10/07/2023
বাংলাদেশের DHMS/BHMS ডিগ্রি কি ভূয়া ?
সন্মানিত হোমিও চিকিৎসক ভাই ও বোনেরা,
নর্থ ওয়েস্ট স্ট্যাডি কনসালটেশন সেন্টার " জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান" ৷ আইনগতভাবে ব্যাবসা পরিচালনা করার সকল ধরনের ডকুমেন্ট আমাদের আছে ৷ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ৷ দয়া করে একটু সময় নিয়ে পডবেন ৷
কিছু কুচক্রী হোমিও ফিজিশিয়ান বলে দিল এমডি ডিগ্রি ভূয়া আর সেই সূত্রে আমাদের গালাগালি শুরু করলেন ? আপনাদের জন্য কাজ করতে গিয়ে আমাদের কখনও চিটার, কখনও বাটপার বানাচ্ছেন ৷ আসলে কি একবারও কল করে জেনেছেন এমডি ডিগ্রির বিষয়টা কি ? যারা আপনাদের উস্কে দিচ্ছে, বোঝাচ্ছে এমডি ডিগ্রি ভূয়া, এসব ডিগ্রির মূল্য নাই তাদের কাছে কয়েকটা প্রশ্ন করবেন ৷
প্রশ্ন ১. রিসার্চ কাকে বলে ?
প্রশ্ন ২. থিসিস কিভাবে লিখতে হয় ?
প্রশ্ন ৩. কারো থিসিস আন্তর্জাতিক জার্নালে প্রকাশ হয়েছে কিনা ?
প্রশ্ন ৪. গবেষনার ধাপগুলো কি কি ?
প্রশ্ন ৫. এমডি কোনো একাডেমিক ডিগ্রি কিনা ?
বাংলাদেশের বাজারে হোমিও ব্যাবসা মেডিকেল এর আওতায় পড়লেও উন্নত দেশে এটা একাডেমিক কোর্স / অলটারনেটিভ থেরাপির আওতায় পড়ে ৷ এটি কিছু বিশ্ববিদ্যালয়ে মূলত একাডেমিক কোর্স ৷ কোনো কোনো বিশ্ববিদ্যালয় গবেষনার জন্য একটা সন্মানসূচক ডিগ্রিও দেয় ৷
কয়েকদিন আগেই মিডিয়াতে সূত্রে জানা গেছিল হোমিও কলেজগুলোতে এসএসসি পাশ স্টুডেন্টরা নকল করে বই দেখে লিখে পাশ করে ৷ গবেষনা কি বা কিভাবে করে সেটা কয়জন হোমিও ফিজিশিয়ান জানে ? আপনারা তাদের কথা শুনে এটাকে প্রতারনা মনে করেন ? দুঃখজনক ৷
দ্বিতীয়ত, যদি বলা হয়, গবেষনার সাথে প্রতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজনীয়তাও নেই (উদাহরন : বিজ্ঞানী টমাস আলভা এডিসন ) ৷ আমরা যে বিশ্ববিদ্যালয়ের এমডি ডিগ্রি প্রভাইড করি তার মূল উদ্দেশ্য গবেষনার সাথে হোমিও চিকিৎসকদের পরিচিতি ৷ সাথে একটি গবেষনাধর্মী আন্তর্জাতিক সন্মানসূচক ডিগ্রি (একাডেমিক ডিগ্রি নয় ) ৷
এবার আসি সন্মানসূচক ডিগ্রির কথায় ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীও সন্মানসূচক ডি. লিট ডিগ্রি লাভ করেছেন ৷ যেসব হোমিও নেতা কিংবা বিজ্ঞানীরা আপনাদের মাথা খাচ্ছেন তাদের কাছে শুনবেন প্রধানমন্ত্রীর সেই ডি লিট ডিগ্রি কি ভূয়া ? সেটা কি গ্রহনযোগ্য নয় ?
আমরা যেসব বিশ্ববিদ্যালয়ের স্ট্যাডি কনসালটেন্সি সার্ভিস প্রভাইড করি তাদের আন্তর্জাতিক UGC অনুমোদন আছে ৷ NCAA+ এক্রিডিটেশন আছে ৷ এসব ইউনিভার্সিটি শুধু এমডি ডিগ্রি দেয়না, বিএসসি, এমএসসি, এমবিএ সহ অসংখ্য ফ্যাকাল্টি আছে ৷ সারা পৃথিবী থেকে এখানে যারা পড়ে তারা মনে হয় বলদ আর বাংলাদেশের গুটিকয়েক কুচক্রী হোমিওপ্যাথ যারা আপনাদের পরামর্শ দিয়ে বোঝাচ্ছেন এমডি ডিগ্রি ভূয়া, তারা হচ্ছে নাসা বিজ্ঞানী ৷ এসব নাসা বিজ্ঞানীদের আবার সংগঠন আছে ৷ সেখানে উন্নয়নের নামে চাঁদা তুলে বা****ড়া উন্নয়ন করেন ৷ দেখবেন এরাই আবার নিজেরা কোর্স খুলে অনলাইনে সার্টিফিকেট বানিজ্য করছেন ৷ তাহলে বিষয়টা কি দাঁড়ালো, গবেষনা শিখে গেলে এদের বানিজ্যে ভাটা পরে যাবে ৷ চিন্তা করবেন, আসলে প্রতারক কারা ৷ কারন আমরা নিজেরা কোনো কোর্স চালাই না ৷ শুধু বিশ্ববিদ্যালয়ের কোর্সের ভর্তি তথ্য দেই ৷ তাতেই চিটার ?
দ্বীতীয় কথা, দেশের বাইরে থেকে অনেক ছেলেমেযে বিএসসি, এমএসসি, এমবিএ করে বাংলাদেশে আসে তাদের সার্টিফিকেটগুলো কি ভূয়া ? যারা লন্ডনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে আসে তাদের ডিগ্রিগুলা ভূয়া ? এসব চিন্তা করেছেন কখনও ? শুধু হোমিও বোর্ড নিয়ে পড়ে আছেন ৷
এবার আসাযা বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বোর্ডের কথায় ৷ তারা যে ডিএইচএমএস বা বিএইচএমএস ডিগ্রি বা রেজিস্ট্রেশন দেয় তা বাংলাদেশের হোমিও মেডিকেল কোর্সের ৷ তারা 'এমডি' র মতো বা 'পিএইচডির' মতো বিশ্ববিদ্যালয় ডিগ্রিগুলোর অনুমোদন দেয়া বা বন্ধ করার ক্ষমতা রাখে না ৷ অাইনে সেই সুযোগ নেই এবং হবেও না ৷ যদি হতে হয় তবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হোমিও বের্ডের আন্ডারে আনতে হবে ৷ কোনো বোকা ব্যাক্তিও এর অনুমোদন দেবে না ৷ তাই নিজের চিন্তা চেতনাকে ব্যাবহার করুন ৷ অপরের কথায় লাফিয়ে লাভ নেই ৷
বাংলাদেশের গুটিকয়েক সুবিধাবাদি হোমিওপ্যাথিক ফিজিশিয়ানরা জানে কম, লাফায় বেশী ৷ এরা নিজেদের স্বার্থের জন্য আপনাদের মতো সহজ সরল শিষ্যকে বিক্রি করে দেবে ৷ তাই চিলে কান নিয়ে গেছে শুনে, কানে হাত না দিয়ে দেখে চিলের পেছনে দৌড়ানো বন্দ করেন ৷
বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন ৷ সেটার মান কেমন ৷ ইউজিসি এ্যাপ্রুভ কিনা ৷ আন্তর্জাতিক স্বীকৃত কোর্স কিনা ৷ আপনার ডিগ্রি অনলাইনে ভেরিভাই করা যাবে কিনা ৷ এ্যাম্বাসি এ্যাটাসমেন্ট ও পররাষ্ট্র মন্ত্রনালয় এ্যাটাটসড সার্টিফিকেট পাবেন কিনা এসবের বিস্তারিত তথ্য আগে জানুন ৷ কল করেন ২৪ ঘন্টা যে কোন সময় আমাদের সাপোর্ট সেন্টারে ৷ নম্বর +8801792618107 (কলিং ও হটসএ্যাপ) ৷
সর্বশেষ কথা , আমরা যেসব আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েটেড ভর্তি তথ্য কেন্দ্র , সেসব বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কমপ্লিট করার পর যদি কোন ব্যাক্তি হয়রানির শিকার হয় আমাদের প্রতিষ্ঠান থেকে সমস্ত খরচ বহন করে আইনি সহায়তা করবো ( মুখে নয়, স্ট্যাম্প চুক্তি করে ভর্তি করা হবে ) ৷
বিনীত,
মোঃ সাইফুল ইসলাম
চেয়ারম্যান, নর্থ ওয়েস্ট স্ট্যাডি কনসালটেশন