ShopnoRazz

ShopnoRazz ShopnoRazz - A Super Psychological Master Mind! ShopnoRazz - A Super Psychological Master Mind

26/11/2023

গ্রিসে দাবানল বাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে মানুষ,পালাচ্ছে মানুষ বাড়ি ও হোটেল ছেড়ে

24/11/2023

google photos, গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর কয়েকটি উপায়

23/11/2023

১ ডিসেম্বর জিমেইলের কনটেন্ট মুছে ফেলা শুরু,gmail

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য মাত্র 125 টাকায় বিস্তারিত জানতে ভিজিট করুন
10/11/2023

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য মাত্র 125 টাকায় বিস্তারিত জানতে ভিজিট করুন

মাত্র ১২৫ টাকায় ঢাকা থেকে ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার, ট্রেন

জীবনের অজানা সমস্যা সমাধানের সূত্র খুঁজে নিন!
21/10/2023

জীবনের অজানা সমস্যা সমাধানের সূত্র খুঁজে নিন!

PaGoaL is A Psychological Science Blog website that Helps People Achieve Success and Happiness in their Lives through Mental Development.

কবিরাজীর গোপন বিদ্যা - কবিরাজ হয়ে ওঠার যতোসব টোটকা টনিক!!! আপনি নিশ্চয়ই কবিরাজ দেখে থাকবেন : তারা হয় তাবিক তুকতাক কি ঝাড়...
01/06/2023

কবিরাজীর গোপন বিদ্যা - কবিরাজ হয়ে ওঠার যতোসব টোটকা টনিক!!!

আপনি নিশ্চয়ই কবিরাজ দেখে থাকবেন : তারা হয় তাবিক তুকতাক কি ঝাড়ফুক অথবা অপবিজ্ঞানের ব্যবহারে কি সুন্দর বিশ্বাসের মারপ্যাচে কঠিন কারিশমা দেখানো জাদুকর - কেউবা খুন্তা হাতলে গাছের পাতা কান্ড মূলের নির্যাস নিঃসরণে ভেষজ বিদ্যায় পটু - অথবা কেউ কিছুই নয় যেন তবুও কথার ভাবে ভাবি ভয়ংকর এক সুপার হিউম্যান!

আসুন আজ আমরা কবিরাজী বিদ্যার গোপন রহস্য উদঘাটনে প্রয়াসী হবো যেন তাতে সামান্য হলেও সাম্যকভাবে অন্তত মূল কিছু সূত্রের আবির্ভাবে এনালাইসিস দ্বারা রিয়েলাইজ করতে সক্ষম হই:-

কবিরাজ হয় আপনার আমার মতোই খুব সাধারণ মানুষ তবে তাদের রূপ হয় বিচিত্র আলখেল্যায় যেমন কেউবা নিতান্তপক্ষে ধার্মিক, কেউবা গৃধিনী হয়েও সাধিকা মা, কেউ কেউ বয়োবৃদ্ধ গুরুজন, কেউ আবার পাগল কিংবা চাষাভুষা হতে কোর্ট টাই পড়া জেন্টালম্যান!
তারা যেই হউক আর যেমনই হউক তাদের মূল বৈশিষ্ট্য কিন্তু ব্রেইনে তথা মস্তিষ্কে যেমন তাদের কথাবার্তা হবে প্রত্যক্ষ না হয়ে অনেকটা ভাববাচ্যে ভারিক্কি ধরনের তাতে কোন না কোনভাবে আপনার (আপনি যদি মক্কেল হন) লাইফের সাথে কমনভাবে রিলেটেড হয়; তারা কম কথা বলবে বটে আদতে আপনার বেশী কথায় তারা যতোটা সম্ভব ডাটা সংগ্রহ করে আপন ব্রেইনে সূক্ষভাবে এনালাইসিস করে একটি ড্রাফট ডাটাশিট দ্রুতই প্রস্তুত করবে - এমনভাবে কথা বলবে বা প্রশ্ন করবে যেন তা খুবই সহজাত স্বাভাবিক প্রশ্ন বা কথা বার্তা অথচ তা হতেই তারা প্রয়োজনীয় মূলাংশ ফিল্টার করে নিতে সক্ষম হবে। তারা তাদের কবিরাজি বিদ্যায় তীব্রভাবে বিশ্বাসী হউন [যে গ্রন্থ অনুসারে ট্রিটমেন্ট প্রদান করেন] তাতে নিজের ওপর শতভাগ কনফিডেন্ট না হলে অন্যকে অবচেতনভাবে বিশ্বাসী করাতে সক্ষম হবেন না; অনেকে আবার বিশ্বাসী হউন না [অভ্যন্তর হতে] তবে সেটাকে বিজন্যেস স্ট্যাটিকস মডেল হিসেবে সম্মানের সহিত শিক্ষাগ্রহনে প্রয়াসী থাকেন।
তারা খুবই চতুর হয়ে থাকবে তবে আপনাকে তা ব্যবহার বা তাদের চেহারা সুরাতে জানান দিবেন না [এতে করে তাদের সুবিধা গেইন করা সহজ হয়], তারা আধ্যাত্মিক কথাবার্তায় খুবই পটু হতে থাকেন তাই কেউ কেউ হয়তো কোন উদ্দীপক ড্রাগ গ্রহন করলেও করতে পারেন।
তারা রসায়ন ও ফিজিক্সের ট্রিকগুলো [যা অন্তত সাধারণ কেউ বুঝতে পারবেন না] দারুণভাবে ম্যাজিক হিসেবে আরও সূক্ষতর পর্দায় আবরিত করে উপস্থাপন করেন যেন প্রাথমিক বিশ্বাস অর্জন [মক্কেলের] করতে সক্ষম হউন - তারা গণিতের হিসাবেও পটু হন বটে। এই ফিজিক্স - কেমিস্ট্রি ও ম্যাথ ছাড়াও তারা যে বিষয়ে সবচেয়ে বেশী দক্ষ তথা এলীট হয় তা হলো সাইকোলজি; আর এই সাইকোলজি বিদ্যার সমালোচিত শাখা (সম্ভাবত নয়) প্যারাসাইকোলজির প্রয়োগে দারুণ পটু তবে সকল ক্ষেত্রেই মূলত প্লাসিবো ইফেক্ট [মক্কেলের] এর ব্যবহার থাকে [তবে সেই প্লাসিবো ইফেক্ট এর বিশ্বাস এর উৎপত্তি কিভাবে হবে সেটা তাদের নিয়ন্ত্রণে থাকে - কেননা ব্যক্তিবিশেষে কে কোনটাতে কোনভাবে বিশ্বাসী হবে সেটা দারুণভাবে আইডিয়েন্টিফাই করতে ও ইউটিলাইজ করতে সক্ষম থাকেন]। সফল কবিরাজ হতে হলে আপনার দরূন মেধার সহিত মনে রাখার ক্ষমতা বা ক্যাপাসিটি তুলনামূলক বেশী হতে হয় - তাতে কে কখন কি সমস্যাতে আসলো সেটা যেন পরবর্তীবার মনে রেখে সেটার তুলনামূলক অবস্থান অনুমান করতে সহজ হয়।
কবিরাজের কাছে আপন সংগ্রহে এমন কিছু উপাদান থাকবে যেন তা সহজাত সচরাচর পাওয়া যায় না যেমন হাতির দাত, বিভিন্ন মাথার খুলি [সংক্ষেপিত] ইত্যাদি ইত্যাদি যেন তা ভারিক্কি মনোভব এর বহিঃপ্রকাশ নিশ্চিত করতে রহস্যময় পরিবেশ প্রবর্তনে কার্যকরী হয়। কবিরাজেরা যতোটা না ধর্মে বিশ্বাসী ধার্মিক হয় তারচেয়েও অনেক বেশী ধর্ম ব্যবহারে পটু থাকে - এতে ধর্মের মরমী কথা / আধ্যাত্মিকতা / পরোক্ষ জটিল বাক্য ব্যবহার করে থাকেন। মোদ্দাকথা কবিরাজ হতে হলে সর্বাগ্রে যা হতে হয় সেটার নাম হলো মাইন্ড হ্যাকার আর এই বিদ্যা অর্জনে সাইকোলজি শিক্ষা ও প্রয়োগে খুবই দক্ষ হওয়া অন্যতম আবশ্যক শর্ত যেন কথার খেলায় টাকা আর সম্মানের মেলা ঘটে!!!
কবিরাজদের মানসিক দক্ষতা, মেধা ও মননশীলতা অবশ্যই সম্মানের যোগ্য তবে দিনশেষে যেহেতু তারা এসবের প্রয়োগ মিথ্যাকে সত্যে রূপদান করে লাভবান হতে ফ্রড বা প্রতারণার [হউক বিশ্বাসী বা অবিশ্বাসী] আশ্রয় গ্রহন করেন তাই তারা সামাজিক দৃষ্টিকোণ হতে অবশ্যই কেবলমাত্র নগন্য নয় বরং জঘন্য মানুষ হিসেবেই বিবেচ্য হওয়া উচিত।

রুকাইয়া ও প্লাসিবো ইফেক্ট : বাইনোরাল বিটস আর মিউজিক বৈচিত্রে সমস্যা সমাধান!নাহ, বিষয়টা মোটেও কোন ধর্মের উপেক্ষা বা অবজ্ঞ...
01/06/2023

রুকাইয়া ও প্লাসিবো ইফেক্ট : বাইনোরাল বিটস আর মিউজিক বৈচিত্রে সমস্যা সমাধান!

নাহ, বিষয়টা মোটেও কোন ধর্মের উপেক্ষা বা অবজ্ঞা বা ব্যাঙ্গ করতে অবতারণা করা হয়নি বরং ধর্মীয় দৃষ্টিকোণ ব্যতিরেকেই মুক্ত দৃষ্টিকোণ হতে যৌক্তিক বিবেচনার মাধ্যমে আলোচনার প্রয়াস মাত্র!

আপনি নিশ্চয়ই রুকাইয়া সম্পর্কে জেনে থাকবেন যা মূলত ইসলাম ধর্মে ঝাড়ফুঁকের ন্যায় কুরআনের কিছু আয়াতকে একটি নির্ধারিত ধারাবাহিকতায় নির্দিষ্ট টোনে [কখনো জোরো বা কখনো আস্তে - ব্যক্তিভেদে উচ্চারণের টোন ও ভয়েজ বিভিন্নতায়) উচ্চারণ করা হয় তাতে পেশেন্ট [যাকে রুকাইয়া করা হচ্ছে বা হবে] আরোগ্য লাভ করেন বা সুস্থ হউন কিংবা সফলতা লাভ করেন।
আসলে এখানে মূলত ঐসব আয়াত এর প্রতি ব্যক্তির শ্রদ্ধা ও সম্মানে সৃষ্ট একরূপ বিশ্বাসবোধে জাগ্রত চেতনা [এটি হয় কনশিয়াস'লি সাবকনশিয়াস ও কিঞ্চিৎ অনকশিয়াস ধারণা কর্তৃক ধ্যান এর মতোই মস্তিষ্ক'কে উদ্দীপ্ত করতে বিভিন্ন ইলেকট্রিক ইম্পালসে ব্রেইন ওয়্যেভ] যা একটি নির্দিষ্ট প্রেক্ষাপট [ঘটন বা ঘটনা] বিবেচনায় ক্রিয়াশীল হয়; আদতে একই ক্রিয়া হতে পারে বাইনোরাল বিটসের মাধ্যমে মস্তিষ্কে ব্রেইন ওয়্যেভ সৃষ্টির মাধ্যমে - তা অনুরূপ মিউজিক যেমন স্লো মিউজিক / হ্যাভিমেটার গান / নীরব শান্ত নিবিড় শীতলতা ছড়ায় এমন গান / কোন আবৃত্তি বা যেকোন বাইনোরাল বিটসের মিউজিক!

ধর্মীয় চেতনার বাইরে আপনার চোখের যদি দৃষ্টি প্রসারণ করেন ও দৃষ্টিকোণ পরিবর্তনে আপনার আপনি এর উৎকর্ষতা সাধনে নিজেকে ডেভোলপ করেন তবে আপনি সফলকাম হবেন - সেই শুভকামনা রইলো।

আমাদের চিন্তা জগত!আমাদের চিন্তা জগতের অবস্থিতির আপেক্ষিক সমীকরণ এমনটা হতে পারে (হয়তো) : R+.....+(P+T)+P+(P-T)এখানে P হলো...
01/06/2023

আমাদের চিন্তা জগত!

আমাদের চিন্তা জগতের অবস্থিতির আপেক্ষিক সমীকরণ এমনটা হতে পারে (হয়তো) :

R+.....+(P+T)+P+(P-T)

এখানে P হলো আমাদের সাইকোলজি [Psychology] এবং t হলো চিন্তা তথা Thinking এবং R হলো আপাত মূল সীমানা সূত্র তথা Root!

আসুন বিষয়টা যদি আরেকটু সহজভাবে বিশ্লেষণ করতে উদাহরণ হিসেবে আমরা একটি পানির অণু H2O বিবেচনা করি - যেখানে বিবর্তনীয় ধারায় প্রবর্তিত মানুষ হয়তো একটি সময় আবিষ্কার করলো যে প্রকৃতির অনন্য যৌগ পানি এর রাসায়নিক সংকেত H2O যাতে দুটি Hydrogen পরমাণু (এককভাবে একত্রিত হাইড্রোজেন অণু) এবং একটি Oxygen পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে বৈশিষ্ট্যময় পানির উদ্ভব হয়েছে। এখানে P সাইকোলজির মানুষ আরেকটু
চিন্তা T যুক্তকরণে ভাবলো তবে ঐ হাইড্রোজেন বা অক্সিজেন পরমাণু'কে ভাঙ্গলে কি পাওয়া যাবে? আরও উৎকর্ষিত জ্ঞান অর্জনে (P+T) চিন্তনে পরমাণু ভাঙ্গনে পাওয়া গেলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি মৌলিক কণা এরপর আরও সম্মুখ অগ্রগতিতে (P+T) চিন্তনের বুুদ্ধিমান প্রাণী তথা মানুষ আবিষ্কার করলো অস্থায়ী মৌলিক কণা, কোয়ার্ক আরও কতো কি.....এভাবেই আপাত P সর্বদাই (P+T) অর্জনে এগিয়ে যাচ্ছে (আদতে পিছনে) যেন মূল সূত্র R (Root) জানতে সক্ষম হয়!
একজন মানুষ যিনি মুক্তমনা অগ্রগামী তিনি সর্বদাই আপেক্ষিকভাবে সময়ের সাথে সাথে P হতে (P+T) হয় যেখানে তার পূর্বের ফেলে আসা অবস্থিতির ইতিহাস মূল (P-T); এভাবে সর্বদাই নিত্য P নতুন (P+T) হয়ে আরেক নয়া P ফেলে আসে (P-T) আরও নয়া (P+T) অর্জনের প্রয়াসে....

তবে ঐ অজানা R (Root) আরও কতোদূর?
R (Root) সত্যিই কি সীমানা সূত্র? মূল আর মূলোৎপাটন কি হয়না নাকি হতে নেই অথবা না হওয়ায় মানুষ হওয়ার (বুদ্ধিমান প্রাণী) স্বার্থকতা? যদি তা একান্তই পরমভাবে মূল বা Root হিসেবে প্রতীয়মান হয় তবে মানুষ কি তখন তার চিন্তা T থামিয়ে দিবে? যদি সেই চিন্তা থেমে T=0 হয় তবে মানুষ কি ধ্বংষ হবে নাকি তখন নিজেই শ্রেষ্ঠত্ব অর্জনে রিয়েলাইজ করবে সেই প্রাকৃতিক বিবর্তনে প্রকৃতির ঈশ্বর?! তবে T শূন্যতায় বুঝি ঈশ্বরের বৈশিষ্ট্য [যেমনটা আগেকার দিনে যখনই কোন রহস্যের মূল অজানা থাকতো তখনই মানব মস্তিষ্কে উদ্ভাবিত ভাবনা "তাহলে হয়তো উহার শক্তির মূল এক ঈশ্বর....আরকি"]?! অপরাপর P হতে (P+T) অগ্রসর হতে আমাদের ভেতর কি সেই তাড়না কাজ করে? ঐ তাড়না এর স্বরূপ কি বা কেমন?! উহার বাহ্যিক ধরণ হয়তো " কি - কেন - কিভাবে" এই তিন প্রশ্নের সমন্বয় তবে উহা আমাদের কোন R (Root) এর দিকে ধাবিত করছে আর সেটা সত্যিই কতোটা উপযুক্ত হচ্ছে যদিচ উপযোগী তা নিতান্তপক্ষে প্রামণিত - আর ঐ R (Root) এ কি সাইকোলজিক্যাল স্যাটিসফেকশান নিহিত আছে?!

প্রশ্নগুলো দার্শনিক হতে পারে - তবে নয়া দর্শনে যদি ভাবনার বিস্তরণে Logic এর আবিষ্কার কি আবির্ভাব হয় তবেই হয়তো স্বার্থকতা যা Root এর দিকে হাঁটি হাটি পায়ে পড়তে পড়তেও একটুও হলেও এগিয়ে নিয়ে যায় যদি........!

Blank Mind এর মাধ্যমে মানসিক Freshness লাভ করুন!এমন অনেক পরিক্রমা হয়তো আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবেই আসে যখন কিছু বিশেষ ...
01/06/2023

Blank Mind এর মাধ্যমে মানসিক Freshness লাভ করুন!

এমন অনেক পরিক্রমা হয়তো আমাদের জীবনে অপ্রত্যাশিতভাবেই আসে যখন কিছু বিশেষ অব্যক্ত কথা নির্ভরযোগ্যভাবে [নির্ভার হতে] শেয়ার করার প্রয়োজন হয়ে পড়ে - যা নিজের মনের মাঝে আটকে রাখা সম্ভব হয়না [বিষয়টা হয়তো অনেকটা দম বন্ধ হয়ে যাবার অনুভূতির মতোই] কিংবা অতি-সংবেদনশীল কোন কথা যা ব্যক্তিভেদে অনেকে নিজের মনের মাঝে চেপে রাখতে পারেন না যদিওবা কথা'টি জানাজানি হলে ঝামেলা বা বিড়ম্বনা তৈরী হতে পারে; আবার এমন কোন প্রতিক্রিয়া যা আপনি না তো বাহ্যিকভাবে প্রকাশ করতে পারছেন আর না তো আপনি সহ্য করতে পারছেন কিংবা আত্ম-অপরাধবোধে জাগ্রত হওয়া অনুশোচনা যা কনফেস করা বড্ড প্রয়োজন ইত্যাদি - এমন পরিস্থিতিতে আমাদের প্রয়োজন বিশেষ একটি "Objective System" যা নিরাপদ এবং প্রতিক্রিয়াহীন [এখানে Subject হিসেবে System এর পরিবর্তে কোন Person এর অবতারণা করা হয়নি কেননা ব্যক্তি মাত্রই এমনকি আপন স্বীয় সত্তা অবধি নূন্যতম হলেও প্রতিক্রিয়াশীল] - সেইজন্যই Blank Mind Zone এর অবতারণা করা হলো [আপেক্ষিকভাবে Black Hole যেমন সকল আলো অবধি নিজের ভেতর শোষণ করে নেয় তেমনি আপনার ঐ অব্যক্ত কথা বা অনুভূতি সমূহ Blank Mind Zone এর মধ্যে নির্লিপ্তভাবে আপন মন হতে উদগীরণ করতে প্রয়াসী হতে পারেন - যেন আপনি মানসিকভাবে Relief তথা প্রশান্তি লাভ করতে সক্ষম হউন।

Blank Mind Zone এর Structure গঠনের ক্ষেত্রে সূক্ষভাবে চিন্তা-ভাবনা করেই নিম্নের Picture - Preference হিসেবে বিবেচনা করা হয়েছে [উদাহরণস্বরূপ এখানে যদি একটি ছায়া মানবের মুখাবয়বের প্রতিকৃতি থাকতো তবুও হয়তোবা আপনার মনে নূন্যতম প্রতিক্রিয়া সৃষ্টির আশংকা থাকতো - যা আপনার পরিপূর্ণ মানসিক প্রশান্তি লাভে অন্তরায় হতে পারতো]।

এখন আপনি মানসিকভাবে নিজেকে [সাব-কনশিয়াস মাইন্ড'কে] সেল্ফ-সাজেশন বা কমান্ডের মাধ্যমে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার ঐ বিশেষ অব্যক্ত কথামালা, অনুভূতি, প্রতিক্রিয়া প্রভৃতি Blank Mind Zone এর Black Circle এর মাঝে উদগীরণ [রূপকভাবে] করলে উহা চিরতরে আপনার সচেতন মন [কনশিয়াস মাইন্ড] হতে মুছে যাবে এবং যা কখনোই পুনরায় ফিরে এসে আপনার মন-মস্তিষ্ক'কে স্পর্শ করবে না; তথায় একনিষ্ঠভাবে Meditative Mind - এ Black Circle এর মধ্যভাগে তাকিয়ে আপনার মনের ঐসকল বিশেষ কথা বা অনুভূতিগুলো বহিঃপ্রকাশ [এরূপ আত্মচিন্তা যেন মনের অভ্যন্তর হতে ভাবনা'সমূহ Emit হয়ে সাইকোলজিক্যালি আপনাকে Breezy & Refreshed করে দিবে] করতে থাকুন যেন Blank Mind Zone এর নিকষ কালো Black Circle তা শুষে নিয়ে Blank Mind এর Appearance সুনিশ্চিত করছে...

Neuro Meter এর মাধ্যমে আপনার মন এর অজানা রহস্যময়তা জয় করুন!নিম্নের Graph (চিত্রলেখ)-টি গভীর চিন্তা-চেতনায় পরিব্যাপ্ত হয়ে...
01/06/2023

Neuro Meter এর মাধ্যমে আপনার মন এর অজানা রহস্যময়তা জয় করুন!

নিম্নের Graph (চিত্রলেখ)-টি গভীর চিন্তা-চেতনায় পরিব্যাপ্ত হয়ে লক্ষ্য করুন [এই চিত্র'টি আপাতভাবে আমাদের পূর্ণ মন-মানসিকতা তথা Brain এর ক্রিয়াবিধি এবং প্রকৃতির বহিঃপ্রকাশক]:-

এখানে সম্পূর্ণ ABCDEFG [একটি সাইন ওয়েভ সূচিত চিত্র] হলো আমাদের গোটা "মন" যেখানে δ=ABC=Unconscious Mind (অচেতন মন), β=CDE=Conscious Mind (সচেতন মন), θ=EFG=Subconscious Mind (অবচেতন মন) এবং ACEG হলো Psychological Indicator (নির্দেশক)। বলা বাহুল্য যে আমাদের মস্তিষ্ক তথা মনের মানচিত্র হুবহু উপরোক্ত চিত্রের ন্যায় ঐরূপ নয় যেন Unconscious এরপর Conscious তারপর Subconscious বরং আরও অধিক বৈচিত্রময় জটিল ও সুন্দর সিস্টেম্যাটিক সিমুউলেশন [রূপক] - তথাপি বোঝার সুবিধার্থে এখানে 2D (দুই মাত্রা) আকারে চিত্রিত হয়েছে মাত্র!

এখন একটি নির্দিষ্ট সময়ে পরিবেশ, পরিস্থিতি ও পারিপ্বার্শিকতা অনুসারে মানব মন যখন যৌক্তিক - বাস্তবানুগ ইত্যাদি [সচেতন মনের বৈশিষ্ট্য] বিকশিত হয় তখন CDE বর্ধিত করতে নির্দেশক ACEG নিম্নগামী হয় তথায় ABC ও EFG ক্ষেত্র হ্রাস পায়; যখন মানব মন অবেগ - বিশ্বাস - ভালোবাসা - ভালোলাগা ইত্যাদি [অবচেতন মনের বৈশিষ্ট্য] বিকশিত হয় তখন EFG বর্ধিত করতে নির্দেশক ACEG উর্দ্ধগামী হয় তথায় CDE ক্ষেত্র হ্রাস পায় এবং খুব সম্ভাবত ABC ক্ষেত্রের কিঞ্চিৎ বৃদ্ধিকরণ ঘটে [এমন বিশেষত্বে এটা নিশ্চয়ই উপলব্ধি করা যায় যে ACEG হয়তো সকল অবস্থানে পূর্ণ সরল রৈখিক নয় বরং AC, CE এবং EG এমন রৈখিক ভগ্নাংশ আকারে উর্দ্ধগামী বা নিম্নগামী হতে পারে]; যখন মানব মনের আপাত অযাচিত ক্রিয়া-কলাপ [অচেতন মনের বৈশিষ্ট্য] বহিঃপ্রকাশিত হয় তখন ABC ক্ষেত্র বর্ধিত করতে CDE ক্ষেত্র হ্রাস পায় এবং EFG ক্ষেত্রের বৃদ্ধি ঘটতে পারে।

যদিওবা উপলব্ধির স্বার্থে রূপক চিত্র তথাপি এটা প্রতীয়মান হয় যে সচেতন মনের বিপরীতে অবচেতন ও অচেতন মন পরস্পর সম্পর্কযুক্ত এবং প্রভাবিত হয় বা হতে পারে।

মানব মনের সুস্থতা [সুস্থতা একটি আপেক্ষিক বিষয় মাত্র] কিংবা সহজাত সামাজিক স্বাভাবিকতায় নির্দেশক ACEG যতোটা চিত্রের ন্যায় মাঝ বরাবর অবস্থান করবে [আপেক্ষিক সাম্যাবস্থা] ততোই ইফেক্টিভ হবে; তথাপি নির্দেশক ACEG - ই হলো মূলত আপনার মনের একটি নির্দিষ্ট সময় ও স্বাপেক্ষ অনুযায়ী ঐ অবস্থার পরম অবস্থান; ACEG এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে মানব মন তথা হিউম্যান ব্রেইন অর্থাৎ গোটা জীবনের পরিবর্তন [নেগেটিভ-পজেটিভ উভয় দিক] সম্ভবপর!

NeuroVow এর মাধ্যমে আপনার জীবনের স্বপ্ন সফলতায় এগিয়ে চলুন!প্রারম্ভিকতাবিভিন্ন ধর্মকথা কিংবা বিশ্বাসে আমরা প্রায়শ দেখে থা...
01/06/2023

NeuroVow এর মাধ্যমে আপনার জীবনের স্বপ্ন সফলতায় এগিয়ে চলুন!

প্রারম্ভিকতা

বিভিন্ন ধর্মকথা কিংবা বিশ্বাসে আমরা প্রায়শ দেখে থাকি শপথ তথা মানত [যা মূলত কোন একটি স্পেসিফিক উদ্দেশ্যে সফলতার তরে আপাত স্বেচ্ছায় প্রতিজ্ঞা করা হয়] - যার সহিত প্রথাগত বিনিময় যুক্ত থাকে [যেমন আমি অমুক হলে তমুক করবো ইত্যাদি]; যদিও সাধারণ কমনসেন্স এবং লজিক ব্যবহার করলেই এটার সমূহ অসারতা আপাত প্রতীয়মান হয় তথাপি তবুও তো আমরা প্রায়ই দেখে থাকি বা জেনে থাকি যে অমুক মানত করার ফলে তমুক বিষয় সফল হয়েছে....

রহস্য উদঘাটন

এটার মূল রহস্য আসলে কি?

মূলত যখন আপনি মানত করেন [সে হউক ধর্মকথা বা বিশ্বাসে স্রষ্টা, প্রভু, পীর, গুরু, তান্ত্রিক, মাজার, হুজুর, ফকির প্রভৃতি] তখন আদতে আপনি আপনার ব্রেইনের কনশিয়াস অংশের দৃঢ় কমান্ড [এটাকে বরং হিপ্নোটিজমের ভাষায় সফট সেল্ফ সাজেশন বলা চলে] সচেতনভাবে আপন সাব-কনশিয়াস মাইন্ডের ওপর প্রযুক্ত করছেন [সাইকোলজিক্যালি এটাকে সুপ্ত প্রেসার স্বরূপ প্রেষণা বললেও ভুল হয়না] - আর তাতে রিমাইন্ডার স্বরূপ এলার্ম হিসেবে আপন মনের প্রোগ্রামিং প্যাকেজে সেটাআপ হয় ঐ মানতের বিনিময় ফ্যাক্ট মাত্র!

এই মানত নামক বিষয়টি আধ্যাত্মিকতার ছোয়াতে বিশ্বাস পাকাপোক্ত হয়; আর বিশ্বাসের গাঁথুনিতে গড়ে উঠে মিথ [মিথ হউক আর মিথ্যা হউক - আদতে এটা ক্ষেত্রবিশেষে ক্রিয়াশীল বটে; তথায় এই ক্রিয়াশীলতা নির্ভর করে ব্যক্তি, ব্যক্তিত্ব, পরিবেশ, পরিস্থিতি, বিশ্বাস, মানসিক অবস্থা ও অবস্থান, ধর্মীয় বিন্যাস ইত্যাদি]!

NeuroSadhu [Link :- https://i.ibb.co/HPfsjN1/Neuro-Sadhu.gif ]

এই বিষয়টাকে ভিত্তি করেই রূপকভাবে NeuroSadhu এর অবতারণা করছে যার মাধ্যমে আপনি Meditaive Mood নিয়ে Serious মানসিকতায় নিম্নের রঙ্গিন আলোক বিচ্ছুরিত অবয়বের প্রতি নিষ্ঠার সহিত দৃষ্টিক্ষেপণ করে সংকল্প তথা মানত [শপথ বা প্রতিজ্ঞা] গ্রহণ করতে পারেন [মানতের ক্ষেত্রে এইজন্য NeuroShadu প্রেফার করা হচ্ছে কেননা কনশিয়াস ও সাব-কনশিয়াসের মাঝে কার্যকরী মেলবন্ধন স্বরূপে এক সেকেন্ডারি রেফারেন্স সাবজেক্টের অবতারণার মাধ্যমে কোন একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন পূরণের প্রেষণায় বিশেষায়িত আত্ম-স্বান্তনা যেন আত্ম-অনুপ্রেরণায় রূপায়িত হয়]।

মানত তখনই পূরণ বা সফল হবে যখন আপনি আপনার সাব-কনশিয়াস মাইন্ডের ক্রিয়াশীলতা সঠিক ও সুষ্ঠুভাবে সচেতন মানসিকতায় আপনার জীবন পরিক্রমা পরিচালিত করতে সামর্থ্য হবেন - সেথায় স্বপ্ন পূরণে আপনার ব্রেইন কোন স্বার্থপরতায় বিনিময় প্রত্যাশী নয়!!!

Address

Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when ShopnoRazz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ShopnoRazz:

Share

Category