14/11/2025
🌙 বদ নজর থেকে মুক্তির প্রাকৃতিক উপায় — হিজামা 🌿
📍 উখরা হিজামা রিলিফ, মিরপুর ১২, ঢাকা (শুধুমাত্র মহিলাদের জন্য)
🧿 বদ নজর কী?
বদ নজর (Evil Eye) এমন এক প্রভাব, যা মানুষের শরীর, মন ও জীবনে অশান্তি, ক্লান্তি, দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা, এমনকি হঠাৎ শারীরিক দুর্বলতা তৈরি করতে পারে।
💆♀️ হিজামা কেন কার্যকর?
হিজামা (Cupping Therapy) শুধু শরীরের রক্ত পরিশুদ্ধ করে না, বরং মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য ফিরিয়ে আনে। বদ নজরের কারণে শরীরে যে নেতিবাচক শক্তি জমে যায়, হিজামা তা দূর করতে সাহায্য করে।
🌿 বদ নজরে হিজামার উপকারিতা:
✨ ১. মানসিক প্রশান্তি আনে — অস্থিরতা, ভয় ও উদ্বেগ কমায়।
✨ ২. ঘুমের উন্নতি করে — বদ নজরের কারণে ঘুমের সমস্যা থাকলে তা হ্রাস করে।
✨ ৩. শরীরের ভার হালকা হয় — রক্ত সঞ্চালন ঠিক করে, শরীরের ভারমুক্তি আনে।
✨ ৪. নেতিবাচক শক্তি দূর করে — শরীরের টক্সিন ও আধ্যাত্মিক প্রভাব একসাথে দূর করতে সহায়ক।
✨ ৫. রূহানী শান্তি প্রদান করে — সঠিক নিয়ত ও দোয়ার মাধ্যমে করলে আল্লাহর রহমত নেমে আসে।
📖 ইসলামিক দৃষ্টিতে:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“নিশ্চয়ই হিজামাতে আরোগ্য আছে।” (সহিহ বুখারি ৫৬৯৬)
আর বদ নজর থেকে আশ্রয় চাওয়া এবং চিকিৎসা নেওয়াও সুন্নাহভিত্তিক আমল।
💚 প্রাকৃতিক চিকিৎসায় ফিরে আসুন
হিজামার মাধ্যমে শরীর ও আত্মা—দুই-ই পান নতুন প্রাণশক্তি।
আজই বুক করুন আপনার সেশন!
📍 উখরা হিজামা রিলিফ
📞 01568481599
📍 মিরপুর ১২, ঢাকা (শুধুমাত্র মহিলাদের জন্য)