09/08/2023
ফিজিওথেরাপি কী?
ফিজিওথেরাপি” শব্দটির সাথে আজকাল আমরা সবাই কম বেশি পরিচিত। কেমোথেরাপিতে যেমন হয় ওষুধ দিয়ে রোগের উপশম করা হয়, সেরকমই ফিজিও থেরাপিতে নানান শারীরিক ব্যায়ামের মাধ্যমে রোগ নিরাময় করা হয়।
ফিজিওথেরাপির মূল লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা যেন ব্যথামুক্ত হয়।
ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যেসব সমস্যা থেকে নিরাময় পেতে পারি সেগুলো হলো–
১. বিভিন্ন ধরনের মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথা,
২. বাত-ব্যথা,
৩. আঘাতজনিত ব্যথা,
৪. প্যারালাইসিস,
৫. সড়ক দুর্ঘটনার আঘাত,
৬. শারীরিক প্রতিবন্ধতা,
৭. বিকলাঙ্গতা,
৮. পক্ষাঘাত,
৯. স্পোর্টস ইনজুরির।
এ ছাড়াও বড়ো কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার অন্যতম প্রধান চিকিৎসাই হলো ফিজিওথেরাপি।
একজন ফিজিথেরাপিস্ট প্রাথমিকভাবে আপনার শারীরিক অবস্থাকে মূল্যায়ন এবং রোগ নির্ণয় করে আপনার উপযোগী ব্যায়ামের পরামর্শ দিবেন যা আপনাকে সক্রিয় এবং সুস্থ করে তুলবে।
তবে খেয়াল রাখতে হবে, ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। অনেক সময় হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি থেকেও ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। সেক্ষেত্রে রোগী দ্রুত আরোগ্য লাভ করে।
বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ লাখ মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার নিয়ে থাকেন। কিন্তু এর মধ্যে শতকরা প্রায় ৯০ ভাগ সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পান না এবং অপচিকিৎসার শিকার হন। আমাদের দেশে এই চিকিৎসাসেবাতে বিভিন্ন মহলের অপপ্রচার ও অনভিজ্ঞ লাইসেন্সহীন অসাধু লোকের জন্য সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তাই, শারীরিক ব্যথাহীন আনন্দময় জীবনের জন্য কিংবা বিভিন্ন মেকানিক্যাল অসুস্থতা থেকে নিরমায় পেতে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া আমাদের সকলের জন্যই ভালো।
🥰আপনি কি ঢাকা শহরে বাসায় ফিজিওথেরাপি সেবার জন্য অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিষ্ট খুঁজছেন? আমরাই রোগীর বাসায় গিয়ে অতি যত্ন সহকারে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি। আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ ডিপ্লোমা ও বিএসসি ফিজিওথেরাপিষ্ট।
আমাদের সেবা সমূহ :
- স্ট্রোক ও প্যারালাইসিস।
- সায়াটিকা ও ডিস্ক প্রোলাপস ( P.L.I.D)
- বাত ব্যাথা, হাত, পা, গোড়ালি ব্যাথা।
- স্পাইনাল কর্ড ইনজুরি ও হাড়ের ক্ষয় জনিত সমস্যা।
- খেলাধোলা ও আঘাত জনিত সমস্যা।
- প্রতিবন্ধী শিশু ( CP CHILD) ও মুখ বাকা ( Bells palsy)
- অপারেশন ও প্লাস্টার জয়েন্ট এর সমস্যা।
- হাত পায়ে ঝিনঝিন লাগা বা অবস লাগা,মাংস পেশী ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া।
- কাধে ব্যাথা ও সারবাইকেল স্পন্ডালাইসিস এর সমস্যা।
যোগাযোগ - 01778579384