24/10/2024
প্রসঙ্গ: লিভারের ফোঁড়া ফেটে যাওয়া (Burst Liver Abscess)
ছবির ভদ্রলোকটি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে আমাদের হাসপাতালের Pulmonologist (Chest physician) এর আন্ডারে ভর্তি হন। সিটি স্ক্যান করে দেখা গেল যে লিভারে একটা বিশাল বড় চাকা, কিন্তু রেডিওলজিস্ট একটু কনফিউসড ছিলেন যে এটা Either - Hydated cyst অথবা ফেটে যাওয়া লিভারের ফোঁড়া এবং পরবর্তীতে আমাকে রেফারেল দেওয়া হয়, আমরাও একটু কনফিউজড ছিলাম হাইড্রেট সিস্ট মনে করে সেই প্রস্তুতি নিয়েই আমরা অপারেশনে আগাই। এজন্য আমি এবং আমার টিম সিদ্ধান্ত নিই যে Firstly আমরা ডায়াগনস্টিক ল্যাপরোস্কপি করব। Laparoscopy করে দেখে নেব যে, Either Hydated cyst or Ruptured Liver Abscess, Laparoscopy করার পর দেখা গেল যে লিভারের ফোঁড়াটা ফেটে গেছে এবং পুরা পেট জুড়ে শুধু pus আর pus. তখন আমরা ওপেন করার ডিসিশন নেই এবং দেখা যায় যে, তার লিভারের ফোঁড়াটা পুরাটাই ফেটে গেছে এবং এই পূজ পেটের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে, পরে আমরা Abscess cavity Deroofing করে দিই এবং Abdomen কে Normal saline এর মাধ্যমে পরিষ্কার করি। আজ অপারেশনের দ্বিতীয় দিন, আল্লাহর রহমতে রোগী খুব ভালো আছে, সবাই উনার জন্য দোয়া করবেন।