11/10/2023
স্বেচ্ছাসেবীরা কাউকে কখনও প্রতিশ্রুতি দেয়ানা ডোনার রেডি আছে যেকোনো মূহুর্তে কল করলেই ব্লাড পাবেন,তারা শুধু মাত্র বলে আমি চেষ্টা করে দেখবো।
ডাক্তার যখন আপনার রুগীর অপারেশন এর তারিখ নির্ধারণ করে দেন তখন আপনি ডাক্তারের সেই কথার গুরুত্ব না দিয়ে,ডোনার ম্যানেজ না করে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ান।
কারণ আপনি নিশ্চিত থাকেন অপারেশনের দিন
পরিচিত কোনো ব্লাড সংগঠন বা সেই সংগঠনের প্রতিনিধি কে কল করলেই ব্লাড ম্যানেজ করে দিবেই!
আপনারা কিভাবে এতো নিশ্চিত হয়ে বসে থাকেন বুঝেই আসেনা।
অপারেশনের দিন আপনি ব্লাড এর জন্য সবার মাথা খারাপ করে ফেলেন ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন অথচ বিষয় টা ইমার্জেন্সি ছিলো না,ইমার্জেন্সি কথা টা ব্যাবহার হয় এক্সিডেন রুগী অনেক ক্ষেত্রে ডেংগু রুগীর জন্য ব্যবহার করা হয়।
পূর্বনির্ধারিত অপারেশনের রুগীর জন্য যদি আপনি আপনার আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব এর মধ্যে ব্লাড খুঁজতেন অথবা মোবাইল নাম্বার এর সাথে ব্লাড গ্রুপ টা জিজ্ঞেস করে সংরক্ষণ করে রাখতেন তাহলে আপনারা হাতের মুঠোয় একটা ব্লাড ব্যাংক থাকতো কারো উপর নির্ভর করতে হতো না।
রুগী আপনার তাই ব্লাড ম্যানেজ করে রাখাটাও আপনার দায়িত্ব কিন্তু আপনি সেই দায়িত্ব টা পালন না করে একজন স্বেচ্ছাসেবীর উপর চাপিয়ে দিলেন।
ব্লাড ম্যানেজ করে দেয়ার জন্য আকুতি মিনতি করেন যখন ব্লাড টা ম্যানেজ করে দেয় তখন আপনার স্বার্থ শেষ আর কখনো সেই স্বেচ্ছাসেবী বা ডোনার কে কল করে জিজ্ঞেস করেন না ভাই,আপু কেমন আছেন?
আবার সেই স্বেচ্ছাসেবী যখন ব্লাড টা ম্যানেজ করে দিতে ব্যার্থ হয় তখন কেউ কেউ প্রকাশ্যে গালি দেন,বদনাম করেন,মামলা করার হুমকি দেন,টাকার প্রলোভন দেখান এমন চরিত্র কেনো ভাই আপনাদের?
আপনার রুগীর প্রতি সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারই ,একজন স্বেচ্ছাসেবী শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছে,বলতে গেলে নিজের খেয়ে বনের মোতাড়াচ্ছে!একজন স্বেচ্ছাসেবী কিভাবে ডোনার ম্যানেজ করে তার পিছনের গল্প আপনার জানা নেই।
আপনার রুগীর জন্য ডোনার পাঠিয়ে দিয়েছে মানে ব্যাপার টা খুবই সহজ মনে হয়েছে তাহলে আজ থেকেই এই সহজ কাজ টা করে দেখান এবং নিজেও নিয়মিত ব্লাড দান করুন!