Dr. Md Abbas Uddin

Dr. Md Abbas Uddin Dr. Md. Abbas Uddin

প্রসঙ্গ: লিভারের ফোঁড়া ফেটে যাওয়া (Burst Liver Abscess)ছবির ভদ্রলোকটি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে আমাদের হাসপাতালের Pulmono...
24/10/2024

প্রসঙ্গ: লিভারের ফোঁড়া ফেটে যাওয়া (Burst Liver Abscess)

ছবির ভদ্রলোকটি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে আমাদের হাসপাতালের Pulmonologist (Chest physician) এর আন্ডারে ভর্তি হন। সিটি স্ক্যান করে দেখা গেল যে লিভারে একটা বিশাল বড় চাকা, কিন্তু রেডিওলজিস্ট একটু কনফিউসড ছিলেন যে এটা Either - Hydated cyst অথবা ফেটে যাওয়া লিভারের ফোঁড়া এবং পরবর্তীতে আমাকে রেফারেল দেওয়া হয়, আমরাও একটু কনফিউজড ছিলাম হাইড্রেট সিস্ট মনে করে সেই প্রস্তুতি নিয়েই আমরা অপারেশনে আগাই। এজন্য আমি এবং আমার টিম সিদ্ধান্ত নিই যে Firstly আমরা ডায়াগনস্টিক ল্যাপরোস্কপি করব। Laparoscopy করে দেখে নেব যে, Either Hydated cyst or Ruptured Liver Abscess, Laparoscopy করার পর দেখা গেল যে লিভারের ফোঁড়াটা ফেটে গেছে এবং পুরা পেট জুড়ে শুধু pus আর pus. তখন আমরা ওপেন করার ডিসিশন নেই এবং দেখা যায় যে, তার লিভারের ফোঁড়াটা পুরাটাই ফেটে গেছে এবং এই পূজ পেটের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে, পরে আমরা Abscess cavity Deroofing করে দিই এবং Abdomen কে Normal saline এর মাধ্যমে পরিষ্কার করি। আজ অপারেশনের দ্বিতীয় দিন, আল্লাহর রহমতে রোগী খুব ভালো আছে, সবাই উনার জন্য দোয়া করবেন।

সফলতার গল্প -১ছবির ভদ্রমহিলার আজ প্রথম কেমোথেরাপি। গত আগস্ট মাসে উনি আমার কাছে জন্ডিস নিয়ে এসেছিলেন, অনেক পরীক্ষা-নিরীক...
22/10/2024

সফলতার গল্প -১

ছবির ভদ্রমহিলার আজ প্রথম কেমোথেরাপি। গত আগস্ট মাসে উনি আমার কাছে জন্ডিস নিয়ে এসেছিলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষার পরে MRCP করে দেখা গেল পিত্তনালীর নিচের দিকে একটি ছোট টিউমার আছে। আমরা ইআরসিপি করালাম, টিউমার থেকে Biopsy নিলাম এবং Biopsy রিপোর্টে আসলো Ampullary adenoma।আমরা ERCP করার সময় একটা Plastic Stent দিয়ে দিই তার জন্ডিস কমানোর জন্য। তার এক মাস পরে আসতে বললাম অপারেশনের জন্য এবং একমাস পরেই উনি আমাদের সাথে যোগাযোগ করলেন, আমরা অপারেশন করলাম (Whipple's Procedure), আলহামদুলিল্লাহ অপারেশন পরবর্তী কোন জটিলতা হয়নি, উনি ভালো আছেন । উনার Biopsy রিপোর্টে দেখা গেল যে উনার পিত্তনালীতে ধরা পড়েছে Adenocarcinoma অর্থাৎ ক্যান্সার, কিন্তু উনি মেন্টালি খুব স্ট্রং মহিলা। উনি সেটা খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন এবং প্রথম সাইকেল কেমোথেরাপি দিতে এসেছেন অনকোলজিস্ট স্যারের কাছে কিন্তু এর ফাঁকে উনি আমার সাথে একবার একটু দেখা করে গেলেন।
আল্লাহ আপনাকে ভাল রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি।

গত ৯ দিন আগে ছবির এই ছেলেটির হার্নিয়ার অপারেশন করেছিলাম। আজ সেলাই কাটতে এসেছিল। ছেলেটা পেশায় ফ্রিল্যান্সিং অর্থাৎ ডিজি...
19/10/2024

গত ৯ দিন আগে ছবির এই ছেলেটির হার্নিয়ার অপারেশন করেছিলাম। আজ সেলাই কাটতে এসেছিল। ছেলেটা পেশায় ফ্রিল্যান্সিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করে, সেলাই কাটার পরে সে বলল স্যার আপনার নিজস্ব কোন ফেসবুক আইডি নাই? অবশ্য আপনার একটা পেজ পেলাম কিন্তু আপনি তো সেখানে ইনঅ্যাকটিভ, আমি একটু আপনার মার্কেটিং করতাম, আসলে আমার যে একটা পেজ আছে আমি ভুলেই গিয়েছিলাম, সেই গত বছর আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম তারপরে আর কোন পোস্ট দেওয়াই হয়নি। ছেলেটি মনে করে দেওয়াতে ওর ছবি দিয়েই একটা পোস্ট দিলাম।

Harpic Poisoning মেয়েটি বড়ই অভিমানী, আজ থেকে ৩ মাস আগে জামাইয়ের সাথে রাগ করে হারপিক খেয়ে ফেলে, তারপর যা হয়, এক্ষেত্...
28/11/2023

Harpic Poisoning

মেয়েটি বড়ই অভিমানী, আজ থেকে ৩ মাস আগে জামাইয়ের সাথে রাগ করে হারপিক খেয়ে ফেলে, তারপর যা হয়, এক্ষেত্রে রোগীরা খাইতে পারে না নিয়মিত বমি হয়, এমত অবস্থায় আমাদের বি আর বি হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার মিজানের কাছে রোগীটি প্রথমে আসে, ডাক্তার মিজান রোগীটির এন্ডোস্কোপি করেন, এন্ডসকপিতে দেখা যায় রোগীটির পাকস্থলীর পুরাটাই ঘা হয়ে গেছে এবং ইনফেকশন হয়ে আছে। মিজান রোগীটিকে আমার কাছে পাঠায়। আমি রোগীটিকে ভর্তি করি এবং রোগিটিকে Feeding Jejunostomy অর্থাৎ তার ক্ষুদ্রান্তের একটি Feeding tube সংযোগ করে দিই। তার তিন মাস বাদে ডাক্তার মিজানকে দিয়ে আবার একটি এনডিস্কোপি করায় এবার দেখা যায় খাদ্য থলি অর্থাৎ পাকস্থলীর অর্ধেক অংশ পুরোপুরি বন্ধ হয়ে আছে , এবার Definitive অপারেশন করি, অর্থাৎ Colonic pull up (খাদ্যনালী কে বৃহদান্ত্রের একটি অংশের সাথে লাগানো) operation করি। আলহামদুলিল্লাহ আজকে মেয়েটি বাড়ি যাচ্ছে। সবাই মেয়েটির জন্য দোয়া করবেন।

Pancreatic cancer  বা অগন্যাশয়ের ক্যানসারঃআজ থেকে ঠিক এক বছর আগে চাচা মিয়ার  অগন্যাশয়ের ক্যানসারের জন্য Whipple's operat...
14/05/2023

Pancreatic cancer বা অগন্যাশয়ের ক্যানসারঃ

আজ থেকে ঠিক এক বছর আগে চাচা মিয়ার অগন্যাশয়ের ক্যানসারের জন্য Whipple's operation করেছিলাম, এরপর উনি যতবারি আমাদের হাস্পাতালে কেমথেরাপির জন্য আসে ততবারই আমার চেম্বারে আসেন, আমার সাথে দেখা করতে, সাথে নিয়ে আসেন বিভিন্ন রকমের খাবার দাবার এবং প্রতিবারই আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে যান।
দোয়া করি, এভাবে আরও কিছুদিন আপনি আমাদের মাঝে বেচে থাকেন।
(উনি খুব চাচ্চিলেন, আমার সার্জারি টিমের সাথে একটা ছবি তুলতে, তাই উনার আনুরধে আজকের ছবি তোলা)

রোগের নাম-Fistula in Ano বা ভগান্দরকয়েকদিন আগে ইসমাইল এসেছিল আমার চেম্বারে, ওকে দেখে আমি চিনতেই পারিনি, এর আগে ও বেশ শুক...
23/02/2023

রোগের নাম-Fistula in Ano বা ভগান্দর

কয়েকদিন আগে ইসমাইল এসেছিল আমার চেম্বারে, ওকে দেখে আমি চিনতেই পারিনি, এর আগে ও বেশ শুকনো পাতলা ছিল । ওর গল্পটা অনেকটা মজার, ৩ বছর আগে ও আমার চেম্বারে এসেছিল অনেকটা হতাশাগ্রস্ত ভাবেই। এর আগে ২ বার Fistula in ano বা ভগান্দর অপারেশান হয়েছিল Dhaka Medical College Hospital -এ, কিন্তু ২ বারই আবার রোগটা দেখা দেয়, ৩ৃতীয় বার অামি অপারেশন করি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো অাছে। এভাবেই ভালো থাকো সারাজীবন।

আস্থা রাখার জন্য ধন্যবাদ :উনি গত ৫ ই নভেম্বর ২০২২,  পায়ু পথে অতিরিক্ত রক্তপাতের কারণে আমাদের হাস্পাতালে ভর্তি হন, আমরা ক...
31/01/2023

আস্থা রাখার জন্য ধন্যবাদ :

উনি গত ৫ ই নভেম্বর ২০২২, পায়ু পথে অতিরিক্ত রক্তপাতের কারণে আমাদের হাস্পাতালে ভর্তি হন, আমরা কনজারভেটিব treatment শুরু করি, এমনকি investigation -এ ধরা পড়ে, রক্তে হেমগ্লবিন মাত্র ৭, উনাকে ৩ ব্যাগ রক্ত দেয়া হয়। পরের দিন colonoscopy করি। ধরা পড়ে Re**al Polyp, সাথে সাথেই colonoscopic polypectomy বা কোলনস্কপির মাধ্যমে অপারেশান করি। কয়েকদিন আগে আমার চেম্বরে আসেন, ধন্যবাদ দেবার জন্য। আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ।

মা হবার ১৫ দিনের মাথায় তিব্র পেটে ব্যথা নিয়ে আমাদের হাস্পাতালে ভর্তি হন। আলটাসনগ্রােম করে ধরা পড়ে অগন্যাশয়ের ইনফেকশন সাথ...
23/01/2023

মা হবার ১৫ দিনের মাথায় তিব্র পেটে ব্যথা নিয়ে আমাদের হাস্পাতালে ভর্তি হন। আলটাসনগ্রােম করে ধরা পড়ে অগন্যাশয়ের ইনফেকশন সাথে পিত্তথলের পাথর, কনজারভেটিব treatment শুরু করা হলো এবং তার ১ মাস বাদে যন্ত্র দিয়ে পিত্তথলির অপারেশান করা হলো। খুব ভালো আছেন, গতকাল আমার চেম্বারে এসছিলেন আমার সাথে দেখা করতে, এরকম হাসি খুশি থাকেন সবসময়, এ কামনা করি সবসময়।

ভালো থাকবেন ঃগতকাল উনি এসেছিলেন আমার চেম্বারে। গত দুই মাস আগে উনার পাকস্থলীর ক্যানসারের অপারেশান করেছিলাম, এখন কেমথেরাপী...
18/01/2023

ভালো থাকবেন ঃ

গতকাল উনি এসেছিলেন আমার চেম্বারে। গত দুই মাস আগে উনার পাকস্থলীর ক্যানসারের অপারেশান করেছিলাম, এখন কেমথেরাপী গ্রহণ করছেন, ভালো আছেন। এভাবেই ভালো থাকবেন সারাজীবন, এই দোয়া করি।

Address

77 Panthapath
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801710945613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Abbas Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category