Medicine Market BD

Medicine Market BD Medicine Market BD provides the best medicines solutions online.

কথা কিন্তু সত্য।
22/02/2024

কথা কিন্তু সত্য।

বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,সেই স...
20/02/2024

বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !

ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একই সাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 🖤🖤🖤

👉তিনটি জিনিস একেবারেই ভুলে যানঃ-১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা২) অতীত নিয়ে অনুশোচনা৩) সবসময় দুঃখে কাতর হওয়া👉চারটি জিনি...
20/02/2024

👉তিনটি জিনিস একেবারেই ভুলে যানঃ-
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা
২) অতীত নিয়ে অনুশোচনা
৩) সবসময় দুঃখে কাতর হওয়া

👉চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিনঃ-
১) লবন
২) চিনি
৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার
৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার

আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছে গেছে এবং আজ এবং কালের মধ্যে আপনাদের হাতে চলে যাবে আপনাদের কাঙ...
05/11/2023

আপনাদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো ইতিমধ্যে আমাদের হাতে পৌঁছে গেছে এবং আজ এবং কালের মধ্যে আপনাদের হাতে চলে যাবে আপনাদের কাঙ্খিত প্রোডাক্টগুলো। অল্প সময়ের মধ্যে আপনাদের কাঙ্খিত প্রোডাক্ট গুলো দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে কিছু সময় কিছু সমস্যার কারণে আপনাদের কাঙ্খিত প্রোডাক্টগুলো পৌঁছে দিতে কিছুটা বিলম্বিত হয় এর জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। এরপরও আপনারা আমাদের ওপর আস্থা এবং ভরসা রাখছেন এবং পাশে থাকেন এটা আমাদের বড় প্রাপ্তি। কোন অ্যাডভান্স ছাড়া অল্প সময়ে ইন্ডিয়ান মেডিসিন নিতে আমাদের সাথে থাকবেন।ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ, কাস্টমার এর সন্তুষ্টি আমাদের বড় অর্জন। আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ,আপনাদেরকে...
12/10/2023

আলহামদুলিল্লাহ, কাস্টমার এর সন্তুষ্টি আমাদের বড় অর্জন। আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ,আপনাদেরকে সেবা দিতে পেরে মেডিসিন মার্কেট বিডি ধন্য। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ।

বর্তমান সময়ে আমাদের দৈনিন্দন জীবনে ওষুদ  হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। প্রত্যেকের ঘরে কোনো নাহ কোনো ওষুদ আছে বাহ্ ব্যবহার...
07/10/2023

বর্তমান সময়ে আমাদের দৈনিন্দন জীবনে ওষুদ হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। প্রত্যেকের ঘরে কোনো নাহ কোনো ওষুদ আছে বাহ্ ব্যবহার হচ্ছে , তবে খেয়াল রাখতে হবে ওষুদ কিন্তু আর ৫ টি অন্যান প্রোডাক্টের মতো নাহ যে একটু জ্বর জ্বর ভাব হলেই বাহ্ একটু কিছু হলেই নিজের মতো করে প্রেসক্রিপশন বানিয়ে চানাচুর বিস্কুট এর মতো ওষুদ খেয়ে নিই। আমরা অনেকেই অবগত নয় যে প্রতেককটা ওষুদের একটা নিয়ম বাহ্ সঠিক ডোজ আছে ,হয়তোবা এভাবে ওষুদ খেতে গিয়ে ফুল ডোজ টা কমপ্লিট করি নাহ,এতে লাভের চেয়ে হয়তো ক্ষতি বেশি হয় কিন্তু এই ক্ষতি সেই সময় আমরা বুজতে পারি না কিন্তু পরবর্তীতে তা হাড়ে হাড়ে টের পাই,একটি কথা মনে রাখতে হবে ওষুদ ঠিক জায়গায় ব্যবহার করলে নিরামক হিসাবে কাজ করবে আর ভুল জায়গায় ব্যবহার হইলে মরণঘাতি বিষ হিসাবে কাজ করবে।ওষুদ খাওয়া এবং সংরক্ষন এ সচেতন হওয়া উচিত,সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরি...
29/03/2023

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?

আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরিচিত রোগে পরিণত হয়েছে এখন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগলেও তারা সেই সম্পর্কে অবগত থাকেন না। উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীই জানেন না যে তারা এ রোগে ভুগছেন, গবেষণায় উঠে এসেছে এমন সব তথ্য। অথবা জানলেও অনেকে ভুল ধারণা মনে নিয়ে দিন পার করেন! রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য সময়মতো যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে এই ঝুঁকি দিন দিন বাড়তেই থাকে। হুট করেই রক্তচাপ বেড়ে গেলে করণীয় কী, সেটাই জানবো আজকের ফিচারে।

উচ্চ মাত্রায় লবণযুক্ত খাবারের তালিকা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাবারে লবণের মাত্রা হিসেব করা খুবই জরুরি। অনেক সময় না জেনেই আমরা লবণযুক্ত এমন অনেক খাবার খাই যার ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। চলুন জেনে নেই তাহলে-

১) ভাতের সাথে অতিরিক্ত লবণ, শুঁটকি বা নোনা ইলিশের শুঁটকি, সয়া সস ও ফিস সসযুক্ত রেস্টুরেন্ট এর খাবার, ফ্রোজেন মিট যেমন সসেজ ও মিট বল, রেডিমেড স্যুপ, পান্তা ভাত ইত্যাদি।

২) লবণযুক্ত স্ন্যাকস বা নাস্তা- ইনস্ট্যান্ট নুডলস, পাস্তা, চটপটি, অতি মাত্রায় বিট লবণ ও চাট মসলা যুক্ত ফুচকা, লবণযুক্ত বাদাম, ফ্রেঞ্চ ফ্রাই, অন্যান্য ফাস্ট ফুডস, চিপস, কুকিস, নিমকি, চানাচুর, পপকর্ন, বিভিন্ন রকম প্রসেসড ফুড যেমন ডালপুরি, সিঙ্গারা, নাগেটস ইত্যাদি।

আনহেলদি ফুডস

৩) উচ্চমাত্রায় লবণযুক্ত পানীয়- বোরহানী, জিরা পানি, ঘোল, লাবাং বা মাঠা।

৪) এছাড়াও ফল লবণ দিয়ে খাওয়া, রেডিমেড মসলা, আচার, চাটনি, মেয়োনিজ, টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, সালাদ ড্রেসিং ইত্যাদি উচ্চ রক্তচাপের কারণ হতে পারে।

মেডিসিন ছাড়াই উচ্চ রক্তচাপ কমানোর উপায়
ওজন নিয়ন্ত্রণ করুন
অতিরিক্ত ওজন হ্রাস এবং কোমর বা পেটের বাড়তি চর্বি কমানোর মাধ্যমে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলা যায়। প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য কোমরের মাপ যদি ৪০ ইঞ্চির বেশি হয় এবং মহিলাদের ক্ষেত্রে যদি কোমরের মাপ ৩৫ ইঞ্চির বেশি হয় তবে তারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছে বলে ধরা হয়।

ওয়ার্ক আউট করুন
নিয়মিত ব্যায়াম করলে প্রায় ৫ থেকে ৮ মি.মি./মার্কারি উচ্চ রক্তচাপ কমানো যায়। তাই নিয়মিত ব্যায়াম করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিগেইনার হিসেবে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম করা উচিত। আউটডোর এক্সারসাইজ করতে চাইলে হাঁটাহাঁটি, জগিং, সাইক্লিং, সাঁতার কাটা ইত্যাদি বেশ ভালো অপশন। বাইরে যেতে না পারলে ঘরেই ব্যায়াম করে নিতে পারেন। এই লাইট ওয়ার্ক আউট আপনাকে ফিট থাকতে হেল্প করবে।

এক্সারসাইজ

হেলদি ডায়েট চার্ট মেনে চলুন
স্বাস্থ্যসম্মত খাবার তালিকা বা হেলদি ডায়েট মেনে চললে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। শস্য জাতীয় খাবার, ফল, শাক সবজি, কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার, লো স্যাচুরেটেড ফ্যাট বা কোলেস্টেরল সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপকে ১১ মি.মি./মার্কারি পর্যন্ত কমাতে পারে। এছাড়াও খাদ্যে থাকা পটাশিয়াম রক্তচাপের উপর লবণের (সোডিয়াম) প্রভাব কমাতে পারে। পটাশিয়ামের সর্বোত্তম উৎস হলো ফল, শাক সবজি।

ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
মদ্যপানের অভ্যাস থাকলে সেটি ত্যাগ করতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে সেটিও একদম বাদ দিতে হবে। ধূমপান বন্ধ করলে তা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে। এটি হৃদরোগের ঝুঁকিও কমাতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে আপনি সুস্থ থাকবেন।

কাঁচা লবণ এড়িয়ে চলুন
খাদ্য তালিকায় লবণের (সোডিয়াম) পরিমাণ কমিয়ে ফেলুন। কাঁচা লবণ না খাওয়াই ভালো। খাদ্যে সোডিয়ামের সামান্য হ্রাসও হৃদরোগের উন্নতি করতে পারে এবং উচ্চ রক্তচাপ প্রায় ৫ থেকে ৬ মি.মি./মার্কারি কমাতে পারে। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ১ চা চামচ আয়োডিনযুক্ত লবণ খেতে পারবে (সারা দিনের সব খাবার মিলিয়ে)।

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে এড়িয়ে চলুন লবণ

ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখুন
সুস্থ থাকতে হলে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। কয়েক সপ্তাহ ধরে প্রতি রাতে ৬ ঘন্টার কম ঘুমালে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার, ইনসমনিয়া, সাধারণ নিদ্রাহীনতা, দুশ্চিন্তা ইত্যাদি বিভিন্ন কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এসব সমস্যার কোনোটিতে ভুগে থাকলে তা চিহ্নিত করে নির্মূল করার ব্যবস্থা নিতে হবে। ডাক্তার যদি ঘুমের জন্য মেডিসিন দেন, তাহলে সেটা নির্দিষ্ট ডোজে খেতে হবে।

টেনশন ফ্রি থাকার চেষ্টা করুন
হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য সব ধরনের দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের প্রেশার, আর্থিক অবস্থার অবনতি, পারিবারিক কলহ বা অসুস্থতা ইত্যাদি উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণ কী তা খুঁজে বের করতে হবে এবং আগে এই সমস্যার সমাধান করতে হবে।

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কী করবেন

নিয়মিত রক্তচাপ মনিটর করুন
হাই ব্লাড প্রেশারের রোগীর রক্তচাপ নিয়মিত মনিটর করতে হবে এবং যেকোনো শারীরিক অসুস্থতায় দ্রুত চেকআপ করাতে হবে। ভুলে গেলে চলবে না, মানসিক সুস্থতার জন্য ফ্যামিলি এনভায়রনমেন্ট শান্তিময় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। হাই প্রেশারের রোগী ঠিকমতো মেডিসিন খাচ্ছে কিনা, হেলদি ফুডচার্ট মেনে চলছে কিনা; সেটা পরিবারের সদস্যদেরও খেয়াল রাখা উচিত।

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে করণীয় কী?
দুশ্চিন্তা কমিয়ে ফেলার জন্য আপনি ডিপ ব্রেথ নিন ( জোরে শ্বাস নিয়ে ২ সেকেন্ড পর আস্তে আস্তে শ্বাস ছাড়ুন)
না ঘাবড়িয়ে স্বাভাবিক অবস্থায় থাকার চেষ্টা করুন
যদি সম্ভব হয় শুয়ে থাকুন কিছু সময়
সেদিন আপনি যে প্রেশারের ওষুধ খাবেন বা খেতেন, সে ওষুধটি সঙ্গে সঙ্গে খেয়ে নিন
মাথায় পানি বা বরফ দিয়ে সাময়িক উপশম পাওয়া যায়
সুস্থ ব্যক্তির হুট করেই রক্তচাপ বেড়ে গেলে তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে
রেড মিট, ডিম, চিংড়ি, উচ্চ মাত্রায় লবণ আছে এমন স্ন্যাকস খাওয়া থেকে বিরত থাকুন
হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে না আসলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে
মেডিসিন
তেঁতুল পানি কি হাই ব্লাড প্রেশার কমিয়ে দেয়?
অনেকে প্রেশার বাড়লে তেঁতুলের শরবত খায়, চিকিৎসা শাস্ত্রে এই নিয়ে কোনো নীতিমালা নেই। তবে তেঁতুলে থাকা অ্যাসিড রক্তকে কিছুটা লঘু করে এবং এতে ব্লাড প্রেশার কমে। তেঁতুলে পটাশিয়াম থাকায় তা উচ্চ রক্তচাপ কমিয়ে আনতে কিছুটা ভূমিকা রাখতে পারে। তবে এটা কোনো স্থায়ী সমাধান দেয় না, তাই চিকিৎসকের পরামর্শে যথাযথভাবে মেডিসিন নিতে হবে।

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কী কী করা উচিত, সেগুলো আমাদের জানা হয়ে গেলো। জীবনধারায় কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনলে সেটা উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়। এছাড়া ইতোমধ্যে উচ্চ রক্তচাপ হয়ে থাকলে সেটি নিয়ন্ত্রণেও সহায়তা করে। বিভিন্ন রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে ভিন্ন ভিন্ন পদ্ধতি কার্যকর হতে পারে। আপনার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত তা জানতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

15/03/2023

প্রিয় কাস্টমার,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে অল্প কিছুদিনের জন্য আমাদের ফোন নাম্বারটি বন্ধ আছে। আপনারা যোগাযোগ করতে চাইলে দয়া করে 01920447402 এই নাম্বারে Whatsapp এ অথবা আমাদের পেইজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

  advance  price & Cash on delivery......আপনারা যারা দেশের বাইরে বিশেষ করে ভারতে গিয়ে চিকিৎসা করান তারা প্রায়শই একটা সমস...
17/01/2023

advance
price & Cash on delivery......
আপনারা যারা দেশের বাইরে বিশেষ করে ভারতে গিয়ে চিকিৎসা করান তারা প্রায়শই একটা সমস্যায় পড়তে হয়।
তা হলো সেখানকার ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশনের ঔষধ বাংলাদেশে পাওয়া যাই না। এই সমস্যার সমাধান আছে আমাদের কাছে।
যে কোনো ইন্ডিয়ান ঔষদ সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
Whatsapp: 01920447402
বিস্তারিত জানতে আমাদের পেইজ এ ইনবক্স বা কল করুন।
আমাদের নিকট ভারতের বিখ্যাত হাসপাতালের ডাক্তারদের ঔষধ পাওয়া যায়।মেডিসিন সরবরাহ করে থাকি 5-7 দিনের মধ্যে ।

31/12/2022
Healthy Heart: সুস্থ হার্টের জন্য সুস্থ জীবনযাত্রা--------------------------------------------------হার্ট বিকল হয়ে যাওয়া...
10/11/2022

Healthy Heart: সুস্থ হার্টের জন্য সুস্থ জীবনযাত্রা
--------------------------------------------------
হার্ট বিকল হয়ে যাওয়া (HF) একটি দীর্ঘমেয়াদী রোগ যা ধীরে ধীরে খারাপ হতে থাকে। এটি যে কোনও ব্যক্তিরই হতে পারে, যদিও বয়স্ক লোকেদের HF1 হওয়ার ঝুঁকি বেশি থাকে। চিকিৎসকরা সাধারণত HF–এর রোগীদেরকে জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তন আনতে বলেন যা তাদেরকে উপসর্গ নিয়ন্ত্রণ ও রোগের অগ্রগতি ধীর করে দিয়ে রোগটি1 নিয়ন্ত্রণে সাহায্য করে।

হার্ট ফেলিওর (হার্ট বিকল হয়ে যাওয়া) কী?
হার্ট যখন শরীরের চাহিদা অনুসারে পর্যাপ্ত রক্ত পাম্প করার সামর্থ্য হারিয়ে ফেলে তখন তা হার্টের একদিক বা উভয় দিককেই প্রভাবিত করে। তার মানে এই নয় হার্ট কাজ করা বন্ধ করে দেয়, তবে হার্ট সম্পূর্ণ সামর্থ্য2 নিয়ে রক্ত পাম্প করতে পারে না।

হার্টের কার্যকলাপ বিঘ্নিত হলে নিম্নলিখিত উপসর্গ দেখা দিতে পারে2:
রক্ত এবং তরল ফুসফুসে জমে যাওয়া
পায়ের পাতা, গোড়ালি এবং পায়ে তরল জমে যাওয়া (ইডিমা)
ক্লান্তি
শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হওয়া
হার্ট ফেলিওরের (হার্ট বিকল হওয়ার) কারণ কী?
প্রায়শই হার্ট বিকল হয়ে যাওয়া হৃদরোগের শেষ পর্যায়ে ঘটে।

যে রোগগুলি থেকে HF দেখা দিতে পারে সেগুলি হল নিম্নলিখিত3:
করোনারি আর্টারি রোগ (ধমনী আটকে যাওয়া)
হার্টের ভাল্ভে সমস্যা দেখা দেওয়া
উচ্চ রক্তচাপ
জন্মগতভাবে হার্টের রোগ বা ত্রুটি থাকা
অনিয়মিত হৃদস্পন্দন
কার্ডিওমায়োপ্যাথি (হার্টের পেশির রোগ)
হার্ট অ্যাটাক
ফুসফুসের রোগ
ডায়াবেটিস
হাইপারথাইরয়েডিজম
মাত্রাতিরিক্ত মদের মত বিষাক্ত পদার্থ
জীবনযাত্রার পরিবর্তন করলে কি হার্ট বিকল হয়ে যাওয়া রোগীরা উপকৃত হবেন?
গবেষণার ফলে দেখা গেছে যে বাজে খাদ্যাভ্যাস, মাত্রাতিরিক্ত ওজন, এবং শারীরিক কার্যকলাপের খামতির মত জীবনযাত্রার বিষয়গুলি থেকে HF–এর সূত্রপাত হয়। বহু গবেষণায় এটি প্রমাণিতও হয়েছে যে জীবনযাত্রা সংশোধন করলে তা HF4 প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

আপনার HF4,5থাকলে নিম্নলিখিত পরামর্শগুলি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে:
ধূমপান ছাড়ুন: সিগারেটের ধোঁয়ায় নিকোটিন থাকে যা রক্তচাপ এবং হৃদস্পন্দন বাড়ায়। ধূমপানের ফলে রক্তনালীগুলিতে একটি আঠালো পদার্থও জমতে থাকে। ধূমপান ছাড়া হার্টের স্বাস্থ্যের পক্ষে সত্যিই সহায়ক হতে পারে।
সুস্থ ওজন বজায় রাখুন: আপনার পক্ষে আদর্শ এমন একটি ওজন বজায় রাখুন। এটি এমন একটি উপায় যাতে আপনি ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি গুরুত্বপূর্ণ হারে কমাতে পারেন।
আপনি কতটা তরল গ্রহণ করছেন তার পরিমাণের দিকে নজর রাখুন: HF থাকা মানুষজনের শরীরে তরল ধারণের প্রবণতা থাকে। সেজন্যই, তরল গ্রহণের পরিমাণে লক্ষ্য রাখাটা জরুরী হয়ে পড়ে। শরীরে তরল ধারণ প্রতিরোধ করার জন্য আপনার কতটা তরল নেওয়া দরকার তা আপনার চিকিৎসক বলে দিতে পারেন।
মদ্যপান করা এড়ান: আপনার চিকিৎসকের সাথে মদ্যপানের ব্যাপারে আলোচনা করুন। এমনকি চিকিৎসক হ্যাঁ বললেও আপনি যদি মদ্যপানের পরিমাণ স্বল্পতম রাখতে পারেন তাহলেই ভালো হবে।
ক্যাফিন এড়ান: আপনার HF থাকলে ক্যাফিন নেওয়ার পরিমাণ সীমিত রাখুন।
হার্টের পক্ষে স্বাস্থ্যকর ডায়েট খান: ট্রান্স-ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট (মাখন, মাঠাওয়ালা দুধের মত দুগ্ধজাত দ্রব্য এবং কুকি ও ক্র্যাকারের মত জিনিস), পাঁঠার মাংস, মিষ্টি পানীয় ও মিষ্টি খাওয়া এড়ান। আপনার সোডিয়াম গ্রহণের পরিমাণ সীমিত করুন। ডায়েটে ফল, শাকসব্জী, শুঁটি এবং বাদাম যোগ করুন। গবেষণার ফলে দেখা গেছে যে খাদ্যাভ্যাসের এই পরিবর্তনগুলি HF4 প্রতিরোধ করতে পারে।
শারীরিকভাবে সক্রিয় থাকুন: শরীরচর্চাকে আপনার দৈনন্দিন রুটিনের অঙ্গ করে তুলুন। চিকিৎসক ও ফিজিক্যাল থেরাপিস্টদের সাথে এমন একটি ফিটনেস রুটিন নিয়ে আলোচনা করুন যা আপনার চাহিদা অনুসারে তৈরি হয়। হাঁটা, মাসল ও স্ট্রেন্থ ট্রেনিংয়ের মত শরীরচর্চা উপযোগী হলেও, সেগুলি নিজে থেকে করতে যাওয়ার আগে চিকিৎসকের উপদেশ ও মতামত নিয়ে নেওয়াই ভালো।
আপনার চাপ নিয়ন্ত্রণে রাখুন: গবেষণায় দেখা গেছে যোগ, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এবং ধ্যান HF নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহায়ক হতে পারে। এটি প্রদাহজনিত প্রক্রিয়া কমায় এবং শরীরচর্চার সামর্থ্য বাড়ানোর মাধ্যমে চাপ কমায়। মন্ত্র উচ্চারণ করে যে ধ্যানগুলি করা হয় সেগুলির কৌশল HF থাকা ব্যক্তিদের উদ্বেগ ও চাপ কমাতে সাহায্য করতে পারে। তাই-চিও HF থাকা ব্যক্তিদের জীবনের মান উন্নত করতে পারে।
সাপ্লিমেন্ট নিলে তা সাহায্য করতে পারে: আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তাঁর উপদেশ অনুসারে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিনের মত সাপ্লিমেন্ট নিন।
নিয়মিত চেক-আপ করিয়ে, ওষুধ খেয়ে, রক্তচাপ সঠিক সীমায় বজায় রেখে এবং HF থাকা ব্যক্তিদের জন্য যৌন কার্যকলাপ সম্পর্কিত নিম্নলিখিত নির্দেশিকা অনুসরণ করে আপনার উপসর্গ অনুধাবন করুন। ফ্লুয়ের টিকা নিলে তা আপনার পক্ষে সহায়ক হবে কিনা চিকিৎসককে জিজ্ঞাসা করে নিন, কারণ ফ্লু আপনার হার্টের কাজের উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে। আপনার রুটিনে এই পরিবর্তনগুলি করলেই দেখবেন আপনার জীবনের5 মানের উপরেও ভালো প্রভাব পড়ছে। জীবনাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন আনুন, এমনকি আপনার HF থাকলেও সুস্থ সক্রিয় জীবন নিয়ে বাঁচার রাস্তা বেছে নিন!

Address

Dhanmondi
Dhaka
1205

Telephone

+8801920447402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Market BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram