Homeopathy & Hijama.

Homeopathy & Hijama. হিজামা সুন্নতি চিকিৎসা।

ব্রণ হল অন্যতম সবচেয়ে সাধারণ চর্মরোগ যা আপনার ত্বকে উপস্থিত তৈল গ্রন্থিগুলিকে ক্ষতিগ্রস্ত করে। আপনার ত্বকে কিছু ছোট ছোট...
05/10/2025

ব্রণ হল অন্যতম সবচেয়ে সাধারণ চর্মরোগ যা আপনার ত্বকে উপস্থিত তৈল গ্রন্থিগুলিকে ক্ষতিগ্রস্ত করে। আপনার ত্বকে কিছু ছোট ছোট গর্ত থাকে যা আপনার ত্বকের নিচে গ্রন্থি নামক খালের মাধ্যমে তৈলগ্রন্থির সঙ্গে যুক্ত থাকে। আপনার ত্বকের তৈল গ্রন্থি থেকে সিবাম নামক একটি পদার্থ ক্ষরিত হয়। এই সমস্ত গ্রন্থিগুলি অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে ব্রণ হয়। 80 শতাংশ মানুষের জীবনে কখনো না কখনো ব্রণ হয়েছে। যাইহোক, ব্রণ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এর সঠিক চিকিৎসা করা।

26/09/2025

রোগ আরোগ্যের চেয়ে রোগ প্রতিরোধ করা সহজ। সংক্রামক রোগের টিকা নিয়ে আমরা বহু রোগ থেকে নিরাপদে থাকতে পারি।

 #অ্যাজমা_নিয়ে_ভাবার_এখনই_সময় ---------------------------------------------------------🌐 হাঁপানি বা অ্যাজমা রোগ বিশ্বে...
25/09/2025

#অ্যাজমা_নিয়ে_ভাবার_এখনই_সময়
---------------------------------------------------------
🌐 হাঁপানি বা অ্যাজমা রোগ বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। যদিও এটি একটি দীর্ঘমেয়াদি রোগ এবং নিয়মিত ওষুধ সেবন করতে হয়।

🌐 তবুও এই রোগ হঠাৎ করে দ্রুত বৃদ্ধিতে মৃত্যু ঘটাতে পারে। চিকিৎসা চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটতে পারে।

🌐 বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ মতে, সারা পৃথিবীতে হাঁপানি রোগীর সংখ্যা 30 কোটি।
এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্রুত নগরায়নের ফলে।

🌐 হাঁপানি রোগ দ্রুত নির্ণয় না হওয়া সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে অনেক রোগী বছরের-পর-বছর অসুস্থ থাকেন।
এবং জীবিকা নির্বাহ করতে পারেন না -পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকেন।

🌐 অথচ এই রোগ এলোপ্যাথি অথবা অন্য কোন মেডিসিন সেক্টরে নির্মূল করা সম্ভব না হলেও, #প্রাকৃতিক_চিকিৎসা_বিজ্ঞান / সেক্টরে -রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব ইনশাআল্লাহ।

🌐 হাঁপানি রোগ নিয়ে সমাজের সুস্থ সুন্দর জীবন যাপন করা মোটেও অসাধ্য নয়।

🌐 এন এ পি এস (National asthma privolous study) এর হিসাব মতে বাংলাদেশে 80 লাখ হাঁপানি রোগী আছে। এবং তার মধ্যে শিশু রয়েছে।

🌐 আগে এজমার সঠিক চিকিৎসা রোগীরা তেমন একটা পেতেন না, বর্তমানেও 90 শতাংশ রোগী আধুনিক ন্যাচারাল মেডিসিন দ্বারা treatment থেকে বঞ্চিত।

🌐 অজ্ঞতা অশিক্ষা অপচিকিৎসা কুসংস্কার ও কুচিকিৎসার কারণেই এমনটি ঘটছে,,,,

#হাপানীর_কারণঃ
--------------------------
★ দেহে ফুসফুস সব সময় সংবেদনশীল থাকা
★ উওেজক বস্তু/ অবাঞ্ছিত রক্ত বিশেষ এলার্জি ফুসফুসের কাছে আসলে ফুসফুস সংবেদনশীল হয়ে খিচে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

★ রক্তে ইয়োসিনোফিল বৃদ্ধি পাওয়া
★ পুরাতন ব্রংকাইটিস রোগে ভোগা
★ কফ সর্দি কাশি ইত্যাদি রোগের সুচিকিৎসা না হওয়া
★ বংশগত কারনেও এ রোগ হয়।
★ ঘাস/ ফুলের রেণু/ ধুলাবালি / লেপ তোশক / বালিশ কার্পেট ইত্যাদিতে থাকা আবর্জনা/ ময়লা এবং তথায় বসবাস কারী এক প্রকার জীবাণু এর মাধ্যমেও ফুসফুসে পৌঁছে এ রোগ হয়।

★ বিড়ি সিগারেট / কল কারখানার ধূয়া/ ঠান্ডা খাদ্য ও পানীয়/ ঠান্ডা বাতাস।

★ বুকে আঘাত লাগা
★ মানষিক দুশ্চিন্তা ইত্যাদি কারনে এ রোগ দীর্ঘস্থায়ী হয়।

#হাপানীর_লক্ষণঃ
--------------------------
প্রবল শ্বাসকষ্টই এ রোগের লক্ষন
হাপানীর সাথে কাশি, বুকে শাই শাই শব্দ,
মাঝে মাঝে জ্বর ভাব ও ঘাম হওয়া।
রোগী শোয়ে থাকতে কষ্ট হয়।
সামান্য কথা বললে / হাটাচলা করলে রোগী হয়রান/ দূর্বল হয়ে পড়ে।

নাড়ী (পালস) দূর্বল হয়ে যায় ক্রমে রোগী ক্ষীন ও দূর্বল হয়ে পড়ে।

#এলাজ_চিকিৎসাঃ
------------------------------
ভৈষজ উপাদানের মধ্যেই রয়েছে #হাপানীর_পূর্ণ_নিরাময়
★ হাপানীর রোগীকে সর্বদা আলো বাতাস পূর্ণ পরিষ্কার ঘরে রাখতে হবে।
★ শীত ও ঠান্ডা হতে নিরাপদ রাখতে হবে।

#হাঁপানি_এবং_শ্বাসকষ্ট_প্রশমক
----------------------------------------------------------------
#ইনহেলার_কে_না_বলুন
#পার্শ্ব_প্রতিক্রিয়া_যুক্ত_চিকিৎসা_কে_বর্জন_করুন

🎯 natural remedy 🎯
#আলহামদুলিল্লাহ

🔴 দীর্ঘদিন যাবৎ আমরা স্টাডি করে যাচ্ছি #হাঁপানি এবং #শ্বাসকষ্টের সর্বোচ্চ #নিরাপদ এবং পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থায় ন্যাচারাল / প্রাকৃতিক উপাদান নিয়ে,,,

🔴 আল্লাহর ইচ্ছায়/ আল্লাহর রহমতে কল্যাণ এবং বরকতে এখন অসংখ্য পেশেন্ট বিগত চার বছর যাবত চিকিৎসা প্রদান করা হয়েছে....
#শতভাগ_নিরাপদ
#এবং_পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত_ভাবে
আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে আমাদের মাধ্যমে
শতশত পেশেন্টের সুস্থতা এসেছে...

♦️ন্যাচারাল এ্যাজমা কিউর♦️ _ব্যবহৃত_উপাদান
-------------------------------------------------
💠 যষ্টিমধু
💠 বাসক
💠 তুলসী
💠 পুদিনা
💠 আনীসুন তৈল
💠 ইউক্যালিপটাস তৈল
💠 দারচিনি তৈল
💠 কাবাব চিনি তৈল
আরো অন্যান্য উপাদান প্রয়োজন অনুপাতে,,,

#কার্যকারিতা
---------------------
🔴 নতুন এবং পুরাতন সকল ধরনের #হাঁপানি ও #শ্বাসকষ্টে দুর্দান্ত পজিটিভ ফিডব্যাক

🔴 যারা #ইনহেলার ব্যবহার করেন -তারা প্রথম সপ্তাহ সেবন করার পর থেকেই ইনহেলার পরিপূর্ণ পরিত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ।

🔴 ইহা শ্বসনতন্ত্রের শক্তি ও কার্য ক্ষমতা বৃদ্ধি করে।
🔴 গলা ব্যথা এবং টনসিলের ব্যথা উপশম করে।

🔴 শ্বাসনালীর প্রদাহ স্বরভঙ্গ ইনফ্লুয়েঞ্জা দ্রুত নিরাময় করে।
🔴 যাদের শ্বাস গ্রহণের সময় কষ্ট হয় শ্বাসনালী বন্ধ হওয়ার আশঙ্কা বা উপক্রম দেখা দেয় তাদের জন্য চূড়ান্ত ভাবে দ্রুত পজেটিভ কাজ করে।
🔴 ঠান্ডা সর্দি কাশি ও গলা ব্যথা নিরাময়েও অত্যন্ত পজেটিভ কাজ করে।

🔴 যারা 15-20 বছর যাবত অথবা আরও অধিক সময় ধরে হাঁপানি এবং শ্বাসকষ্ট কষ্ট অনুভব করে আসতেছেন,,,,
তাদের জন্য সো-সহনীয় প্রাকৃতিক নিরাপদ নির্ভরযোগ্য এবং স্থায়ীভাবে শ্বাসকষ্ট নিরাময়ে চমৎকার একটি প্রাকৃতিক টনিক।

#সতর্কতাঃ
----------------
🔶 এলার্জি জাতীয় সকল ধরনের খাবার পরিত্যাগ করে চলতে হবে।
🔶 ধুলাবালি অতিরিক্ত ঠাণ্ডা এবং অতিরিক্ত গরম থেকে সাবধানে থাকতে হবে।

#মাত্র_এক_থেকে_দুই_মাসেই_স্থায়ী_মুক্তিঃ
৩-৫ দিনের পর থেকেই আরাম লাগা শুরু হবে।
বুকের জমা কফ ও মিউকাস বের হতে শুরু করে ফুসফুস পরিষ্কার হয়ে যাবে। যা আমাদের মেডিসিন ছাড়া অন্য কারো মেডিসিন এ সচরাচর হতে দেখিনা।

হাঁটু ব্যথার জন্য কাপিং থেরাপি হতে পারে স্বস্তির একটি ভালো উপায়। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য ...
24/09/2025

হাঁটু ব্যথার জন্য কাপিং থেরাপি হতে পারে স্বস্তির একটি ভালো উপায়। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে। প্রাকৃতিক উপায়ে আরাম পেতে কাপিং চেষ্টা করে দেখতে পারেন!

আপনার জীবনে কতটা খাবার খেতে পারবেন, তা অনেকটাই নির্দিষ্ট। এক গবেষণায় অনেকগুলো বানরকে দুই গ্রুপে ভাগ করা হয়। এক গ্রুপকে য...
21/09/2025

আপনার জীবনে কতটা খাবার খেতে পারবেন, তা অনেকটাই নির্দিষ্ট।

এক গবেষণায় অনেকগুলো বানরকে দুই গ্রুপে ভাগ করা হয়। এক গ্রুপকে যত খুশি খাওয়ার সুযোগ দেওয়া হয়, আরেক গ্রুপকে দেওয়া হয় তার এক-তৃতীয়াংশ কম খাবার।

২৫ বছর পর দেখা গেল...

যেসব বানর কম খেয়েছে, তাদের স্বাভাবিক খাবার খাওয়া বানরের তুলনায় রোগবালাই প্রায় ২ থেকে ২.৭ গুণ কম হয়েছে। এছাড়া, যেসব বানর স্বাভাবিকভাবে খেয়েছে, তাদের গ্রুপে মৃত্যুহারও উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

মানে বিষয়টা কিছুটা এরকম...

আপনার জন্য নির্ধারিত খাবার আপনি চাইলে অল্প খেয়ে অনেক বছর সুস্থভাবে বাঁচতে পারেন। আবার, দীর্ঘদিন সুস্থ থাকার তোয়াক্কা না করে গপাগপ সব খেয়ে ফেলে অল্প বয়সেই রোগবালাই ডেকে এনে বিদায় নিতে পারেন।

মজার না ব্যাপারটা?

নাকের পলিপ হল এক ধরনের মাংসপিণ্ড যা নাকের মধ্যে বা সাইনাসের মধ্যে বৃদ্ধি পায়। এটি ক্যান্সারের মতো মারাত্মক নয়, তবে বড় হল...
17/09/2025

নাকের পলিপ হল এক ধরনের মাংসপিণ্ড যা নাকের মধ্যে বা সাইনাসের মধ্যে বৃদ্ধি পায়। এটি ক্যান্সারের মতো মারাত্মক নয়, তবে বড় হলে শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া, গন্ধ না পাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে।
নাকের পলিপের কিছু লক্ষণ ও বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:
নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া
নাক দিয়ে পানি পড়া বা নাক দিয়ে অনবরত শ্লেষ্মা ঝরা
গন্ধ বা স্বাদ অনুভব করতে না পারা
মাঝে মাঝে মুখে ব্যথা হওয়া
নাক ডাকা
মাথাব্যথা
নাকের পলিপ সাধারণত ছোট আকারের হলে তেমন একটা সমস্যা করে না, তবে আকারে বড় হলে শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া, এবং সাইনাসের সংক্রমণ হতে পারে।

ডেঙ্গু জ্বর ‼️ নাকি ‼️সাধারণ জ্বর যেভাবে বুঝবেন ও করনীয় ‼️ ডেঙ্গু 🔴ডেঙ্গুতে আগে জ্বর আসে, 🔴শিশুর শরীর দুর্বল হয়ে যায়, 🔴...
31/08/2025

ডেঙ্গু জ্বর ‼️ নাকি ‼️সাধারণ জ্বর যেভাবে বুঝবেন
ও করনীয়

‼️ ডেঙ্গু
🔴ডেঙ্গুতে আগে জ্বর আসে,
🔴শিশুর শরীর দুর্বল হয়ে যায়,
🔴খেতে পারে না,
🔴গা-হাত-পা ব্যথা করে।
🔴 প্রথমে প্রচণ্ড জ্বর হবে, ১০২-১০৩ ডিগ্রির মতো।
🔴জ্বর নামতে চাইবে না।
🔴ডেঙ্গু হলে শিশু অসুস্থবোধ করে অনেক বেশি।
🔴ডেঙ্গুতে শিশুর চোখ লাল হয়ে যায়।

‼️সাধারণ জ্বর
🟢মৌসুমী জ্বরে আগে হাঁচি-কাশি-সর্দি শুরু হয়।
🟢 তারপর জ্বর আসে।
🟢সর্দি-জ্বর হলেও শিশুর হাত-পা ব্যথা করে কিন্তু সেটা হয় মূলত জ্বরের কারণে।
🟢সর্দি জ্বর হলে জ্বরটা নিয়ন্ত্রণে আনা যায়।
🟢ফ্লু হলে বাসার সবার একসাথে হয়,

‼️করনীয়
👉জ্বর আসার দ্বিতীয় বা তৃতীয় দিনই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। সাধারণ সর্দিজ্বর হোক কিংবা যাই হোক জ্বর আসলেই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসককে দেখে সিদ্ধান্ত নেবে কী রোগ হয়েছে, কী করতে হবে।'

👉পরিবারে যখন কারো সর্দি জ্বর হবে, হাঁচি-কাশি হবে তখন অবশ্যই মাস্ক পরতে হবে।

#ডেঙ্গু #জ্বর #শিশু #বাচ্চা ゚viral ゚viralシfypシ゚

ডিপথেরিয়া কী?➡️ডিপথেরিয়া মারাত্মক সংক্রামক রোগ, যা নাক, গলা ও শ্বাসনালিতে তীব্র প্রদাহ সৃষ্টি করে। এর জন্য দায়ী করনিব্য...
24/08/2025

ডিপথেরিয়া কী?
➡️ডিপথেরিয়া মারাত্মক সংক্রামক রোগ, যা নাক, গলা ও শ্বাসনালিতে তীব্র প্রদাহ সৃষ্টি করে। এর জন্য দায়ী করনিব্যাকটেরিয়াম ডিপথেরি নামের এক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এমন কিছু বিষাক্ত রস বা টক্সিন তৈরি করে, যার ফলে গলায় অস্বাভাবিক আস্তরণ সৃষ্টি হয়। এই আস্তরণের কারণে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। তা ছাড়া টক্সিন রক্তে মিশে গিয়ে হৃৎপিণ্ড ও স্নায়ুকেও আক্রান্ত করতে পারে। কখনো কখনো চোখ, ত্বক ও দেহের অন্য অংশও এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। রোগীর দেহে প্রকাশ পায় নানা উপসর্গ।

কিছু উপসর্গ:-
➡️ডিপথেরিয়া রোগের প্রাথমিক উপসর্গ খানিকটা ইনফ্লুয়েঞ্জার মতো। সর্দি, জ্বর ও নাক দিয়ে পানি পড়া, চোখ ছলোছলো করা, গলার ব্যথা, কথা বলতে ও গিলতে কষ্ট, লিম্ফ নোড ফুলে যাওয়া ইত্যাদি। অনেক সময় শিশুদের মুখ দিয়ে লালা ঝরতে থাকে, শ্বাসকষ্ট হয়, গলায় ঘা দেখা দেয়। সবচেয়ে বেশি কষ্ট হয় গলার ব্যথায়। মুখের ও গলার ভেতরে ধূসর রঙের একধরনের আস্তরণ দেখা যায়, যা পরিষ্কার করতে গেলে রক্তপাত হতে পারে।

⏹️ High Cholesterol রোগীদের জন্য Cupping Therapy এর কিছু উপকারিতা :👉রক্তসঞ্চালনা বৃদ্ধি: কাপিং থেরাপি রক্তসঞ্চালন উন্নত ...
17/08/2025

⏹️ High Cholesterol রোগীদের জন্য Cupping Therapy এর কিছু উপকারিতা :

👉রক্তসঞ্চালনা বৃদ্ধি: কাপিং থেরাপি রক্তসঞ্চালন উন্নত করে, যা কোলেস্টেরলের স্তর নিয়ন্ত্রণে সাহায্য করে।

👉বস্তুগত চাপ হ্রাস: এই থেরাপি মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা কোলেস্টেরলের স্তরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

👉শরীরের টক্সিন অপসারণ: কাপিং শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে, যা সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী।

👉প্রদাহ কমানো: এটি প্রদাহ কমাতে সহায়ক, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।

👉হারমোনের ভারসাম্য: কাপিং থেরাপি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।

এই থেরাপি অভিজ্ঞতাসম্পন্ন Cupping Therapist এর পরামর্শ অনুযায়ী পরিচালনা করা উচিত।
© Syed Nur Nobi

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathy & Hijama. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram