01/06/2023
NeuroVow এর মাধ্যমে আপনার জীবনের স্বপ্ন সফলতায় এগিয়ে চলুন!
প্রারম্ভিকতা
বিভিন্ন ধর্মকথা কিংবা বিশ্বাসে আমরা প্রায়শ দেখে থাকি শপথ তথা মানত [যা মূলত কোন একটি স্পেসিফিক উদ্দেশ্যে সফলতার তরে আপাত স্বেচ্ছায় প্রতিজ্ঞা করা হয়] - যার সহিত প্রথাগত বিনিময় যুক্ত থাকে [যেমন আমি অমুক হলে তমুক করবো ইত্যাদি]; যদিও সাধারণ কমনসেন্স এবং লজিক ব্যবহার করলেই এটার সমূহ অসারতা আপাত প্রতীয়মান হয় তথাপি তবুও তো আমরা প্রায়ই দেখে থাকি বা জেনে থাকি যে অমুক মানত করার ফলে তমুক বিষয় সফল হয়েছে....
রহস্য উদঘাটন
এটার মূল রহস্য আসলে কি?
মূলত যখন আপনি মানত করেন [সে হউক ধর্মকথা বা বিশ্বাসে স্রষ্টা, প্রভু, পীর, গুরু, তান্ত্রিক, মাজার, হুজুর, ফকির প্রভৃতি] তখন আদতে আপনি আপনার ব্রেইনের কনশিয়াস অংশের দৃঢ় কমান্ড [এটাকে বরং হিপ্নোটিজমের ভাষায় সফট সেল্ফ সাজেশন বলা চলে] সচেতনভাবে আপন সাব-কনশিয়াস মাইন্ডের ওপর প্রযুক্ত করছেন [সাইকোলজিক্যালি এটাকে সুপ্ত প্রেসার স্বরূপ প্রেষণা বললেও ভুল হয়না] - আর তাতে রিমাইন্ডার স্বরূপ এলার্ম হিসেবে আপন মনের প্রোগ্রামিং প্যাকেজে সেটাআপ হয় ঐ মানতের বিনিময় ফ্যাক্ট মাত্র!
এই মানত নামক বিষয়টি আধ্যাত্মিকতার ছোয়াতে বিশ্বাস পাকাপোক্ত হয়; আর বিশ্বাসের গাঁথুনিতে গড়ে উঠে মিথ [মিথ হউক আর মিথ্যা হউক - আদতে এটা ক্ষেত্রবিশেষে ক্রিয়াশীল বটে; তথায় এই ক্রিয়াশীলতা নির্ভর করে ব্যক্তি, ব্যক্তিত্ব, পরিবেশ, পরিস্থিতি, বিশ্বাস, মানসিক অবস্থা ও অবস্থান, ধর্মীয় বিন্যাস ইত্যাদি]!
NeuroSadhu [Link :- https://i.ibb.co/HPfsjN1/Neuro-Sadhu.gif ]
এই বিষয়টাকে ভিত্তি করেই রূপকভাবে NeuroSadhu এর অবতারণা করছে যার মাধ্যমে আপনি Meditaive Mood নিয়ে Serious মানসিকতায় নিম্নের রঙ্গিন আলোক বিচ্ছুরিত অবয়বের প্রতি নিষ্ঠার সহিত দৃষ্টিক্ষেপণ করে সংকল্প তথা মানত [শপথ বা প্রতিজ্ঞা] গ্রহণ করতে পারেন [মানতের ক্ষেত্রে এইজন্য NeuroShadu প্রেফার করা হচ্ছে কেননা কনশিয়াস ও সাব-কনশিয়াসের মাঝে কার্যকরী মেলবন্ধন স্বরূপে এক সেকেন্ডারি রেফারেন্স সাবজেক্টের অবতারণার মাধ্যমে কোন একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন পূরণের প্রেষণায় বিশেষায়িত আত্ম-স্বান্তনা যেন আত্ম-অনুপ্রেরণায় রূপায়িত হয়]।
মানত তখনই পূরণ বা সফল হবে যখন আপনি আপনার সাব-কনশিয়াস মাইন্ডের ক্রিয়াশীলতা সঠিক ও সুষ্ঠুভাবে সচেতন মানসিকতায় আপনার জীবন পরিক্রমা পরিচালিত করতে সামর্থ্য হবেন - সেথায় স্বপ্ন পূরণে আপনার ব্রেইন কোন স্বার্থপরতায় বিনিময় প্রত্যাশী নয়!!!