
09/07/2025
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হল নখ।প্রায়ই নখে ছোট কিংবা বড় সাদা দাগ দেখা যায়। এই দাগ স্বাভাবিক সময় থেকেও বেশি সময় ধরে স্থায়ী হলে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
নখের এই বিবর্ণতা বা নখের এই সাদা দাগকে সাধারণত লিউকোনিচিয়া বলা হয়। নখে কোন আঘাত পেলেও অনেক সময় এরকম দাগ দেখা যায়। নখে দীর্ঘদিন ধরে এই সাদাদাগ থাকা মানে জটিল কোন রোগ আক্রান্ত হওয়াও বোঝায়।
নখের এই সাদা দাগ হওয়ার পিছনে কিছু কারণ থাকে। যার মধ্যে হলো -
👉নখের সাদা দাগের একটি কারণ হল ছত্রাকের সংক্রমণ।
👉 শরীরে ম্যাগনেসিয়াম, জিংক, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম এবং কপারের মতো খনিজ উপাদানের ঘাটতি হলে।
👉অ্যালার্জির কারণেই অনেক ক্ষেত্রে নখে সাদা দাগ তৈরি হতে পারে।
👉 কোনো শক্ত বস্তুর আঘাতে এমন হতে পারে।
👉 নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ফলে এমন হতে পারে।
আরও অনেক কারণে নখে সাদা দাগ দেখা দিতে পারে।
তাই নখে সাদা দাগ দেখা মাত্র দেরি না করে এর পিছনে মূল কারণ জানতে এবং সঠিক চিকিৎসা নিতে আজই যোগাযোগ করে চলে আসুন আমাদের চেম্বারে।
চুল, ত্বক এবং নখের যেকোনো সমস্যার সমাধান করতে যোগাযোগ করুন। ঢাকার বাইরে অবস্থানগত রোগীগণ জরুরী প্রয়োজনে টেলিমেডিসিনেও সেবা গ্রহণ করতে পারবেন।
এপয়েন্টমেন্ট বুকিং দিতে কল করুন 10633
অধ্যাপক ডাঃ মোঃ রোকন উদ্দিন
কনসালটেন্ট,
বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটাল পিএলসি.
লেভেল-৬,
২১, মিরপুর রোড, শ্যামলী
ঢাকা
বিস্তারিত জানতেঃ ১০৬৩৩
#লিউকোনিচিয়া #সাদা_দাগ #নখ #নখেরসমস্যা #সুন্দরনখ #উজ্জ্বলনখ #নখেরদাগ #ডাঃরোকন #বিএসএইচ #ত্বক #সোরিয়াসিস #হলুদনখ #নখউঠেযাওয়া #নখফোলা #চর্মরোগবিশেষজ্ঞ #লেজার #ফাংগালইনফেকশন #ইনফেকশন #নখেছত্রাক #ভঙ্গুরনখ #ভাঙ্গানখ #পায়েরনখ #নখেব্যথা #শক্তনখ #নখ #আঙ্গুলেরনখ #নখেইনফেকশন #নখেদাগ #নখকুনি #সবুজনখ #নখদাবা #নখেগাঢ়দাগ #নীলনখ