24/11/2025
জীবনের একদম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি।
আমি সম্পূর্ণভাবে লাইফস্প্রিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
কারো উপর একদম কোন রাগ বা আক্রোশ থেকে নয়, শুধু নিজের ভেতরের যাত্রাকে অনুসরণ করার জন্যই এই সিদ্ধান্ত।
২০১৭ সালে যে ছোট্ট শিশু হিসেবে লাইফস্প্রিং জন্ম নিয়েছিল, আজ তা অনেক বড় হয়েছে, এটা যেমন সত্যি, ঠিক তেমনই সত্যি যে, এই ব্যবসার দ্রুত গ্রোথের পেছনে যে বিশাল মানসিক চাপ, তা আমাকে গভীরভাবে ক্লান্ত করে ফেলেছে।
নিরন্তর শূন্য থেকে বাড়ানোর এই যাত্রাটা আর আমাকে আনন্দ দেয় না।
ছাড়ার অনুভূতিটা খুব মিশ্র। একদিকে প্রবল মায়া, অন্যদিকে নতুন আর প্রাণবন্ত কিছু অনুসরণের আকাঙ্ক্ষা আর উত্তেজনা।
ইউরোপ–আমেরিকায় প্রথম স্টার্টআপ থেকে এক্সিট খুবই সাধারণ ঘটনা।
কিন্তু আমাদের দেশে মানুষ ব্যবসা শুরু করলে আজীবন ধরে রাখার চেষ্টা করে।
আমি মনে করি, এক্সিট করার মধ্যেও মানসিক বরকত আছে।
মানুষ বিরতি নিতে পারে, পুনর্গঠন করতে পারে, নতুন কিছু শুরু করতে পারে। এবং সেই নতুন শুরুতে সে নিজেকে আরও সুন্দর ও শক্তিশালীভাবে খুঁজে পায়।
ওপেনএআই এর ফাউন্ডার স্যাম অল্টম্যানের একটি গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে।
তিনি বলেছিলেন, জীবনের এক পর্যায়ে তিনি দেড় বছরের মতো সম্পূর্ণ বিরতি নিয়েছিলেন, কিছুই করেননি।
এই সিদ্ধান্তটাই নাকি ছিল তাঁর জীবনের সবচেয়ে সাহসী মুহূর্ত। কারণ সেই সময়টায় তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন।
ঠিক সেই সাহসটাই আমি দেখাতে চাই।
হয়তো গবেষণায়, হয়তো শিক্ষকতায়, অথবা দেশে–বিদেশে ভ্রমণ করে নতুন কিছু শেখার মধ্যে নিজেকে ডুবিয়ে দেব। যা এখন দৈনিক কাজের চাপের কারণে কখনোই করা যায় না।
লাইফস্প্রিং-এর জন্য আমার সবসময় দোয়া ও শুভকামনা রইলো।
একটি অত্যন্ত যোগ্য এবং নিষ্ঠাবান টিম ইতিমধ্যেই এখানে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ্, যারা খুব ভালোভাবেই লাইফস্প্রিং-কে চালিয়ে নিতে পারবে।
আমি নিশ্চিত হয়েই বলছি, আমাকে ছাড়াও লাইফস্প্রিং সামনে এগিয়ে যাবে ইন শা আল্লাহ্, আর তাই ঠিক সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
এখন সময় নতুন কিছুর পেছনে ছোটা। ইনশাআল্লাহ, নতুন যাত্রায়ও ভালো কিছু হবে।