13/06/2025
আলহামদুলিল্লাহ। গত ১১ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষার জন্য এই গাইড বইটির সংকলন ও সম্পাদনার কাজ শেষ করেছি৷
বইটির মূল কাজ আমি করলেও আমাকে হেল্প করেছে বেশ কয়েকজন ইয়ং স্টার ও সহপাঠী। তাদের সাহায্য ও অসংখ্য ওয়েবসাইট, বিভিন্ন প্রতিষ্ঠানের নানা প্রকাশনার হেল্প নিতে হয়েছে আমাকে। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দু'আ করছি।
রাতের পর রাত, দিনের পর দিন। মোবাইল ফোন, ফেসবুক থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে কাজ করতে হয়েছে। অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ফোন রিসিভ করতে পারিনি এই সময়। ঈদের দিন ব্যাতীত প্রতিটি দিন ভোর থেকে রাত অবদি সময় দিতে হয়েছে। যার জন্য এবার ঈদে তেমন কারো সাথে যোগাযোগ হয়নি। ছোট ছোট ত্যাগ গুলো ও সবার নিরলস পরিশ্রম বইটিকে ভালো বই হিসেবে গড়ে তুলেছে।
দু'আ চাইছি আমাদের নতুন বইটির সফলতার জন্য। যেন কোয়ালিটি অনুযায়ী যথেষ্ট মূল্যায়ন বইটি পায়। এটি চাওয়া আল্লাহর কাছে। আমিন।