আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc

আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব(abdc)

ইনশাআল্লাহ বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের মহা সম্মেলন উপলক্ষে " আদর্শ পরিবার" এর পক্ষ থেকে ২৩ তারিখ শনিবার সা...
21/11/2024

ইনশাআল্লাহ
বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের মহা সম্মেলন উপলক্ষে " আদর্শ পরিবার" এর পক্ষ থেকে ২৩ তারিখ শনিবার সারাদিন
ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার, ও ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
স্থানঃ বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগাহ মাঠ।

আয়োজনেঃ- আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc

আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc এর পক্ষ থেকে আজকের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়েছে বরিশালের জামিয়া এমদাদিয়া...
05/06/2024

আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc এর পক্ষ থেকে
আজকের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং করা হয়েছে বরিশালের জামিয়া এমদাদিয়া হরিণাফুলিয়া মাদ্রাসায়,
যেখানে প্রায় শতাধিক ছাত্রদের মাঝে এই ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন করা হয়েছে,
গ্রুপ নির্ণয়ে ছিলেন আদর্শ পরিবার এর ত্যাগী স্বেচ্ছাসেবকগন।
আল্লাহ তাদের উত্তম জাযা দান করুন।

ুণার_দৃষ্টি_নয়_সহযোগীতাই_একান্ত_কাম্য!
#পূন্যের_ইফতার
#আদর্শ_নিবাস_বৃদ্ধাশ্রম
ুঠো_অন্ন
#আদর্শ_পরিবার
#আদর্শ_মানব_কল্যান_ফাউন্ডেশন
#আদর্শ_পাঠশালা
#আদর্শ_ব্লাড_ডোনার_ক্লাব(abdcf)
#আদর্শ

আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc এর পক্ষ থেকে কাউনিয়া হাউজিং-এ মাদ্রাসার ছাত্রদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।আদর্শ প...
08/05/2024

আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc এর পক্ষ থেকে কাউনিয়া হাউজিং-এ মাদ্রাসার ছাত্রদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
আদর্শ পরিবার
ুণার_দৃষ্টি_নয়_সহযোগীতাই_একান্ত_কাম্য!
#পূন্যের_ইফতার
#আদর্শ_নিবাস_বৃদ্ধাশ্রম
ুঠো_অন্ন
#আদর্শ_পরিবার
#আদর্শ_মানব_কল্যান_ফাউন্ডেশন
#আদর্শ_পাঠশালা
#আদর্শ_ব্লাড_ডোনার_ক্লাব(abdcf)

#আদর্শ

31/12/2023

বছরের শুরুটা -আতসবাজি, আর
ফানুস উড়িয়ে নয়।
অসহায় মানুষের মুখে হাশি ফুটিয়ে শেষ এবং শুরু করলাম।

আলহামদুলিল্লাহ..
আল্লাহর অশেষ রহমত আর আপনাদের সাপোর্টে #আদর্শ পরিবার আজকে বছরের শেষ এবং শুরুর রাতে অসহায় হতদরিদ্র অনাহার বিকলঙ্গ বৃদ্ধ,এতিম পথশিশুদের মাঝে এক মুঠো অন্ন সক্ষম হই।

দুর্যোগ সময়েও মানুষ মানুষের পাশে থাকা আর বিশ্বাসের জায়গায় রাখা অনেক বড় পাওয়া যা এই স্থানে আসলে বুঝা যাবে।

একমাত্র লিওয়াজহিল্লাহী কার্যক্রম করা আর তার কাছেই চেয়ে নেওয়া তার উপরই ভরসা রেখে এতদূর পর্যন্ত আসা আল্লাহ সব কিছুই দেন।

আল্লাহ সংশ্লিষ্ট সকলকে জাযায়ে খায়ের দান করুন!

ুণার_দৃষ্টি_নয়_সহযোগীতাই_একান্ত_কাম্য!!!
#পূন্যের_ইফতার
ুঠো_অন্ন
#আদর্শ_নিবাস_বৃদ্ধাশ্রম
#আদর্শ_পরিবার
#আদর্শ_মানব_কল্যান_ফাউন্ডেশন
#আদর্শ_পাঠশালা
#আদর্শ_ব্লাড_ডোনার্স_ক্লাব(abdcf)




#আদর্শ

আলহামদুলিল্লাহ  সকাল থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত "আদর্শ পরিবার"  এর পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা,...
08/11/2023

আলহামদুলিল্লাহ
সকাল থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত "আদর্শ পরিবার" এর পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা, ও রক্তচাপ পরীক্ষা ক্যাম্পিং সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে!
সকল ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc
#আদর্শ_পরিবার

ইনশাআল্লাহআজ বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের মহা সম্মেলন উপলক্ষে " আদর্শ পরিবার" এর পক্ষ থেকে           ফ্রী ড...
07/11/2023

ইনশাআল্লাহ
আজ বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের মহা সম্মেলন উপলক্ষে " আদর্শ পরিবার" এর পক্ষ থেকে

ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার, ও ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
স্থানঃ বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগাহ মাঠ।

আয়োজনেঃ- আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব (ABDC)

ঘূর্ণিঝড় '"হামুন"' বরিশালের রাস্তায় কোনো বৃদ্ধ বাবা-মা অসহায় অবস্থায় থাকলে, অবশ্য অবশ্যই আমায় জানাবেন।আদর্শ পরিবার + আদর...
24/10/2023

ঘূর্ণিঝড় '"হামুন"'
বরিশালের রাস্তায় কোনো বৃদ্ধ বাবা-মা অসহায় অবস্থায় থাকলে, অবশ্য অবশ্যই আমায় জানাবেন।
আদর্শ পরিবার + আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম পাশে থাকবে ।
যোগাযোগ : +8801730959920

স্বেচ্ছাসেবীরা কাউকে কখনও প্রতিশ্রুতি দেয়ানা ডোনার রেডি আছে যেকোনো মূহুর্তে কল করলেই ব্লাড পাবেন,তারা শুধু মাত্র বলে আমি...
11/10/2023

স্বেচ্ছাসেবীরা কাউকে কখনও প্রতিশ্রুতি দেয়ানা ডোনার রেডি আছে যেকোনো মূহুর্তে কল করলেই ব্লাড পাবেন,তারা শুধু মাত্র বলে আমি চেষ্টা করে দেখবো।

ডাক্তার যখন আপনার রুগীর অপারেশন এর তারিখ নির্ধারণ করে দেন তখন আপনি ডাক্তারের সেই কথার গুরুত্ব না দিয়ে,ডোনার ম্যানেজ না করে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ান।

কারণ আপনি নিশ্চিত থাকেন অপারেশনের দিন
পরিচিত কোনো ব্লাড সংগঠন বা সেই সংগঠনের প্রতিনিধি কে কল করলেই ব্লাড ম্যানেজ করে দিবেই!
আপনারা কিভাবে এতো নিশ্চিত হয়ে বসে থাকেন বুঝেই আসেনা।

অপারেশনের দিন আপনি ব্লাড এর জন্য সবার মাথা খারাপ করে ফেলেন ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন অথচ বিষয় টা ইমার্জেন্সি ছিলো না,ইমার্জেন্সি কথা টা ব্যাবহার হয় এক্সিডেন রুগী অনেক ক্ষেত্রে ডেংগু রুগীর জন্য ব্যবহার করা হয়।

পূর্বনির্ধারিত অপারেশনের রুগীর জন্য যদি আপনি আপনার আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব এর মধ্যে ব্লাড খুঁজতেন অথবা মোবাইল নাম্বার এর সাথে ব্লাড গ্রুপ টা জিজ্ঞেস করে সংরক্ষণ করে রাখতেন তাহলে আপনারা হাতের মুঠোয় একটা ব্লাড ব্যাংক থাকতো কারো উপর নির্ভর করতে হতো না।

রুগী আপনার তাই ব্লাড ম্যানেজ করে রাখাটাও আপনার দায়িত্ব কিন্তু আপনি সেই দায়িত্ব টা পালন না করে একজন স্বেচ্ছাসেবীর উপর চাপিয়ে দিলেন।
ব্লাড ম্যানেজ করে দেয়ার জন্য আকুতি মিনতি করেন যখন ব্লাড টা ম্যানেজ করে দেয় তখন আপনার স্বার্থ শেষ আর কখনো সেই স্বেচ্ছাসেবী বা ডোনার কে কল করে জিজ্ঞেস করেন না ভাই,আপু কেমন আছেন?

আবার সেই স্বেচ্ছাসেবী যখন ব্লাড টা ম্যানেজ করে দিতে ব্যার্থ হয় তখন কেউ কেউ প্রকাশ্যে গালি দেন,বদনাম করেন,মামলা করার হুমকি দেন,টাকার প্রলোভন দেখান এমন চরিত্র কেনো ভাই আপনাদের?

আপনার রুগীর প্রতি সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারই ,একজন স্বেচ্ছাসেবী শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছে,বলতে গেলে নিজের খেয়ে বনের মোতাড়াচ্ছে!একজন স্বেচ্ছাসেবী কিভাবে ডোনার ম্যানেজ করে তার পিছনের গল্প আপনার জানা নেই।

আপনার রুগীর জন্য ডোনার পাঠিয়ে দিয়েছে মানে ব্যাপার টা খুবই সহজ মনে হয়েছে তাহলে আজ থেকেই এই সহজ কাজ টা করে দেখান এবং নিজেও নিয়মিত ব্লাড দান করুন!

আমাদের আশ্রমের ছোট দাদু মৃত্যু শয্যায়😔ডা: বলছে রোগীর অবস্থা এখনও মোটামুটি যদি সম্ভব হয় ঢাকা নিয়ে যান 😑
06/10/2023

আমাদের আশ্রমের ছোট দাদু
মৃত্যু শয্যায়😔
ডা: বলছে রোগীর অবস্থা এখনও মোটামুটি যদি সম্ভব হয় ঢাকা নিয়ে যান 😑

আমাদের আশ্রমের একজন দাদু অনেকঅসুস্থ হয়ে পরেছে,বর্তমানে শেরেবাংলাহসপিটাল এ চিকিৎসাধিন অবস্থায় আছে, সিটিস্কান সহ চারটা টেষ...
05/10/2023

আমাদের আশ্রমের একজন দাদু অনেক
অসুস্থ হয়ে পরেছে,বর্তমানে শেরেবাংলা
হসপিটাল এ চিকিৎসাধিন অবস্থায় আছে,
সিটিস্কান সহ চারটা টেষ্ট দেওয়া হয়েছে।

সকলের নিকট দূয়া চাচ্ছি...

 #পরিচয় খুজে পতে সাহায্য করুন!অজ্ঞাত এই বৃদ্ধা মহিলা ২ দিন ধরে বেলতলার আশেপাশে ঘুরতেছিলেন, আজ মাগরিবের পর অসুস্থ হয়ে প...
28/08/2023

#পরিচয় খুজে পতে সাহায্য করুন!
অজ্ঞাত এই বৃদ্ধা মহিলা ২ দিন ধরে বেলতলার আশেপাশে ঘুরতেছিলেন, আজ মাগরিবের পর অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে ধরে ঔষধ পানি খাওয়ায়।
তাকে বাড়ির কথা জিজ্ঞেস করলে তিনি কিছুই বলতে পারেন নায়।
তিনি খুবই ক্লান্ত ছিলেন যার কারণে ঘুমিয়ে পড়তেছিলেন, পরে তাকে ঘুমানোর জায়গা করে দেওয়া হয়, এখনো ঘুমিয়ে আছেন।
এখন তিনি বেলতলা বরিশাল আছেন!

যদি কেউ তাকে চিনে থাকেন বা কোথাও দেখে থাকেন অবশ্যই এই নাম্বারে জানানোর অনুরোধ রইলো। 01730959920 - 01909400809

আদর্শ পরিবার এর ঈদ শুভেচ্ছা বার্তা :আসসালামু আলাইকুমপ্রিয় দেশবাসী,আত্নত্যাগের অবিস্মরণীয় নিদর্শন নিয়ে প্রতি বছর আমাদের ম...
28/06/2023

আদর্শ পরিবার এর ঈদ শুভেচ্ছা বার্তা :

আসসালামু আলাইকুম
প্রিয় দেশবাসী,
আত্নত্যাগের অবিস্মরণীয় নিদর্শন নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আযহা। মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) এর আত্নত্যাগের এক চিরস্মরণীয় ঘটনার প্রেক্ষাপটে মহান আল্লাহ তা'লার নির্দেশে ঈদুল আযহার দিনে কোরবানী পালন করে থাকে মুসলিম জাতি। মহান দয়াময় রবের প্রতি বান্দার নি:স্বার্থ আত্মত্যাগ ও সীমাহীন আনুগত্যের দৃষ্টান্ত হিসেবে বিশ্বের ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান এদিনে তাদের মূল্যবান পশু কোরবানী করে থাকে।

ঈদুল আযহা যেই ত্যাগ, বিনয় ও আনুগত্যের চেতনা নিয়ে আমাদের মাঝে আগমন করে, সেই ত্যাগের মহিমায় আমাদেরকে উদ্ভাসিত হতে হবে। মহান পালনকর্তার নির্দেশ বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে সুমহান আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপনকারী বলিষ্ঠ মহান ব্যাক্তিত্ব হযরত ইবরাহীম (আ.) এর আত্মত্যাগের দীক্ষায় বলীয়ান হয়ে দুঃশাসন মুক্ত সমৃদ্ধ জাতি ও সমাজ এবং রাষ্ট্র গঠনে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। এবং উম্মত ও মানবতার সেবায় আমাদের আত্মনিয়োগ করতে হবে। তাই আসুন, ঈদুল আযহার সেই শিক্ষাকে ধারণ করে আমরা আগামীর প্রজন্মকে আত্মত্যাগের শিক্ষায় শিক্ষিত করে আমাদের পরকালীন মুক্তিকে তরান্বিত করি।

পরিশেষে আদর্শ মানব কল্যান ফাউন্ডেশন - ihwf এর সকল সেচ্ছাসেবী , শুভাকাঙ্ক্ষী ও দেশের সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
ঈদ মোবারক

Address

Dhaka

Telephone

+8801615538648

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদর্শ ব্লাড ডোনার্স ক্লাব - abdc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category