Occupational Therapy Consultancy - by Munira Akter Molly

Occupational Therapy Consultancy - by Munira Akter Molly 20yrs+ working as Sr.Consultant Pediatric Occupational Therapist ,CRP, BOTA Reg. A 133/2004,

06/11/2024
Shout out to my newest followers! Excited to have you onboard!Zenatul Haque Zenat, সাইমুম সালাম রাইয়ান, Shishir Ghosh, ...
17/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Zenatul Haque Zenat, সাইমুম সালাম রাইয়ান, Shishir Ghosh, Neshu Mahmud MN, Jannatul Ferdous Tisha, K M A Shahin, LM Ronon YT

"Heat Wave" আসিতেছে?----------------------------------তাই সাবধান হোন।সম্ভবতঃ ৪০°-৫০° সে.।-------------------------------...
03/04/2024

"Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩)ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

01/04/2024

কদরের রাতে কি কি যিকর আযকার করতে পারি ? (রমদানের শেষ ১০ রাত বা বিজোড় রাতগুলোতে)

১। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

২। বেশী বেশী দুরুদ পড়া।

اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত

আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ

বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৪০৮, নং ৩৩৭০; মুসলিম, নং ৪০৬।

৩। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

৪। লা ইলাহা ইল্লাল্লাহ (কমপক্ষে ১০০ বার)

৫। "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

৬। আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন তুহিব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী। (‎‏(اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏ উক্ত দোয়াটি বেশি বেশি পড়বেন।

৭। দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।

৮। "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

৯। "সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" (কমপক্ষে ১০০ বার) ।

১০। "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

১১। "সুবহানাল্লাহিল 'আযিমি ওয়াবি হামদিহ" (যত বেশি পড়া যায়)

১২। সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

১৩। সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর (১০০ বার বা তার চেয়ে বেশি)

১৪। প্রতি ওয়াক্ত এ নামাজ শেষে তিনবার এই দুআ পড়া :

اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ‘উযু বিকা মিনান্নার

আবূ দাউদ, নং ৭৯২; ইবন মাজাহ্‌ নং ৯১০। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩২৮।

যিকর আযকারের পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দুয়া মুনাজাত করব। ক্ষমা চাইব।


আল্লাহ এর কাছে কি দুয়া করবেন.. [ চলুন জেনে নেই ]

☛ নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন !
☛ গুনাহ থেকে বেঁছে থাকার জন্য দোয়া করবেন !
☛ আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন !
☛ সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ অন্যের কাছে অপদস্থ না হওয়ার দোয়া করবেন !
☛ বদ নজর থাকে বাঁচার জন্য দোয়া করবেন !
☛ বিপদ বালা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন !
☛ ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন !
☛ মুনাফিকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন !
☛ পিতামাতার জন্য দোয়া করবেন !
☛ সন্তান সন্ততির জন্য দোয়া করবেন !
☛ সন্তান সন্ততি স্বামী স্ত্রী-নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন !
☛ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দোয়া করবেন !
☛ সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন !
☛ ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন !
☛ আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন !
☛ যারা আপনার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন !
☛ যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন !
☛ ইসলামের পথে থাকা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ ইসলাম সম্প্রসারণের জন্য দোয়া করবেন !
☛ ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন !
☛ আপনার প্রয়োজন পূরণের জন্য দোয়া করবেন !
☛ রোগ মুক্তির জন্য দোয়া করবেন !
☛ হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ সহজে ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন !
☛ অন্যের উপর বোঝা স্বরূপ না হওয়ার জন্য দোয়া করবেন !
☛ বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ শির্ক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন !
☛ সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন !
☛ বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবেন !
☛ জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন !
☛ সকল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ প্রতিদিন কুরআন তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
☛ নবীজির শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন ।
☛ দাজ্জালের ফেতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
☛ সকল রকম ফেতনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
☛ মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।


আল্লাহ্‌ আমাদের আমাল করার তৌফিক দিন।

#শেয়ার_করুন

©সিরাতল মুস্তাকিম

Occupational therapy role in Dysphagia (food swallowing  problem):Dysphagia is a condition that affects the ability to s...
17/11/2023

Occupational therapy role in Dysphagia (food swallowing problem):

Dysphagia is a condition that affects the ability to swallow food and liquids safely and comfortably. It can have various causes and consequences, such as malnutrition, dehydration, aspiration pneumonia, and reduced quality of life.
Occupational therapy (OT) plays a vital role in dysphagia care, as OTs can assess and treat the whole person beyond their swallow function.
OTs can help clients with dysphagia improve their performance skills, such as self-feeding, cognition, perception, sensory and motor skills, and postural control.
OTs can also provide education, training, and support to clients and their caregivers on how to manage dysphagia safely and effectively.
OTs can collaborate with other professionals, such as speech-language pathologists, dietitians, and physicians, to provide comprehensive and individualized dysphagia care.
Some of the interventions that OTs can provide for clients with dysphagia include:

Modifying the environment, such as lighting, noise, and seating, to facilitate safe and comfortable eating.
Adapting the utensils, plates, cups, and straws to suit the client’s needs and preferences.
Recommending appropriate food and liquid consistencies, textures, and temperatures to reduce the risk of aspiration and choking.
Teaching compensatory strategies, such as chin tuck, head turn, and multiple swallows, to improve the efficiency and safety of swallowing.
Providing oral motor exercises, such as tongue protrusion, lip closure, and cheek puffing, to strengthen the muscles involved in swallowing.
Providing sensory stimulation, such as sour, cold, or spicy foods, to enhance the awareness and responsiveness of the oral cavity.
Providing behavioral interventions, such as positive reinforcement, cueing, and redirection, to address any emotional, psychological, or social issues that may affect eating.
Providing education and counseling to clients and their caregivers on the causes, symptoms, and management of dysphagia, as well as the importance of nutrition and hydration.
OTs can also evaluate the outcomes of their interventions using various methods, such as clinical observation, instrumental assessment, standardized tests, and client feedback..

ডিসফ্যাজিয়া হলো খাবার গিলতে সমস্যা :

ডিসফ্যাজিয়া এমন একটি অবস্থা যা নিরাপদে এবং আরামদায়কভাবে খাবার এবং তরল গিলে ফেলার ক্ষমতাকে প্রভাবিত করে। এটির বিভিন্ন কারণ ও পরিণতি হতে পারে, যেমন অপুষ্টি, ডিহাইড্রেশন, অ্যাসপিরেশন নিউমোনিয়া, এবং জীবনের মান হ্রাস। অকুপেশনাল থেরাপি (OT) ডিসফ্যাগিয়ার যত্নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ OTs তাদের গ্রাস করার কার্যকারিতার বাইরে পুরো ব্যক্তির মূল্যায়ন এবং চিকিত্সা করতে পারে। OTs ডিসফ্যাগিয়ায় আক্রান্ত ক্লায়েন্টদের তাদের কর্মক্ষমতা দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে, যেমন স্ব-খাওয়া, জ্ঞান, উপলব্ধি, সংবেদনশীল এবং মোটর দক্ষতা এবং অঙ্গবিন্যাস নিয়ন্ত্রণ। কীভাবে নিরাপদে এবং কার্যকরভাবে ডিসফ্যাগিয়া পরিচালনা করা যায় সে সম্পর্কে OTs ক্লায়েন্ট এবং তাদের যত্নশীলদের শিক্ষা, প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করতে পারে। ডিসফ্যাগিয়ায় আক্রান্ত ক্লায়েন্টদের জন্য OTs প্রদান করতে পারে এমন কিছু চিকিৎসার মধ্যে রয়েছে:

নিরাপদ এবং আরামদায়ক খাওয়ার সুবিধার্থে পরিবেশের পরিবর্তন, যেমন আলো, শব্দ এবং বসার জায়গা।
ক্লায়েন্টের চাহিদা এবং পছন্দ অনুসারে পাত্র, প্লেট, কাপ এবং স্ট্রগুলিকে মানিয়ে নেওয়া।
উচ্চাকাঙ্ক্ষা এবং দম বন্ধ হওয়ার ঝুঁকি কমাতে উপযুক্ত খাবার এবং তরল সামঞ্জস্য, টেক্সচার এবং তাপমাত্রার সুপারিশ করা।
গিলে ফেলার দক্ষতা এবং নিরাপত্তা উন্নত করতে ক্ষতিপূরণমূলক কৌশল শেখানো, যেমন চিবুক টাক, হেড টার্ন, এবং একাধিক গিলে ফেলা।
গিলে ফেলার সাথে জড়িত পেশীগুলিকে শক্তিশালী করতে মৌখিক মোটর ব্যায়াম প্রদান করা, যেমন জিহ্বা প্রসারণ, ঠোঁট বন্ধ করা এবং গাল ফুলানো।
মৌখিক গহ্বরের সচেতনতা এবং প্রতিক্রিয়াশীলতা বাড়াতে টক, ঠান্ডা বা মশলাদার খাবারের মতো সংবেদনশীল উদ্দীপনা প্রদান করা।
আচরণগত হস্তক্ষেপ প্রদান, যেমন ইতিবাচক শক্তিবৃদ্ধি, সংকেত, এবং পুনঃনির্দেশ, যে কোনো মানসিক, মনস্তাত্ত্বিক, বা সামাজিক সমস্যা যা খাওয়াকে প্রভাবিত করতে পারে তা মোকাবেলা করতে।
ক্লায়েন্ট এবং তাদের যত্নশীলদের ডিসফ্যাজিয়ার কারণ, লক্ষণ এবং ব্যবস্থাপনার পাশাপাশি পুষ্টি এবং হাইড্রেশনের গুরুত্ব সম্পর্কে শিক্ষা ও পরামর্শ প্রদান করা।
OTs বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তাদের হস্তক্ষেপের ফলাফলগুলিও মূল্যায়ন করতে পারে, যেমন ক্লিনিকাল পর্যবেক্ষণ, উপকরণ মূল্যায়ন, প্রমিত পরীক্ষা এবং ক্লায়েন্ট প্রতিক্রিয়া।

আপনার সন্তানের বিকাশের জন্য অকুপেশনাল থেরাপির ভূমিকা ঃঅকুপেশনাল থেরাপি হল এক ধরনের চিকিৎসা / পুণবাসন প্রক্রিয়া  যা অটিজম...
12/11/2023

আপনার সন্তানের বিকাশের জন্য অকুপেশনাল থেরাপির ভূমিকা ঃ

অকুপেশনাল থেরাপি হল এক ধরনের চিকিৎসা / পুণবাসন প্রক্রিয়া যা অটিজম আক্রান্ত শিশুদের দৈনন্দিন ক্রিয়াকলাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সাহায্য করে, যেমন স্ব-যত্ন, খেলা, শেখা এবং সামাজিকীকরণ। অকুপেশনাল থেরাপি অনেক উপায়ে অটিজমে আক্রান্ত শিশুদের উপকার করতে পারে, যেমন:

তাদের যোগাযোগ দক্ষতা উন্নত করা, যেমন অঙ্গভঙ্গি, চোখের যোগাযোগ, মুখের অভিব্যক্তি এবং মৌখিক ভাষা ব্যবহার করে তাদের চাহিদা, ইচ্ছা এবং আবেগ প্রকাশ করা।

তাদের সামাজিক সমস্যা সমাধান এবং সহযোগিতা বৃদ্ধি করা, যেমন শেয়ার করা, ভাগ করে নেওয়া, নিয়ম অনুসরণ করা এবং অন্যান্য লোকের দৃষ্টিভঙ্গি বোঝা।
তাদের মানসিক নিয়ন্ত্রণের উন্নতি করা, যেমন হতাশা, উদ্বেগ, রাগ এবং সংবেদনশীল ওভারলোডের সাথে মোকাবিলা করা।

তাদের স্বাধীনতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা, যেমন পোশাক পরা, খাওয়া, টয়লেট করা, সাজসজ্জা করা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পরিচালনা করা।
সম্পর্ক গড়ে তোলা এবং বজায় রাখা, যেমন বন্ধু তৈরি করা, দলে যোগ দেওয়া এবং শখ এবং আগ্রহগুলিতে অংশগ্রহণ করা।

অকুপেশনাল থেরাপিস্টরা অটিজম আক্রান্ত শিশুদের এবং তাদের পরিবারের সাথে তাদের লক্ষ্য, শক্তি, চ্যালেঞ্জ এবং পছন্দগুলি চিহ্নিত করতে কাজ করে। অটিজমে আক্রান্ত শিশুদের তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য তারা বিভিন্ন কৌশল এবং কৌশল ব্যবহার করে, যেমন:

অটিজমে আক্রান্ত শিশুদের তাদের সংবেদনশীল ইনপুট এবং আউটপুট নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সংবেদনশীল-ভিত্তিক ক্রিয়াকলাপ প্রদান করা, যেমন দোলনা, বাউন্সিং, স্পিনিং বা ব্রাশ করা।
সামাজিক দক্ষতা শেখানো, যেমন অভিবাদন, কথোপকথন, প্রশংসা করা এবং ক্ষমা চাওয়া, ভূমিকা-পালন, ভিডিও মডেলিং, বা গ্রুপ-ভিত্তিক হস্তক্ষেপের মাধ্যমে।

অটিজম আক্রান্ত শিশুদের তাদের কাছ থেকে কী প্রত্যাশিত এবং পরবর্তীতে কী ঘটছে তা বুঝতে সাহায্য করার জন্য ভিজ্যুয়াল সমর্থন, যেমন ছবি, সময়সূচী, টাইমার বা সংকেত ব্যবহার করা।

অটিজম শিশুদের ফোকাস করতে এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করার জন্য পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, যেমন শব্দ, বিশৃঙ্খলা বা বিভ্রান্তি হ্রাস করা।

অটিজমে আক্রান্ত শিশুদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য জটিল ধাপগুলোকে ভেঙে ফেলা, প্রম্পট প্রদান বা সহায়ক প্রযুক্তি ব্যবহার করার মতো কাজ পরিবর্তন করা।
অকুপেশনাল থেরাপি হল অটিজম আক্রান্ত শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী পরিষেবা, কারণ এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পারে। আপনি যদি অটিজমে আক্রান্ত আপনার সন্তানের জন্য অকুপেশনাল থেরাপিতে আগ্রহী হন, তাহলে আপনি সরাসরি একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে কথা বলতে পারেন।

প্রস্তুতকারক
মুনিরা আক্তার মলি
সিনিয়র কন্সালটেন্ট পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিষ্ট
অনুগ্রহ করে 01744290345 নম্বরে যোগাযোগ করুন

⛔অটিজম, ⛔এডিএসডি, ⛔ডাউন সিনড্রোম ⛔লারনিং ডিসাবিলিটি,  ⛔সেলিব্রাল পালসি⛔শিশু লিখতে,  পড়তে সমস্যা⛔নিজে হাতে খেতে পারেনা⛔হা...
20/10/2023

⛔অটিজম,
⛔এডিএসডি,
⛔ডাউন সিনড্রোম
⛔লারনিং ডিসাবিলিটি,
⛔সেলিব্রাল পালসি
⛔শিশু লিখতে, পড়তে সমস্যা
⛔নিজে হাতে খেতে পারেনা
⛔হাটতে, দৌড়াতে গেলে পড়ে যায়
⛔অনুভূতি গত সমস্যা
⛔বয়স অনুযায়ী বুদ্ধি কম
⛔শিশুর দেরিতে কথা বলা,
⛔ডাকলে সাড়া না দেয়া,
⛔ অতি চঞ্চলতা,
⛔অমনোযোগী,
⛔ঘাড় শক্ত না হওয়া,
⛔হামাগুড়ি, দাঁড়াতে
⛔হাঁটতে সমস্যা,
⛔খাবার খেতে সমস্যা,
⛔ যেকোনো বিকাশ জনিত সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন।

স্পেশাল বাচ্চাদের জন্য অকুপেশনাল থেরা
গুলশান ২, ✅এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন ০১৭৪৪২৯০৩৪৫

আমাদের সেবা সমূহ:





অকুপেশনাল থেরাপি, চাইল্ড ডেভেলপমেন্টাল থেরাপি, সেন্সরি ইন্টিগ্রেশন, ওরাল সেন্সরি থেরাপি,

Address

Gulshan-2 C/A
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801744290345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Occupational Therapy Consultancy - by Munira Akter Molly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram