Dr. Khandaker ABM Abdullah Al Hasan - Surgical Oncologist

Dr. Khandaker ABM Abdullah Al Hasan - Surgical Oncologist Dr. Khandaker ABM Abdullah Al Hasan, Assistant Professor, Department of Surgical Oncology, NICRH, is an experienced Cancer Surgeon and Laparoscopy Specialist.

His qualifications are MBBS, BCS (Health), FCPS (Surgery), MS (Surgical Oncology), FMAS (India).

16/12/2023
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি যে বিজয় নিশান, আসুন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই সব বীরদের এবং জানাই তাদের প্রতি গভীর ...
15/12/2023

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি যে বিজয় নিশান, আসুন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই সব বীরদের এবং জানাই তাদের প্রতি গভীর শ্রদ্ধা।

মহান বিজয় দিবসে সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা।

ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার নয়-✅ ব্রেস্ট লাম্প বা স্তনে চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয় হয়ে দ...
15/12/2023

ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার নয়-

✅ ব্রেস্ট লাম্প বা স্তনে চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্রেস্ট লাম্প মানেই কিন্তু ক্যানসার নয়। স্তনে বিভিন্ন কারণে চাকা বা গোটা হতে পারে। স্তনে চাকা হওয়ার কারণ নিয়ে নিচে আলোচনা করা হলো।

✅ ফাইব্রোএডিনোসিস: সাধারণত ২২-২৩ বছর বয়সে এই সমস্যা হয়ে থাকে।
মাসিকের আগে বুকে চাকা চাকা ও ব্যথা অনুভূত হয়, যা মাসিক হওয়ার পর
আবার কমে যায়। মাসিকের সময় যে হরমোন নিঃসরিত হয়, তার কারণে স্তনের
টিস্যুতে কিছু পরিবর্তন হয়, এতে এ ধরনের অনুভূতি হয়।


👉 অতএব ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার সেটি সঠিক নয়।

👉 নিয়মিত পরীক্ষা করুন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন। তাহলেই এই মরণ ব্যাধি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি কোন লক্ষণ লক্ষ্য করেন তবে দেরি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সঠিক সময়ের সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন।

👉 স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন-

ডাঃ খন্দকার এ বি এম আব্দুল্লাহ্ আল হাছান
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী)
এমএস (সার্জিক্যাল অনকোলজী), এফএমএএস
ক্যান্সার সার্জন এবং ল্যাপারোস্কপি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজী বিভাগ
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হাসপাতাল।

রোগী দেখার সময়সূচিঃ
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার
সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত
৩য় তলা, রুম নং # ৩০৯ ভবন নং- ৬

📞 বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন - ০৯৬৬৬ ৭৮৭৮০১


.

14/12/2023

আলোচনা করেছেনঃ ডাঃ খন্দকার এ বি এম আব্দুল্লাহ্ আল হাছানক্যান্সার সার্জন এবং ল্যাপারোস্কপি বিশেষজ্ঞএমবিবিএস, এফ...

|| স্তন ক্যান্সার: জানতে হবে নিজের শরীরকে ||  “ক্যান্সার” শব্দটি বেশিরভাগ লোকের কাছেই একটি ভীতিকর শব্দ। তবে নারীদের ক্ষে...
13/12/2023

|| স্তন ক্যান্সার: জানতে হবে নিজের শরীরকে ||

“ক্যান্সার” শব্দটি বেশিরভাগ লোকের কাছেই একটি ভীতিকর শব্দ। তবে নারীদের ক্ষেত্রে “স্তন (ব্রেস্ট) ক্যান্সার” শব্দটি আরও বেশি ভীতিকর হতে পারে, কেননা এটি সরাসরি নারীর দেহের সাথে সংশ্লিষ্ট যা মূলত তাদের নারীত্বের প্রকাশ ঘটায়।

অবশ্য, পুরুষরাও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে, যদিও নারীদের ক্ষেত্রে প্রতি আটজনের মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরিসংখ্যানের তুলনায় পুরুষদের ক্ষেত্রে প্রতি এক হাজার জনে কেবলমাত্র একজনের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহিলাদের যেসব ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়। প্রতিবছর প্রায় ১৩ হাজার মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে।

প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় অত্যন্ত জরুরি যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় করা যায় তবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৯৮ শতাংশ থাকে।

তাই স্তন ক্যান্সার এ মৃত্যু হার কমাতে সকলের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

👉 স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো পরামর্শ ও চিকিৎসা পেতে যোগাযোগ করুন-

ডাঃ খন্দকার এ বি এম আব্দুল্লাহ্ আল হাছান
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী)
এমএস (সার্জিক্যাল অনকোলজী), এফএমএএস
ক্যান্সার সার্জন এবং ল্যাপারোস্কপি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজী বিভাগ
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হাসপাতাল।

রোগী দেখার সময়সূচিঃ
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার
সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত
৩য় তলা, রুম নং # ৩০৯ ভবন নং- ৬

📞 বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন - ০৯৬৬৬ ৭৮৭৮০১


.

গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণ-পেটের ক্যান্সার বিষয়টা পেটের সঙ্গে সম্পর্কিত। পেটের ক্যান্সারকে গ্যাস্ট্রিক ক্যান্সারও বলা...
06/12/2023

গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণ-

পেটের ক্যান্সার বিষয়টা পেটের সঙ্গে সম্পর্কিত। পেটের ক্যান্সারকে গ্যাস্ট্রিক ক্যান্সারও বলা হয়।

পেটের মধ্যে অস্বাভাবিক ভাবে ক্যান্সারের কোষ বৃদ্ধি পেলে পেটে ক্যান্সারের সমস্যা দেখা দেয়। তার থেকেও ভয়ের বিষয় হল এই ক্যান্সারের লক্ষণগুলি প্রথম স্টেজে দেখা যায় না এবং এই ক্যান্সার থেকে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও কম।

গ্যাস্ট্রিক ক্যান্সারের লক্ষণ গুলো হলো-

📌 বুকজ্বালা
📌 বমি বমি ভাব ও বমি হওয়া
📌 খিদের অভাব
📌 বদ হজম ও পেটে অস্বাভাবিক ব্যথা
📌 মলের সঙ্গে রক্তপাত
📌 ওজন কমে যাওয়া
📌 জ্বালাভাব
📌 পেটের অন্যান্য সমস্যা যেমন-জন্ডিস।

এই ধরণের উপসর্গ গুলি দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

👉 চিকিৎসা এবং যেকোনো সহযোগিতা পেতে যোগাযোগ করুন-

ডাঃ খন্দকার এ বি এম আব্দুল্লাহ্ আল হাছান
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী)
এমএস (সার্জিক্যাল অনকোলজী), এফএমএএস
ক্যান্সার সার্জন এবং ল্যাপারোস্কপি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজী বিভাগ
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এন্ড হাসপাতাল।

রোগী দেখার সময়সূচিঃ
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার
সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত
৩য় তলা, রুম নং # ৩০৯ ভবন নং- ৬

📞 বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন - ০৯৬৬৬ ৭৮৭৮০১


.

World Aids Day: আজ বিশ্ব এইডস দিবসএ বছরের প্রতিপাদ্য: ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’।১৯৮৮ সাল থেকে এইডসের বির...
01/12/2023

World Aids Day: আজ বিশ্ব এইডস দিবস

এ বছরের প্রতিপাদ্য: ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’।

১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালন করা হয়ে আসছে। বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এইচআইভি সংক্রমিত এক হাজার ১০০ জন শনাক্ত হয়েছেন।

আসুন সকলে এইডস সমন্ধে সচেতন হয় এবং অন্যদেরও সচেতন করি।

Address

পপুলার কনসালটেশন সেন্টার-৩ (ভবন-৬), রুম নং-৩০৯ (লেভেল-৩), বাড়ী-৮, রােড-২, ধানমন্ডি
Dhaka
1205

Telephone

+8801717222446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Khandaker ABM Abdullah Al Hasan - Surgical Oncologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Khandaker ABM Abdullah Al Hasan - Surgical Oncologist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category