15/11/2023
সাম্যভিত্তিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে টুয়েলভ রিভার্স হসপিটাল এন্ড হেলথকেয়ারের উদ্যোগে বরিশাল ক্যাডেট কলেজের সংলগ্ন বসবাসরত গ্রাম বাসিদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম , "বরিশাল ক্যাডেট কলেজ -টুয়েলভ রিভার্স হসপিটাল এন্ড হেলথকেয়ার ট্রাস্ট ফ্রি মেডিকেল ক্যাম্প " প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুরু ও শনি বার , ১০ ও ১১ ই নভেম্বর , ২০২৩ , সকাল ৯:৩০ থেকে বিকাল ৫:১৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় |
টুয়েলভ রিভার্স অথাৎ টুয়েলভ ক্যাডেট কলেজ এর ট্রাস্টিরা বিশ্বাস করেন উন্নত স্বাস্হ্য সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং স্বাস্থ্যসেবার মানের সাথে স্বাস্হ্যসেবা গ্রহন কারির আর্থিক সম্পৃত্ততা মানুষের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য ! কিন্তূ উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টি যেহেতু ব্যায়বহুল এবং আমাদের দেশের আর্থিক সীমাবদ্ধতা ও যেহেতু একটি বড় প্রতিবন্ধকতা , তাই ট্রাস্টিরা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে সীমিত পরিসরে এই সেবা প্রদানে সচেষ্ট |
টুয়েলভ রিভার্স ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের আওতায় আগত সকল রোগীদের অভিজ্ঞ ডাক্তারদের দিয়ে ও দুই দিন ব্যাপী বিনামূল্যে গাইনী , মেডিসিন , শিশু , চর্ম , চক্ষু ও দাঁতের সেবা প্রদান করেছে I মোট ৮০৯ জন রোগীকে নিরক্ষন শেষে বিনামূল্যে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় ; এর মধ্যে ১৪৯ জন রোগীকে দাঁতের সেবা প্রদান করা হয় I আগতদের অধিকাংশই প্রতাপপুর গ্রামের অধিবাসী I এছাড়া বরিশাল ক্যাডেট কলেজের কর্মচারী ও কর্মকর্তা ও শিক্ষকদের জন্যও এই সেবা প্রদান করা হয় I
ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার তানভীর , ডাক্তার সাব্বির , ডাক্তার সাদিয়া , ডাক্তার রেজা , ডাক্তার প্রিয়াঙ্কা ও ডাক্তার হাসিব সহ আরো অনেকে I
১২.১১ .২০২৩