জিয়ানুর কবির

জিয়ানুর কবির Mental Health Expert (Clinical Psychologist)
B.sc(Hons) Psychology, M.S & M. Phil (Clinical Psychology)
National Consultant-stress Counsellor, UNDSS.

Mental Health Expert (Clinical Psychologist). I have been providing mental health counselling, psychotherapy, group therapy, training and supervision for the last 17 years,

 #সন্তান_খারাপ_রেজাল্ট_করলে_কেমন_আচরররন_করবেন? এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হয়ে...
10/07/2025

#সন্তান_খারাপ_রেজাল্ট_করলে_কেমন_আচরররন_করবেন?

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হয়েছে। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ—৫ দুটি কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ—৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২। ফেল করেছেন ৩১দশমিক.৫৫%। এমনকি অনেক পরীক্ষার্থীই প্রত্যাশিত রেজাল্ট করতে পারেন নি। পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট না করতে পারলে সবচেয়ে বেশি কষ্ট পায় বাবা মায়েরা । তারা শিক্ষার্থীদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেন। কোন কারনে প্রত্যাশিত রেজাল্ট না হলে মেনে নেয়াটা তাই তাদের জন্য কষ্টকর।

এই সময়ে কিছু বাবা—মা বাচ্চার সাথে দেখা হলেই চট করে রেগে তার গালে দুইটা চড় বসিয়ে দিয়ে জিঙ্গেস করেন, রেজাল্ট কেন খারাপ হল?

কেউ কেউ আবার চিল্লায় বলেন, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না। এমন নেতিবাচক কথা শুনার পর পরীক্ষার্থীর কষ্টটা আরোও বেড়ে যায়। সন্তান পরীক্ষায় খারাপ করা খুবই স্বাভাবিক। তবে সন্তানের খারাপ ফলাফলের প্রতিক্রিয়া যদি গঠনমূলক না হয় তাহলে সন্তানের উপর বিরুপ প্রভাব পড়ে। সন্তানের আত্মধারনা নিচু হয় এবং ভবিষ্যতে ভালো করার সম্ভবনা অনেক কমে যায়। তাছাড়া পরীক্ষার ভালো রেজাল্টই সব কিছু না।

এই সময়ে অভিভাবকেরা যা যা করতে পারেন—

--প্রথমত নিজের যত্ন নিন। নিজের মন খারাপ বা হতাশা স্বীকার করুন। খাতায় লিখে মন খারাপের বিষয়গুলো প্রকাশ করতে পারেন। পযাপ্ত ঘুমান, নিয়মিত খাবার গ্রহন করুন, ব্যয়াম ও মাইন্ডফুলনেসে মনোযোগ দিতে পারেন, যাতে আপনার কষ্টটা কমে যায়।

—খারাপ ফলাফলের কারন বোঝার চেষ্টা করুন।

—তাকে কারও সাথে তুলনা করবেন না। তুলনা করলে তার মানসিক স্বাস্থ্য আরোও খারাপ হবে।

—কোনভাবেই সন্তানের উপর চাপ বাড়াবেন না। চাপ বাড়ালে কিংবা ভালো ফলাফলের জন্য চাপ দিলে তার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে।

—খারাপ ফলাফল হলে খারাপ ফলাফল নিয়ে কটুক্তি করবেন না।

—খারাপ ফলাফলের কথা বার বার উচ্চারণ করে তাকে ব্যঙ্ঘ করবেন না।

—খেলা ও বিনোদন থেকে জোর করে বিরত রাখবেন না ।

—শারীরিক কোর ধরনের আঘাত করবেন না।

—ঘরে জোর করে আটকে রাখবেন না।

—শিক্ষককে নিয়ে খারাপ কথা বা কটুক্তি করলে আপনার সন্তান বেশী কষ্ট পেতে পারে। তাই তার সামনে শিক্ষককে নিয়ে কোন কটুক্তি করবেন না।

—ফলাফল যাই হোক না কেন তাকে উৎসাহ দিন। আপনি তার সাথেই আছেন এ বিষয়টি বুঝিয়ে বলুন। রেজাল্টে তার কোন হাত নেই এটা মেনে নিতে সহায়তা করুন।

-তাকে নিয়ে একসাথে নামাজ বা প্রাথনা, ব্যয়াম, মেডিটেশন করতে পারেন।

-এই সময়ে আপনার সন্তানের এংজাইটি, বিষন্নতা, ঘুমের সমস্যা, তিব্র মনখারাপ, অস্থিরতা, কাজ কমে অনাগ্রহ এমনকি আত্মহত্যার চিন্তা আসতে পারে। সবাই মিলে সন্তানকে এই মানসিক বিষয়গুলোর সাথে মোকাবেলা করতে সহায়তা করুন। প্রয়োজনে বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসকের সহায়তা নিতে পারেন।

জিয়ানুর কবির ।
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

19/06/2025

মন ভালো করার উপায়!!

অনেকেই জানতে চান, মন খারাপ হলে তিনি কি করবেন? বর্তমানে কারণে কিংবা অকারণে মন খারাপ হয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই আপনার মন ভালো রাখতে নিচের দক্ষতাগুলো চর্চা করতে পারেন;

#হাসুনঃ হাসি মন ভালো রাখার সবচেয়ে কার্যকারী উপায় হিসেবে পরিচিত। গবেষণায় দেখা যায়, মন খুলে হাসলে শরীর ও মন সুস্থ থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে।

#ব্যায়াম করাঃ সপ্তাহে কমপক্ষে ৫ দিন শরীরচর্চা করলে এন্ড্রোফিন নামক হরমোন নির্গত হয়, যা মন ভালো রাখতে পারে। এছাড়া গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যায়াম উদ্বেগ ও বিষন্নতা কমাতেও সাহায্য করে।

#সকালে_রোদের_তাপঃ সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ রোদের তাপ নিলে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন `ডি` পাবে। তাছাড়া সূর্যালোক মানসিকভাবে সুস্থ রাখে ও মন ভালো রাখে ।

#মাইন্ডফুলনেন্স_প্রাকটিসঃ বর্তমানে সাইন্টিফিকভাবে প্রমানিত মাইন্ডফুলনেন্স মেডিটেশন ১০ মিনিট প্রতিদিন প্রাক্টিস করলে মন ভালো হয়ে যায়। হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে এই মেডিটেশন করুন। গবেষণায় দেখা গেছে, এই মেডিটেশন মন ভালো রাখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিভিন্ন সমস্যা দূর করে।
#কৃতজ্ঞতা প্রকাশ করুনঃ যাদের প্রতি আপনি কৃতজ্ঞ প্রতিদিন ঘুমাতে যাবার আগে তাদের তালিকা করুন। এসব ব্যক্তিকে মেসেজেও কৃতজ্ঞতা জানাতে পারেন, এটি খুব তাড়াতাড়ি আপনার মন ভালো করে দেবে।

#ইতিবাচক চিন্তার তালিকাঃ আপনার ইতিবাচক চিন্তাগুলো তালিকা করে মোবাইলে বা ছোট ডাইরিতে লিখে রাখুন, আর মন খারাপ হলেই এগুলো পড়ুন।

#ক্ষমাঃ যত বেশি ক্ষমা করতে পারবেন ততবেশি মানসিক শান্তিতে থাকতে পারবেন। আপনি শান্ত হয়ে রাতে আরামে ঘুমাতে পারবেন এবং মন ভালো থাকবে। তাই মন থেকে সবাইকে ক্ষমা করে দেয়ার অভ্যাস করুন।

এগুলো চর্চা করেও মন ভালো না হলে প্রফেশনাল সাইকোলজিষ্ট এর সহায়তা নিন। আজকাল অনলাইনেও সহায়তা পাওয়া যায়।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

  & Supervision  আগামী এপ্রিল মাস থেকে  কগনিটিভ বিহেভিয়ার থেরপি ট্রেনিং এবং সুপারভিশন ( ৬ মাস মেয়াদি) ৬ষ্ট ব্যচ শুরু হত...
15/03/2025

& Supervision

 আগামী এপ্রিল মাস থেকে কগনিটিভ বিহেভিয়ার থেরপি ট্রেনিং এবং সুপারভিশন ( ৬ মাস মেয়াদি) ৬ষ্ট ব্যচ শুরু হতে যাচ্ছে।

 এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনি কগনিটিভ থেরাপি সম্পর্কে ডিটেইলস ট্রেনিং ও সুপারভিশন পাবেন, যাতে করে আপনি ক্লাইন্টের সার্ভিস দিতে পারবেন এবং একজন দক্ষ সাইকোথেরাপিস্ট হতে পারবেন।

#যোগাযোগ:
সাইকোলজিষ্ট মো: শাহিদ: ০১৩০৩২২৩৫৪৮ এবং জনি মিয়া: ০১৭১৭৮১৮৯৫৯।
খুব প্রয়োজনে What's app এ মেসেজ করতে পারেন: ০১৯১৩৬২৭৪১৪ (সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত)।

্রেনিং_জয়েন_করলে....

 ফ্রি প্রিন্ট বই পাবেন (Cognitive Behavior Therapy)

কোর্স মেটিরিয়াল পাবেন।

 ক্লাস রেকর্ড পাবেন।

 ট্রেনিং শেষে সার্টিফিকেট পাবেন।

সিবিটির পাশাপাশি ৮ টি এক্সা ট্রেনিং পাবেন।

 আমরা রোজার মাসে প্রতি শুক্রবার সরাসরি মোহাম্মদপুর, ঢাকায় এবং অনলাইনে কাউন্সিলিং স্কিলগুলোর উপর একটা প্রশিক্ষণ আয়োজন করত...
27/02/2025



আমরা রোজার মাসে প্রতি শুক্রবার সরাসরি মোহাম্মদপুর, ঢাকায় এবং অনলাইনে কাউন্সিলিং স্কিলগুলোর উপর একটা প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছি।

আপনি প্রশিক্ষণে অংশ নিলে অনলাইন সার্টিফিকেট, স্লাইড এবং অনলাইন ক্লাশের রেকর্ড পাবেন।

এই প্রশিক্ষনের মাধ্যমে কাউন্সিলিং টেকনিকগুলো হাতে কলমে শিখতে পারবেন। পাশাপাশি প্রথম দুটি সেশন কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে প্রাক্টিক্যাল ধারনা পাবেন।

প্রশিক্ষণের সময়: ৭, ১৪ ও ২১ এ মার্চ প্রতিদিন সকাল ৯.৩০টা থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত।

সরাসরি ট্রেনিং এর ঠিকানা: আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।

রেজিস্ট্রেশন এর জন্য ফোন করুনঃ ০১৩০৩২২৩৫৪৮
এবং ০১৭১৭৮১৮৯৫৯ (মোবাইল/what's app)।
খুব প্রয়োজনে আমাকে What's app করতে পারেন ০১৯১৩৬২৭৪১৪)।

এই প্রশিক্ষণে চাইলে যে কেউ অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়াতে পারবেন।

23/02/2025
22/02/2025

নেতিবাচক খবর দেখা বা শোনা কমিয়ে দিন।

সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, নেতিবাচক সংবাদ দেখা বা শোনার ফলে শরীর ও মনের উপর বিরুপ প্রভাব পড়ে। আমাদের ব্রেনের স্বাভাবিক প্রবনতা হল সারাক্ষণ নিরাপত্তার জন্য হুমকিজনক বিষয় খুঁযে বের করা। এসব খবর দেখা বা শোনার পর ব্রেন স্ট্রেস হরমনের নি:সিরণ বাড়িয়ে দেয়। ফলে উদ্বেগ, বিষণ্নতা, হতাশার অনুভূতি, এমনকি দ্রুত হৃদস্পন্দন, পেট খারাপ এবং ঘুমাতে অসুবিধার মতো শারীরিক লক্ষণ দেখা দিতে পারে।

তাই মানসিক শান্তিতে থাকতে নেতিবাচক খবর দেখা ও শোনা বন্ধ করুন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট এবং ন্যাশনাল কনসালটেন্ট-জাতিসংঘ।

 : এই ট্রেনিংটি শুধুমাত্র প্রফেশনালদের জন্য প্রদান করা হবে।  আপনি  চিকিৎসক, মনোবিজ্ঞানী,  কাউন্সিলর,চিকিৎসা সমাজকর্মী, এ...
17/02/2025

: এই ট্রেনিংটি শুধুমাত্র প্রফেশনালদের জন্য প্রদান করা হবে।

আপনি চিকিৎসক, মনোবিজ্ঞানী, কাউন্সিলর,চিকিৎসা সমাজকর্মী, এডিকশন প্রফেশনাল, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, এবং ডেভেলপমেন্ট থেরাপিষ্ট হলে এই ট্রেনিংয়ে জয়েন করতে পারেন।

্রেনিংয়ে_মাধ্যমে
- সেক্সুয়াল সমস্যাগুলির প্রকারভেদ
- Nature of Sexual problems
- সাইকোলজিক্যাল কারনে সেক্সুয়াল
-সাইকোসেক্সুয়াল সমস্যার কারন
-সাইকোলজিক্যাল এসেসমেন্ট ও ফরমুলেশন
-সাইকোসেক্সুয়াল সমস্যা নিয়ে ভুল ধারনা,
-Fore play Treatment
- Masterman and Johnson এর Response model
-Behaviour Therapy
এবং sexual Problem এর Cognitive Therapy সম্পর্কে জানতে ও শিখতে পারবেন।

#আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার এই ট্রেনিংটি সকাল ৯.৩০ টা বিকেল ৪.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অনলাইনেও জয়েন করতে পারবেন।

#কোর্স_শেষে_অনলাইন_সার্টিফিকেট_পাবেন।

#ট্রেনিং_ম্যাটিরিয়ালস_পাবেন।

সরাসরি জয়েন করলে সকাল, দুপুর এবং বিকেলে খাবারের ব্যবস্থা আছে।

#যোগাযোগ: মোবাইল/What's app
Jony Miah(+8801717818959)
Md. Shahid Alom (+8801303223548)
Sharmin Ashrafi Tonny (01710-139878)

13/02/2025

অন্যকে হারিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই, কেননা সময় মত আরেকজন চলে আসবে।

তবে আপনার চারপাশের সবাইকে খুশি করতে নিজেকে যেন হারাতে না হয় সে বিষয়ে সাবধান থ্যকাই ভালো।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

11/02/2025

ব্যর্থতা আসলে কি??

ব্যর্থতা একটা নেগেটিভ অনুভুতি। যারা অন্যের না কে মানতে পারেন না, তারাই ব্যর্থ। ধরুন একটা চাকুরীর পরীক্ষা দিয়ে একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি বাদ পড়ে গেলেন। যদি অন্যের না এর সাথে অভিযোজন করতে শিখেন, তাহলেই আপনি ব্যর্থ না। আপনার মনে হবে আপনিও না বলতে পারেন, সেখানে অন্যদেরও না বলার অধিকার আছে। এই না পারা থেকে শিক্ষা নিয়ে আরেকটা খুঁজবেন। পরবর্তীতে হয়ত মনের মতোটাই পেয়ে যাবেন।

যখন অন্যের না বলা মেনে নিতে পারবেন না, তখনই নিজেকে ব্যর্থ মনে হবে। বিষন্নতার চোরাবালির মধ্যে আটকে যাবেন। নতুন কোন কিছু খোঁজার শক্তিটাও হাতিয়ে ফেলবেন। অথচ পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না, যিনি অন্যের না বলা শুনেন নি।

সবচেয়ে বেশি প্রয়োজন না বলা শেখা। যখনই আপনি পারবেন না, তখনই না বলবেন। পাশাপাশি, অন্যের না বলা সহ্য করা। আপনার যেমন না বলার অধিকার আছে, তেমন আরেকজনেরও আছে। অন্যের মতামত ও ইচ্ছেকে গুরুত্ব দিয়ে তাদের না এর সাথে অভিযোজন করার অভ্যাস করতে পারলে অনেক ভালো থাকবেন। তখন জীবনটাকেও মনে হবে অনেক সুন্দর।

আজ থেকে ব্যর্থতা ঝেড়ে সব নতুন করে শুরু করুন। আর মনে মনে গেয়ে উঠুন,

"বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে'।

জিয়ানুর কবির
ক্লিনিকাল সাইকোলজিষ্ট।

10/02/2025


অনেকেই প্রায়শই আপনাকে সিদ্ধান্ত নিতে বা এখনই কোনও পরিকল্পনার সাথে একমত হওয়ার জন্য চাপ দেবে। এই সময় এসারেটিভ ডিলে কৌশলটি বেশ উপকারী।

এই পদ্ধতিতে আপনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাবতে পারেন। এই সময়ে আপনি শান্ত হতে পারেন। যা বলা হচ্ছে সে সম্পর্কে সাবধানতার সাথে চিন্তা করতে পারেন । অধিকন্তু, একটি ভাল প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন।

উদাহরণস্বরুপ,আপনি বলতে পারেন, "আপনার সব কথা শুনেছি এবং আমার কী মনে হয় তা ভাবার জন্য আমার সময় প্রয়োজন” " “আমাকে এক ঘন্টা দিন, আমি কিছু করার আগে সাবধানতার সাথে চিন্তা করতে চাই ”।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

 #সম্পর্কে_ভালোবাসাবর্তমানে প্রাকটিসে দম্পতিরা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন। প্রযুক্তি ও তার ব্যপ্তি বাড়ানোর পাশাপাশ...
06/02/2025

#সম্পর্কে_ভালোবাসা

বর্তমানে প্রাকটিসে দম্পতিরা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন। প্রযুক্তি ও তার ব্যপ্তি বাড়ানোর পাশাপাশি সম্পর্কের সমস্যাগুলোতে ভিন্নতা এসেছে। একজন এসে তার সঙ্গীর সমস্যা বলতে থাকেন। আবার কখনো দুজনই একসাথে আসেন। গত একমাসে দাম্পত্য সমস্যার পাশাপাশি যে কয়েকটি বাচ্চা মোবাইল আসক্তির সমস্যা নিয়ে এসেছে আশ্চর্যজনকভাবে সবার পিতামাতারই দাম্পত্য কলহ ছিল। দাম্পত্য জীবনে কলহের কারণে সম্পর্কটা ঠিকমতো যাচ্ছে না এবং সন্তানও সহমর্মিতা পাচ্ছে না। কোয়ালিটি প্যারেন্টিং না পেয়ে মোবাইল- ইন্টারনেট নিয়ে সময় কাটাচ্ছে। তাই দাম্পত্য কলহ বাচ্চাদের স্বাভাবিক বিকাশের জন্য মারাত্মক অন্তরায়। যদিও সব বাচ্চাদের ক্ষেত্রে এটি সঠিক নয়।

সাজিদার (ছদ্মনাম) পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের প্রথম প্রথম তাদের সম্পর্ক অনেক ভালো ছিল। কিন্তু বর্তমানে তার স্বামী সারাদিন অফিস নিয়ে থাকেন। সেশনে এসে স্বামীর বিরুদ্ধে একের পর পর এক অভিযোগ জানাচ্ছিলেন।

সাজিদা: আমার স্বামী আমাকে বাসায় আসলে একটুও সময় দেয় না।
আমি প্রশ্ন করলাম, তাহলে বাসায় আসলে তিনি কি করেন?
সাজিদা: বাসায় আসলে মোবাইলে ভিডিও দেখে সময় কাটায়।
-আপনার কি ইচ্ছে?
—কাঁদো কাঁদো স্মরে বললেন, সে কথায় গুরুত্ব দিক। দুজনে একটু মন খুলে কথা....কান্না..
— টিসুর বক্সটি এগিয়ে দিয়ে বললাম,আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারছি।
—সাজিদা টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে বললো, আমার মন চায় সে একটু প্রশংসা করুক, একটু ভালোবাসুক কিন্তু এগুলোতে তার কোন গুরুত্বই নেই।
ভদ্রমহিলাকে এবার জিঙ্গেস করলাম: স্বামীকে কাছে টানার জন্য কি কি করেছেন?
—অনেকবার তার সামনে সেজে গুজে গিয়েছি।সে আর আগের মতো তাকান না, কিছুই বলে না। আর কতবার বলুন বেহেয়ার মতো তার কাছে যাব?
— এজন্য আপনার নিজেকে কি মনে হয়?
—আমার নিজেকে খুব বিষন্ন মনে হয়। খুব ইচ্ছে করে সাথে একটা দিন ঘুরতে যাব, একটু ফুসকা খাব, একটু রিক্সায় চড়ে ঘুরে বেরাব। কিন্তু সে মনে হয় এগুলোর কিছুই বুঝে না। তার কাছে আমার কি কোন মূল্য নেই? এতটা অসহায় লাগে জানেন, বাচ্চাটা ছাড়া আর কথা বলারও কেউ নেই।
— কবে থেকে এমন হলো একটু বলবেন?
— গত মাসে ছোট বাচ্চাটাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, কিন্তু সে সারাক্ষণ আমার গায়ে এসে মাখামাখি করছে। আমাকে বুঝতে পারছে না। আমি রাগের স্মরে শরীরে টাচ করতে না করেছিলাম।
— একটু মনে করে দেখবেন, এর আগে এমন কিছু ঘটেছিল?
— গত ডিসেম্বরে তার কিছু বন্ধু ও তাদের পরিবার মিলে একটা আয়োজন করেছিল। আমার জন্য সব ব্যবস্থা করেছিল কিন্তু রাগ করে যাইনি। আর বাচ্চাদের নিয়ে কি এসব জায়গায় যাওয়া যায়?

বেশির ভাগ মানুষ চান তার ভালোবাসার মানুষের সাথে সারাজীবনে সুখে শান্তিতে কাটাতে। ভালোবাসার মানে খুজতে গিয়ে কবি আল—মামুনের ভাষায,
”ভালোবাসা মানে, দু-জনার পাগলামী
অন্যরকম অসম্ভব ভালোলাগা অনুভূতি।
ভালোবাসা মানে, কিছু স্মৃতি আর মনের লেন-দেন
একে অন্যের সহায়ক সহানুভূতি।
ভালোবাসা মানে, ক্ষণে ক্ষণে মান—অভিমান
ছোট ছোট খুনসুটি”

কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি” নিজের সঙ্গীকে অসংখ্যবার ভালোবাসার ক্ষেত্রে বাধাটা কি? যার সৌন্দর্য় দেখে প্রেমে পড়া যায়, তাকে তোমাকে সুন্দর দেখাচ্ছে বলতেও এত কষ্ট কেন?

সবাই প্রশংসা চায়। নারী ও পুরুষ যেই হোক সবাই প্রশংসা শোনার জন্য ব্যাকুল থাকেন। যখনই প্রশংসা পান তখনই যেন খুশির শেষ থাকে না। অনেকেই মুখে মুখে বলে প্রশংসা করার কি দরকার, কিন্তুু মনে মনে প্রশংসা শোনার আকুল আকুতি থাকে। তাই রবীন্দ্রনাথের ভাষায় "প্রশংসা আমাকে লজ্জিত করে কিন্তু গোপনে আমি প্রশংসার জন্য প্রার্থণা করি।"

এক সময় যে প্রিয়ার ডাগর কালো চোখের চাহনিতে আপ্লুত হতো প্রেমিকের তৃষিত হিয়া, কালের গন্ডিতে সে চোখ কেন ঘোলা হয়ে যায়? প্রেম করার সময় প্রেমিক বা প্রেমিকার প্রশংসা করতে কোন সমস্যা না হলে সংসার জীবনে প্রশংসা করতে এত কষ্ট কেন?

মনোবিজ্ঞানীরা বিয়ের পরে সম্পর্ক টিকিয়ে রাখার দক্ষতার অভাবকেই এসবের পিছনে দায়ী করেছেন। দাম্পত্য কলহ প্রশমনের অনেক কৌশল রয়েছে। এসব দক্ষতার মধ্যে স্পর্শ করা, সঙ্গীর মৌখিক প্রসংশা করা, সহমর্মিতা প্রদর্শন ও তার কথা মনোযোগ দিয়ে শোনা খুবই গুরুত্বপুর্ণ। এসব দক্ষতার মাধ্যমে দুজনের যোগাযোগ বাড়ে, একজন আরেকজনের প্রতি মানসিক টান বেড়ে ভালোবাসা গভীর হয় এবং বাচ্চারাদেরও ইতিবাচক মানসিক বিকাশ হয়।

তারপরেও সমাধান না হলে দাম্পত্য কলহ নিরসনে প্রফেশনাল সহায়তা নিন।

(ছবিটি অনলাইন থেকে নেয়া)

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

Address

12 South Kallyanpur, Mirpur Road
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিয়ানুর কবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জিয়ানুর কবির:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category