
28/07/2025
প্রিয় ঔষধ ব্যাবসায়ীগন, সকলের অবগতির জন্য এই পোস্টটি প্রচার করা হইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল একটা খাম খেয়ালী সিদ্ধ্যান্ত নিয়েছে যা সকল ওষুধ ব্যাবসায়ীদের জন্য ক্ষতিকর, মোট ৫০ প্রকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হবার পরেও বেক্সিমকো আর এগুলো ফেরত নিবেনা যারমধ্যে রয়েছে ( ওটিসি,বক্ষব্যাধী,চক্ষু ও অ্যান্টিবায়োটিক ) তাই আপনারা এই ওষুধগুলোর ব্যাপারে একটু সচেতন থাকবেন, এই ব্যাপারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আলোকপাত কামনা করছি কারন এখানের অনেক ওষুধ রেজিস্টারড ডাক্তারের প্রেস্ক্রিপশন ব্যাতিত বিক্রয় নিষিদ্ধ।