UKHRA Hijama Relief

UKHRA Hijama Relief Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UKHRA Hijama Relief, Women's Health Clinic, House no 08, Road no 13 Block D, Section 12, Mirpur, Dhaka.

উখরা হিজামা রিলিফ একটি বিশ্বস্ত ফিমেল হিজামা থেরাপি সেন্টার। আমরা নারীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সমাধানে প্রাকৃতিক হিজামা থেরাপি দিয়ে থাকি। আমাদের সাথে যুক্ত হয়ে সুস্থ ও সতেজ থাকুন।

হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল (করার তাওফিক) প্রার্থনা করি।সূত্র: ইবনু মাজাহ ৯২৫
09/08/2025

হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল (করার তাওফিক) প্রার্থনা করি।সূত্র: ইবনু মাজাহ ৯২৫

হে আল্লাহ! আমরা আপনার জন্য সকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা বিকালে উপনীত হয়েছি। আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি, আ...
09/08/2025

হে আল্লাহ! আমরা আপনার জন্য সকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা বিকালে উপনীত হয়েছি। আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি, আপনার দ্বারাই আমরা মারা যাব; আর আপনার দিকেই উত্থিত হব।

সূত্র: তিরমিযি ৩৩৯১

হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার...
09/08/2025

হে আল্লাহ্‌! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না।

সূত্র: বুখারি ৬৩০৬

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদ...
09/08/2025

আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

(সূরা বাকারা, আয়াত ২৮৬)

তিব্র মাথা ব্যথা লেগেই আছে,১২ মাস ঠান্ডা জনিত সমস্যা।শরীর দূর্বল,কোনো কাজেই মন বসে না,ইচ্ছে করে সারাদিন শুয়ে থাকি।ইবাদতে...
13/07/2025

তিব্র মাথা ব্যথা লেগেই আছে,১২ মাস ঠান্ডা জনিত সমস্যা।শরীর দূর্বল,কোনো কাজেই মন বসে না,ইচ্ছে করে সারাদিন শুয়ে থাকি।ইবাদতে একেবারে আগ্রহ নেই।আগে যাও ইবাদত করতে পারতাম ইদানীং চরম গাফেলতি দেখা দিচ্ছে।কিছুই বুঝে উঠতে পারছি না কি সমস্যা।
বারবার ডাক্তার দেখিয়েও কোনো ফায়দা হচ্ছে না।না কোনো রোগ ধরা পড়ছে না মেডিসিনে কাজ হচ্ছে!!!

আসুন একবার ভাবি, আপনি বদনজরের মতো ভয়াবহ কিছুতে আক্রান্ত নন ত? অথবা জ্বীন -জাদুর সমস্যা নয়তো? চারিদিকে হাসিমুখেই আপনার শত্রুতা বিরাজমান। যাদের মুখে হাসি কিন্ত অন্তরে আপনার জন্য বিষ পুষে।
আসুন জেনে নেই কিছু প্রাথমিক লক্ষ্মণঃ

[১] শরীরের সাধারণ দুর্বলতা থাকা, ক্ষুধা হ্রাস এবং বমি বমি ভাব।

[২]চেহারাতে ফ্যাকাশে ফিতে/ধূসর / হলুদ হয়ে যাওয়া।

[৩]স্থায়ীভাবে উচ্চ শারীরিক তাপমাত্রা/ জ্বর থাকা [থার্মোমিটার না উঠা]

[৪]কোন কারণ ছাড়াই কান্নাকাটি করার আশ্বাস।

[৫]কনস্ট্যান্ট জাগ্রত (ঘুমিয়ে আছেন কিন্তু মনে হচ্ছে জাগ্রত)

[৬]উভয় হাত এবং পায়ের মধ্যে প্রায়ই ব্যথা, শরীরের ব্যথা আবর্তিত, শরীরের ব্যথা এক জায়গায় স্থির না হওয়া।

[৭]চিরস্থায়ী মাথাব্যাথা ( সব সময় মাথাব্যথা)

[৮] বিভিন্ন অসুখ লেগে থাকা, অনেক চিকিৎসার পরেও ভালো না হওয়া (ঠান্ডা,কাশি, জ্বর)

[৯] পঞ্চমুখী মমুলাট,( কাজে মন না বসা, লেখাপড়া মন না বসা, নামাজ, যিকিরে মন না বসা)

[১০] মহিলাদের/পুরুষদের অত্যধিক চুল পড়ে যায়(যা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হয়না)

[১১] আত্মীয়, বন্ধু ও সহকর্মীদের সাথে দেখা করতে অপছন্দ লাগা।

[১২]ব্যবসা, কাজ বা পেশায় বিঘ্ন এবং ক্ষতি, ঝামেলা লেগে থাকা।

[১৩] বুকে ধড়ফড় করা, দমবন্ধ বা অসস্তি লাগা।

[১৪] পেটে প্রচুর গ্যাস জমে থাকা।

[১৫] মেজাজ খিটখিটে থাকা, কোন কারণ ছাড়াই রেগে যাওয়া।

[১৬]একটি প্রাথমিক / বিশেষজ্ঞ কাজ সম্পাদন করতে অক্ষম। যদি কেউ তার প্রাথমিক / বিশেষজ্ঞ কাজ করতে ইচ্ছুক হয়, তবে সে অত্যন্ত অলস হবে অথবা সেখান থেকে অসুস্থ হয়ে পড়া।

দ্রুত সমস্যা নির্বাচন করর আজই আসুন আমাদের সেন্টারে।

হিজামা থেরাপির স্বাস্থ্য উপকারিতা🌿 প্রাকৃতিক নিরাময়ের হিজামা!!!!হিজামা (কাপিং থেরাপি) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা শরী...
02/05/2025

হিজামা থেরাপির স্বাস্থ্য উপকারিতা

🌿 প্রাকৃতিক নিরাময়ের হিজামা!!!!

হিজামা (কাপিং থেরাপি) একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা শরীরের টক্সিন দূর করে, রক্ত প্রবাহ বাড়ায় এবং বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি দেয়। আজকের পোস্টে জানুন হিজামার ৩টি মূল উপকারিতা:

1️⃣ মাইগ্রেন ও মাথাব্যথা কমায়: গবেষণায় দেখা গেছে, নিয়মিত হিজামা মাইগ্রেনের তীব্রতা হ্রাস করে।
2️⃣ পেশীর ব্যথা উপশম: অ্যাথলেটদের মধ্যে জনপ্রিয় এই পদ্ধতি পেশীর ক্লান্তি দূর করে।
3️⃣ মানসিক চাপ কমায়: হিজামা স্ট্রেস হরমোন (কর্টিসল) কমিয়ে মনকে শান্ত করে।

🩸 সতর্কতা: অবশ্যই প্রশিক্ষিত প্র্যাকটিশনারের মাধ্যমে হিজামা করুন।

বুকিং ও বিস্তারিত জানতে: আমাদের হটলাইন +8801680007511
অথবা ইনবক্সে যোগাযোগ করুন।

#হিজামা_নিয়ম
#হিজামা_টিপস
#ঢাকাহিজামা

#হিজামা_রিলিফ
#প্রাকৃতিক_চিকিৎসা
#স্বাস্থ্যকথা

হিজামা নেওয়ার আগে অবশ্যই মেনে চলুন এই ৫টি গোল্ডেন রুল! ⚠️🔹 **রুল ১:** শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ প্র্যাকটিশনারের...
01/05/2025

হিজামা নেওয়ার আগে অবশ্যই মেনে চলুন এই ৫টি গোল্ডেন রুল! ⚠️

🔹 **রুল ১:** শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ প্র্যাকটিশনারের কাছে হিজামা করুন। চেক করুন তার সার্টিফিকেশন

🔹 **রুল ২:** হিজামার পর ২৪ ঘণ্টা গরম পানি, জিম বা ভারী খাবার এড়িয়ে চলুন। বিশ্রাম নিন ও প্রচুর পানি পান করুন!

🔹 **রুল ৩:** রক্ততঞ্চন (Blood Clotting) বা হার্টের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া হিজামা নয়!

🔹 **রুল ৪:** এক সেশনের পর অন্তত ১৫ দিনের বিরতি নিন।

🔹 **রুল ৫:** পোস্ট-কেয়ার মানুন! হিজামার জায়গায় নারিকেল তেল, অলিভ ওয়েল বা অ্যালোভেরা জেল লাগান দ্রুত সুস্থতার জন্য।

🩸 আপনার হিজামা সেশন বুক করতে বা যেকোনো প্রশ্নে মেসেজ করুন।

#ঢাকাহিজামা
#হিজামা_নিয়ম
#হিজামা_টিপস

#সুস্থ_জীবন

📿 সুন্নাহ মোতাবেক হিজামার বিশেষ দিনগুলোতে বুক করুন আজই📿"নবীজি (ﷺ) বলেছেন, 'হিজামা গ্রহণ সময় হল আরবি মাসের ১৭, ১৯ ও ২১ তা...
29/04/2025

📿 সুন্নাহ মোতাবেক হিজামার বিশেষ দিনগুলোতে বুক করুন আজই📿

"নবীজি (ﷺ) বলেছেন, 'হিজামা গ্রহণ সময় হল আরবি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে।' (সুনানে ইবনে মাজাহ)। এই দিনগুলোতে হিজামা করালে রোগমুক্তি ও বরকত বহুগুণে বেড়ে যায় 🌙

🌿 কেন হিজামা করাবেন?
✅ দৈহিক-মানসিক বিষক্রিয়া দূর করে।
✅ মাথাব্যথা, জয়েন্ট পেইন, অনিদ্রা দূর।
✅ রাসূল (ﷺ)-এর সুন্নত পালনের সওয়াব।

💉 আমাদের সার্ভিস:
✔️ অভিজ্ঞ মহিলা থেরাপিস্ট (গোপনীয়তা রক্ষা সহ)।
✔️ উন্নত ইমপোর্টেড কাপ ও হাইজিনিক পরিবেশ।
✔️ সুবিধামতো সময়ে।

📅 আগামী মে মাসের সুন্নাহ তারিখ: ১৫, ১৭ ও ১৯ মে।
🎁 অফার: আগামী ৭ দিনে বুক করলে ১৫% ছাড়!

📲 এখনই ইনবক্স করুন অথবা কল করুন: 01686140891
(স্লট সীমিত, দেরি করবেন না!)

~ আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য ~

#সুন্নাহ_হিজামা
#ঢাকাহিজামা
#প্রাকৃতিক_চিকিৎসা

যদি আল্লাহ তায়ালা আপনার কাছ থেকে কোন কিছু নিয়ে নেন তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দিবেন।তবে এক্ষেত্রে য...
24/02/2025

যদি আল্লাহ তায়ালা আপনার কাছ থেকে কোন কিছু নিয়ে নেন তাহলে তার চেয়েও উত্তম কিছু দিয়ে তার প্রতিদান দিবেন।তবে এক্ষেত্রে যদি আপনি ধৈর্যধারণ করেন এবং সোয়াবের আশা রাখেন। হাদিসে কুদসিতে আছে " আমি যার প্রিয় দুটি বস্তু অর্থাৎ চোখ ছিনিয়ে নেই এবং সে ধৈর্যধারণ করে তার একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত"।

06/02/2025
 #রসুল(সা:)বলেছেন=জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যেসকলপন্থা_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম। ...
03/12/2024

#রসুল(সা:)বলেছেন=জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যেসকলপন্থা_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ৭৪৭০
হিজামার পদ্ধতিঃশরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে নেগেটিভ সাকশনের সাহায্যে দূষিত রক্ত (Toxins) চুশে নেওয়া হয়।
✅আমাদের বর্তমান সময়ে বিশেষত বোনেরা নানান সমস্যার মধ্যে দিয়ে দিন পারি করেন,বোনদের সমস্যা যেনো সবার চক্ষুআড়ালে পড়ে থাকে এবং সব থেকে কম গুরুত্বপূর্ণ ।
✅বিশেষত মাসিকের সমস্যাগুলো,মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষয়ী, অনিয়মিত মাসিক,মাসিকের সময় অত্যাধিক তলপেট ব্যাথা ইত্যাদি,ব্রনের সমস্যা,কমর ব্যাথার সমস্যা ইত্যাদি সকল সমস্যার জন্য হিজামা অত্যাধিক মাত্রায় উপযোগী একটা চিকিৎসা।
✅হিজামা কেন করাবেন? আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো। হিজামা এক ধরণের চিকিৎসা যা শরীর থেকে রোগের জন্য দায়ী জীবাণু বের করে ফেলে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগ ও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধ করে ও রক্ত পরিষ্কার রাখে। হিজামাকে নববী চিকিৎসা বলা হয়। কারণ মেরাজের রাতে স্বয়ং ফেরেশতাগণ আল্লাহ্‌র নবী রাসূল্লুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কে এ বিশেষ চিকিৎসাটি তাঁকে ও তাঁর উম্মাতদের করাতে বলেছেন। ইবনে আব্বাস (রাযি.) বলেন, রাসূলুল্লাহ (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারাই বলেন, ‘হে আল্লাহর মোহাম্মদ (সে:) আপনি অবশ্যই হিজামা করুনএবং আপনার উম্মাতদের হিজামার হুকুম করুন।(সুনানে তিরমিযী-৩৪৬২) “আপনার উম্মাতদের হিজামা নিতে বলুন।” (সুনানে তিরমিযী-৩৪৭৯) ★হিজামা এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ) ।
(আমি একজন বাংলাদেশ হিজামা ফাউন্ডেশন থেকে ট্রেনিংপ্রাপ্ত হিজামা থেরাপিস্ট,। বিস্তারিত জানতে নক করুন।)

কোমরের ব্যথায়/ব্যাক পেইন এ হিজামা চিকিৎসাঃপিঠ থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যথাকে সাধারণত ‘ব্যাক পেইন’ বলে অভিহিত করা হয়।...
25/10/2024

কোমরের ব্যথায়/ব্যাক পেইন এ হিজামা চিকিৎসাঃ

পিঠ থেকে শুরু করে কোমর পর্যন্ত ব্যথাকে সাধারণত ‘ব্যাক পেইন’ বলে অভিহিত করা হয়। সচরাচর প্রচুর মানুষ বিশেষত আমাদের মা বোনেরা সাংসারিক কাজের দরুণ এই ব্যাক পেইনে ভোগেন। এছাড়াও, অতিরিক্ত ভারী কাজ, অফিসে একটানা চেয়ারে বসে কাজ করা, দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা সহ বিভিন্ন দৈনন্দিন জীবনের প্রতিনিয়ত কাজের কারণে যে কেউ ব্যাক পেইনে আক্রান্ত হতে পারেন। অধিকাংশ সময় কোমরে ব্যথা, মাংস পেশীর প্রবলেম ও নার্ভের উপর প্রেসার এর কারণে এই রোগে আক্রান্ত হয়ে থাকেন।

হিজামা মাংস পেশীর রিলাক্সেশন ও নার্ভ সিস্টেম এক্টিভ করা ও এটার উপর থেকে প্রেসার কমানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যা আপনাকে মুক্তি দিতে পারে “ব্যাক পেইনের” সমস্য থেকে। এটি শরীর থেকে টক্সিন দুর করার একমাত্র ন্যাচারাল পদ্ধতি ও বিভিন্ন ইনফেকশন এর ক্ষেত্রে শরীর থেকে Prostaglandin- hormone বের করে। এন্ড্রোফিন ও মরফিন এর পরিমাণ বাড়ায়।
তাই, যে কেউ চাইলে সহজেই কোমর ব্যথার এই অসহনীয় যন্ত্রনা থেকে মুক্তি পেতে পারে, এবং জীবনকে করে তুলতে প্রফুল্ল ও আরামদায়ক, সুতরাং আজই গ্রহন করুন নবিজির এই সুন্নাহ চিকিৎসা পদ্ধতি।

#বুকিং_দিতে_আজই_আমাদের_ইনবক্স_করুন
#মহিলাদের_জন্য_হিজামার_সুন্দর_ব্যবস্থা_রয়েছে

হিজামারা জন্য যোগাযোগের ঠিকানাঃ
উখরা হিজাম রিলিফ
বাসাঃ৮, রোডঃ১৩, ব্লকঃ ডি, মিরপুর-১২
হোয়াটসএপঃ 01568481599

Address

House No 08, Road No 13 Block D, Section 12, Mirpur
Dhaka
1216

Telephone

+8801568481599

Website

Alerts

Be the first to know and let us send you an email when UKHRA Hijama Relief posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram