
27/07/2025
"মেডিকেল থিওরি ও প্র্যাক্টিক্যাল ওয়ার্কসপ" ৩০,৩১ জুলাই ও ০২ আগষ্ট ২০২৫।
ওয়ার্কসপ এর বিষয় সমূহ:
০১. ব্লাড গ্রুপ নির্নয়।
০২. ব্লাড পেশার দেখা, শরীরের তাপমাত্রা নির্নয়, শ্বাসপ্রশ্বাস চেক করা ও পালর্স দেখার নিয়ম।
০৩. ডায়বেটিস পরীক্ষা, নেবুলাইজ করার নিয়ম।
০৪. প্রেসক্রিপশন বুঝার উপায়, মেডিসিন চেনার উপায়, ব্যবহার ও প্রয়োগ।
০৫. যে কোন জরুরী অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার নিয়ম।
০৬. এন্টিবায়োটিক ব্যবহারের নিয়ম ও ডোজ।
০৭. বিশেষজ্ঞ ডা: চেনার উপায় ও রোগ অনুযায়ী চিকিৎসা প্রদানের নিয়ম।
সময়:
➡️ ৩০ জুলাই ২০২৫ তারিখ: বিকাল: ০৪:০০ ঘটিকা থেকে ০৬:০০ ঘটিকা।
➡️৩১ জুলাই ২০২৫ তারিখ: বিকাল: ০৪:০০ ঘটিকা থেকে ০৬:০০ ঘটিকা।
➡️০২ আগস্ট ২০২৫ তারিখ: বিকাল: ০৪:০০ ঘটিকা থেকে ০৬:০০ ঘটিকা
রেজিস্ট্রেশন ফি: ৬০০ টাকা, শেষ সময়: ২৯ জুলাই ২০২৫ তারিখ।
স্থান: ভূঁঞা হোম হেলথকেয়ার এ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসিবি চত্ত্বর, ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
রেজিস্ট্রেশন করতে: মেসেজ-Whatsapp-01336568533