হোমিও চিকিৎসালয় ও রিসার্চ সেন্টার।
প্রভাষক ডা. আবুল কালাম আজাদ রোগীদের গবেষণাপূর্বক রোগ নির্ণয় সাপেক্ষে সঠিক পর্যবেক্ষণ করে দীর্ঘ ইতিহাস জেনে বুঝে জেনেটিক ও বংশগতভাবে প্রাপ্ত উপবিস নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকেন।
লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন.. ডা. আবুল কালাম আজাদ
প্রভাষকঃ ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (প্রঃ)
এম এ, ডি এইচ এম এস, (ঢাকা)
এইচ এম পি সি (হোমিও মেডিসিন)
👉 প্রভাষক ডা. আবুল কালাম আজাদ প্রাই ১৮ বছরেরও বেশি সময় ধরে হোমিওপ্যাথি চিকিৎসা, শিক্ষা এবং গবেষণায় সময় অতিক্রম করে আসছেন। তিনি জীবনের সর্বোচ্চটা দিয়ে আত্ম মানবতার সেবা ও মানব কল্যাণে হোমিওপ্যাথি চিকিৎসা এবং গবেষণা করে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে চলছেন। তিনি তার চিকিৎসা জীবনে বহু সংখ্যক জটিল ও মারাত্মক দুরারোগ্য রোগ-ব্যাধি আক্রান্ত রোগীদের সকল ভাবে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন, তার চিকিৎসায় সফলতা প্রায়ই শতভাগ। তিনি আরো বলেন প্রত্যেক রোগেরই চিকিৎসা করা সম্ভব, রোগ-ব্যাধি যত বড়ই হোক না কেনো। তিনি “ডা. জেমস টাইলার কেন্ট” স্যারের উদ্ধৃতি দিয়ে বলেন স্যার ক্যান্ট বলেছেন প্রতিটা শিশু শত সহস্র বছরের রোগ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করে। অতএব সকল ধরনের রোগ-ব্যধির চিকিৎসা করা সম্ভব যদি তাহা জেনেটিক সিমটম অনুযায়ী করা যায়? স্যার ডা. জেমস টাইলার কেন্ট ছিলেন (1849-1916) একজন আমেরিকান চিকিত্সক, যিনি আধুনিক হোমিওপ্যাথির পূর্বপুরুষ হিসাবে সবচেয়ে বেশি স্মরণীয় ও পরিচিত।
👉 ১. হাদীস শরীফে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘প্রত্যেক রোগের ঔষধ রয়েছে, যখন তা ব্যবহার করা হয় আল্লাহ তাআলার ইচ্ছায় রোগ থেকে পরিত্রাণ লাভ করা যায়’। (মুসলিম শরীফ- হাদিস নং- ২২০৪)
২. আন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলাই রোগ ও ঔষধ সৃষ্টি করেছেন এবং প্রত্যেক রোগের চিকিৎসাও তিনি সৃষ্টি করেছেন। অতএব, তোমরা চিকিৎসা গ্রহণ করো’। (সুনানে আবু দাউদ: হাদিস নং- ৩৮৬৪)
৩. আন্য হাদিসে এসেছে, মুহাম্মাদ ইবনু মূসান্না (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নি যার নিরাময়ের উপকরন তিনি সৃষ্টি করেন নি। (সহীহ বুখারী: অধ্যায়ঃ ৬৩/ চিকিৎসা, হাদিস নং- ৫২৭৬)
👉 ডা. আবুল কালাম আজাদ ডি এইচ এম এস ডিগ্রি অর্জন করেছেন এবং অন্যান্য হোমিও মেডিসিন ও হোমিও গবেষণা সংক্রান্ত বিশেষ বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। ডা. আবুল কালাম আজাদ, ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রভাষক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি তার ছাত্র-ছাত্রীদের মাঝে বাস্তব জীবন ও চিকিৎসা জীবনের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে ছাত্র ছাত্রী ও হোমিও চিকিৎসক ও হোমিও অনুরাগীদের ব্যাপক এক মহলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। ডা. আবুল কালাম আজাদ সুনামের সাথে প্রায় ১৮ বছরেরও বেশি হোমিওপ্যাথি চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় অবদান রেখে চলছেন।
👉 প্রভাষক ডা. আবুল কালাম আজাদ রোগীদের গবেষণাপূর্বক রোগ নির্ণয় সাপেক্ষে সঠিক পর্যবেক্ষণ করে দীর্ঘ ইতিহাস জেনে বুঝে জেনেটিক ও বংশগতভাবে প্রাপ্ত উপবিস নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকেন।
👉 জীবন যাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্য এবং চিকিৎসাগত পরামর্শ সহ নিজের লাইফস্টাইল পরিবর্তন করে সুস্বাস্থ্যর জন্য, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ বা বিশেষ বিশেষ দিকের আলোচনা সম্পর্কে জানতে উক্ত পেজে লাইক শেয়ার করে যুক্ত থাকুন। আপনার সুস্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়াই আমাদের অঙ্গীকার।
“ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার নিজের ও পরিবারে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন”।
🏠 ঠিকানা :- চেম্বার মিরপুর ঢাকা : বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা ১২১৬।
প্রতি শুক্রবার, রবিবার, মঙ্গলবার, বিকাল ০৫ ঘটিকা থেকে রাত ১১ ঘকিটা পর্যন্ত।
🏠 চেম্বার দাগনভূঞা, ফেনী : তৈয়্যেবা মার্কেট (দ্বিতীয় তলা), দাগনভূঞা চৌরাস্তা, বসুরহাট রোড, দাগনভূঞা, ফেনী।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ০৫ ঘটিকা পর্যন্ত।
পরামর্শের জন্য, প্রভাষক ডা. আবুল কালাম আজাদ এর চেম্বারে আসতে পারেন।
একটি অ্যাপয়েন্টমেন্ট বুক বা সিরিয়াল করাতে এবং বিস্তারিত জানতে অনুগ্রহ করে নিম্নলিখিত নাম্বরে যোগাযোগ করুন : 01716-768210, 01916808672 (Whats App, IMO, Botim).