27/07/2022
বিবাহের বয়সীমা
বাল্যবিবাহ নিরোধ আইন- ২০১৭অনুযায়ী,
1. বরের বয়স ২১ পূর্ণ হতে হবে ।
2. কনের বয়স ১৮ পূর্ণ হতে হবে ।
বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. NID বা ভোটার আইডি ।
2. পাসপোর্ট এর ফটোকপি ।
3. অনলাইন জন্মসনদ ।
4. এসএসসি/দাখিলের রেজিস্ট্রেশনকার্ড বা সার্টিফিকেট ।
5. ৩-৪ জন সাক্ষী।
বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন - 01857-545057
তালাক জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন,
1. কাবিননামা।
2. ND বা ভোটার আইডি ।
3. ৩-৪ জন সাক্ষী।
আপনাদের লোকেশন /Address কোথায়?
ঢাকা নিউমার্কেট-হাতিরপুল কাজী অফিস ( ১৮, সাবেক ৫২ নং ওয়ার্ড , ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ) নিউমার্কেট, নীলক্ষেত, হাতিরপুল, নিউ এলিফ্যান্টরোড, কাটাবন, নাঈমরোড, সাইন্সল্যাব, কলেজস্ট্রিট, সীমান্তস্কয়ার, সেন্ট্রালরোড, পিলখানা এলাকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক সরাসরি অনুমোদিত (নিয়োগপ্রাপ্ত) বিবাহওতালাক রেজিষ্ট্রি অফিস। বাংলাদেশের যে কোন এলাকার নাগরিক ও প্রবাসী বাংলাদেশীগণ এখান থেকে তাদের বিয়ে ও তালাক রেজিষ্ট্রি করতে পারেন।
Marriage cost in Bangladesh / ম্যারেজে খরচ?
২০০৯-এর ২১ বিধি অনুযায়ী,
কাবিন নামায় ৪ লাক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে ১২৫০ টাকা, এবং
পরবর্তি প্রতি লাখ বা তার অংশ বিষেশের জন্য ১০০ টাকা প্রদান করতে হবে।
আপনি কাবিন করবেন
এক লাখ টাকা হলে ১২৫০ টাকা,
2 লাখ টাকা হলে ২৫০০ টাকা,
3 লাখ টাকা হলে ৩৭৫০ টাকা,
৪ লাখ টাকা হলে ৫০০০ টাকা,
5 লাখ টাকা হলে ৫১০০ টাকা।
আপনি কাবিন করবেন ৬ লক্ষ টাকা, তাহলে আপনার কাবিন খরচ হবে,
প্রথম চার লক্ষ টাকায় (১২৫০*৪)= ৫০০০ টাকা, এবং
পরবর্তি দুই লাখে (১০০*২) = ২০০ টাকা।
মোট কাবিন খরচ (৫০০০+২০০) = ৫২০০ টাকা।
তাহলে আপনার কাজি অফিসের কাজ শেষ (৫০০০+২০০) = ৫২০০ টাকায়।
আপনাদের অফিস সরকার অনুমোদিত?
হ্যা, সরকার অনুমোদিত।
★বিয়ের নিবন্ধন করা কি জরুরী বা বাধ্যতামূলক?
মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ অনুযায়ী, প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে, অর্থ্যাৎ মুসলিম আইনে প্রতিটি বিবাহের নিবন্ধন বাধ্যতামূলক।
কার সঙ্গে কার, কত তারিখে, কোথায়, কত দেনমোহর ধার্য, কী কী শর্তে বিয়ে সম্পন্ন হলো, সাক্ষী ও উকিলের নাম প্রভৃতির একটা হিসাব সরকারি নথিতে লিখে রাখাই হলো নিবন্ধন।
বর্তমান আইন অনুযায়ী বিয়ে নিবন্ধন করার দায়িত্ব মূলত বরের। বিয়ে সম্পন্ন হওয়ার ৩০ দিনের মধ্যে বিয়ে নিবন্ধন করা বাধ্যতামূলক। অন্যথায় কাজি ও পাত্রের দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় ধরনের সাজার বিধান রাখা হয়েছে। বিয়ে রেজিষ্ট্রী না করে শুধুমাত্র হলফনামায় ঘোষণা দিয়ে ঘর-সংসার করার প্রবণতা অমাদের দেশে ক্রমেই বাড়ছে। অথচ এর কোন বৈধতা নেই। বিশেষ কয়েক শ্রেণীর নারী-পুরুষের মধ্যে এরকম বিয়ের প্রবণতা বেশী দেখা যায়। তন্মধ্যে গার্মেন্টস শ্রমিক, যৌন কর্মী এবং বিশেষ প্রেম-ঘটিত তরুণ-তরুণী।
★নিবন্ধন করা থাকলে সুবিধা কি?
♣বিয়ে নিবন্ধন করা থাকলে তালাকের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা সহজ হয়।
♣স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণ আদায়ের জন্য কাবিননামার প্রয়োজন হয়।
♣সন্তানের বৈধ পরিচয় নিশ্চিত করার জন্য কাবিননামার প্রয়োজন হয়।
♣কাবিননামা ছাড়া শুধু বিয়ের হলফনামা সম্পন্ন করা হলে বৈবাহিক অধিকার আদায় দুঃসাধ্য হয়ে পড়ে।
★সাক্ষী ছাড়া কি বিয়ে হবে?
না। সাক্ষী অবশ্যই লাগবে। মুসলিম বিয়ের ক্ষেত্রে উপযুক্ত সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করতে হবে। প্রাপ্ত বয়স্ক ২ জন পুরুষ অথবা ১ জন পুরুষ ও ২ জন মহিলা সাক্ষী থাকতে হবে।
★বয়স কত হতে হবে?
ছেলে ও মেয়েকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। অর্থ্যাৎ ছেলের ক্ষেত্রে ২১ এবং মেয়ের ক্ষেত্রে ১৮ বছর হতে হবে।
প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র যদি থাকে তা কাজীর কাছে নিয়ে যেতে হবে। পরিচয়পত্র যদি না থাকে তবে এসএসসি পাশের সনদ কিংবা জন্মনিবন্ধন পত্র সাথে নিয়ে গেলেই হবে। আর ছেলে/মেয়ে দুইজনের দুই কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
কোর্ট ম্যারেজ (Court marriage) কি?
আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিধান নেই। এটি একটি লোকমুখে প্রচলিত শব্দ। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকেই বোঝানো হয়ে থাকে।
এ হলফনামাটি ২০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। এটি বিয়ের ঘোষণামাত্র। অর্থাৎ এ হলফনামার মাধ্যমে বর-কনে নিজেদের মধ্যে আইন অনুযায়ী বিয়ে হয়েছে, এ মর্মে ঘোষণা দেয় মাত্র।
কোর্ট ম্যারেজ পূর্ণাঙ্গ বিবাহ নয়, সূতরাং কোর্ট ম্যারেজের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রি করে নেবেন।
★কোর্ট ম্যারেজ করে ফেললে করণীয় কি?
যদিও কোর্ট ম্যারেজ বলে কোনো বিয়ে নেই, তবু প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজের নামে কেউ শুধু বিয়ের হলফনামা করে থাকলে এবং বিয়েটি নিবন্ধন করা না থাকলে চিন্তিত হওয়ার কিছু নেই। কাজির সঙ্গে সরাসরি আলাপ করে বিয়ে নিবন্ধন করে নেওয়া উচিত এবং হলফনামার সঙ্গে সব তথ্য ও তারিখ মিল রেখে বিয়ের নিবন্ধন করে নিতে হবে। হিন্দুরাও বিয়ে নিবন্ধন করে নিতে পারেন
Court marriage cost in Bangladesh / কোর্ট ম্যারেজে খরচ?
(উকিল, নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের ফি, স্টাম্প সহ) ৩০০০ টাকা। তবে অনেক সময় এটা কিছু কম বেশি হয়ে থাকে।
তাহলে আপনার ৬ লক্ষ টাকা কাবিন নামা এবং কোর্ট ম্যারেজ করতে মোট খরচ হবে (৫২০০+৩০০০) ৮২০০টাকা।
কোর্ট ম্যারেজে কি লাগে? paper requirement for court marriage
১। দুই জন প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষি।
২। দুই কপি ছবি। (ছেলে মেয়ে উভয়ের)
৩। এন আই ডি/ এস এস সি, এইচ এস সি সনদ/ জন্ম সনদ। (ছেলে মেয়ের উভয়ের)
কোর্ট ম্যারেজ করতে বয়স কত লাগে?
বয়স অবশ্যই আঠারো (মেয়ে) ও একুশ (ছেলে) হতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে বয়সের শিথিলতা রয়েছে।