National Physiotherapy & Rehabilitation Centre

National Physiotherapy & Rehabilitation Centre National Physiotherapy Centre is a brand name of Medical Industries, Located in Iqbal Road Mohammad

01/09/2024

National Physiotherapy & Rehabilitation Centre সাফল্যের ৯ বছর পূর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

14/07/2024

অল্প বয়সে কোমড় ব্যথার অন্যতম একটি কারন হল সঠিক নিয়মে না বসা।

14/07/2024

National Physiotherapy & Rehabilitation Centre, 9/16,iqbal road, mohammadpur,Dhaka.
Call for appointment : 01987697242

02/07/2024

স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস জনিত সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প নাই।

Bell's palsy can cure by  physiotherapy.
05/05/2024

Bell's palsy can cure by physiotherapy.

05/05/2024

ফিজিওথেরাপি মানে শুধু গরম ছ্যাক নয়! এটা একটি scientific চিকিৎসা পদ্ধতি, যা একজন ফিজিওথেরাপি চিকিৎসক দ্বারা প্রদান করা হয়। তাই যেখানে সেখানে গিয়ে প্রতারিত হবেন না। কোন হসপিটাল যাচ্ছেন তা না ভেবে কার কাছ থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন সেটা আপনাকেই ভাবতে হবে।

05/05/2024
★বেলস পালসি কি?বেলস পালসি মুখের পেশির প্যারালাইসিস। আমাদের মস্তিষ্ক থেকে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ...
06/02/2024

★বেলস পালসি কি?

বেলস পালসি মুখের পেশির প্যারালাইসিস। আমাদের মস্তিষ্ক থেকে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি বলা হয়।

‌‌‌‌‌‌‌‌এটি যেকোনো বয়সের নারী-পুরুষের হতে পারে। তবে নারীদের মধ্যে বেশি দেখা যায়।

★বেলস পালসি কেন কেন হয়?

বেলস পালসি বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* ভাইরাস সংক্রমণ,
* মধ্যকর্ণে ইনফেকশন বা সংক্রমণ, * ঠান্ডাজনিত বা আঘাতজনিত কারণ,
* মস্তিষ্কের স্ট্রোক,
* হেড ইনজুরি,
* ফেসিয়াল টিউমার,
* ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি।

★কিভাবে বুঝবেন বেলস পালসি হয়েছে?

বেলস পালসির উপসর্গ হঠাৎ দেখা যায়।
*আক্রান্ত রোগীর মুখ একদিকে বেঁকে যায়।
*আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না,
* চোখ দিয়ে পানি পড়ে।
* কুলি করতে গেলে অন্য পাশে চলে যায় বা পড়ে যায়।
* খাবার গিলতে কষ্ট হয়।
* কপাল ভাঁজ করতে বা ভ্রু কোঁচকাতে পারে না।
* অনেক সময় কথা বলতে কষ্ট হয়। * পানি পান করতে কষ্ট হয়।

সব মিলিয়ে মুখের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়

★চিকিৎসা_

ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এ সমস্যা থেকে সম্পূর্ন পরিত্রাণ পাওয়া যায়।

ডাঃ মাহবুবা হাসনাত (পিটি)
কনসালটেন্ট ফিজিওথেরাপিষ্ট,
ন্যাশনাল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
৯/১৬ ইকবাল রোড, মোহাম্মদপুর ঢাকা।
মোবা: ০১৯৮৭-৬৯৭২৪২

★আপনি কি মাথা ব্যথায় ভুগছেন?মাথা ব্যথা একটি খুবই সাধারণ সমস্যা। প্রতিটি মানুষই কোন না কোন সময় এই  ব্যথায় ভুগেন।বিভিন্ন ক...
05/02/2024

★আপনি কি মাথা ব্যথায় ভুগছেন?

মাথা ব্যথা একটি খুবই সাধারণ সমস্যা। প্রতিটি মানুষই কোন না কোন সময় এই ব্যথায় ভুগেন।বিভিন্ন কারনে মাথা ব্যথা হতে পারে তার মধ্যে সার্ভিকোজেনিক হেডেক অন্যতম একটি কারন।

★এই ব্যথার ধরন কেমন?

* মাথার এক পাশে ব্যথার সাথে ঘাড়ে ব্যথা, কাঁধ এমনকি হাতেও ব্যথা আসতে পারে।
* চোখের চারপাশে ব্যথা হতে পারে।
* ঘাড়ের মুভমেন্টের সাথে ব্যথা বেড়ে যেতে পারে।
* হাঁচি,কাশি কিংবা গভীর শ্বাস গ্রহনের সময় মাথা ব্যথা।
* ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

★এবার আসি কেন হয় এই ব্যথা?

* সার্ভিকোজেনিক মাথা ব্যথার ক্ষেত্রে ঘাড়ের মাংশপেশি শক্ত হয়ে যায়, ফ্লেক্সর গ্রুপের মাংশপেশি দুর্বল হয়ে যায়।
* ঘাড়ের স্ট্রাকচার অর্থাৎ আপার সার্ভাইকেল ভারটিব্রাতে কোন প্রবলেম হলে।
* আঘাতজনিত কারনে হতে পারে।
* বসার ধরন ঠিক না থাকা।
* দীর্ঘ সময় ধরে কম্পিউটার কিংবা মোবাইল ব্যবহার করলে।
* দীর্ঘ সময় ঝুকে কাজ করলে এবং
* অতিরিক্ত স্ট্রেচের কারনে এই ধরনের মাথা ব্যথা হতে পারে।

★চিকিৎসা_

ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে খুব সহজে এই ব্যাথা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব

ডাঃ মাহবুবা হাসনাত (পিটি)
কনসালটেন্ট ফিজিওথেরাপিষ্ট,
ন্যাশনাল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
৯/১৬ ইকবাল রোড, মোহাম্মদপুর ঢাকা।
মোবা: ০১৯৮৭-৬৯৭২৪২

Address

10/7, Iqbal Road. Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 03:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801987697242

Alerts

Be the first to know and let us send you an email when National Physiotherapy & Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to National Physiotherapy & Rehabilitation Centre:

Share