23/05/2025
ছুটির দিন এও নেই ছুটি
২ টা অপারেশন
শুক্রবার সকালে এক ৮০ বৎসরের বৃদ্ধ রোগীর বিশাল বড় প্রস্টেট গ্রন্থি অপারেশন করলেন( TURP )প্রোস্টেট গ্নন্থির বৃদ্ধি যাকে BPH বলা হয় । লক্ষণ হল - ঘন ঘন প্রসাব, রাতে প্রসাবের জন্য উঠা, প্রসাবের বেগ আসলে ধরে না রাখতে পারা, প্রসাবের জ্বালা পোড়া, প্রসাব মনে হয় পুরো হচ্ছে না, ধীর গতি ইত্যাদি । প্রোস্টেট ক্যান্সারেও একই লক্ষণ থাকতে পারে । তাই ক্যান্সার থেকে আলাদা করতে হবে । গত ২০ বছরে আমরা শুধু ওষুধ দিয়েই ২৫,০০০ এই রকম রোগী ভাল করেছি ।.ওষুধে কাজ না করলে বা অনেক এডভান্স্ড স্টেজে বা অন্য কোন জটিলতার জন্য বা প্রসাব আটকে গেলে অপারেশন দরকার হতে পারে ।কেটে এখন আর অপারেশন করার দরকার নেই।মেশিনের সাহায্যে পেসাবের পথ দিয়ে অত্যন্ত নিরাপদ উপায়ে লেসার বা ইলেকট্রিক কারেন্ট এর মাধ্যমেই ১০০% ক্ষেত্রে প্রোস্টেটের টিস্যু গুলো বের করে থাকি । এটি সম্পূর্ণ নিরাপদ ও গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা কোন রকমের জটিলতা ছাড়াই সম্পূর্ণ সফলতার সাথে গত ২০ বছরে ৮০০০ প্রোস্টেটের অপারেশন (TURP/LASER Prostatectomy) করেছি । এটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।.একবারেই ভয়ের.কিছু নেই। বিস্তারিত তথ্যের জন্য: Dr. Azfar's American Standard Urology and Andrology Center, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, বাসা ২, রোড ৫, ধানমন্ডি, ঢাকা ১২০৫, সিরিয়াল-
এবং মাত্র ২০ বসরের তরুণ যে কিনা আগে ভেরিকসিলের পেট কেটে অপারেশন করার কারণে ভুক্তভুগি তার অত্যন্ত নিপুনতার সাথে মাইক্রোসার্জারি করলেন
পবিত্র জুমাবারের সকাল টা Professor Dr Azfar Uddin Shaikh, MD, Only American Urologist in Bangladesh
এর জন্য এভাবেই অতিবাহিত হলো
আলহামদুলিল্লাহ ❤️🤗
কিডনির ও মূত্রথলির যাবতীয় জটিল অপারেশন করে থাকেন স্যার।
চেম্বার: অধ্যাপক আজফার উদ্দীন শেখ, বাংলাদেশে একমাত্র আমেরিকান কনসালটেন্ট ইউরোলজিষ্ট ও এনড্রোলজিষ্ট। রুম ৪৫৬, ব্লক বি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ , বাসা ১৭,রোড ৮, ধানমন্ডি, ঢাকা । সিরিয়াল- ০১৭৫৪৯৯৫৬৭১, ০১৭৬৬৩১৬১৭৯, ০১৭৩১৪৫৭৪৬০. কিডনি, মূত্রতন্তের সার্জন, যৌন রোগ ও পুরুষদের বন্ধাতের বিশেষজ্ঞ । ভিজিট ১০০০ টাকা । শুক্রবার ছাড়া প্রতিদিন রোগী দেখেন। উপরের নাম্বারে কল করে এপয়ন্টমেন্ট নিতে পারবেন ।