All Bangladesh Blood Donate - ABBD

All Bangladesh Blood Donate - ABBD This page is all about how to make money on youtube. All the make money online tutorials are in Bengali. All Bangladesh Blood Donate page. Thank you.

If you're a Youtube of then please do check out youtube bangla tutorial. All Bangladesh Blood Donate -ABBD এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ এ স্বেচ্ছায় রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া। আমরা নিজেরা কোন রক্ত সংগ্রহ করি না অথবা রক্ত দানের বিণিময়ে কোন প্রকার আর্থিক লেনদেন করি না।
"রক্তস্নাত এই বাংলার মাটিতে একটি মানুষও যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে

"।
রক্তের প্রয়োজনে আপনাকে যা করতে হবেঃ

সব কিছুর একটি সুন্দর নিয়ম আছে। নিয়ম মাফিক যেকোনো কাজই সহজ হয়ে থাকে। রক্ত নিয়ে অনেক দুর্নীতি হয় বলে আমরা বিস্তারিত তথ্য ছাড়া পোস্ট করি না। তাই যেকোনো মুহূর্তে রক্ত দরকার পরলে অবশ্যই নিচের প্রতিটা বিষয় স্পষ্ট ভাবে লিখে পোস্ট করতে হবে।
1. রোগির নাম ও সমস্যা।
2. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
3. হাসপাতালের নাম ও ঠিকানা।
4. কেবিন/ওয়ার্ড নং।
5. রোগী ভর্তি না থাকলে তা উল্লেখ করবেন।
6. কোন সময়ের মধ্যে লাগবে।
7. রক্ত চেয়ে যিনি আবেদন করবেন তার সঠিক নাম, মোবাইল নাম্বার।
8. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।

স্বেচ্ছায় রক্ত দানে আপনাকে যা করতে হবেঃ

নিয়মিত আমাদের এই পেজের পোস্ট গুলো দেখে স্বেচ্ছায় এগিয়ে আসবেন। রক্তের গ্রুপ মিলে গেলে সরাসরি পোস্টে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই রোগী দেখে রক্ত দান করবেন। আপনার স্বেচ্ছায় দান করা রক্ত যেন অসৎ ভাবে ব্যাবহার না হয়।
এছাড়াও আপনি আপনার রক্তের গ্রুপ, নাম, ঠিকানা, মোবাইল, ইমেল করবেন। এ ক্ষেত্রে কারো প্রাইভেসি দরকার হলে আমাদের যেকোনো অ্যাডমিনকে মেসেজ করতে পারেন। আপনার দেয়া তথ্যের যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হবে এবং শুধু মাত্র জরুরী অবস্থায় আপনার সাথে যোগাযোগ করা হবে।

নীতিমালাঃ
১। উপরের বিস্তারিত তথ্য ছাড়া রক্তের প্রয়োজনে আপনার মেসেজ পেজ থেকে পোস্ট করা হবে না। যদিও হয় কমেন্টে বিস্তারিত দিতে না পারলে পোস্ট মুছে ফেলা হবে।
২। ভুল তথ্য দিয়ে মেসেজ করলে নোটিস ছাড়া ব্যান করা হবে।
৩। পেজ এ রক্তদান ছাড়া ও মানব সেবা এবং জনকল্যাণকর লিখা / বিজ্ঞপ্তিপ্রচার করে থাকি।
৪। রাজনীতি, কটাক্ষ/অপমান মূলক কমেন্ট করলে নোটিস ছাড়া ব্যান করা হবে।
৫। পেজ অ্যাডমিনদের সাথে ভালো ব্যাবহার করুন। না বুঝে অযথা তর্ক করবেন না।
কিছু কথাঃ
নিজে রক্ত দিতে না পারলে অনুগ্রহ করে পোস্ট গুলো শেয়ার করবেন। কারণ আপনার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না হলেও অন্য কেউ হয়তে পোস্টটি দেখে রক্ত দিতে এগিয়ে আসবে। এছাড়াও নিয়মিত পোস্টে লাইক/কমেন্ট/শেয়ার করে সঙ্গে থাকবেন। কারণ পোস্টগুলো আপনারা দেখতে না পেলে প্রয়োজনীয় রক্ত জোগাড় করা অসম্ভব হয়ে যাবে।

আমাদের পেজ:
আপনি যখন বিস্তারিত দিয়ে রক্তের জন্য সাহায্য চাইবেন তখন আপনার রক্তের অনুরোধটি সরাসরি পেইজ থেকে প্রকাশ হবে। এবং আশা করি আপনি রক্ত খুঁজে পেতে সক্ষম হবেন।

সবশেষে আমরাঃ
আমরা অ্যাডমিনরা স্বেচ্ছায় ২৪ ঘণ্টা আছি আপনাদের পাশে। রক্ত নিয়ে যেকোনো প্রয়োজনে বা অভিযোগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্রুপে, পেজে, মেসেজে অথবা মোবাইলে।
একটা কথা আবারো পরিস্কার বলছি- "এ কাজ আমাদের আর্থিক লেনদেনের কোন উৎস নয়, একদম স্বেচ্ছায়।"
পোস্ট দেয়ার পর রক্ত যোগাড় হলে অথবা না হলেও আমাদেরকে জানাবেন অবশ্যই। কেননা আপনারা কনফার্ম না করা পর্যন্ত আমরা আপনার রোগীকে নিয়ে আপনার মতোই চিন্তায় থাকি।
এবং অনেক ডোনার রক্ত দিতে গিয়ে ফিরে আসেন।
যিনি আপনাকে রক্ত দিয়ে সাহায্য করবেন অর্থাৎ ডোনারের সাথে যোগাযোগ রাখবেন। তার একফোঁটা রক্তই আপনার কাছে অনেক মূল্যবান ছিল। অন্তত কৃতজ্ঞতা বোধ থেকে হলেও।
পেজের সকল মেম্বারের প্রতি আমরা কৃতজ্ঞ এমন একটা কাজের সাথে থাকছেন বলে। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডোনার ভাই বোনদের।

আপনারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান , তারা রক্তের গ্রুপ (মোবাইল নাম্বার সহ) লিখতে পারেন অথবা ইনবক্সে করতে পারেন ।
মনে রাখবেন, একদিন আপনারও রক্তের প্রয়োজন হতে পারে ।��

ধন্যবাদ

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Bangladesh Blood Donate - ABBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to All Bangladesh Blood Donate - ABBD:

Share

Category