘুম ঠিক করুন, স্ট্রেস কমান
✔️ Whole food-based খাওয়াদাওয়া করুন
✔️ আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক ইত্যাদি খেয়াল রাখুন
✔️ বছরে একবার থাইরয়েড টেস্ট করুন
✔️ এবং প্রয়োজনে গ্রহণ করুন বিজ্ঞানসম্মত সাপ্লিমেন্ট

💊 “Thyroid Energy” – সাপ্লিমেন্ট, কিন্তু প্রাকৃতিকভাবে, NOW Foods-এর “Thyroid Energy” এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার থাইরয়েড প্রয়োজনীয় সাপোর্ট পায়।

➡️ Iodine – হরমোন তৈরির মূল উপাদান
➡️ Selenium – হরমোন অ্যাক্টিভ করে, অ্যান্টিঅক্সিডেন্ট
➡️ Zinc, Copper, B-12 – শক্তি ও ব্যালান্স বজায় রাখে
➡️ L-Tyrosine – থাইরয়েড হরমোনের কাঁচামাল
➡️ Ashwagandha – স্ট্রেস কমায়, হরমোন স্ট্যাবিলাইজ করে

🔬 গবেষণায় যা প্রমাণিত হয়েছে:
NIH ও PubMed-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী:
🔹 Selenium ও Iodine এর ঘাটতি থাকলে হাইপোথাইরয়েডের ঝুঁকি বাড়ে
🔹 Ashwagandha ও L-Tyrosine mood, alertness ও হরমোন ফাংশন উন্নত করে

🍃 যদি খাবার থেকেই পেতে চান, তাহলে খেয়াল রাখুন:
🥗 Iodine – সামুদ্রিক খাবার, seaweed
🥚 Selenium – Brazil nuts, tuna, eggs
🥩 Zinc – বাদাম, ডিম, গোশত

কিন্তু এই উপাদানগুলো প্রতিদিনের খাবার থেকে নিয়মিত পাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই সঠিক সাপ্লিমেন্ট হতে পারে একটি কার্যকর সমাধান।

✨ শেষ কথা
আপনি অলস নন। আপনি অসুস্থও নন।
আপনার শরীর আপনার সঙ্গে কথা বলছে—শুধু আপনি শুনছেন না।

আজ একটু মন দিয়ে শুনুন।
নিজের শরীরকে বুঝুন। সময় দিন। যত্ন নিন।
শরীর সিগন্যাল দিচ্ছে — এখন শোনার সময় আপনার।

🥴 “সকাল হলেই পায়ে ব্যথা! হাঁটলেই টান পড়ে!’’বয়স যাই হোক, হাঁটুর ভিতরের cartilage ক্ষয়ে গেলে ব্যথা হবেই। শুধু পেইনকিলার খে...
16/08/2025

🥴 “সকাল হলেই পায়ে ব্যথা! হাঁটলেই টান পড়ে!’’

বয়স যাই হোক, হাঁটুর ভিতরের cartilage ক্ষয়ে গেলে ব্যথা হবেই। শুধু পেইনকিলার খেয়ে কিছুদিন আরাম পাবেন — কিন্তু ভিতরের damage তো রয়ে যাবে!
এই জন্যই দরকার ভিতর থেকে repair —

👉 Glucosamine + MSM + Chondroitin Sulfate
💊 Triple-action ফর্মুলা:
✔️ Cartilage গঠনে সাহায্য করে
✔️ জয়েন্টে ঘর্ষণ কমায়
✔️ ব্যথা ও ফোলা হালকা করে

✅ যারা Arthritis, Osteoarthritis বা দীর্ঘমেয়াদি জয়েন্ট ব্যথায় ভুগছেন, তাদের জন্য কার্যকর support.

📦 এখন Synergy Nutrition BD দিচ্ছে Premium Quality Joint Formula – tested, trusted এবং বাস্তব প্রভাব দেখানো ফর্মুলা।

🕒 স্টকে সীমিত পরিমাণ — ইনবক্সে মেসেজ দিন এখনই! 📞 01319402044

আপনার হাঁটু বা কোমরে ব্যথা বেশি কবে টের পান❓A. সকালে ঘুম থেকে উঠে হাঁটলে একটু কষ্ট হয়B. বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে গেলে ব...
16/08/2025

আপনার হাঁটু বা কোমরে ব্যথা বেশি কবে টের পান❓

A. সকালে ঘুম থেকে উঠে হাঁটলে একটু কষ্ট হয়
B. বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে গেলে ব্যথা টানে
C. বাজার করতে গেলে বা হাঁটাহাটি করলে বেশি টের পাই
D. ঠিক মতো চিন্তা করিনি, কিন্তু মাঝে মাঝেই ব্যথা লাগে

আপনার অভিজ্ঞতা কেমন? নিচে কমেন্টে লিখে জানান — হয়তো আপনার কথাই বলছি আমরা!

পা মোড়ালে টক টক শব্দ? হাঁটতে গেলে ব্যথা ধরে?অনেকেই এখন এমন সমস্যায় আছেন— সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটু শক্ত হয়ে থাকে, নামা...
15/08/2025

পা মোড়ালে টক টক শব্দ? হাঁটতে গেলে ব্যথা ধরে?

অনেকেই এখন এমন সমস্যায় আছেন— সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটু শক্ত হয়ে থাকে, নামাজে বসতে গেলে ব্যথা টানে, বাজারে গেলে একটু হাঁটতেই পায়ে যন্ত্রণা শুরু হয়।

কি মনে হয়? "বয়স হইছে", তাই না?
আসলে বয়স না, জয়েন্টের ভিতরের Cartilage ক্ষয়ে যাচ্ছে — এইটাই মূল কারণ।

🤔 কিন্তু Cartilage আবার কী?
আমাদের হাঁটু বা কোমরের জয়েন্টে একধরনের নরম টিস্যু থাকে, যেটা cushion-এর মতো কাজ করে—হাঁটতে বা বসতে friction যেন না হয়।
এই টিস্যুটাই ধীরে ধীরে ক্ষয়ে গেলে শুরু হয় কষ্ট।

🧬 Glucosamine, MSM আর Chondroitin Sulfate—এই তিনটা জিনিস একসাথে কাজ করে:

🔹 Cartilage তৈরি করে আবার
🔹 জয়েন্টে ঘষাঘষি কমায়
🔹 ব্যথা, ফোলা, জড়তা দূর করে

🌾 এগুলা আমরা খাবারে পাই না?
কিছুটা পাই—চিংড়ির খোলস, গরুর হাড়ের ঝোল—কিন্তু এইগুলা থেকে প্রতিদিন দরকারি পরিমাণ পাওয়া যায় না।

তাই বিজ্ঞানীরা বানাইছে এমন একটা ফর্মুলা, যেটা খেলে হাঁটুর ভিতর থেকে শুরু হয় repair।

📌 আপনি যদি...
• সকালে উঠে হাঁটতে কষ্ট হয়
• পা মুড়ালে শব্দ হয়
• বা অনেকক্ষণ বসে থাকলে জয়েন্ট শক্ত লাগে
→ তাহলে বুঝে নিন — আপনার হাড়ের ভিতরেই সমস্যা তৈরি হচ্ছে।

এমন অবস্থায়, ভিতর থেকে জয়েন্টকে সাহায্য করা দরকার — কারণ শুধু ব্যথা কমালেই হয় না, মূল জায়গাটা ঠিক না হলে কষ্ট থেকেই যায়।

এই তিনটা উপাদান (Glucosamine, MSM, Chondroitin) একসাথে শরীরে সেই ভিতরের repair process শুরু করতে সাহায্য করে — যাতে আপনি আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

Nucell Marine Collagen - বয়সের ছাপকে বিদায় দিন!✨ ত্বক হবে আরো উজ্জ্বল ও টানটান💪 জয়েন্ট ও হাড়ে ফিরে আসবে শক্তি💇‍♀️ চুল ও ...
15/08/2025

Nucell Marine Collagen - বয়সের ছাপকে বিদায় দিন!

✨ ত্বক হবে আরো উজ্জ্বল ও টানটান
💪 জয়েন্ট ও হাড়ে ফিরে আসবে শক্তি
💇‍♀️ চুল ও নখে পেতে পারবেন স্বাস্থ্যের নতুন দিশা

আজই অর্ডার করুন এবং শরীরের সেরা ভার্সনে পৌঁছান!
📞 অর্ডার করুন: 01319402044

আপনার বয়স ২৫ পেরিয়েছে? নিচের কোন সমস্যাটি আপনি সবচেয়ে বেশি অনুভব করছেন?A. ত্বকের বলিরেখা ও মলিনতাB. জয়েন্ট বা হাড়ে ব্...
15/08/2025

আপনার বয়স ২৫ পেরিয়েছে? নিচের কোন সমস্যাটি আপনি সবচেয়ে বেশি অনুভব করছেন?

A. ত্বকের বলিরেখা ও মলিনতা
B. জয়েন্ট বা হাড়ে ব্যথা
C. চুল পড়া ও নখ ভেঙে যাওয়া
D. এখনো কোনো সমস্যা নেই

আপনার উত্তরটি কমেন্টে জানান এবং Marine Collagen সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে আমাদের ইনবক্স করুন!

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Synergy Nutrition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Synergy Nutrition:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category