Ergon pharmaceuticals -Uttara ESP

Ergon pharmaceuticals -Uttara ESP আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য নাম আরগন ফার্মাসিটিক্যালস

14/01/2023
21/09/2022

ছাদ খোলা বাসে বাঘীনিদের জয় উল্লাস
♥♥♥♥♥♥

20/09/2022

বাংলার বাঘিনীদের অভিনন্দন এগিয়ে যাক এদেশের ফুটবল ঃ

ডেঙ্গুর কোন ঔষধ নাইজিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।এইটা আপনি পারবেননা, কোন...
19/09/2022

ডেঙ্গুর কোন ঔষধ নাই
জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন।
মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা।
এইটা আপনি পারবেননা, কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না।

সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ।

ফ্লুইড খাবেন বেশি করে,
যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি।

জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন।
জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয়।
তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন)
এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান।
পরামর্শ নিন।
ফোনে ইনবক্সের চিকিৎসা না, সিরিয়াস রোগী হোন।
আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন।
প্রতিবেশীদেরকেও সতর্ক করুন।
ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন।
কারো উপর নির্ভর করে আসলে কোন লাভ নেই।
নিজেদের কাজ নিজেদেরই করতে হবে এখন।

রক্তে প্লাটিলেট বাড়াবেন যেভাবে
(ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া)

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা

পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ

মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস

লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী

আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস

অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম

ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

কীভাবে ডায়াবেটিস আপনাকে ভেতর থেকে মেরে ফেলছে:১) দৃষ্টিশক্তি কমে যাওয়া। ডায়াবেটিস একজন মানুষকে অন্ধ করে দেয়। চিরতরে. ...
10/08/2022

কীভাবে ডায়াবেটিস আপনাকে ভেতর থেকে মেরে ফেলছে:

১) দৃষ্টিশক্তি কমে যাওয়া। ডায়াবেটিস একজন মানুষকে অন্ধ করে দেয়। চিরতরে. এমনকি লেজার সংশোধনের সাহায্যে ডায়াবেটিস-ক্ষতিগ্রস্ত দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা অসম্ভব, যেহেতু অনেক রক্তক্ষরণের ফলে রেটিনাল বিচ্ছিন্নতা ঘটে।

২) কিডনি নষ্ট হয়ে যায়। চিনি শুধু মূত্রনালীকে আটকে রাখে। কিডনির পরিবেশ অবিশ্বাস্যভাবে মিষ্টি হয়ে ওঠে। চিনি একটি প্রিজারভেটিভ। এটি কিডনি সংরক্ষণ করে। ধীরে ধীরে তারা মারা যায়। দীর্ঘস্থায়ী রেনাল ব্যর্থতা হিমশৈলের টিপ মাত্র।

৩) জয়েন্টগুলো নড়াচড়া বন্ধ করে দেয়। জয়েন্ট আন্দোলন সাইনোভিয়াল তরল দ্বারা উপলব্ধ করা হয়। যখন জাহাজগুলি জয়েন্টে পুষ্টি দেওয়া বন্ধ করে, তখন সাইনোভিয়াল তরল আর নিঃসৃত হয় না। জয়েন্ট শুধু শুকিয়ে যায়। ফলস্বরূপ, ব্যক্তিটি অসহ্য যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয়। এমনকি ব্যথানাশক ওষুধও সাহায্য করে না। জয়েন্ট পুরোপুরি জমে যায়। একজন ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতা হারায়।

৪) স্নায়ুতন্ত্র ভেঙ্গে যায়। স্নায়ু, অন্যান্য অনেক অঙ্গের মতো, অতিরিক্ত চিনিতে ভুগছে। সময়ের সাথে সাথে, ডায়াবেটিক মানসিক রোগের বিকাশ ঘটায়, ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। তারা প্রায়শই হতাশা দ্বারা যন্ত্রণাপ্রাপ্ত হয়, কিছুই তাকে খুশি করে না। তারা শুধু শুয়ে মরতে চায়।

৫) চামড়া পচতে শুরু করে! প্রথমত, এটি অনেক শুকিয়ে যায়, স্ক্র্যাচ দেখা দেয়, তারপরে একজিমা এবং আলসার হয়। পেশী এবং হাড়গুলি পচতে শুরু করে এবং ত্বক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বিশ্রী গন্ধ প্রদর্শিত হয়. এই সব গ্যাংগ্রিন বাড়ে।

আপনি এটিকে যেভাবেই দেখুন না কেন, ডায়াবেটিস একটি অত্যন্ত বিপজ্জনক রোগ। সম্ভবত সবচেয়ে বিপজ্জনক। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য আমি আমরা সাহায্য করার চেষ্টা করি, আমাদের সেবা নিলে আল্লাহর রহমতে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কিন্তু সবকিছু নির্ভর করে, ডায়াবেটিস রোগীর নিয়ন্ত্রিত জীবন যাপন ও আমাদের ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন এর উপর।

ডায়া বেটিস ভয় দূর করুন খুব সহজেই,২০-২৫ দিনের মধ্যে নিন  ই'ন সুলিন এর প্যারা থেকে মুক্তি, দেশের যেকোনো প্রান্তে নিন হোম ড...
14/06/2022

ডায়া বেটিস ভয় দূর করুন খুব সহজেই,২০-২৫ দিনের মধ্যে নিন ই'ন সুলিন এর প্যারা থেকে মুক্তি, দেশের যেকোনো প্রান্তে নিন হোম ডেলিভারি ব্যবস্থা।
ডায়া বেটিস নিরাময়ে শতভাগ নিশ্চিত ফলাফল পেতে আজই যোগা~যোগ করুন!
সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার নাম ও নাম্বার প্রদান করুন আমাদের স্পেশালিষ্ট সরাসরি যোগাযোগ করবে আপনার সাথে!

অথবা সরাসরি কল করুন এই নাম্বারে….
01882211910

★খুব প্রয়োজনীয় একটি পোস্টঃ★একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সব...
22/05/2022

★খুব প্রয়োজনীয় একটি পোস্টঃ★

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।
মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।
যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!
collected

18/05/2022

নিষিদ্ধ হলো
সবচেয়ে কমন ওষুধ
Tab. Kontab
Tab. Finix
Tab. Rabe 20
Tab. Rebeca 20
Tab. Acifix 20
Capsule Rabeprazole
নিষিদ্ধ করা হলো দেশের বহুল প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধ
RABEPRAZOLE 10mg 20mg
কারণ
১. ৬০০০০ patients এর উপর trial এ দেখা গেছে Rabiprazole - Stomach cancer এর ঝুঁকি double করে দেয়।
২. ৬-৮ সপ্তাহের বেশী use করা যায়না।
৩. Rabiprazole এর Drug drug interection অনেক বেশী।
এবং
ASTAXANTHIN 2mg 4mg
ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করে ০৯/০৫/২০২২
স্বারক নং ৮০৯১ মহাখালী ঢাকা।
Rabeprazole , Astaxanthin, ও Bromelain+Trypsin গ্রুপের তিনটি ঔষধ কে নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন।
ক্যান্সারের ঝুঁকি বাড়ার কারনে এই নিষেধাজ্ঞা।
Finix, Acifix, Xorel, Rabepres, Rabeca, Rabepes, Prompton, Rasonix, Rabe, Paricel, Rabifast ইত্যাদি এই ঔষুধগুলো Rabeprazole গ্রুপের।
Zanthin, Aztacap, Astasoft, Avanza ইত্যাদি ঔষুধগুলো Astaxanthin গ্রুপের।
Kontab ঔষধ (Bromelain+Trypsin) এই গ্রুপের।
তাই আপনি এই গ্রুপের কোন ঔষুধ খেয়ে থাকলে আজকে থেকে বন্ধ করে দিবেন।
(Collected)

 #ক্যান্সার_সচেতনতাঃওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছ...
18/05/2022

#ক্যান্সার_সচেতনতাঃ

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম জলে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম জল পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সংগৃহীত

>পেটব্যথা, জ্বালা, পেটে অস্বস্তি বা জ্বালাপোড়া হলে প্রথমে ধরে নেওয়া হয় যে পেপটিক আলসার হয়েছে। পেপটিক আলসার মানে পাকস...
15/05/2022

>

পেটব্যথা, জ্বালা, পেটে অস্বস্তি বা জ্বালাপোড়া হলে প্রথমে ধরে নেওয়া হয় যে পেপটিক আলসার হয়েছে। পেপটিক আলসার মানে পাকস্থলি ও এর পরের অংশে কোন ক্ষত বা প্রদাহ। পাকস্থলির গায়ের আবরণ ও নিঃসৃত অ্যাসিডের ভারসাম্য নষ্ট হলেই এই আলসার হয়। এন্ডোস্কোপি করলে ক্ষত বা আলসার দেখা যায়। কিন্তু আলসার নেই, তবু পেটে ব্যথা, অস্বস্তি, বমি ভাব, অল্পতে পেট ফাঁপা, পেটে জ্বালা ইত্যাদি উপসর্গ থাকলে তাকে নন আলসার ডিসপেপসিয়া বলা হয়। যদিও আলসারের মতোই এই উপসর্গগুলো অ্যান্টাসিড, খাবার ইত্যাদি খেলে কমে। এই সমস্যা নারীদেরই বেশি।

মধ্যবয়স্ক নারীরা এ ধরনের ডিসপেপসিয়ায় বেশি ভোগেন। উদ্বেগ, টেনশন, মানসিক চাপ, বিষণ্নতা, শৈশবের কোনো ব্যথাময় স্মৃতি, ধূমপান এই রোগের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকেরা রক্ত পরীক্ষা ও এন্ডোস্কোপি করে নিশ্চিত হতে পারেন যে পাকস্থলিতে কোনো ক্ষত বা প্রদাহ, সংক্রমণ নেই। সাধারণ গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টাসিড ইত্যাদি দিয়েই চিকিৎসা করা হয়, কখনো বিষণ্নতা ও মানসিক চাপ কমানোর ওষুধও দেওয়া হয়। তবে এই সমস্যার পরিত্রাণে রোগী নিজেই কিছু ভূমিকা রাখতে পারেন।

• অল্প অল্প করে বারবার খাবেন। একসঙ্গে বেশি খেয়ে ফেলবেন না। আবার অনেকক্ষণ না খেয়েও থাকবেন না।

• তেল ও চর্বিযুক্ত খাবার, মসলাদার খাবার, কফি এড়িয়ে চলাই ভালো।

• নাশতা হিসেবে শুকনো খাবার যেমন ক্র্যাকার্স, মুড়ি ইত্যাদি খাবেন। প্রতিদিন কিছু তাজা ফল খান।

• খাওয়ার পরই শুয়ে পড়বেন না। রাতে দেরি করে খাবার খাবেন না।

• মানসিক চাপ ও উদ্বেগ কমালে সমস্যা অনেকটাই কমে যায়। শিথিলায়ন, যোগব্যায়াম করুন, মন ফুরফুরে রাখুন। প্রয়োজনে মনোবিদের সাহায্য নিতে পারেন।

• শুকনো আদা, পেপারমিন্ট ইত্যাদি চিবুলে সমস্যা অনেকটা কমবে ইনশা আল্লাহ্।

Address

Joynal Complex (Shop-213)
Dhaka
1230

Telephone

+8801882211910

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ergon pharmaceuticals -Uttara ESP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ergon pharmaceuticals -Uttara ESP:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram