Friends Care Hospital Limited

Friends Care Hospital Limited Friends Care Hospital Limited is a Trusted Health Care Service provider (Covid 19 recovery Hospital,

20/08/2023
World Heart Day- 2022
29/09/2022

World Heart Day- 2022

ফ্রেন্ডস্ কেয়ার হসপিটাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্...
28/09/2022

ফ্রেন্ডস্ কেয়ার হসপিটাল লিমিটেড পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা

NICU & PICU24 x 7
24/09/2022

NICU & PICU
24 x 7

ICU, CCU, NICU & PICU24 Hours
22/09/2022

ICU, CCU, NICU & PICU
24 Hours

নিয়মিত চেম্বার করছেন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মমতাজুল হক
18/09/2022

নিয়মিত চেম্বার করছেন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মমতাজুল হক

World Lymphoma Awareness Day, 2022
15/09/2022

World Lymphoma Awareness Day, 2022





রাশমনো স্পেশালাইজ্ড হাসপাতালের সন্মানিত চিফ অপারেশন অফিসার (সিওও) এবং ফ্রেন্ডস কেয়ার হসপিটাল লিমিটেডের সন্মানিত ব্যবস্থা...
10/09/2022

রাশমনো স্পেশালাইজ্ড হাসপাতালের সন্মানিত চিফ অপারেশন অফিসার (সিওও) এবং ফ্রেন্ডস কেয়ার হসপিটাল লিমিটেডের সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক সহকারী অধ্যাপক ডাঃ আতীদ মুহাম্মদ মোল্লা (সেতু) স্যারের আজ শুভ জন্মদিন।
জন্মদিনে আমরা স্যারের সু-স্বাস্থ্য, সর্বাঙ্গীন সফলতা এবং মঙ্গল কামনা করি।
- রাশমনো পরিবার



#সেতুস্যার

গাইনি সমস্যা! নারীদের জন্য গোপন না রাখাই ভালগাইনি সমস্যা হলে সেটা নিয়ে লুকোচুরি না করে চিকিৎসককে বলা এবং গাইনি সমস্যা সম...
10/09/2022

গাইনি সমস্যা! নারীদের জন্য গোপন না রাখাই ভাল
গাইনি সমস্যা হলে সেটা নিয়ে লুকোচুরি না করে চিকিৎসককে বলা এবং গাইনি সমস্যা সম্পর্কে জেনে রাখা প্রত্যেকটি নারীর জন্যেই উপকারী এবং দরকারী। কিন্তু এ নিয়ে ট্যাবু আর লজ্জার কমতি নেই। তাই অসুখ এবং প্রশ্ন নিজের ভেতরে পুষে রেখে নিজেদের অবস্থাকে কঠিন করে তোলেন অনেক নারী। চলুন, আজ সরাসরি কথা বলা যাক হরহামেশাই হয়ে থাকে এমন কিছু গাইনি সমস্যা নিয়ে।

আমার সমস্যাটি ঠিক কী?
অধিকাংশ নারীই জানেন না যে, তার সাথে যে সমস্যাটি হচ্ছে সেটি আসলে কী। একটু মিলিয়ে নিন দেখি। নিচের সমস্যাগুলোর কোনোটা আপনার সাথে ঘটছে নাতো?

১। সাদাস্রাবে অস্বাভাবিকতা
যোনিপথ দিয়ে সাদাশ্রাব নির্গমন হওয়া নারীদের জন্য স্বাভাবিক। যোনিপথকে পরিষ্কার রাখতেই এই প্রক্রিয়াটি ঘটে থাকে। তবে ছত্রাক সংক্রমণের কারণে এই সাদাস্রাবের পরিমাণ, রঙ, গন্ধ পরিবর্তিত হতে পারে। এমনটি হলে চিকিৎসকের কাছে চলে যান। কারণ, অনেকসময় এই অস্বাভাবিকতার কারণে হতে পারে সার্ভিকাল ক্যান্সারও।
২। অতিরিক্ত মূত্রত্যাগ
পানি বেশি খাওয়া বা স্বাভাবিক কোন কারণে অতিরিক্ত মূত্রত্যাগ হতে পারে। তবে, যোনিপথে সংক্রমণ (ইউটিআই) এবং যৌনতার মাধ্যমে পরিবাহিত সংক্রমণও এর কারণ হতে পারে।
৩। বিনা কারণে রক্তপাত বা অতিরিক্ত রক্তপাত
পিরিয়ডের সময় রক্তপাত হওয়া স্বাভাবিক। তবে এছাড়াও প্রস্রাবের সাথে রক্তপাত হলে বা রক্তপাত অতিরিক্ত হলে সেটি চিন্তার কারণ। সংক্রমণ, তলপেটে জমা পাথর, সার্ভিকাল ক্যান্সার, মূত্রথলীর ক্যান্সারসহ আরো নানারকম ভয়াবহ কারণ থাকতে পারে এর পেছনে।
৪। শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ব্যথাবোধ করা এবং পরবর্তীতে রক্তপাত
শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ব্যথার কারণে হতে পারে এন্ড্রোমেট্রিয়োসিস, ভ্যাজিনিসমাস এবং ছত্রাক সংক্রমণের মতো ব্যাপারগুলো। অন্যদিকে শারীরিক সম্পর্ক স্থাপনের পর রক্তপাত ঘটলে এর সাথে সার্ভিকাল ক্যান্সার বা সার্ভিকাল পলিপ্সের সম্পর্ক থাকতে পারে।
৫। অসম্ভব ব্যাক পেইন
আরো নানা কারণে এই ব্যথা হলেও, এর কারণে হতে পারে এন্ডোমেট্রিয়োসিস, ওভারিয়ান সিস্ট, নানাবিধ প্রদাহ ইত্যাদির মতো ব্যাপারগুলোও। অন্যদিকে মেনোপোজের সময় পার হলেও যদি আপনার রক্তপাত চালু থাকে, সেক্ষেত্রেও ব্যাপারটি গাইনি সমস্যার অন্তর্ভুক্ত হয়ে যায়।
উপরোক্ত যে কোন একটি সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
আমার এমন কোন সমস্যা নেই। আমি কি চিকিৎসকের কাছে যাবো?
আপনার যদি এই সমস্যাগুলোর কোনটাই না থেকে থাকে, তবুও ২৫ বছর বয়সের পর থেকে প্রতি ২-৩ বছর অন্তর অন্তর একবার করে চিকিৎসকের কাছে গিয়ে সার্ভিকাল স্মেয়ার এবং এইচপিভি পরীক্ষা করা উচিত। এগুলোর মাধ্যমে কোন যৌন সম্পর্ক ছাড়াই ক্যান্সারের সেল শরীরে প্রবেশ করতে পারে।
পুরোপুরি বিকশিত হওয়ার আগে কোন লক্ষণও প্রকাশ পায় না। তাই নিয়মিত পরীক্ষা করলে অস্বাভাবিক কোষকে শনাক্ত করা এবং ক্যান্সার প্রতিরোধ করা সহজ হয়ে যায়। এছাড়া, চিকিৎসক রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড টেস্ট ইত্যাদির মাধ্যমে আপনার ওভারিয়ান ক্যান্সারের ব্যাপারেও আপনাকে সতর্ক করতে পারবেন।

সার্ভিকাল ও ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা কী?
সার্ভিকাল ক্যান্সার প্রথম পর্যায়ে ধরা পড়লে কেবল সার্জারি করলেই ঠিক হয়ে যায়। তবে পরবর্তী পর্যায়ে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি- দুটোরই দরকার পড়ে। অন্যদিকে, ওভারিয়ান ক্যান্সার সাধারণত শেষের দিকেই শনাক্ত হয় বেশি। ফলে কেমোথেরাপি ও সার্জারি দুটোই একসাথে করা হয় এর চিকিৎসা হিসাবে।

ইউটেরাইন ফাইব্রয়েডস কী, এর চিকিৎসাই বা কেমন?
জরায়ুর গায়ে জন্ম নেওয়া টিউমরকে ফাইব্রয়েডস বলা হয়। এদের মাধ্যমে ক্যান্সার জন্ম নেয় না। পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা, পিঠ ব্যথা এবং ঘন ঘন প্রস্রাব ফাইব্রয়েডসের লক্ষণ। সাধারণত, এটি এমনিতেই বা কিছু ওষুধ সেবন করলেই সেরে যায়। তবে বেশি সমস্যা হলে চিকিৎসকেরা এক্ষেত্রে সার্জারির পরামর্শও দিয়ে থাকেন

We Are Hiring
05/09/2022

We Are Hiring

 #নিয়োগ_বিজ্ঞপ্তিরাশমনো স্পেশালাইজড হাসপাতালে কিছু সংখ্যক ফার্মাসিস্ট এবং সেলস ম্যান (ফার্মেসী) নিয়োগ প্রদান করা হবে।উক্...
01/09/2022

#নিয়োগ_বিজ্ঞপ্তি
রাশমনো স্পেশালাইজড হাসপাতালে কিছু সংখ্যক ফার্মাসিস্ট এবং সেলস ম্যান (ফার্মেসী) নিয়োগ প্রদান করা হবে।
উক্ত ২ পদের জন্য ১০-০৯-২০২২ইং তারিখের মধ্যে ই-মেইলে, ইনবক্সে অথবা সরাসরি নিন্মোক্ত ঠিকানায় সিভি প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত
01708 458 077
01708 458 009


#নিয়োগ_বিজ্ঞপ্তি

Address

44/5, Atish Diponkor Road (Mugda Biswa Road)
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Friends Care Hospital Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Friends Care Hospital Limited:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category