Zasu Care

Zasu Care TO HELP PEOPLE LIVE A HEALTHY LIFE OF INDEPENDENCE ON THEIR OWN TERMS

The quality of care a caregiver provides can depend on several factors, including their level of education, training, ex...
27/10/2023

The quality of care a caregiver provides can depend on several factors, including their level of education, training, experience, and interpersonal skills.Our caregivers are well-trained, compassionate, and committed to their work and can provide better care to our care receivers.

Affordable: Our caregivers are better because we offer affordable caregiving services without compromising on quality.

Trained: We understand the importance of hiring trained caregivers who can deliver high-quality services that meet the unique needs of each care receiver.

Upskilled: We understand the importance of caregivers staying up-to-date with the latest developments in the field of caregiving, and as such, we invest in the training and development of their caregivers.

Monitoring: Our caregivers are better because they are carefully monitored by the company to ensure that they are providing the highest quality of care to their care receivers. Monitoring caregivers is an essential aspect of ensuring that our care receivers receive the best possible care and support.

Empathetic: Our caregivers are trained to listen actively and provide emotional support to their care receivers.

আপনার পরিবারে এমন কেউ কী আছেন যাদের বয়স কিংবা অসুস্থতার কারণে নিত্যদিনের কাজ করতে সমস্যা হচ্ছে? এমন  হচ্ছে যে আপনার ব্যস...
23/10/2023

আপনার পরিবারে এমন কেউ কী আছেন যাদের বয়স কিংবা অসুস্থতার কারণে নিত্যদিনের কাজ করতে সমস্যা হচ্ছে?

এমন হচ্ছে যে আপনার ব্যস্ততার কারণে আপনি সবসময় তাদের সময় দিতে পারছেন না?

চিন্তার কোনো কারণ নেই!
আপনার প্রিয়জনের (১২ ঘন্টা বা ২৪ ঘন্টা) প্রয়োজন অনুযায়ী সেবা নিশ্চিত করার জন্য আমরা দিচ্ছি অভিজ্ঞ কেয়ারগিভার। আমাদের অভিজ্ঞ কেয়ারগিভার সবসময় প্রস্তুত আপনার সেবায়।

দ্রুত প্রিয়জনের জন্য সেবা নিতে এখনি কল করুনঃ 01713917342, 01718-328532 (WhatsApp)

একজন ডিমেনশিয়া আক্রান্ত রোগীর যত্ন নিতে প্রয়োজন ধৈর্য, বিশেষ মনোযোগ ও সহানুভুতি। তাদের অনেক সময় নিয়ে খাওয়ানো, তাদের মান...
23/10/2023

একজন ডিমেনশিয়া আক্রান্ত রোগীর যত্ন নিতে প্রয়োজন ধৈর্য, বিশেষ মনোযোগ ও সহানুভুতি।

তাদের অনেক সময় নিয়ে খাওয়ানো, তাদের মানসিক অবস্থা বুঝা, তাদের একই প্রশ্নের উত্তর বার বার দেয়া, সময়মত ওষুধ খাওয়ানো এসব কিছু অনেক সময় মানসিক এবং শারীরিক ভাবে কষ্টদায়ক হয়ে উঠে।

তাই আপনার ডিমেনশিয়া আক্রান্ত প্রিয়জনের যত্ন নেয়ার জন্য আমরা আছি আপনার পাশে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ কেয়ারগিভাররা অনেক যত্ন এবং ধৈর্য নিয়ে রোগীর সেবা দিয়ে থাকে।

ডিমেনশিয়া কেয়ার এর মধ্যে যা রয়েছে- রোগীকে দৈনন্দিন কাজে সহায়তা করা যেমন সময়মত ওষুধ খাওয়ানো, খাবার ঠিকমত খাওয়ানো, ডাইপার পরিবর্তন করা, হাইজিন মেইনটেইন করা, মেমরী রিগেইন করানোর জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম করানো থেকে শুরু করে তার সাথে সুন্দর সময় কাটানো।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 01713917342, 01718-328532 (WhatsApp) নাম্বারে!

হঠাৎ ভুলে যাচ্ছেন? ডিমেনশিয়া নয়তো? জেনে নিন কীভাবে বুঝবেন ডিমেনশিয়া হচ্ছে।নিম্নোক্ত আচরণগত পরিবর্তন দেখা দিলে আপনি নিজে...
23/10/2023

হঠাৎ ভুলে যাচ্ছেন? ডিমেনশিয়া নয়তো? জেনে নিন কীভাবে বুঝবেন ডিমেনশিয়া হচ্ছে।

নিম্নোক্ত আচরণগত পরিবর্তন দেখা দিলে আপনি নিজের বা কাছের জনের ডিমেনশিয়া সম্পর্কে সতর্ক হতে পারেন-

• নিকট অতীতের কথা ভুলে যাওয়া কিন্তু অনেক আগের কথা মনে করতে পারা। যেমন- সকালে নাশতায় কী খেয়েছেন, ওষুধটা খেয়েছেন কি না, এসব মনে করতে না পারা।
• একই প্রশ্ন বারবার করা।
• ভুলে যাওয়ার এই প্রবণতাকে বারবার অস্বীকার করা।
• কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়া।
• ব্যক্তিত্বের আকস্মিক পরিবর্তন, অতিরিক্ত অস্থিরতা, ঘুম কম হওয়া, হঠাৎ রেগে যাওয়া এবং ভুল দেখা বা শোনাও হতে পারে লক্ষণ।


ভীষণ কর্মব্যস্ত জীবন,কর্পোরেট কিংবা ব্যবসায়ী, চাকুরীজীবি অথবা যেকোনো পেশার একজন কর্মজীবী- আপনার ছোট্ট সোনামণির টেককেয়ার ...
21/10/2023

ভীষণ কর্মব্যস্ত জীবন,কর্পোরেট কিংবা ব্যবসায়ী, চাকুরীজীবি অথবা যেকোনো পেশার একজন কর্মজীবী-

আপনার ছোট্ট সোনামণির টেককেয়ার নিয়ে নিশ্চয়ই আপনি চিন্তিত।

বাংলাদেশে চাকুরিজীবী মা-বাবাদের ছোট্ট সোনামনি সন্তানদের জন্য প্রফেশনাল ন্যানি/বেবীসিটার প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন ZASU CARE এর হটলাইন নম্বরে-

+8801713917342
+8801718-328532

পরিবারের বয়স্ক প্রিয়জনেরা বেশিরভাগ সময় একাকীত্ব অনুভব করে, অন্যদের সঙ্গ প্রত্যাশা করে। দৈনিক কর্মব্যস্ততার কারণে আমরা চা...
21/10/2023

পরিবারের বয়স্ক প্রিয়জনেরা বেশিরভাগ সময় একাকীত্ব অনুভব করে, অন্যদের সঙ্গ প্রত্যাশা করে। দৈনিক কর্মব্যস্ততার কারণে আমরা চাইলেও তাদের সবসময় সঙ্গ দিতে পারি না। একাকীত্ব এর এই অনুভূতি বা কারো সার্বক্ষণিক সঙ্গের অভাব তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটায়।

তাই সেই সকল বৃদ্ধ প্রিয়জন এর একাকীত্ব দূর করতে আমরা দিচ্ছি দৈনন্দিন সেবাসঙ্গী (কোম্প্যানিয়নশিপ) কেয়ারগিভিং প্যাকেজ। এ প্যাকেজে আপনি পাচ্ছেন বিশেষভাবে প্রশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার যারা আপনার প্রিয়জনের দৈনন্দিন কাজে সহায়তা যেমন- সময়মত ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, প্রেশার মাপা, ডায়াপার পরিবর্তন করা, পোশাক পড়ানো, বিভিন্ন ধরনের ব্যায়াম করানোর পাশাপাশি তার সাথে গল্প করা ও তার পছন্দের কাজগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে তার সাথে একটি সুন্দর সময় পার করবে।

সার্ভিসের সময়কালঃ
• দৈনিক ১২ ঘন্টা (দিন/রাত)
• লিভ ইন (২৪ ঘন্টা)
প্যাকেজ মূল্য শুরু- ২১,০০০ টাকা/মাস*

বিস্তারিত জানতে কল করুনঃ 01713917342, 01718-328532 (WhatsApp) নাম্বারে!

(শর্ত প্রযোজ্য)

হাসপাতালে অবস্থানরত প্রিয়জনের সেবা নিয়ে চিন্তিত? হাসপাতাল-পরবর্তী তাদের বিভিন্ন সেবা এত ব্যস্ততার ভিতরে বাসায় কিভাবে করব...
21/10/2023

হাসপাতালে অবস্থানরত প্রিয়জনের সেবা নিয়ে চিন্তিত? হাসপাতাল-পরবর্তী তাদের বিভিন্ন সেবা এত ব্যস্ততার ভিতরে বাসায় কিভাবে করবেন বলে ভাবছেন?

আপনার এই সমস্যা সমাধানে আমরা দিচ্ছি প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ কেয়ারগিভার যারা আপনার প্রিয়জনের হাসপাতালে থাকাকালীন সময় হতে শুরু করে হাসপাতাল-পরবর্তী রিকভারি পর্যন্ত প্রয়োজনীয় সেবা নিশ্চিত করবে।
আমাদের রয়েছেঃ
• পোস্ট-অপারেটিভ রিকভারি সেবা
• এক্সিডেন্ট পরবর্তী সেবা
• স্ট্রোক, হার্ট এটাক, ক্যান্সার ও কিডনি পেশেন্ট সেবা
• সিসিইউ, আইসিইউ পরবর্তী হাসপাতাল সেবা
• হাসপাতাল কেবিন সেবা
• হাসপাতাল-পরবর্তী বাসায় সেবা

কেয়ারগিভারদের বিভিন্ন দায়িত্বের মধ্যে আছে- পেশেন্ট কে খাবার খাওয়ানো, গোসল করানো, প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়ানো, ডক্টরের সাথে পরামর্শ করা, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, ভাইটাল সাইন (প্রেশার, সুগার, পালস) দেখা, ডায়াপার পরিবর্তন করা, হাইজিন বজায় রাখা, বিভিন্ন ধরনের ব্যায়াম করানো, গল্প করা, সুন্দর সময় কাটানো ইত্যাদি।

বিস্তারিত জানতে কল করুন- 01713917342 , 01718-328532 (WhatsApp) নাম্বারে।

(শর্ত প্রযোজ্য)

ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। এত ব্যস্ততার মাঝ...
19/10/2023

ভীষণ কর্মব্যস্ত জীবনে বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা-মা অথবা আপনজন এর খেয়াল রাখা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠে। এত ব্যস্ততার মাঝে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কি আপনার জন্য মুশকিল হয়ে পড়েছে? চিন্তার কোন কারণ নেই।

আপনার প্রিয়জনের সেবায় আমরা দিচ্ছি দক্ষ ও অভিজ্ঞ কেয়ারগিভার। আমাদের কেয়ারগিভার আপনার বাবা-মা’কে সময়মত ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, হাটা-চলাতে সাহায্য করা, ডায়পার চেঞ্জ করা, টয়লেটে নিয়ে যাওয়া, ডায়াবেটিস পরীক্ষা করা, ইনসুলিন দেয়া, প্রেশার মাপা এবং তাদের প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবে, এবং আপনি থাকবেন নিশ্চিন্তে।

আমাদের কেয়ারগিভিং সেবাসমূহঃ
• ডিমেনশিয়া কেয়ার
• পারকিনসন্স কেয়ার
• কিডনি পেশেন্ট কেয়ার
• ক্যান্সার পেশেন্ট কেয়ার
• হাসপাতাল পরবর্তী সেবা
• বেসিক ফিজিওথেরাপি
• পোস্ট অপারেটিভ কেয়ার
• হাসপাতাল ভিজিট এসিসটেন্স
• কম্প্যানিয়নশিপ / দৈনন্দিন সেবাসঙ্গী

বিস্তারিত জানতে কল করুনঃ +8801713917342, 01718-328532 (WhatsApp) নাম্বারে!

(শর্ত প্রযোজ্য)

কর্মজীবি মা’দের ছোট সোনামণির যত্ন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। আজকালকার ছোট পরিবারে বিশ্বস্ত লোকের অভাবে ও কর্মব্যস্ততার কা...
19/10/2023

কর্মজীবি মা’দের ছোট সোনামণির যত্ন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। আজকালকার ছোট পরিবারে বিশ্বস্ত লোকের অভাবে ও কর্মব্যস্ততার কারণে মায়েরা চাইলেও সোনামণিদের প্রয়োজন মত সময় দিতে পারে না। আর তাই সেই সকল মায়েদের সমস্যা সমাধানে আমরা দিচ্ছি প্রফেশনাল ও বিশ্বস্ত ন্যানী কেয়ার সার্ভিস।

আমাদের দক্ষ ন্যানীরা অত্যন্ত যত্ন ও মমতার সাথে আপনার ছোট বাবুর সার্বোক্ষণিক দেখাশোনা ও স্বাস্থ্যসুরক্ষার দায়িত্ব নিবে এবং আপনি থাকবেন নিশ্চিন্তে। সরকার থেকে প্রশিক্ষন পাওয়া আমাদের ন্যানীরা আপনার ছোট বাবুকে নিয়মিত খাওয়ানো, গোসল করানো, ডায়াপার পরিবর্তন করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার সাথে খেলাধুলা করা, বিভিন্ন ধরনের ব্রেইন গেমস এর মাধ্যমে মানসিক বিকাশে সহায়তা করা ও সামাজিক আচরণ শেখানোর কাজ সম্পন্ন করবে।

সার্ভিসের সময়কালঃ দৈনিক ৮ ঘন্টা / ১০ ঘন্টা / ১২ ঘন্টা (দিন/রাত)
প্যাকেজ মূল্য শুরুঃ ৫০০ টাকা / শিফট*

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ +8801713917342 01718-328532 (WhatsApp) নাম্বারে!
(শর্ত প্রযোজ্য)

Address

Hashenoor Green Cottage, 6/4, Segunbagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Zasu Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zasu Care:

Share