18/11/2025
আসসালামু আলাইকুম।
একটা ব্যাপার উপলব্ধি করলাম। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে আসলে লাভ হয় না। শুধু শুধু বর্তমানটা নষ্ট করি। আমার মনে হয় আমাদের বর্তমানে বসবাস করা উচিত। আমরা শারীরিকভাবে বর্তমানে বসবাস করি ঠিকই। কিন্তু মানসিকভাবে বর্তমানে বসবাস করতে খুব কম মানুষই পারে। তারমানে এই না যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে না। পরিকল্পনা থাকবে কিন্তু অতিরিক্ত চিন্তা না করাই ভালো।
এছাড়াও কোন কাজের শেষে সেই কাজটা অন্যভাবে করলেও পারতাম, এই ব্যাপার গুলো চিন্তা করা থেকে বিরত থাকা উচিত। যেমন: পরীক্ষা দিয়ে আসলাম। এসে যদি সেই পরীক্ষা নিয়ে চিন্তা করতে থাকে যে কি হবে, কি না হবে, তাহলে কি পরীক্ষার ফলাফল পরিবর্তন হবে? অবশ্যই হবে না।
সুতরাং আমাদের সবারই অতিরিক্ত চিন্তা থেকে দূরে থেকে মনকে শান্তি গিফট করা উচিত এবং শান্ত মন নিয়ে বর্তমানে বসবাস করার চেষ্টা করা উচিত।
*অনুগ্রহপূর্বক অনুমতি ব্যতীত পোস্টটি কপি করবেন না।
Dr. Ohi Sarwar
HMO
Department of Psychiatry
Dhaka Medical College Hospital
BMDC no: 116265