Azad Homoeo Hall BD

Azad Homoeo Hall BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azad Homoeo Hall BD, Azad Homoeo Hall, House/42, Road/29, Block/D, Section/12, Pallabi, Mirpur, Dhaka.

হোমিও চিকিৎসালয় ও রিসার্চ সেন্টার।
প্রভাষক ডা. আবুল কালাম আজাদ রোগীদের গবেষণাপূর্বক রোগ নির্ণয় সাপেক্ষে সঠিক পর্যবেক্ষণ করে দীর্ঘ ইতিহাস জেনে বুঝে জেনেটিক ও বংশগতভাবে প্রাপ্ত উপবিস নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকেন।

লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন.. ডা. আবুল কালাম আজাদ
প্রভাষকঃ ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (প্রঃ)
এম এ, ডি এইচ এম এস, (ঢাকা)
এইচ এম পি সি (হোমিও মেডিসিন)
👉 প্রভাষক ডা. আবুল কালাম আজাদ প্রাই ১৮ বছরেরও বেশি সময় ধরে হোমিওপ্যাথি চিকিৎসা, শিক্ষা এবং গবেষণায় সময় অতিক্রম করে আসছেন। তিনি জীবনের সর্বোচ্চটা দিয়ে আত্ম মানবতার সেবা ও মানব কল্যাণে হোমিওপ্যাথি চিকিৎসা এবং গবেষণা করে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে চলছেন। তিনি তার চিকিৎসা জীবনে বহু সংখ্যক জটিল ও মারাত্মক দুরারোগ্য রোগ-ব্যাধি আক্রান্ত রোগীদের সকল ভাবে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন, তার চিকিৎসায় সফলতা প্রায়ই শতভাগ। তিনি আরো বলেন প্রত্যেক রোগেরই চিকিৎসা করা সম্ভব, রোগ-ব্যাধি যত বড়ই হোক না কেনো। তিনি “ডা. জেমস টাইলার কেন্ট” স্যারের উদ্ধৃতি দিয়ে বলেন স্যার ক্যান্ট বলেছেন প্রতিটা শিশু শত সহস্র বছরের রোগ ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করে। অতএব সকল ধরনের রোগ-ব্যধির চিকিৎসা করা সম্ভব যদি তাহা জেনেটিক সিমটম অনুযায়ী করা যায়? স্যার ডা. জেমস টাইলার কেন্ট ছিলেন (1849-1916) একজন আমেরিকান চিকিত্সক, যিনি আধুনিক হোমিওপ্যাথির পূর্বপুরুষ হিসাবে সবচেয়ে বেশি স্মরণীয় ও পরিচিত।
👉 ১. হাদীস শরীফে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ‘প্রত্যেক রোগের ঔষধ রয়েছে, যখন তা ব্যবহার করা হয় আল্লাহ তাআলার ইচ্ছায় রোগ থেকে পরিত্রাণ লাভ করা যায়’। (মুসলিম শরীফ- হাদিস নং- ২২০৪)
২. আন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলাই রোগ ও ঔষধ সৃষ্টি করেছেন এবং প্রত্যেক রোগের চিকিৎসাও তিনি সৃষ্টি করেছেন। অতএব, তোমরা চিকিৎসা গ্রহণ করো’। (সুনানে আবু দাউদ: হাদিস নং- ৩৮৬৪)
৩. আন্য হাদিসে এসেছে, মুহাম্মাদ ইবনু মূসান্না (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নি যার নিরাময়ের উপকরন তিনি সৃষ্টি করেন নি। (সহীহ বুখারী: অধ্যায়ঃ ৬৩/ চিকিৎসা, হাদিস নং- ৫২৭৬)
👉 ডা. আবুল কালাম আজাদ ডি এইচ এম এস ডিগ্রি অর্জন করেছেন এবং অন্যান্য হোমিও মেডিসিন ও হোমিও গবেষণা সংক্রান্ত বিশেষ বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। ডা. আবুল কালাম আজাদ, ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রভাষক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি তার ছাত্র-ছাত্রীদের মাঝে বাস্তব জীবন ও চিকিৎসা জীবনের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে ছাত্র ছাত্রী ও হোমিও চিকিৎসক ও হোমিও অনুরাগীদের ব্যাপক এক মহলের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। ডা. আবুল কালাম আজাদ সুনামের সাথে প্রায় ১৮ বছরেরও বেশি হোমিওপ্যাথি চিকিৎসা ও স্বাস্থ্য সেবায় অবদান রেখে চলছেন।

👉 প্রভাষক ডা. আবুল কালাম আজাদ রোগীদের গবেষণাপূর্বক রোগ নির্ণয় সাপেক্ষে সঠিক পর্যবেক্ষণ করে দীর্ঘ ইতিহাস জেনে বুঝে জেনেটিক ও বংশগতভাবে প্রাপ্ত উপবিস নির্ণয় করে চিকিৎসা প্রদান করে থাকেন।

👉 জীবন যাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্য এবং চিকিৎসাগত পরামর্শ সহ নিজের লাইফস্টাইল পরিবর্তন করে সুস্বাস্থ্যর জন্য, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ বা বিশেষ বিশেষ দিকের আলোচনা সম্পর্কে জানতে উক্ত পেজে লাইক শেয়ার করে যুক্ত থাকুন। আপনার সুস্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়াই আমাদের অঙ্গীকার।
“ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার নিজের ও পরিবারে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন”।

🏠 ঠিকানা :- চেম্বার মিরপুর ঢাকা : বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা ১২১৬।
প্রতি শুক্রবার, রবিবার, মঙ্গলবার, বিকাল ০৫ ঘটিকা থেকে রাত ১১ ঘকিটা পর্যন্ত।
🏠 চেম্বার দাগনভূঞা, ফেনী : তৈয়্যেবা মার্কেট (দ্বিতীয় তলা), দাগনভূঞা চৌরাস্তা, বসুরহাট রোড, দাগনভূঞা, ফেনী।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ০৫ ঘটিকা পর্যন্ত।
পরামর্শের জন্য, প্রভাষক ডা. আবুল কালাম আজাদ এর চেম্বারে আসতে পারেন।
একটি অ্যাপয়েন্টমেন্ট বুক বা সিরিয়াল করাতে এবং বিস্তারিত জানতে অনুগ্রহ করে নিম্নলিখিত নাম্বরে যোগাযোগ করুন : 01716-768210, 01916808672 (Whats App, IMO, Botim).

27/12/2025

🕷️ স্ক্যাবিস (Scabies) ধরনের সংক্রামক চর্মরোগ
• স্ক্যাবিস হলো পরজীবী মাইট দ্বারা সৃষ্ট অত্যন্ত সংক্রামক চর্মরোগ
• মাইট ত্বকের নিচে গর্ত করে বাসা বাঁধে
🌙 রাতে চুলকানি বেশি
🔥 তীব্র চুলকানি
🌾 ফুসকুড়ি/র‍্যাশ — দেখতে একজিমার মতো
👋 আক্রান্ত স্থান: হাতের আঙুলের ফাঁকে, কবজি, বগল, কোমর, যৌনাঙ্গ
o শিশুদের ক্ষেত্রে পায়ে এবং মাথায় ও হাতে হতে পারে

⚠️ একজিমার সঙ্গে মিল, কিন্তু আলাদা
• দেখতে একজিমার মতো ফুসকুড়ি হলেও
• কারণ আলাদা → মাইট
• চিকিৎসাও আলাদা → মাইট মারার ওষুধ লাগে
• খুব দ্রুত একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়

🧴 চিকিৎসার মূল কথা
• মাইট ধ্বংসকারী স্ক্যাবিস কিলার ক্রিম/লোশন
• একই পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা
• কাপড়, বিছানা, বালিশ – সব ধোয়া/রোদে দেয়া জরুরি

25/12/2025

🌸 এক ভদ্র মহিলার সুস্থ হওয়ার গল্প 🌸
📋 রিপোর্টের মাধ্যমে প্রমাণিত
👉 পিত্ত পাথর নেই!
🍽️ 👉 আইবিএস এর সমস্যা ছিল- সেটাও নেই!
🩸 👉 ডায়াবেটিস ছিল অনেক বেশি- সেটা অনেক নিয়ন্ত্রণে
❤️ 👉 হৃদরোগের সমস্যা ছিল- সেটাও নিয়ন্ত্রণে
💪 👉 শারীরিক অনেক অসুবিধা ছিল- এখন নিয়ন্ত্রণে
🤧 👉 সাইনোসাইটিস ছিল- বর্তমানে নেই!
👃 👉 নাকে পলিপ ছিল- বর্তমানে নেই!
❄️ 👉 অনেক ঠান্ডা, অনেক হাচিঁ তা এখন নেই!
🚽 👉 খাওয়ার সাথে সাথে টয়লেট কিন্তু এখন নেই!
🤯 👉 অনেক মাথা ব্যাথা ছিল- বর্তমানে মাথা ব্যাথা নেই!
💭 আমি অনেক হতাশ ছিলাম…
❓ মনে আসতো 👉 আমার রোগ কি ভালো হবে?
❓ আমি কি কোনদিন সুস্থ হবো?
❓ আমার কি কোন চিকিৎসা আছে?
😔 সারাক্ষণ মানসিক ডিপ্রেশনে ছিলাম 👉 তা এখন নেই!
🔪 আমার রোগগুলাই ছিল- 👉 অপারেশনের
😨 সেজন্যই ভয় ছিল- 👉 অপারেশনের পরে কি সুস্থ হব?
❓ অপারেশনে কি আমার রোগ সারবে?
🌟 কিন্তু এখন 👉 আমি নিজেকে সুস্থ মনে করছি- আলহামদুলিল্লাহ!
🙏💖 আমি আপনার কাছে কৃতজ্ঞ 🌿✨

📍 চিকিৎসা দিচ্ছেন:
প্রভাষক ডা. আবুল কালাম আজাদ
📱 Call / WhatsApp : .01716768210
🧪 ১৮ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক

🏠 ঢাকা চেম্বার (মিরপুর):
📌 বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা-১২১৬
🕔 প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
🕕 সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত
📱 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🌐 azadhomoeohall.com

📘 facebook.com/azadhomoeohall

▶️ youtube.com/

24/12/2025

🔹 বাস্তব রোগীর অভিজ্ঞতা 🌟 আশ্চর্যজনক সফলতার গল্প 🌟
🩸 রক্তে এলার্জি (Serum IgE) ছিল ৩৪২০
⬇ ধারাবাহিকভাবে কমতে কমতে বর্তমানে আছে মাত্র ১৩১৩
📑 বর্তমান রিপোর্ট দেখে আমি নিজেই আশ্চর্য!
🤲 আলহামদুলিল্লাহ—অবিশ্বাস্য সাফল্য!

আগে আমার অবস্থা ছিল ⬇
🤯 সারাক্ষণ মাথাব্যথা
🤧 সারাক্ষণ ঠান্ডা ও হাঁচি (একসাথে ৭–১৫ বার পর্যন্ত!)
😷 সপ্তাহে ৬ দিনই অসুস্থ
💧 প্রচুর সর্দি, ঠান্ডা লেগেই থাকত
🔴 সারা শরীরে লাল লাল গোটা
🔥 প্রচণ্ড চুলকানি, শরীর ফুলে যেত
🚫 কোন খাবারই খেতে পারতাম না—সব খাবারেই এলার্জি হতো

অন্যান্য সমস্যাও ছিল ⬇
👃 নাকে পলিপ
🌫️ সাইনোসাইটিস
🗣️ টনসিল
🤒 প্রচুর কাশি

🏥 অনেক নামি-দামি প্রতিষ্ঠানে চিকিৎসা করেছি ➝ কোন ফল পাইনি
💚 আলহামদুলিল্লাহ, এখন আমি সুস্থ
✔ খাবারে কোন এলার্জি নেই
✔ মাথাব্যথা নেই
✔ সর্দি-কাশি নেই
✔ শরীরে চুলকানি নেই
✔ আমি এখন সুস্থ ও স্বাভাবিক জীবন উপভোগ করছি

📍 চিকিৎসা দিচ্ছেন:
প্রভাষক ডা. আবুল কালাম আজাদ
📱 Call / WhatsApp : .01716768210
🧪 ১৮ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক

🏠 ঢাকা চেম্বার (মিরপুর):
📌 বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা-১২১৬
🕔 প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
🕕 সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত
📱 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🌐 azadhomoeohall.com

📘 facebook.com/azadhomoeohall

▶️ youtube.com/

24/12/2025

পুরাতন চর্মরোগ কঠিন অবস্থা

20/12/2025

🔥 পাইলসের যন্ত্রণায় মৃত্যুর মত কষ্ট! তার সাথে আরও আর্থাইটিস?
আমি পাইলসের যন্ত্রণা ও আর্থাইটিসে মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলাম।
🩸 প্রচুর রক্ত যেত – টয়লেটে বসলেই রক্ত পড়তো।
🔥 জ্বালাপোড়া করত – এ যেন এক মরণ যন্ত্রণা!
😣 ব্যথার জন্য কিছুই করতে পারতাম না
🪑 বসতে পারতাম না
🚶 দাঁড়াতে পারতাম না
🗡️ ভেতরে কাটা কাটা বাজতো
মনে হতো ব্লেড দিয়া কাটা হইতেছে
🩹 কাটা ফুটার মত যন্ত্রণা ছিল
ব্যথায় অস্থির ছিলাম।
💊 ঔষধ শুরু করার দুইদিন পর থেকেই —
✨ আমার জ্বালাপোড়া বন্ধ!
✨ ব্যথা বন্ধ!
✨ কষ্ট কমে গেছে!
🙏 এখন আমি অনেক ভালো আছি — আলহামদুলিল্লাহ।

🦵 এবং আমার হাঁটু ও জয়েন্টের তীব্র ব্যথা ছিল
আমি হাঁটুতে ও জয়েন্টে মারাত্মক ব্যথায় ভুগতাম।
• বসা থেকে দাঁড়াতে পারতাম না
• টয়লেট থেকে উঠতে পারতাম না
• নামাজে রুকু/সিজদা থেকে দাঁড়াতে পারতাম না
➡️ প্রতিদিনের জীবনই ছিল কষ্টে ভরা।

🌿 হোমিওপ্যাথির প্রতি আমার মনে ভুল ধারণা ছিল—
“হোমিও ঔষধ নাকি আস্তে আস্তে কাজ করে”
কিন্তু ডা. আবুল কালাম আজাদ স্যারের চিকিৎসায় বুঝলাম—
👉 আসলেই উল্টোটা সত্য! কম সময়েই আমি আশ্চর্যজনক ফল পেলাম!

💥 মাত্র এক মাসে দারুণ উন্নতি!
স্যারের ওষুধ খাওয়ার পরে—
✅ হাঁটু ব্যথা নেই
✅ জয়েন্ট ব্যথা নেই
✅ বসা-উঠা সম্পূর্ণ স্বাভাবিক
✅ নামাজ পড়তে কোনো কষ্ট নেই
এখন মনে হয়—আমি পুরোপুরি সুস্থ!
সব মিলিয়ে জীবনটাই বদলে গেছে আলহামদুলিল্লাহ!

✨ বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি—
হোমিওপ্যাথি ধীরগতি নয়!
সঠিক চিকিৎসায় দ্রুত ফল পাওয়া যায়।
আমি নিজেই তার জীবন্ত উদাহরণ!

🩺 হাজারো রোগীর ভরসার নাম —
প্রভাষক ডা. আবুল কালাম আজাদ
১৮ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক
📞 Call / WhatsApp: 01716-768210

🏥 Azad Homoeo Hall BD
🏠 ঢাকা চেম্বার (মিরপুর):
📌 বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা-১২১৬
🕔 প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
🕕 সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🌐 azadhomoeohall.com
📘 Facebook: Azad Homoeo Hall BD
▶️ YouTube:

13/12/2025

স্ক্যাব ধরনের চর্ম রোগ, স্বল্প সময়ের চিকিৎসায় সফলতা

02/12/2025

⭐ রোগীর বাস্তব অভিজ্ঞতা (সাক্ষাৎকার থেকে নেওয়া)
🦵 হাঁটু ও জয়েন্টের তীব্র ব্যথা
আমি ৭-৮ বছর ধরে হাঁটুতে ও জয়েন্টে মারাত্মক ব্যথায় ভুগতাম।
• বসা থেকে দাঁড়াতে পারতাম না
• টয়লেট থেকে উঠতে পারতাম না
• নামাজে রুকু/সিজদা থেকে দাঁড়াতে পারতাম না
➡️ বহু জায়গা থেকে চিকিৎসা নিয়েছি, কোন ফল পাইনি!
➡️ প্রতিদিনের জীবনই ছিল কষ্টে ভরা।

🌿 হোমিওপ্যাথির প্রতি ভুল ধারণা
আমার মনে হোমিওপ্যাথি নিয়ে একটি ভুল ধারণা ছিল—
“হোমিও ঔষধ নাকি আস্তে আস্তে কাজ করে”
কিন্তু ডা. আবুল কালাম আজাদ স্যারের চিকিৎসায় বুঝলাম—
👉 আসলেই উল্টোটা সত্য!
কম সময়েই আমি আশ্চর্যজনক ফল পেলাম!

💥 মাত্র এক মাসে দারুণ উন্নতি!
স্যারের ওষুধ খাওয়ার পরে—
✅ হাঁটু ব্যথা নেই
✅ জয়েন্ট ব্যথা নেই
✅ বসা-উঠা সম্পূর্ণ স্বাভাবিক
✅ নামাজ পড়তে কোনো কষ্ট নেই
এখন মনে হয়—আমি পুরোপুরি সুস্থ!

🍃 পাইলসের যন্ত্রণাও শেষ
আগে পাইলসের জন্য প্রচণ্ড কষ্ট পেতাম…
কিন্তু একই চিকিৎসায়—
✔ রক্তপাত বন্ধ
✔ জ্বালাপোড়া নেই
✔ টয়লেটে যন্ত্রণাহীন
সব মিলিয়ে জীবনটাই বদলে গেছে আলহামদুলিল্লাহ!

👨‍⚕️ ডা. আবুল কালাম আজাদ স্যার
📞 Call / WhatsApp: 01716768210
১৮ বছরের অভিজ্ঞ হোমিও চিকিৎসক ও গবেষক
🌿 রোগ নয়—রোগের মূল কারণ খুঁজে চিকিৎসা করেন
🌿 ব্যথাহীন, নিরাপদ ও কার্যকর চিকিৎসা

✨ বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি—
হোমিওপ্যাথি ধীরগতি নয়!
সঠিক চিকিৎসায় দ্রুত ফল পাওয়া যায়।
আমি নিজেই তার জীবন্ত উদাহরণ!

🏠 ঢাকা চেম্বার (মিরপুর):
📌 বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা-১২১৬
🕔 প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
🕕 সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🏠 ফেনী চেম্বার (দাগনভূঞা):
📌 তৈয়্যেবা মার্কেট (২য় তলা), দাগনভূঞা বাজার চৌরাস্তা
(বসুরহাট রোড), দাগনভূঞা, ফেনী
🕙 প্রতি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🌐 azadhomoeohall.com
📘 Facebook: Azad Homoeo Hall BD
▶️ YouTube:

01/12/2025

🔥 পাইলসের যন্ত্রণায় মৃত্যুর মত কষ্ট!
আমি পাইলসের যন্ত্রণায় মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলাম।
🩸 প্রচুর রক্ত যেত – টয়লেটে বসলেই রক্ত পড়তো।
🔥 জ্বালাপোড়া করত – এ যেন এক মরণ যন্ত্রণা!
😣 ব্যথার জন্য কিছুই করতে পারতাম না
🪑 বসতে পারতাম না
🚶 দাঁড়াতে পারতাম না
🗡️ ভেতরে কাটা কাটা বাজতো
মনে হতো ব্লেড দিয়া কাটা হইতেছে
🩹 কাটা ফুটার মত যন্ত্রণা ছিল
ব্যথায় অস্থির ছিলাম।
🌿 আমার এক নিকট আত্মীয়র মাধ্যমে আজাদ হোমিও হলে এসে চিকিৎসা নেই।
💊 ঔষধ শুরু করার দুইদিন পর থেকেই —
✨ আমার জ্বালাপোড়া বন্ধ!
✨ ব্যথা বন্ধ!
✨ কষ্ট কমে গেছে!
🙏 এখন আমি অনেক ভালো আছি — আলহামদুলিল্লাহ।

🩺 হাজারো রোগীর ভরসার নাম —
প্রভাষক ডা. আবুল কালাম আজাদ
১৮ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক
📞 Call / WhatsApp: 01716-768210

🏥 Azad Homoeo Hall BD
🏠 ঢাকা চেম্বার (মিরপুর):
📌 বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা-১২১৬
🕔 প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
🕕 সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🏠 ফেনী চেম্বার (দাগনভূঞা):
📌 তৈয়্যেবা মার্কেট (২য় তলা), দাগনভূঞা বাজার চৌরাস্তা
(বসুরহাট রোড), দাগনভূঞা, ফেনী
🕙 প্রতি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🌐 azadhomoeohall.com
📘 Facebook: Azad Homoeo Hall BD
▶️ YouTube: Azad Homoeo Hall BD

💬 “অপারেশনের ভয় ছাড়াই হোমিও চিকিৎসায় আশার আলো।” 🌿

28/11/2025

🕷️ স্ক্যাবিস (Scabies) – একজিমা নয়, সংক্রামক মাইট!
🔸 রাতের দিকে চুলকানি বেড়ে যায়
🔸 হাতের আঙুলের ফাঁকে, বগল, কোমর, যৌনাঙ্গে বেশি
🔸 দেখতে একজিমার মতো র‍্যাশ → কিন্তু এর কারণ মাইট
🔸 তাই শুধুমাত্র মলম নয় → মাইট কিলার চিকিৎসা জরুরি
🔸 পরিবারের সবাইকে একইসাথে চিকিৎসা
🔸 বিছানা/কাপড় রোদে দিতে হবে
🔸 হোমিওপ্যাথি চিকিৎসায় স্ক্যাবিস দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব

20/11/2025

🔥 অপারেশন ছাড়াই চিকিৎসা!!

🔸 অর্শ - গেজ/ পাইলস
🔸 ফিস্টুলা /ভগন্দর
🔸 মলদ্বারে রক্ত পড়া, পুজ পড়া
🔸 জ্বালাপোড়া করা, ব্যথা করা ইত্যাদি

👨‍⚕️ ডা. আবুল কালাম আজাদ
🟢 ১৮ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক।
📌 তিনি শুধু রোগ নয়, রোগের মূল কারণ অনুসন্ধান করে চিকিৎসা দেন।

📌 অস্ত্রোপচার ছাড়াই পাইলস, ফিস্টুলা, ফিসার এর চিকিৎসায় স্থায়ী সমাধান দিয়ে যাচ্ছেন নিয়মিত।

✨ এই চিকিৎসায় —
✔️ ব্যথা কমে
✔️ রক্তপাত বন্ধ হয়
✔️ রোগের পুনরাবৃত্তির সম্ভাবনা কমে যায়
✔️ রোগের সাথে সাথে মানসিক শান্তি ও ফিরে আসে

💚 অর্শ /পাইলস ও ফিস্টুলা নিয়ে আর নয় দুশ্চিন্তা

🏠 ঢাকা চেম্বার (মিরপুর):
📌 বাড়ি- ৪২, রোড- ২৯, ব্লক- ডি, মিরপুর ১২, পল্লবী, ঢাকা-১২১৬
🕔 প্রতি শুক্রবার, রবিবার ও মঙ্গলবার
🕕 সকাল ১০:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🏠 ফেনী চেম্বার (দাগনভূঞা):
📌 তৈয়্যেবা মার্কেট (২য় তলা), দাগনভূঞা বাজার চৌরাস্তা
(বসুরহাট রোড), দাগনভূঞা, ফেনী
🕙 প্রতি সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল দিন
👉 01341729092

🌐 azadhomoeohall.com

📘 Azad Homoeo Hall BD

▶️ youtube.com/

13/11/2025

অনেকদিন ধরে রোগে ভুগছে আমার সন্তান, পরে রাসেল ভাই আপনার ঠিকানা দিলো আসতে- তাই আসলাম চিকিৎসা নিতে

Address

Azad Homoeo Hall, House/42, Road/29, Block/D, Section/12, Pallabi, Mirpur
Dhaka
1216

Opening Hours

Tuesday 17:00 - 23:00
Friday 17:00 - 23:00
Sunday 17:00 - 23:00

Telephone

+8801716768210

Website

https://www.youtube.com/@azadhomoeohall

Alerts

Be the first to know and let us send you an email when Azad Homoeo Hall BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Azad Homoeo Hall BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram