Dr. Kamrul Hasan Ripon

Dr. Kamrul Hasan Ripon Treat the patient the way u want to be treated...

23/10/2024

"সে সারাদিন ঘরে বসে থাকে, বাইরে এমনকি বারান্দায় ও আসে না..ইদানিং হাটার সময় কেমন যেন হাসের মতো হেলেদুলে হাটে...
তার মা বলে যা একটু বাজার করে আন,
সে বলে না আম্মা শরীর টা ব্যাথা করে, ম্যাজম্যাজ করতেছে, না যাই।"

ডায়াগনোসিস কী?
ব্যাখ্যা টা কি হতে পারে?

(এসব সুন্দর সুন্দর টুইস্ট গুলার জন্যই মেডিসিন এর প্রেমে পড়ে গিয়েছি)

05/05/2024

💥ORS💥

ওরস্যালাইন কোন জুস না, শরবত ও না, এটি একটি ওষুধ। এবং নিয়ম মেনেই তা খেতে হবে অর্থাৎ আধা লিটার পানিতে একটি প্যাকেট।

ডায়রিয়ার রোগীকে স্যালাইন খাওয়ানোর প্র‍য়োজন হয়। স্যালাইন কে মিস্টি বানানোর জন্য অনেকে ১ গ্লাস পানিতে ৩-৪ টি স্যালাইন মেশায়, এতে শরীরের যে ক্ষতি টা হয় মেডিকেলিয় ভাষায় তার নাম " Pontine Demyelination ".....অনেক সময় তা রোগীর মৃতু্্যর কারন হতে পারে।

তাই নিয়ম মেনে স্যালাইন পান করুন। আধা লিটার পানিতে ১ টি স্যালাইন গুলান।

বি দ্র : Pontine Demyelination সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নক দিতে পারেন।

29/01/2024

🚫Hepatitis -E🚫

নাম টির সাথে কম বেশি সবাই আমরা পরিচিত...গর্ভবতী মায়েদের জন্য এটি একটি ত্রাসের নাম।
ম্যক্সিমাম ক্ষেত্রে এটি ছড়ায় আন্ডারকুকড মিট বা আধা সেদ্ধ মাংস খাওয়ার মাধ্যমে..

গর্ভবস্থায় আমরা সবচেয়ে বেশি ভয় পাই এই হেপাটাইটিস-ই নিয়ে.. গর্ভবতী মায়ের হেপাটাইটিস- ই হলে সেক্ষেত্রে অনেক বেশি চান্স থাকে লিভার ফেইলুর এর.... এবং এর ফলে মৃত্যুহার অনেক বেশি...
তাই গর্ভাবস্থায় বাইরের ফাস্টফুড জাতীয় আইটেম যেমন - গ্রিল, বারগার, ফুচকা ইত্যাদি বাইরের খাবার থেকে দূরে থাকুন।

❌🍔🍗🍖🍕❌

10/10/2023

🤎 Vitamin B7( Biotin) & Zinc
চুল পড়ে যাওয়ার অনেকগুলো কারনের মধ্যে দুইটি হলো বায়োটিন এবং জিংক এর ঘাটতি 🥸🥸

09/10/2023

🤎 Vitamin B1( Thiamin)
থায়ামিন শরীরে খুব অল্প পরিমানে জমা থাকে... তাই যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খুব কম খায় তাদের খুব দ্রুত সময়ের মধ্যেই (মাত্র ১ মাস) শরীরে ভিটামিন বি১ এর ঘাটতি দেখা দিতে পারে।

15/08/2023

🟥Suppressed TSH is the risk factor for which condition❓

13/08/2023

🟥Which is the integral component of monodeiodinases.

06/08/2023

🟥Which Vitamin supplements should be avoided to prevent Renal (calcium) stone ?

02/08/2023

🟥What are/is the mainstay of therapy for Renal cell carcinoma❓

🟥A patient with chronic kidney disease is taking ACEi and ARB...🟩What adv will u give the patient after prescribing thes...
31/07/2023

🟥A patient with chronic kidney disease is taking ACEi and ARB...

🟩What adv will u give the patient after prescribing these drugs?

31/07/2023

🟥In a CKD patient, u found low level of albumin...

🟩Which condition will u suspect❓

26/07/2023

Dx❓

Address

Mohakhali
Dhaka

Telephone

+8801850385168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kamrul Hasan Ripon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Kamrul Hasan Ripon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category