UKHRA Hijama Relief

UKHRA Hijama Relief Wind.. Detox.... enjoy the soothing effect of Hijama!!!!

হিজামা থেরাপির স্বাস্থ্য উপকারিতা🌿 প্রাকৃতিক নিরাময়ের হিজামা!!!!হিজামা (কাপিং থেরাপি) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা শরী...
02/05/2025

হিজামা থেরাপির স্বাস্থ্য উপকারিতা

🌿 প্রাকৃতিক নিরাময়ের হিজামা!!!!

হিজামা (কাপিং থেরাপি) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা শরীরের টক্সিন দূর করে, রক্ত প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়। আজকের পোস্টে জানুন হিজামার ৩টি মূল উপকারিতা:

1️⃣ মাইগ্রেন ও মাথাব্যথা কমায়: গবেষণায় দেখা গেছে, নিয়মিত হিজামা মাইগ্রেনের তীব্রতা হ্রাস করে।
2️⃣ পেশীর ব্যথা উপশম: অ্যাথলেটদের মধ্যে জনপ্রিয় এই পদ্ধতি পেশীর ক্লান্তি দূর করে।
3️⃣ মানসিক চাপ কমায়: হিজামা স্ট্রেস হরমোন (কর্টিসল) কমিয়ে মনকে শান্ত করে।

🩸 সতর্কতা: অবশ্যই প্রশিক্ষিত প্র্যাকটিশনারের মাধ্যমে হিজামা করুন।

বুকিং ও বিস্তারিত জানতে: আমাদের হটলাইন +8801680007511
অথবা ইনবক্সে যোগাযোগ করুন।

#হিজামা_নিয়ম
#হিজামা_টিপস
#ঢাকাহিজামা

#হিজামা_রিলিফ
#প্রাকৃতিক_চিকিৎসা
#স্বাস্থ্যকথা

হিজামা নেওয়ার আগে অবশ্যই মেনে চলুন এই ৫টি গোল্ডেন রুল! ⚠️🔹 **রুল ১:** শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ প্র্যাকটিশনারের...
01/05/2025

হিজামা নেওয়ার আগে অবশ্যই মেনে চলুন এই ৫টি গোল্ডেন রুল! ⚠️

🔹 **রুল ১:** শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ প্র্যাকটিশনারের কাছে হিজামা করুন। চেক করুন তার সার্টিফিকেশন

🔹 **রুল ২:** হিজামার পর ২৪ ঘণ্টা গরম পানি, জিম বা ভারী খাবার এড়িয়ে চলুন। বিশ্রাম নিন ও প্রচুর পানি পান করুন!

🔹 **রুল ৩:** রক্ততঞ্চন (Blood Clotting) বা হার্টের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া হিজামা নয়!

🔹 **রুল ৪:** এক সেশনের পর অন্তত ১৫ দিনের বিরতি নিন।

🔹 **রুল ৫:** পোস্ট-কেয়ার মানুন! হিজামার জায়গায় নারিকেল তেল, অলিভ ওয়েল বা অ্যালোভেরা জেল লাগান দ্রুত সুস্থতার জন্য।

🩸 আপনার হিজামা সেশন বুক করতে বা যেকোনো প্রশ্নে মেসেজ করুন।

#ঢাকাহিজামা
#হিজামা_নিয়ম
#হিজামা_টিপস

#সুস্থ_জীবন

📿 সুন্নাহ মোতাবেক হিজামার বিশেষ দিনগুলোতে বুক করুন আজই📿"নবীজি (ﷺ) বলেছেন, 'হিজামা গ্রহণ সময় হল আরবি মাসের ১৭, ১৯ ও ২১ তা...
29/04/2025

📿 সুন্নাহ মোতাবেক হিজামার বিশেষ দিনগুলোতে বুক করুন আজই📿

"নবীজি (ﷺ) বলেছেন, 'হিজামা গ্রহণ সময় হল আরবি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে।' (সুনানে ইবনে মাজাহ)। এই দিনগুলোতে হিজামা করালে রোগমুক্তি ও বরকত বহুগুণে বেড়ে যায় 🌙

🌿 কেন হিজামা করাবেন?
✅ দৈহিক-মানসিক বিষক্রিয়া দূর করে।
✅ মাথাব্যথা, জয়েন্ট পেইন, অনিদ্রা দূর।
✅ রাসূল (ﷺ)-এর সুন্নত পালনের সওয়াব।

💉 আমাদের সার্ভিস:
✔️ অভিজ্ঞ মহিলা থেরাপিস্ট (গোপনীয়তা রক্ষা সহ)।
✔️ উন্নত ইমপোর্টেড কাপ ও হাইজিনিক পরিবেশ।
✔️ সুবিধামতো সময়ে।

📅 আগামী মে মাসের সুন্নাহ তারিখ: ১৫, ১৭ ও ১৯ মে।
🎁 অফার: আগামী ৭ দিনে বুক করলে ১৫% ছাড়!

📲 এখনই ইনবক্স করুন অথবা কল করুন: 01686140891
(স্লট সীমিত, দেরি করবেন না!)

~ আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য ~

#সুন্নাহ_হিজামা
#ঢাকাহিজামা
#প্রাকৃতিক_চিকিৎসা

যদি আল্লাহ তায়ালা আপনার কাছ থেকে কোন কিছু নিয়ে নেন তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দিবেন।তবে এক্ষেত্রে য...
24/02/2025

যদি আল্লাহ তায়ালা আপনার কাছ থেকে কোন কিছু নিয়ে নেন তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দিবেন।তবে এক্ষেত্রে যদি আপনি ধৈর্যধারণ করেন এবং সোয়াবের আশা রাখেন। হাদিসে কুদসিতে আছে " আমি যার প্রিয় দুটি বস্তু অর্থাৎ চোখ ছিনিয়ে নেই এবং সে ধৈর্যধারণ করে তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত"।

06/02/2025
 #রসুল(সা:)বলেছেন=জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যেসকলপন্থা_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম। ...
03/12/2024

#রসুল(সা:)বলেছেন=জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যেসকলপন্থা_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ৭৪৭০
হিজামার পদ্ধতিঃশরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে নেগেটিভ সাকশনের সাহায্যে দূষিত রক্ত (Toxins) চুশে নেওয়া হয়।
✅আমাদের বর্তমান সময়ে বিশেষত বোনেরা নানান সমস্যার মধ্যে দিয়ে দিন পারি করেন,বোনদের সমস্যা যেনো সবার চক্ষুআড়ালে পড়ে থাকে এবং সব থেকে কম গুরুত্বপূর্ণ ।
✅বিশেষত মাসিকের সমস্যাগুলো,মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষয়ী, অনিয়মিত মাসিক,মাসিকের সময় অত্যাধিক তলপেট ব্যাথা ইত্যাদি,ব্রনের সমস্যা,কমর ব্যাথার সমস্যা ইত্যাদি সকল সমস্যার জন্য হিজামা অত্যাধিক মাত্রায় উপযোগী একটা চিকিৎসা।
✅হিজামা কেন করাবেন? আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো। হিজামা এক ধরণের চিকিৎসা যা শরীর থেকে রোগের জন্য দায়ী জীবাণু বের করে ফেলে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগ ও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধ করে ও রক্ত পরিষ্কার রাখে। হিজামাকে নববী চিকিৎসা বলা হয়। কারণ মেরাজের রাতে স্বয়ং ফেরেশতাগণ আল্লাহ্‌র নবী রাসূল্লুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কে এ বিশেষ চিকিৎসাটি তাঁকে ও তাঁর উম্মাতদের করাতে বলেছেন। ইবনে আব্বাস (রাযি.) বলেন, রাসূলুল্লাহ (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারাই বলেন, ‘হে আল্লাহর মোহাম্মদ (সে:) আপনি অবশ্যই হিজামা করুনএবং আপনার উম্মাতদের হিজামার হুকুম করুন।(সুনানে তিরমিযী-৩৪৬২) “আপনার উম্মাতদের হিজামা নিতে বলুন।” (সুনানে তিরমিযী-৩৪৭৯) ★হিজামা এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ) ।
(আমি একজন বাংলাদেশ হিজামা ফাউন্ডেশন থেকে ট্রেনিংপ্রাপ্ত হিজামা থেরাপিস্ট,। বিস্তারিত জানতে নক করুন।)

কোমরের ব্যথায়/ব্যাক পেইন এ হিজামা চিকিৎসাঃপিঠ থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যথাকে সাধারণত ‘ব্যাক পেইন’ বলে অভিহিত করা হয়।...
25/10/2024

কোমরের ব্যথায়/ব্যাক পেইন এ হিজামা চিকিৎসাঃ

পিঠ থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যথাকে সাধারণত ‘ব্যাক পেইন’ বলে অভিহিত করা হয়। সচরাচর প্রচুর মানুষ বিশেষত আমাদের মা বোনেরা সাংসারিক কাজের দরুণ এই ব্যাক পেইনে ভোগেন। এছাড়াও, অতিরিক্ত ভারী কাজ, অফিসে একটানা চেয়ারে বসে কাজ করা, দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা সহ বিভিন্ন দৈনন্দিন জীবনের প্রতিনিয়ত কাজের কারণে যে কেউ ব্যাক পেইনে আক্রান্ত হতে পারেন। অধিকাংশ সময় কোমরে ব্যথা, মাংস পেশীর প্রবলেম ও নার্ভের উপর প্রেসার এর কারণে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন।

হিজামা মাংস পেশীর রিলাক্সেশন ও নার্ভ সিস্টেম এক্টিভ করা ও এটার উপর থেকে প্রেসার কমানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যা আপনাকে মুক্তি দিতে পারে “ব্যাক পেইনের” সমস্য থেকে। এটি শরীর থেকে টক্সিন দুর করার একমাত্র ন্যাচারাল পদ্ধতি ও বিভিন্ন ইনফেকশন এর ক্ষেত্রে শরীর থেকে Prostaglandin- hormone বের করে। এন্ড্রোফিন ও মরফিন এর পরিমাণ বাড়ায়।
তাই, যে কেউ চাইলে সহজেই কোমর ব্যথার এই অসহনীয় যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারে, এবং জীবনকে করে তুলতে প্রফুল্ল ও আরামদায়ক, সুতরাং আজই গ্রহন করুন নবিজির এই সুন্নাহ চিকিৎসা পদ্ধতি।

#বুকিং_দিতে_আজই_আমাদের_ইনবক্স_করুন
#মহিলাদের_জন্য_হিজামার_সুন্দর_ব্যবস্থা_রয়েছে

হিজামারা জন্য যোগাযোগের ঠিকানাঃ
উখরা হিজাম রিলিফ
বাসাঃ৮, রোডঃ১৩, ব্লকঃ ডি, মিরপুর-১২
হোয়াটসএপঃ 01568481599

"ব্রন এর চিকিৎসাও হিজামার মাধ্যমে সম্ভব!" --- জী, মুখের ব্রনের জন্যও হিজামা খুবই কার্যকরী।হিজামাকে অনেকেই শুধু ব্যথানাশক...
24/10/2024

"ব্রন এর চিকিৎসাও হিজামার মাধ্যমে সম্ভব!"

--- জী, মুখের ব্রনের জন্যও হিজামা খুবই কার্যকরী।

হিজামাকে অনেকেই শুধু ব্যথানাশক চিকিৎসা ব্যবস্থা ভেবে ভুল করে থাকেন অনেকে।
অথচ হিজামা এমন এক চিকিৎসা পদ্ধতি; যার মাধ্যমে অনেক জটিল ও মারাত্বক রোগের পাশাপাশি আরো অন্যান্য রোগও সমাধান হয়।
তার মধ্যে অন্যতম হল ব্রন।

চিকিৎসা
হিজামার মাধ্যমে খুব সহজেই ব্রন থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল - অবশ্যই অভিজ্ঞ হিজামা স্পেশালিষ্ট এর তত্বাবধানে হিজামা সম্পন্ন করা। তা না হলে হিতে বিপরীত হতে পারে।

ত্বকের গঠন অত্যন্ত জটিল। এ জটিলতম ত্বকে ছোট বড় এক বা একাধিক কারণে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো ব্রণের সমস্যা।
ব্রণ মূলত টিনএজারদের সমস্যা। এ বয়সে যখন মুখের সৌন্দর্যের প্রতি সবাই আকর্ষণবোধ ও প্রয়োজনীয়তা অনুভব করে, ঠিক সে বয়সেই মুখে এই বিশ্রী গোটাগুলো দেখা দেয়, যা তাদের অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অথচ একটু সচেতন থাকলেই এ সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব।

★ব্রণ কী?★
ব্রণ (Acne vulgaris বা Acne) হচ্ছে আমাদের শরীরের ত্বকের ফলিকলের এক প্রকার দীর্ঘমেয়াদী রোগ। সাধারণত মুখমন্ডল, গলা, বুক, পিঠের উপরিভাগ এবং হাতের উপরিভাগে এই রোগটা হয়ে থাকে। এসব স্থানে ছোট ছোট দানা, ছোট ছোট ফোড়া, সিস্ট এমনকি নোডিউল হতে পারে। এ রোগটা সাধারণত মুখমন্ডলেই বেশি হয়- বিশেষ করে গালে, নাকে, কপালে এবং থুতনিতে সবচেয়ে বেশী হয়ে থাকে।
বয়ঃসন্ধিকালে হরমোন টেস্ট্রোরেন আর প্রোজেস্ট্রোরেনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি অধিক হারে তেল নিঃসরণ শুরু করে। কোনো কারণে সিবেসিয়াস গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণের বাধার সৃষ্টি হয় এবং তা ভেতরে জমে ফুলে উঠে যা ব্রণ (Acne) নামে পরিচিত। এর উপর জীবাণুর সংক্রমণ ঘটলে পুঁজ তৈরি হয়। অনেক সময় বাইরে থেকে এদের ছোট দেখালেও এরা বেশ গভীর হতে পারে। এজন্য ব্রণের সংক্রমণ সেরে গেলেও মুখে কাল দাগ থেকে যেতে পারে। সাধারণত ১৩ বছর বয়স থেকে ১৯ বছর বয়স পর্যন্ত শতকরা ৯০ জনের এ রোগটি কমবেশি হয়ে থাকে। ২০ বছর বয়সের পর থেকে এ রোগের প্রকোপ কমতে থাকে। আবার কখনও কখনও ২০ থেকে ৩০ বছর বয়সেও এটি হতে পারে এবং অনেক বয়স পর্যন্ত থাকতে পারে।

★ব্রণ কেন হয় ?★
ব্রণের সুনির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও সাধারণত বয়ঃসন্ধিকালে, বংশগত কারণে, হরমোন জনিত কারণে, হজমের গোলমাল হলে, ধূমপান, মদ্যপান ইত্যাদি কারণে ব্রণ হতে পারে। ব্রণ আমাদের শরীরের ত্বকের ফলিকলের এক প্রকার দীর্ঘ-মেয়াদী রোগ। বয়ঃসন্ধিকালে হরমোন টেস্ট্রোরেন ও প্রোজেস্ট্রোরেনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি অধিক হারে তেল নিঃসরণ শুরু করে। এই তেল বেরিয়ে আসার পথটি ক্রটিযুক্ত থাকায় তেল গ্রন্থির ভিতরে জমতে শুরু করে। এক সময় গ্রন্থিটা ফেটে যায় এবং তেল আশপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ে। তখন, ব্যাকটেরিয়া তেলকে ভেঙে টিস্যুতে ফ্যাটি এসিড উৎপাদন করে। এই ফ্যাটি এসিড ত্বকের ভেতরে প্রদাহ সৃষ্টি করে, ফলে চামড়ার মধ্যে দানার সৃষ্টি হয়। এটাই ব্রণ নামে পরিচিত। সাধারনত গলা, বুকে ও পিঠের উপরিভাগ, হাতের উপরিভাগে এবং বিশেষ করে মুখমন্ডলে এই রোগটা বেশি হয়। এসব জায়গায় ছোট ছোট দানা, ফোড়া, সিস্ট অথবা নোডিউল হতে পারে।

★ব্রণের প্রকারভেদ:★
• ট্রপিক্যাল একনি; যা অতিরিক্ত গরম এবং বাতাসের আর্দ্রতা বেশি হলে পিঠে এবং উরুতে হয়ে থাকে।
• প্রিমিন্সট্রুয়াল একনি; যা সাধারণত মহিলাদের মাসিকের সপ্তাহ খানেক আগে মুখে হতে দেখা দেয়।
• একনি কসমেটিকা; যা কোন প্রসাধনী দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে হতে পারে।
• একনি ডিটারজিনেকস; যা অধিক হারে মুখে সাবানের ব্যবহারের ফলে হতে পারে।
• স্টেরয়েড একনি; যা স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনে হতে পারে। এ ঔষুধ একাধারে অনেকদিন ব্যবহারের ফলে ব্রণের পরিমান আরও বেড়ে যেতে পারে।

★ ব্রন কাদের বেশী হয়?★
বয়ঃসন্ধিকালে এ রোগটা বেশী হয়। ১৩ থেকে ১৯ বছরের ছেলে-মেয়েদের মধ্যে এ রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে। অনেকে দীর্ঘ সময় ধরে এ রোগে ভোগে। ২০ বছর বয়সের পর সাধারণত এ রোগটা কমে আসে। তবে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে ৩০ বছর বয়স পর্যন্ত এ রোগ দেখা যায়।

★ব্রণ থেকে মুক্তির উপায়:★
কিছু নিয়ম মেনে চললে সহজেই ব্রণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদিও কোনো বিশেষ খাবারের কারনে ব্রণ হয় না! কিন্তু যদি কোনো খাবার খেলে ব্রণের সংখ্যা বৃদ্ধি পায়, তবে সে খাবারটি বাদ দিতে হবে। প্রচুর ফলমূল, শাক-সবজি ও পানি খেতে হবে। মুখে ব্রণ থাকলে কোন রাসায়নিক উপাদান বা কসমেটিকস ব্যবহার করা উচিত নয়, অবশ্যই প্রাকৃতিক বা হারবাল জিনিস ব্যবহার করতে হবে।

#মহিলাদের_জন্য_হিজামার_সুন্দর_ব্যবস্থা_রয়েছে
মহিলাদের জন্য শরয়ী পর্দার ঠিক রেখে মহিলা হিজামা স্পেশালিষ্ট দ্বারা হিজামার চিকিৎসা প্রদান করা হয়।

ঠিকানাঃ বাসা নাম্বারঃ ০৮, রোড নাম্বারঃ ১৩, ব্লকঃ ডি, মিরপুর-১২, ঢাকা।
01686140891(10AM-9PM)
01568481599 (WhattsApp)

21/10/2024

শুরু হয়ে গেলো এ মাসের হিজামা করানোর সুন্নাহ তারিখ
২১,২৩ এবং ২৫।
তবে আর দেড়ি কেনো??

আসসালামু আলাইকুম,আপনাদের সবাইকে জানাই ঠান্ডা ঠান্ডা হালকা কুয়াশার সকাল হোক আপনাদের জন্য আরামদায়ক ও শান্তির।ফি আমানিল্লাহ...
02/10/2024

আসসালামু আলাইকুম,
আপনাদের সবাইকে জানাই ঠান্ডা ঠান্ডা হালকা কুয়াশার সকাল হোক আপনাদের জন্য আরামদায়ক ও শান্তির।
ফি আমানিল্লাহ ❤️

Address

House No 08, Road No 13 Block D, Section 12, Mirpur
Dhaka
1216

Telephone

+8801568481599

Website

Alerts

Be the first to know and let us send you an email when UKHRA Hijama Relief posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share