Emran Mahmud Shanto

Emran Mahmud Shanto WhatsApp: 01785371624
(1)

04/07/2025

IHT MATS মানেই বেকারত্ব?

জীবনে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার তীব্র নেশা থেকে আজকের ব্যাস্ততায় ঠাসা এই ছোট্র রুমটার জন্ম।
22/06/2025

জীবনে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার তীব্র নেশা থেকে আজকের ব্যাস্ততায় ঠাসা এই ছোট্র রুমটার জন্ম।

আলহামদুলিল্লাহ। গত ১১ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য এই গাইড বইটির সংকলন ও সম্পাদনার কাজ...
13/06/2025

আলহামদুলিল্লাহ। গত ১১ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য এই গাইড বইটির সংকলন ও সম্পাদনার কাজ শেষ করেছি৷

বইটির মূল কাজ আমি করলেও আমাকে হেল্প করেছে বেশ কয়েকজন ইয়ং স্টার ও সহপাঠী। তাদের সাহায্য ও অসংখ্য ওয়েবসাইট, বিভিন্ন প্রতিষ্ঠানের নানা প্রকাশনার হেল্প নিতে হয়েছে আমাকে। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দু'আ করছি।

রাতের পর রাত, দিনের পর দিন। মোবাইল ফোন, ফেসবুক থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে কাজ করতে হয়েছে। অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ফোন রিসিভ করতে পারিনি এই সময়। ঈদের দিন ব্যাতীত প্রতিটি দিন ভোর থেকে রাত অবদি সময় দিতে হয়েছে। যার জন্য এবার ঈদে তেমন কারো সাথে যোগাযোগ হয়নি। ছোট ছোট ত্যাগ গুলো ও সবার নিরলস পরিশ্রম বইটিকে ভালো বই হিসেবে গড়ে তুলেছে।

দু'আ চাইছি আমাদের নতুন বইটির সফলতার জন্য। যেন কোয়ালিটি অনুযায়ী যথেষ্ট মূল্যায়ন বইটি পায়। এটি চাওয়া আল্লাহর কাছে। আমিন।

🏃‍♂️ Active Morning
01/06/2025

🏃‍♂️ Active Morning

প্রশ্ন ব্যাংক এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। মেডিঅ্যাপ কর্তৃক সংরক্ষিত আইএইচটি ও ম্যাটস সকল বর্ষের সকল ডিপার্টমেন্ট এর বিগত...
30/05/2025

প্রশ্ন ব্যাংক এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

মেডিঅ্যাপ কর্তৃক সংরক্ষিত আইএইচটি ও ম্যাটস সকল বর্ষের সকল ডিপার্টমেন্ট এর বিগত সালের প্রশ্ন ব্যাংক।

লিংকঃ https://www.mediapsolution.com একটু খুঁজে দেখুন।

ক্যাপশনে মিলবে ঘটনার বর্ণনা। সাকিব ভাই নিষ্ঠার সাথে মিষ্টি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন।
05/05/2025

ক্যাপশনে মিলবে ঘটনার বর্ণনা। সাকিব ভাই নিষ্ঠার সাথে মিষ্টি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন।

দিন পঞ্জিকার ৮৮ টি পাতার মাঝে জমা হয়েছে বিন্দু বিন্দু স্মৃতি। ৮ বছর আগের কলোনির ফ্রায়েড চিকেনের আড্ডা এখন আরো বেশি তাড়া ...
19/04/2025

দিন পঞ্জিকার ৮৮ টি পাতার মাঝে জমা হয়েছে বিন্দু বিন্দু স্মৃতি। ৮ বছর আগের কলোনির ফ্রায়েড চিকেনের আড্ডা এখন আরো বেশি তাড়া করে। সম্পর্কের যত্ন নিন।

বাবার সাথে ১ম ঈদ। ঈদ মুবারক 🥳😁
31/03/2025

বাবার সাথে ১ম ঈদ। ঈদ মুবারক 🥳😁

ঈদ মুবারক। সালামি না চাইলে কি পাওয়া যায়?
31/03/2025

ঈদ মুবারক।
সালামি না চাইলে কি পাওয়া যায়?

দেখেছেন? জানাবেন, কিভাবে আরো ভালো করতে পারি।
25/03/2025

দেখেছেন? জানাবেন, কিভাবে আরো ভালো করতে পারি।

25/03/2025

পৃথিবীর সবচাইতে বড় মহামারী | প্রাণ হারিয়েছিলো প্রায় ২০ কোটি মানুষ | The Black Death

বাবা, আমাকে ইক্ষুনি একটা ঘোড়া কিনে দাও। আমাদের উমার যখন আমাকে "বাবা" বলে ডাকতে শিখবে তখন সে কত্ত কিছুই না চাইবে। আমার বা...
15/03/2025

বাবা, আমাকে ইক্ষুনি একটা ঘোড়া কিনে দাও।

আমাদের উমার যখন আমাকে "বাবা" বলে ডাকতে শিখবে তখন সে কত্ত কিছুই না চাইবে। আমার বাবা একবার আমায় বলেছিল পাঞ্জাবি চাই, না কি কাবলি। আমি না জেনে, না বুঝেই কাবলি বলেছিলাম। হাতে পাবার পর গায়ে দিতে আমার সে কি লজ্জা। পাঞ্জাবির কানি কেন গোল করে কাটা থাকবে। আমি ঢাকার পথে পথে যখন হাটি, পুরান ঢাকার অলিগলিতে হাটি তখন আমার বাবাকেই বারবার মনে পরে। আমার বাবা এই ইসলামপুরে কতবার এসেছে। তার ক্লান্ত মুখটা আমার মনে পরে।

উমার যখন কান্না করে আমি ও আহলিয়া অস্থির হয়ে যাই। কতশত বার স্যরি বলি। বলি, বাবা তোমাকে তো বকিনি আমি। আমার মা চারজন সন্তান বড় করেছেন। বুঝতে পারি তার রাত জেগে আমাদের কান্না থামানোর মুহুর্ত গুলো কেমন ছিলো। যেমনটা আহলিয়া করেন, তার চোখ ঘুমে নেতিয়ে পরে কিন্তু উমার তার কোলেই থাকবে। অগত্যা কোলে নিয়েই ঝিমুতে হয় তাকে। আমাদের বাবা-মায়েরা এভাবেই প্রতিটি মুহুর্ত আমাদের জন্য ত্যাগ করেছেন। বাবা - মা না হলে তাদের ত্যাগ-কুরবানি অনুভব করা যায় না।

হ্যাঁ বাবা, আরেট্টু বড় হও। ঘোড়া একটা কিনে দেবো তো তোমায়। 💝 উমারের দাদিও বলে " কাদিস না ভাই, তোর বাবা ঘোড়া আনতে গেছে"। পুত্রের চুল গুলো আমার চুলের মতোই থাকবে, ঘোড়ার পিঠে চরে বাতাসে চুলগুলো দুলতে থাকবে। উমারের মা তাকিয়ে থাকবে প্রশান্ত নয়নে৷

আলহামদুলিল্লাহ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emran Mahmud Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Emran Mahmud Shanto:

Share