
23/07/2025
আসসালামু আলাইকুম। আশা করি সবাই শরীর ও মনে ভালো আছেন।
আজকে আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের ICU তে কাউন্সিলিং করেছি। কাউন্সিলিং করতে নিয়ে বারবার ভেঙে পড়ছিলাম। ছোট ছোট বাচ্চাগুলোর বাবা মা আমাদের চোখের সামনে হাউমাউ করে কান্না করছিল। সত্যিই এই কান্নার ওজন অনেক ভারী। তাদের প্রশ্নগুলো হজম করা আরো কষ্টকর।
" আমার বাচ্চাটা বাঁচবে তো? আমার বাচ্চাটা আর কতক্ষণ আছে? আমার বাচ্চাটা ঠিক মতো শ্বাস নিতে পারে তো? আমার বাচ্চাটা ভেন্টিলেশনে নিলে খেতে পারবে তো? বাচ্চাটা ভেন্টিলেশনে নিলে আর ফিরে আসবে তো?"
এরকম অসংখ্য প্রশ্নের সম্মুখীন হয়েছি। কান্না ধরে রেখে বাচ্চাগুলোর বাবা-মাদেরকে মানসিক দিক থেকে শক্ত করার অনেক চেষ্টা করেছি। আমরা ঐখানে সারাদিন ছিলাম। সারাদিনে একটা দানাও পেটে পড়েনি। তারপরেও ফিরে আসার সময় অভিভাবকগণ যেভাবে দোয়া দিলেন আমাদেরকে, এটা হয়তো দুনিয়ার কোন কিছুর বিনিময়েও পাওয়া সম্ভব না। আসলে আর নেওয়া যাচ্ছে না। এত টুকু টুকু বাচ্চাগুলো কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। আসুন আমরা সবাই দোয়া করি যাতে মাইলস্টোন ট্রাজেডিটে আর একটা মৃত্যুও না হয়, বাচ্চা গুলো যাতে বাবা মায়ের বুকে সুস্থভাবে ফিরতে পারে । আমিন।
Dr. Ohi Sarwar
HMO, Dept of Psychiatry
DMCH