উপজেলা হেলথ কেয়ার

  • Home
  • উপজেলা হেলথ কেয়ার

উপজেলা হেলথ কেয়ার To ensure healthy lives and promote well-being for all at all ages by increasing accessibility, affo

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি উপ...
17/03/2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) পরিবারের সদস্যদের বিনম্র শ্রদ্ধা।।

জাতীয় শোক দিবস ২০২২_______________________________________জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী...
15/08/2022

জাতীয় শোক দিবস ২০২২
_______________________________________জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্লান এর বিনম্র শ্রদ্ধা।।

"এক দিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম"
24/02/2022

"এক দিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম"

নতুন কোডিড-১৯ ভ্যারিয়েন্ট ওমিক্রন (B.1.1.529) নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রসঙ্গে...________________________________________...
29/11/2021

নতুন কোডিড-১৯ ভ্যারিয়েন্ট ওমিক্রন (B.1.1.529) নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রসঙ্গে...
_________________________________________

সাউথ আফ্রিকা ও অন্যান্য দেশে নতুন ধরনের করোনা ভাইরাস সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন (B.1.1.529) এর সংক্রমণ দেখা দিয়েছে। একারণে আমাদের দেশেও অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। World Health Organization (WHO) সকল দেশসমূহকে উচ্চ ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করেছেন। যুক্তরাজ্য সহ অনেক দেশ সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি এবং লেসোথো এর সাথে আকাশ পথে যোগাযোগ বন্ধ করেছে। করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট টি ডেল্টা ভ্যারিয়েন্ট হতেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞগণ মতামত প্রকাশ করেন। তাই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কোভিড–১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার লক্ষ্যে দেশব্যাপী নিম্নোক্ত পদক্ষেপ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।

🎗️সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি লেসোথো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সময় সময় ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের বন্দর সমূহে স্বাস্থ্য পরীক্ষা ও ক্রিনিং জোরদার করতে হবে।

🎗️সকল ধরনের সামাজিক রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

🎗️ প্রয়োজনে বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

🎗️রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা ধারন ক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে।

🎗️সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) ধারন ক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

🎗️ মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

🎗️ গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

🎗️আক্রান্ত দেশ সমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

🎗️সকল শিক্ষা প্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে।

🎗️ সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহিতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্য কর্মীদের সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

🎗️স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

🎗️ করোনা উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

🎗️কোডিড-১৯ এর লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।

🎗️ অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

🎗️কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণ ও হ্রাস করার নিমিত্তে কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির গির্জা/প্যাগোডা এর মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

সূত্রঃ রোগ নিয়ন্ত্রণ শাখা ও সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর

মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়, রাজবাড়ীতে মতবিনিময় সভা। এরপর বালিয়াকান্দি ও পাংশা ...
11/11/2021

মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়, রাজবাড়ীতে মতবিনিময় সভা। এরপর বালিয়াকান্দি ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা। উপজেলা হেলথ কেয়ার অপারেশনাল প্লান থেকে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ কামরুল ইসলাম, উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (ট্রাইবাল হেলথ এন্ড আরবান হেলথ), ডাঃ হাছিবুর রহমান ভুইয়া, উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিকস), ডাঃ মোঃ আজিজুর রহমান খান, উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (উপজেলা হেলথ সার্ভিস স্ট্রেংন্থেনিং, রেফারেল সিস্টেম এন্ড মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট) এবং ডাঃ কাজী শফিউল আজম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (অ্যাডমিন এন্ড ফাইন্যান্স)। সার্বিক সহযোগিতা প্রদান করেন ডাঃ ইব্রাহীম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য বরাদ্দকৃত ক্রস কান্ট্রি ভেহিকেল (জীপ গাড়ি) এর যথাযথ ব্যবহার সংক্রান...
06/11/2021

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য বরাদ্দকৃত ক্রস কান্ট্রি ভেহিকেল (জীপ গাড়ি) এর যথাযথ ব্যবহার সংক্রান্ত নির্দেশনা:-

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। যার হাত ধরে স্বাস্থ্য সেবায় আজ আলোর মিছিল, সেই অসাধারণ ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত...
28/09/2021

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। যার হাত ধরে স্বাস্থ্য সেবায় আজ আলোর মিছিল, সেই অসাধারণ ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে রইলো প্রাণঢালা শুভেচ্ছা ও শ্রদ্ধা।

বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবায় উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্লানের অর্জনঃ_________________________________...
16/09/2021

বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবায় উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্লানের অর্জনঃ
_________________________________________
জুন ২০১৭ থেকে অদ্যাবধি
_________________________________________

🎗️রেফার্ড রোগী পরিবহনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৮টি অ্যাম্বুলেন্স এবং ২০টি নৌ অ্যাম্বুলেন্স ক্রয় ও সরবরাহ।

🎗️সুপারভিশন এবং মনিটরিং ব্যবস্থা শক্তিশালীকরনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ব্যবহারের জন্য ৩৯৩টি জীপগাড়ি ক্রয় ও সরবরাহ।

🎗️৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত ২৫২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২৯ আইটেমের আসবাবপত্র ক্রয় ও সরবরাহ।

🎗️২১১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিন স্থাপন।

🎗️১৩৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম মেশিন সরবরাহ।

🎗️২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ইউনিট স্থাপন।

🎗️অপারেশন থিয়েটারের জন্য ১০৯টি এ্যানেস্থেশিয়া মেশিন, ৫৩টি ওটি টেবিল, ১৫৯টি ওটি লাইট এবং ৭০টি ডায়াথার্মি মেশিন সরবরাহ।

🎗️২২৫টি আধুনিক ডেন্টাল চেয়ার সরবরাহ।

🎗️স্বাভাবিক প্রসব সম্পাদনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪০টি আধুনিক অবসট্রেটিক ডেলিভারী টেবিল সরবরাহ।

🎗️উপজেলা পর্যায়ে ফায়ার এসটিংগুইশার, জরুরী ওষুধ সংরক্ষণের জন্য রেফ্রিজারেটর, পানি বিশুদ্ধ করণের জন্য ওয়াটার পিউরিফায়ার এবং অত্যাধুনিক ফটোকপিয়ার মেশিন সরবরাহ।

🎗️মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩৮৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় লজিস্টিক্স সরবরাহ।

🎗️১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্যের চূড়ান্ত ব্যবস্থাপনার জন্য বিজ্ঞানসম্মত পিট নির্মাণের ব্যবস্থা গ্রহণ।

🎗️ আরবান হেলথ কার্যক্রমের আওতায় শহরের দরিদ্র জনগোষ্ঠী, কারখানা শ্রমিক এবং ভাসমান মানুষ সহ সুবিধাবঞ্চিত নগরবাসীদের জন্য ৭টি বিভাগীয় শহরের ৪০০টি স্থানে মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান।

🎗️ ট্রাইবাল হেলথ কার্যক্রমের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি অধ্যুষিত পার্বত্য, সমতল ও উপকূলীয় উপজেলাসমূহের দুর্গম এলাকাগুলোতে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য মোবাইল মেডিকেল টীমের মাধ্যমে ৩২৭৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা।

“মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সহায়িকা (উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য)”________________________...
05/09/2021

“মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সহায়িকা (উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য)”
_________________________________________
প্রণয়নেঃ উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)
_________________________________________

বাংলাদেশের জনগণের চাহিদা মাফিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পর্যায়ের অন্যান্য হাসপাতাল এবং ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহে একটি কার্যকর ও সমন্বিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের চলমান প্রয়াসের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে “মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সহায়িকা (উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য)”।

একটি সফল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার সাথে অভ্যন্তরীণ ও বহিঃবিভাগীয় বর্জ্য ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও পরিদর্শন, প্রতিবেদন প্রণয়ন, বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, প্রশিক্ষণ প্রদান, আন্তঃবিভাগীয় সমন্বয় ইত্যাদি কার্যক্রম ওতপ্রোত ভাবে জড়িত। সে কারণে হাসপাতাল বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমের মধ্যে যথাযথ সমন্বয় দরকার। আর এজন্য উপজেলা পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কমিটিগুলো সক্রিয় করা অত্যন্ত জরুরী। আমরা বিশ্বাস করি, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম প্রধান শর্ত, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অংশগ্রহন নিশ্চিত করা, যা উন্নত ও ব্যয়বহুল প্রযুক্তির চাইতেও গুরুত্বপূর্ণ। যথাযোগ্য প্রশিক্ষণ প্রদান করে প্রশিক্ষিত জনবল গড়ে তোলার মাধ্যমে কর্মকালীন স্বাস্থ্য ঝুঁকি কমানো সহ পরিবেশ ও হাসপাতালবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা চালু করা সম্ভব। এক্ষেত্রে প্রশিক্ষণ সহায়িকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

পরিচ্ছন্ন হাসপাতাল ও দূষণমুক্ত পরিবেশের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সকলকে নিজ নিজ ভূমিকা পালন করতে এই প্রশিক্ষণ সহায়িকা উপজেলা পর্যায়ের সেবাদানকারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করবে।

ডাউনলোড লিংকঃ-

https://drive.google.com/file/d/1l6scjXTrmrsHdiVVy7bUsUlHAMKj0Bpt/view?usp=drivesdk

‘উপজেলা ও তদনিন্ম পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য রেফারেল পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা’_________...
04/09/2021

‘উপজেলা ও তদনিন্ম পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য রেফারেল পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা’
_________________________________________
প্রণয়নেঃ উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)
_________________________________________

বাংলাদেশের জনগণের চাহিদা মাফিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি কার্যকর ও সমন্বিত কাঠামোগত রেফারেল ব্যবস্থা বাস্তবায়নের চলমান প্রয়াসের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে ‘উপজেলা ও তদনিন্ম পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য রেফারেল পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা’।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পর্যায়ের অন্যান্য হাসপাতাল এবং ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহ থেকে মান সম্মত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সেবার সহজলভ্যতা, সক্ষমতা বৃদ্ধি ও প্রাপ্ত সেবার যথাযথ ব্যবহারের মাধ্যমে উপজেলার সবার সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা হেলথ কেয়ার অপারেশনাল প্ল্যান কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের উদ্যোগে উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রেফারেল বিষয়ক একটি ব্যবহার নির্দেশিকা প্রণয়ন করা হয়েছিল। তারই ধারাবাহিকতায়, নবগঠিত উপজেলা হেলথ কেয়ার অপারশেনাল প্ল্যানের পরিবর্তিত অধিক্ষেত্রের প্রেক্ষাপটে উপজেলা পর্যায়ে একটি আধুনিক ও রোগীবান্ধব রেফারেল ব্যবস্থা প্রবর্তনের জন্য এই গাইডলাইন হালনাগাদের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী সঠিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এই প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা রেফারেল সেবা প্রদানে উপজেলা পর্যায়ের সেবাদানকারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।

ডাউনলোড লিংকঃ-

https://drive.google.com/file/d/1PrecQTGaUYsiYBzqLSngFaFWUiu3D0rh/view?usp=drivesdk

"উপজেলা ও তদনিম্ন পর্যায়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনায় আদর্শ পরিচালন পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ সহায়িকা ও নির...
03/09/2021

"উপজেলা ও তদনিম্ন পর্যায়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনায় আদর্শ পরিচালন পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা
______________________________________________________________________
প্রণয়নেঃ উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)
______________________________________________________________________

বাংলাদেশের জনগণের চাহিদা মাফিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পর্যায়ের অন্যান্য হাসপাতাল এবং ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহে একটি কার্যকর ও সমন্বিত আদর্শ পরিচালন পদ্ধতি বাস্তবায়নের চলমান প্রয়াসের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে “উপজেলা ও তদনিম্ন পর্যায়ে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনায় আদর্শ পরিচালন পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর অধিক্ষেত্রে অবস্থিত অন্যান্য হাসপাতাল ও উপ-স্বাস্থ্য কেন্দ্রসমূহ থেকে মানসম্মত প্রাথমিক পরিচর্যা সেবা নিশ্চিত করতে আদর্শ পরিচালন পদ্ধতি অনুসরণের কোন বিকল্প নেই। স্বাস্থ্য সেবার প্রতিটি পর্যায়ে প্রতিটি কাজের জন্য একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি চিহ্নিত করা, কাজ সম্পাদনের ধারাবাহিক বিবরণ, একরূপতা আনয়ন, কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ, কাজের মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করণ, সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করা এবং সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাই আদর্শ পরিচালন পদ্ধতির মূল লক্ষ্য। উপজেলা ও তদনিম্ন পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে প্রস্তুতকৃত প্রশিক্ষণ সহায়িকা ও নির্দেশিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

ডাউনলোড লিংকঃ-

https://drive.google.com/file/d/1mbtF_EpZ5kl_1-iLSLAFcpHKFDmqcDTS/view?usp=sharing

উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল  প্ল্যানের কম্পোনেন্টভিত্তিক  প্রধান কার্যক্রমসমূহঃ_______________________________...
27/08/2021

উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) অপারেশনাল প্ল্যানের কম্পোনেন্টভিত্তিক প্রধান কার্যক্রমসমূহঃ
______________________________________________________________________________________________________
কম্পোনেন্ট- ৪ : আরবান হেলথ
_______________________________________________________________________

(১) নগর এলাকায় অবস্থিত সরকারী আউটডোর ডিসপেনসারি (জিওডি) সমূহে প্রয়োজনীয় লজিস্টিক্স সরবরাহের মাধ্যমে কার্যকরী এবং মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সেবার সহজলভ্যতা নিশ্চিত করা।

(২) নাগরিক দরিদ্র জনগোষ্ঠী, বস্তিবাসী, কারখানা শ্রমিক এবং ভাসমান মানুষের জন্য নিয়মিতভাবে স্যাটেলাইট ক্লিনিক/ মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা।

(৩) মোবাইল মেডিকেল টীমের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ঔষধ ও সরাঞ্জামাদির সরবরাহ এবং আর্থিক সংস্থান নিশ্চিত করা; এর সাথে সম্পৃক্ত সেবাদানকারীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা।

(৪) উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতায় সম্পূর্ণ জরাজীর্ণ জিওডিসমূহকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিকীকরণ।

(৫) স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সেবার মানোন্নয়নের নিশ্চয়তা বিধান করা।

(৬) সকল অংশীজন নিয়ে এডভোকেসি সভার মাধ্যমে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সেবার মানোন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি করা।

(৭) সুপারভিশন ও মনিটরিং ব্যবস্থা জোরদারকরণের মাধ্যমে জিওডিসমূহে সেবা প্রদান কার্যক্রম নিশ্চিত করা।

Address


1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা হেলথ কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উপজেলা হেলথ কেয়ার:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram