25/09/2025
#অ্যাজমা_নিয়ে_ভাবার_এখনই_সময়
---------------------------------------------------------
🌐 হাঁপানি বা অ্যাজমা রোগ বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। যদিও এটি একটি দীর্ঘমেয়াদি রোগ এবং নিয়মিত ওষুধ সেবন করতে হয়।
🌐 তবুও এই রোগ হঠাৎ করে দ্রুত বৃদ্ধিতে মৃত্যু ঘটাতে পারে। চিকিৎসা চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটতে পারে।
🌐 বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ মতে, সারা পৃথিবীতে হাঁপানি রোগীর সংখ্যা 30 কোটি।
এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্রুত নগরায়নের ফলে।
🌐 হাঁপানি রোগ দ্রুত নির্ণয় না হওয়া সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে অনেক রোগী বছরের-পর-বছর অসুস্থ থাকেন।
এবং জীবিকা নির্বাহ করতে পারেন না -পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকেন।
🌐 অথচ এই রোগ এলোপ্যাথি অথবা অন্য কোন মেডিসিন সেক্টরে নির্মূল করা সম্ভব না হলেও, #প্রাকৃতিক_চিকিৎসা_বিজ্ঞান / সেক্টরে -রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব ইনশাআল্লাহ।
🌐 হাঁপানি রোগ নিয়ে সমাজের সুস্থ সুন্দর জীবন যাপন করা মোটেও অসাধ্য নয়।
🌐 এন এ পি এস (National asthma privolous study) এর হিসাব মতে বাংলাদেশে 80 লাখ হাঁপানি রোগী আছে। এবং তার মধ্যে শিশু রয়েছে।
🌐 আগে এজমার সঠিক চিকিৎসা রোগীরা তেমন একটা পেতেন না, বর্তমানেও 90 শতাংশ রোগী আধুনিক ন্যাচারাল মেডিসিন দ্বারা treatment থেকে বঞ্চিত।
🌐 অজ্ঞতা অশিক্ষা অপচিকিৎসা কুসংস্কার ও কুচিকিৎসার কারণেই এমনটি ঘটছে,,,,
#হাপানীর_কারণঃ
--------------------------
★ দেহে ফুসফুস সব সময় সংবেদনশীল থাকা
★ উওেজক বস্তু/ অবাঞ্ছিত রক্ত বিশেষ এলার্জি ফুসফুসের কাছে আসলে ফুসফুস সংবেদনশীল হয়ে খিচে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।
★ রক্তে ইয়োসিনোফিল বৃদ্ধি পাওয়া
★ পুরাতন ব্রংকাইটিস রোগে ভোগা
★ কফ সর্দি কাশি ইত্যাদি রোগের সুচিকিৎসা না হওয়া
★ বংশগত কারনেও এ রোগ হয়।
★ ঘাস/ ফুলের রেণু/ ধুলাবালি / লেপ তোশক / বালিশ কার্পেট ইত্যাদিতে থাকা আবর্জনা/ ময়লা এবং তথায় বসবাস কারী এক প্রকার জীবাণু এর মাধ্যমেও ফুসফুসে পৌঁছে এ রোগ হয়।
★ বিড়ি সিগারেট / কল কারখানার ধূয়া/ ঠান্ডা খাদ্য ও পানীয়/ ঠান্ডা বাতাস।
★ বুকে আঘাত লাগা
★ মানষিক দুশ্চিন্তা ইত্যাদি কারনে এ রোগ দীর্ঘস্থায়ী হয়।
#হাপানীর_লক্ষণঃ
--------------------------
প্রবল শ্বাসকষ্টই এ রোগের লক্ষন
হাপানীর সাথে কাশি, বুকে শাই শাই শব্দ,
মাঝে মাঝে জ্বর ভাব ও ঘাম হওয়া।
রোগী শোয়ে থাকতে কষ্ট হয়।
সামান্য কথা বললে / হাটাচলা করলে রোগী হয়রান/ দূর্বল হয়ে পড়ে।
নাড়ী (পালস) দূর্বল হয়ে যায় ক্রমে রোগী ক্ষীন ও দূর্বল হয়ে পড়ে।
#এলাজ_চিকিৎসাঃ
------------------------------
ভৈষজ উপাদানের মধ্যেই রয়েছে #হাপানীর_পূর্ণ_নিরাময়
★ হাপানীর রোগীকে সর্বদা আলো বাতাস পূর্ণ পরিষ্কার ঘরে রাখতে হবে।
★ শীত ও ঠান্ডা হতে নিরাপদ রাখতে হবে।
#হাঁপানি_এবং_শ্বাসকষ্ট_প্রশমক
----------------------------------------------------------------
#ইনহেলার_কে_না_বলুন
#পার্শ্ব_প্রতিক্রিয়া_যুক্ত_চিকিৎসা_কে_বর্জন_করুন
🎯 natural remedy 🎯
#আলহামদুলিল্লাহ
🔴 দীর্ঘদিন যাবৎ আমরা স্টাডি করে যাচ্ছি #হাঁপানি এবং #শ্বাসকষ্টের সর্বোচ্চ #নিরাপদ এবং পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থায় ন্যাচারাল / প্রাকৃতিক উপাদান নিয়ে,,,
🔴 আল্লাহর ইচ্ছায়/ আল্লাহর রহমতে কল্যাণ এবং বরকতে এখন অসংখ্য পেশেন্ট বিগত চার বছর যাবত চিকিৎসা প্রদান করা হয়েছে....
#শতভাগ_নিরাপদ
#এবং_পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত_ভাবে
আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে আমাদের মাধ্যমে
শতশত পেশেন্টের সুস্থতা এসেছে...
♦️ন্যাচারাল এ্যাজমা কিউর♦️ _ব্যবহৃত_উপাদান
-------------------------------------------------
💠 যষ্টিমধু
💠 বাসক
💠 তুলসী
💠 পুদিনা
💠 আনীসুন তৈল
💠 ইউক্যালিপটাস তৈল
💠 দারচিনি তৈল
💠 কাবাব চিনি তৈল
আরো অন্যান্য উপাদান প্রয়োজন অনুপাতে,,,
#কার্যকারিতা
---------------------
🔴 নতুন এবং পুরাতন সকল ধরনের #হাঁপানি ও #শ্বাসকষ্টে দুর্দান্ত পজিটিভ ফিডব্যাক
🔴 যারা #ইনহেলার ব্যবহার করেন -তারা প্রথম সপ্তাহ সেবন করার পর থেকেই ইনহেলার পরিপূর্ণ পরিত্যাগ করতে পারবেন ইনশাল্লাহ।
🔴 ইহা শ্বসনতন্ত্রের শক্তি ও কার্য ক্ষমতা বৃদ্ধি করে।
🔴 গলা ব্যথা এবং টনসিলের ব্যথা উপশম করে।
🔴 শ্বাসনালীর প্রদাহ স্বরভঙ্গ ইনফ্লুয়েঞ্জা দ্রুত নিরাময় করে।
🔴 যাদের শ্বাস গ্রহণের সময় কষ্ট হয় শ্বাসনালী বন্ধ হওয়ার আশঙ্কা বা উপক্রম দেখা দেয় তাদের জন্য চূড়ান্ত ভাবে দ্রুত পজেটিভ কাজ করে।
🔴 ঠান্ডা সর্দি কাশি ও গলা ব্যথা নিরাময়েও অত্যন্ত পজেটিভ কাজ করে।
🔴 যারা 15-20 বছর যাবত অথবা আরও অধিক সময় ধরে হাঁপানি এবং শ্বাসকষ্ট কষ্ট অনুভব করে আসতেছেন,,,,
তাদের জন্য সো-সহনীয় প্রাকৃতিক নিরাপদ নির্ভরযোগ্য এবং স্থায়ীভাবে শ্বাসকষ্ট নিরাময়ে চমৎকার একটি প্রাকৃতিক টনিক।
#সতর্কতাঃ
----------------
🔶 এলার্জি জাতীয় সকল ধরনের খাবার পরিত্যাগ করে চলতে হবে।
🔶 ধুলাবালি অতিরিক্ত ঠাণ্ডা এবং অতিরিক্ত গরম থেকে সাবধানে থাকতে হবে।
#মাত্র_এক_থেকে_দুই_মাসেই_স্থায়ী_মুক্তিঃ
৩-৫ দিনের পর থেকেই আরাম লাগা শুরু হবে।
বুকের জমা কফ ও মিউকাস বের হতে শুরু করে ফুসফুস পরিষ্কার হয়ে যাবে। যা আমাদের মেডিসিন ছাড়া অন্য কারো মেডিসিন এ সচরাচর হতে দেখিনা।