24/04/2022
ধার্মিক পাত্রী চাই
➖➖➖➖➖➖➖➖🥢
#প্রস্তাব_নং: ববি-০০৪৭৬
পাত্র শর্ট ডিভোর্স, কোন সন্তান নেই। পাত্র মহোদয় একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে Engineer পদে বিদেশে কর্মরত আছেন। ভবিষ্যতে USA/UK সেটেল্ড হওয়ার পরিকল্পনা রয়েছে। পিতামাতা মৃত। ভাইবোন আমেরিকার সিটিজেন। শিক্ষিত, সম্মানিত, সুপ্রতিষ্ঠিত পরিবার। আরও কিছু তথ্য নিম্নোক্ত -
🟣শিক্ষাগত যোগ্যতা: M.Sc
🟣গায়ের রং: শ্যামলা
🟣উচ্চতা: ৬ফুট, বয়স: ৪০
🟣ধর্ম: ইসলাম, জেলা: টাঙ্গাইল।
পাত্রের সাথে মানানসই উচ্চতার, নামাজী, পর্দানশীন, বিদেশে থাকার মনমানসিকতা আছে, এমন পাত্রী আবশ্যক। পাত্রীর বয়স ২৫ থেকে ৩৪ এর মধ্যে থাকতে হবে। উচ্চতা ৫'.৩" থেকে ৫'.৬" এর মধ্যে হলে ভালো হয়। ময়মনসিংহ বা তার পাশ্ববর্তী জেলার পাত্রী অগ্রাধিকার। দূরবর্তী বিভাগের পাত্রী গ্রহণযোগ্য নয়! পাত্রীর সন্তান থাকলে হবেনা।
#বিয়ে হলে অবশ্যই Acceptable Honorarium/ পারিশ্রমিক" দিতে হবে।