Medi Techno BD

Medi Techno BD Medi Techno BD is an E-commerce shop directed by Doctors.All types of Medical Instruments are available here.

20/09/2024

সালফে সালেহীনদের অনেকে বলতেন-
"তোমরা আল্লাহভীতি-সম্পন্ন নিফাকী থেকে দূরে থাকো"!
তাঁদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহভীতি-সম্পন্ন নিফাকী কি?
উত্তর আসে, "তোমার দেহ ও বাহ্যিকতা দেখে মনে হবে তুমি খুব আল্লাহভীরু মুত্তাকী ব্যাক্তি অথচ তোমার অন্তরে আল্লাহভীতি বলতে কিছু নেই"!
-ইমাম ইবনু কাইয়্যিমিল জাউযিয়্যাহ রহিমাহুল্লাহ।

12/09/2024

কী পরিমাণ নৈরাজ্য নিয়ে যে এই দেশ চলছিল তার ছোট্ট একটা উদাহরণ হল আমাদের এই হেলথ সেক্টর।
এই নৈরাজ্যের সেক্টরে এখন বড় ধরণের পাঁচটি আন্দোলন চলছে। এত দিন মানুষ কথা বলতে পারেনি, আমরা সামান্য একটা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ালেই ভেবে নিত সরকার পতনের আন্দোলন। ফলে কোনো নৈরাজ্যেরই সমাধান সম্ভব হয়নি।
উদাহরণ দি।
এক। এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরে চরম অচলাবস্থা চলছে, স্বৈরাচার সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারী। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম চলছে না।
দুই। ওইদিকে বিএমডিসি রিফর্ম করা জরুরি, ডিএমএফ বা চিকিৎসা সহকারীদের নামের আগে ডাক্তার লেখা নিয়ে সমস্যার সমাধান এক যুগেও সম্ভব হয় নি।
তিন। নার্সরা আন্দোলন করছে হাসপাতাল ক্লিনিকে ওয়ার্ড বয় আয়া বুয়া দিয়ে নার্সদের কাজ চালানো হয়- এ নিয়ে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা দাবি। এই অরাজকতা চলতে পারে না।
গত এক যুগে অনুমতিবিহীন ভুয়া ক্লিনিকের সংখ্যা কমানো যায় নি, কিন্তু ডিজি হেলথের কর্মকর্তাদের কারো কারো ফ্লাট গাড়ি বাড়ি জমি হয়ে গিয়েছে। কারা, কিভাবে এত আঙুল ফুলে কলাগাছ হলো, আমরা জানি।
চার। এর মধ্যে ইচ্ছেকৃত ভাবে ক্যাডার নন ক্যাডার বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। নো বিসিএস নো ক্যাডার এমনটাই হবার কথা ছিল।
পাঁচ। আর সবচেয়ে বড় সমস্যা, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার অভাব।
গত ১৫ বছরে প্রতি বছর স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হয়েছে, রোগী অনাকাঙ্খিত ভাবে মারা গেলে হাতকড়া পরে চিকিৎসককে জেলে যেতে দেখেছি, ডাক্তারকে মেরে পিটিয়ে কিন্তু একটিও হামলার রায় হতে দেখিনি।
আর তা হলে আজকে স্বাস্থ্যকর্মীদের রাস্তায় নামতে হত না।
চিকিৎসকদের সংগঠন বিএমএকে কে বাংলাদেশ মানববন্ধন এসোসিয়েশনে পরিণত করা হলো। আজকে আওয়ামী লীগ পলায়নের সাথে সাথে এই বিএমএও পলায়ন করল। সারা দেশে কোথাও বিএমএ বলে আর কিছু ফাংশনিং নাই। অবশ্য মানববন্ধন এসোসিয়েশনের থাকা না থাকা দুইই সমান, তাই আমরা কেউই আজ বিএমএকে খুঁজছি না।
অথচ শক্তিশালী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন থাকলে সত্যি বলতে রোগীরাই উপকৃত হতো।
অবস্থা এমন যে, আমরা আন্দোলন না করলে রোগী গ্রেফতার হয় না। আমরা চাপ না দিলে পুলিশ গ্রেফতার করে না। আইন তার নিজের গতিতে চলতে গেলে বিএমএ এসে বাধা দিত। হাত পা ধরে মাফ চাওয়ানো হত। এইটা কোনো সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না।
গত কয়েক যুগ ধরে ডাক্তারদের ইচ্ছেমতো পিটিয়ে পার পাওয়া গিয়েছে এই ধারণা মানুষদের মনে গেঁথে গিয়েছে, এরা এখন ডাক্তারকে পিটালে মজা করে ভিডিও করে, কেউ এগিয়ে আসেও না।
অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত, হাসপাতালে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর ক্যাম্প ও টহল ছাড়া আর উপায় নাই। এর মধ্যে কিছু দৃষ্টান্তমূলক বিচার হলে একটা মেসেজ যাবে, যে অন্যায় করলে রক্ষা নাই।
Collected

"বাঙালি মুসলমানের মন" বোঝা বড় দায়।কখন যে কোন দিকে যায়??এখন আবার "কাওয়ালি সন্ধ্যা" নামে হারমোনিয়াম বাজিয়ে যে গানের অনুষ্ঠ...
07/09/2024

"বাঙালি মুসলমানের মন" বোঝা বড় দায়।
কখন যে কোন দিকে যায়??
এখন আবার "কাওয়ালি সন্ধ্যা" নামে হারমোনিয়াম বাজিয়ে যে গানের অনুষ্ঠান চলছে, অনেকে এটাকে ইসলামি সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছি, অথবা মৌন সমর্থন দিচ্ছি।
আমরা যারা একটু-আধটু ইসলাম নিয়ে পড়ালেখা করি--কুর-আন, হাদীস, ইজমা-কিয়াস, কোথায় তো এ ধরণের , ইসলামি সংস্কৃতির অস্তিত্ব পাই না।

আসুন, পরবর্তী জেনারেশনকে ভুল মেসেজ না দেই।।

বড়জোড় , এটাকে ছাত্রলীগ, আওয়ামী বিরোধীতা বলতে পারেন......।

[যেহেতু ছাত্রলীগ সর্বপ্রথম "কাওয়ালি সন্ধ্যা" কে ভুল করে ইসলামি মাহফিল ভেবে বাধা দিয়েছিল । আমরা আবার আরেক বার ভুল না করি]

01/09/2024
The Man With Myth "মতিউর রহমান রেন্টু"আজ থেকে ২৫ বছর আগে এ ভাগাভাগি নিয়ে বলে গেছিলেন...হাসু আপা ১৯৯৭ সালে তার এই ক্যাশিয়...
30/08/2024

The Man With Myth "মতিউর রহমান রেন্টু"
আজ থেকে ২৫ বছর আগে এ ভাগাভাগি নিয়ে বলে গেছিলেন...
হাসু আপা ১৯৯৭ সালে তার এই ক্যাশিয়ারকে(রেহেনা) যুক্তরাষ্ট্র থেকে অর্ধেক ভাগাভাগি করার শর্তে দেশে ফিরিয়ে এনেছিলেন...।
তিনি ২০২৪ সাল পর্যন্ত সেই ওয়াদা রক্ষা করে গেছেন।

আমরা বাঙালি, সুশাসনের জন্য বারবার জীবন দেই.....
ভুলে যাই......
আবার ফ্যাসিবাদ ফিরিয়ে নিয়ে আসি ।..

আবার যাতে ভুলে না যাই...
এজন্য পড়া চাই "আমার ফাসি চাই"

আমাদের কথিত বন্ধু রাষ্ট্রের বদান্যতায় সৃষ্ট এবারের এ ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালি এই  ৩ টি জেলা সবচেয়...
23/08/2024

আমাদের কথিত বন্ধু রাষ্ট্রের বদান্যতায় সৃষ্ট এবারের এ ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালি এই ৩ টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে..। তাদের ক্ষয়-ক্ষতি এবং দুর্ভোগের পরিমাণ এক কথায় অবর্ণ্নীয়। আশে_পাশে আরো ৫-৬ টি জেলা প্লাবিত হবার খবর পাওয়া যাচ্ছে। আমরা যারা এখনও আল্লাহ রহমতে ডাঙ্গায় আছি,আমরা যেন আমাদের দানের হাত আরো প্রসারিত করতে পারি.। দান করার ক্ষেত্রে,নিয়াত ঠিক রেখে আমরা ২ টি নীতিই ফলো করতে পারি
১) প্রকাশ্যে
২) গোপনে ...।
সূরা বাকারার ২৭১ নং আয়াতে এ বিষয়ে বিস্তারিত বলা আছে।আল্লাহ তাআলা বলেন,
"তোমরা যদি প্রকাশ্যে দান কর তবে তা ভাল; আর যদি গোপনে কর এবং অভাবগ্রস্থকে দাও তা তোমাদের জন্য আরো ভাল; এবং এতে তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করবেন(১)। আর তোমরা যে আমল কর আল্লাহ সে সম্পর্কে সম্মক অবহিত(২)।"

বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে এতো সব শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের কাছে, আমাদের এ ক্ষুদ্র অংশগ্রহন নিতান্তই মুল্যহীন ...।আল্...
06/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে এতো সব শহীদের সর্বোচ্চ আত্মত্যাগের কাছে, আমাদের এ ক্ষুদ্র অংশগ্রহন নিতান্তই মুল্যহীন ...।
আল্লাহ তাআলা শহীদের জন্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

তারপর ও টাইমলাইনে থেকে যাক ২০২৪ এর ছাত্র-জনতার এ গন-অভ্যূথানে আমি একজন অংশীজন ছিলাম।
১০ জুলাই ,শাহবাগে বাংলা ব্লকেড প্রোগ্রামে ফিজিক্যালি পার্টিসিপেট করে আমার মনে হয়েছিলো, Gen-Z এ এক নাছোড়বান্দা Generation..

আর আমার নিকটের কিছু লোকজনই শুধু জানেন, যে গত ১৫ জুলাই আমার পায়ে একটি ছোট অপারেশন হয়েছে। গত ২৯ তারখে alternate stitch off করা হয়। গতকাল complete stitch off হয়েছে।।
আলহামদুলিল্লা এখন মোটামুটি সুস্থ।

05/08/2024

আলহামদুলিল্লাহ।।
অবশেষে খুনী আফায় রিয়ালিটি মেনে নিলেন...
গণভবন আজ প্রকৃত গণ--ভবনের মর্যাদা পেলো......।

🔰Clinical Instrument package 🎯Price-600 tk
06/08/2023

🔰Clinical Instrument package

🎯Price-600 tk

সামনে ইদ উপলক্ষে বাসার জন্য সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি সম্পন্ন ডিজিটাল বিপি মেশিন ও গ্লুকোমিটার কিনুন।পরিবারের সবার স্বাস্থ...
09/06/2023

সামনে ইদ উপলক্ষে বাসার জন্য সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি সম্পন্ন ডিজিটাল বিপি মেশিন ও গ্লুকোমিটার কিনুন।পরিবারের সবার স্বাস্থ্য থাকুক সুরক্ষিত। 💙
✅Omron Digital Bp-3000 tk
🔰G1 Advance glucometer-1500 tk

✅Wister Digital Weight Scale (LED Display) ▪️WMD-3106🎯Price-1750 tk♦️ Equipped with 4 high precision sensor system♦️ 5mm...
15/05/2023

✅Wister Digital Weight Scale (LED Display)

▪️WMD-3106

🎯Price-1750 tk

♦️ Equipped with 4 high precision sensor system
♦️ 5mm safety tempered glass and stainless steel platform
♦️ LED size: 62*27mm
♦️ Capacity/division: 180 kg
♦️ Unit: kg/lb/st
♦️ Auto on/Auto off
♦️ Overload/Low power Indication
♦️ Power: 2*1.5v AAA Batteries

▪️3 years Official service warranty 🔥

Order now:
Medi Techno BD

Address

Fulbaria

Telephone

+8801611779689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Techno BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi Techno BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram