Maqqatul Hijama Health Center

Maqqatul Hijama Health Center This page is for Hijama treatment. You can book your appointment and get this sunnati treatment in re

Cupping therapy is an ancient form of alternative medicine in which a therapist puts special cups on your skin for a few...
10/07/2024

Cupping therapy is an ancient form of alternative medicine in which a therapist puts special cups on your skin for a few minutes to create suction. People get it for many purposes, including to help with pain, inflammation, blood flow, relaxation and well-being, and as a type of deep-tissue massage.


Home service available
For more details
01670-128124

25/05/2022
01670128124
18/05/2022

01670128124

হিজামা নিয়ে কিছু কথা আপনি কি জানেন.? হিজামার মাধ্যমে দেহের ৭০ ভাগেরও বেশি রোগ সারানো বা প্রতিরোধ করা সম্ভব..!!ডাক্তার/কব...
18/05/2022

হিজামা নিয়ে কিছু কথা

আপনি কি জানেন.? হিজামার মাধ্যমে দেহের ৭০ ভাগেরও বেশি রোগ সারানো বা প্রতিরোধ করা সম্ভব..!!

ডাক্তার/কবিরাজ /এরপিছে -ওরপিছে যারা বছরের পর বছর ঘুরছেন
,লক্ষ্য,লক্ষ্য টাকা ব্যয় করছেন।কিন্তু কোনো ফল পাছেননা

তারা একবার হিজামা করিয়ে দেখতে পারেন।

সুন্নাহ হিসাবে হলেও হিজামা করে দেখতে পারেন।
আশা করি নিরাশ হবেনা কারণ নবীর সুন্নাহ এবং আসমানী চিকিৎসা
বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর
নবীর সুন্নাহ জীবিত করুন
📲...01670128124

Cupping therapy is a form of alternative medicine in which a local suction is created on the skin with the application o...
11/07/2020

Cupping therapy is a form of alternative medicine in which a local suction is created on the skin with the application of heated cups. Its practice mainly occurs in Asia but also in Eastern Europe, the Middle East, and Latin America. Cupping has been characterized as a pseudoscience and its practice as quackery.
❤️❤️

Hijama cupping therapyCupping therapy is a form of alternative medicine in which a local suction is created on the skin ...
11/07/2020

Hijama cupping therapy
Cupping therapy is a form of alternative medicine in which a local suction is created on the skin with the application of heated cups. Its practice mainly occurs in Asia but also in Eastern Europe, the Middle East, and Latin America. Cupping has been characterized as a pseudoscience and its practice as quackery.❤️❤️

نِ ابْنِ مَسْعُودٍ قَالَ حَدَّثَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ لَيْلَةَ أُسْرِىَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى...
13/04/2020

نِ ابْنِ مَسْعُودٍ قَالَ حَدَّثَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ لَيْلَةَ أُسْرِىَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ أَمَرُوْهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ-

ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, মি'রাজের রাত সম্পর্কে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, 'আপনার উম্মতকে হিজামার আদেশ দিন।' - ইবনু মাজাহ : ৩৪৭৯, তিরমিযী : ২০৫২, মিশকাত : ৪৫৪৪ ।

কাপিং থেরাপি বা হিজামা কি

আমরা জানি যে মানবদেহের ৭০ ভাগ রোগব্যাধি শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে না পারার কারনে হয়ে থাকে । আমরা অসুস্থ হয়ে পড়ি যখন আমাদের রক্তে টক্সিন এবং অন্যান্য দূষিত পদার্থ জমা হতে থাকে। যদি আমাদের রক্ত থেকে এই বিষাক্ত বর্জ্য সরানো না হয়, শুধুমাত্র রোগের ট্রিটমেন্ট করা হয় তাহলে আমরা হয়তো একটি রোগ থেকে মুক্তি পাব, কিন্তু রক্তে জীবানু থাকার কারনে অন্যান্য রোগব্যাধির শিকার হতে পারি এবং যে রোগ থেকে সাময়ীক মুক্তি পেয়েছিলাম সেটি আবারো দেখা দিতে পারে। কাপিং থেরাপি বা হিজামা /রক্ত প্রবাহ থেকে বিষাক্ত বর্জ্য অপসারণের সবচেয়ে ভাল উপায়, এবং এই থেরাপির মাধ্যমে আপনি হতে পারেন সুস্থ দেহ প্রশান্ত মনের অধিকারি । আমরা ভুলে যাব না যে, এই অত্যন্ত দরকারী এবং ওহী ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আমাদেরকে সংক্রমণ, উচ্চ রক্তচাপ, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা/যন্ত্রণা, বন্ধ্যাত্ব, ক্যান্সার ও ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। কাপিং থেরাপি বা হিজামা সঠিকভাবে করা হলে এর কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

হিজামা কাদের জন্য?


হিজামা তে কোন পার্শপ্রতিক্রিয়া নাই।
হিজামা সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য। বিশেষ করে-

(১) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(২) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা, ঘাড়, হাটু এবং কোমর ব্যথা আছে।
(৩) বৃদ্ধ বাবা-মা; যাদের বাতের ব্যথা আছে ।
(৪) যাদের প্রেসার এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে
(৫) যাদের শারীরিক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৬) দূর্বল লোকদের জন্য; যারা অল্পতেই ক্লান্ত হয়ে যান।
(৭) যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন এবং যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৮) ধূমপায়ীদের জন্য; যারা সিগারেট এর নিকোটিন শরীর থেকে বের করতে চান।
(৯) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান।

Sunnah Treatment

★ "হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” [সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬]

★ "হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০


★“নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।”
[ মুসলিম: ২২০৫]

★"হযরত জিব্রাঈল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।”
[ আল-হাকিম, ৭৪৭০]

★ “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।”
[ সুনানে তিরমিযী: ২০৫৩]

গেঁটে বাত বা গিটে বাত বা জয়েন্ট পেইন, যে নামেই আমরা এই রোগটাকে জানিনা কেন এর জন্যে সর্বাধুনিক ও সবচেয়ে কার্যকর ট্রিটমেন্...
03/03/2020

গেঁটে বাত বা গিটে বাত বা জয়েন্ট পেইন, যে নামেই আমরা এই রোগটাকে জানিনা কেন এর জন্যে সর্বাধুনিক ও সবচেয়ে কার্যকর ট্রিটমেন্ট হচ্ছে কাপিং থেরাপি। কাপিং থেরাপির মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজেই এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারেন।

কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না বরং বেশির ভাগ ক্ষেত্রেই প্রথম সেশন বা প্রথমবার থেরাপি নেয়ার পরপরই আপনার ব্যথা সহনশীল পর্যায়ে চলে আসে অর্থাৎ ব্যথা ৩০/৪০/৫০ ভাগ কমে যায় তাৎক্ষনিক। এবং পর পর তিনটি সেশন নিলে ( কারো ক্ষেত্রে চারটি সেশন ) ব্যথা পুরোপুরি নির্মূল হয় এবং আর কখনোই ব্যথা ফিরে আসবেনা আশা করা যায়।

প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় যে পেইনকিলার গুলো দিয়ে ব্যথার অনুভূতি সাময়ীক কমানো হয় তা শরীরের জন্যে বেশ ক্ষতিকর। দীর্ঘমেয়াদে এই পেইনকিলার শেবন আপনার কিডনির জন্যে বেশ নেতিবাচক পরিনতি বয়ে আনতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে তাই ঘটে এবং দিন দিন আপনি বিছানায় শয্যাশায়ী হন।

কাপিং থেরাটি আপনার শরীর থেকে ব্যথার কারন টক্সিন বা বিষ বের করে শরীরের ব্যথা দূর করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। আপনি হয়ে ওঠেন স্বতেজ তরতাজা।

তাই এই যন্ত্রনা থেকে মুক্তির জন্যে কাপিং থেরাপি হতে পারে আপনার প্রথম পছন্দ। ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন।

** গেঁটে বাতের সবেচেয়ে ভাল চিকিৎসা হচ্ছে কাপিং থেরাপি **

এ রোগ একবার শুরু হলে প্রকৃতির নিয়মে বাড়তে থাকে। তবে দৈনন্দিন জীবন ব্যবস্থা পরিবর্তন ও সুষ্ঠু কিছু নিয়মের মাধ্যমে ওসটিওআর্থ্রাইটিসের তীব্রতা নিয়ন্ত্রণ এবং উপসর্গ লাঘব করা যায়। আর এই রোগ থেকে মুক্তির সর্বোত্তম উপায় হচ্ছে কাপিং থেরাপি। কাপিং থেরাপির মাধ্যমে এই রোগ অনেকক্ষেত্রেই একেবারে নির্মূল করা সম্ভব। এর জন্যে কয়েক সেশন কাপিং থেরাপির প্রয়োজন হতে পারে।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন... এই কামনায় আজকের মত এ পর্যন্তই... আল্লাহ হাফেজ।

MAQQATUL HIJAMA CUPPING THERAPY

কেবল মাত্র ঢাকার মধ্যে
01670128124

Address

Dhaka
1348

Telephone

+8801670128124

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maqqatul Hijama Health Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram