
13/08/2023
ঠান্ডা, জ্বর, সর্দি-কাশি সহ যেকোন সিজনাল ফ্লু এর বিরুদ্ধে লড়তে শরীরে দরকার পর্যাপ্ত ভিটামিন - সি। এই কথা আমরা বরাবরই বলে আসছি।
সিজনাল ফ্লু চলাকালীন সময়ে আমাদের ইনবক্সে ভিটামিন সি এর চাহিদা ই এ কথার সত্যতা প্রমাণ করে।
বর্তমান সময়ে প্রায় ঘরে ঘরে কেউ না কেউ জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছে। তার সাথে সাথে বেড়ে চলেছে ভিটামিন- সি এর চাহিদা। বিগত কয়েকদিনের মধ্যেই আমাদের ভিটামিন সি প্রায় স্টক আউট।
চাহিদা মেটাতে আমরা যত দ্রুত সম্ভব ভিটামিন-সি স্টক করার চেষ্টা করছি।
রোগ-বালাই থেকে কারোর ই চিরমুক্ত থাকা সম্ভব নয় কিন্তু তার প্রতিরোধ এবং প্রতিকার এর চেষ্টা অবশ্যই সম্ভব। সেই চেষ্টায় আপনাদের সাথে থাকতে পারাই আমাদের লক্ষ্য।
ভালো ও সুস্থ থাকুন সবাই।
#ভিটামিন_সি