River pharma

River pharma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from River pharma, Medical and health, Dhaka.

EPASET30 tabletsEpaset tablets is a Food Supplement based on N-Acetyl-L-Cysteine, Glucuronic Acid, Picrorhiza Kurroa eg....
30/08/2023

EPASET
30 tablets
Epaset tablets is a Food Supplement based on N-Acetyl-L-Cysteine, Glucuronic Acid, Picrorhiza Kurroa eg., Vitamins and Minerals.
Epaset tablets help restore liver function. Epaset is a formulation designed to reduce hepatic steatosis, to detoxify and regenerate the liver.

The effectiveness of Epaset tablets is ensured by the synergy of functional ingredients.

Description
Glucuronic Acid intervenes in the detoxification of the liver through the Glucoronisation Process.
N-Acetyl-L-Cysteine, with Antioxidant Action, is a precursor of Glutathione, essential for liver function.
Picrorhiza Kurroa promotes the biosynthesis of the enzyme Superoxide Dismutase (SOD) which allows to neutralize the lipoperoxides avoiding damage to the hepatocyte membranes by toxins.

Pharmaceutical form

Tablets - Pack of 30.

Application
Take one tablet daily with water, preferably before or during meals.

Information / Warnings
Food Supplements are not intended as a substitute for a varied, balanced diet and a healthy lifestyle.
Do not exceed the recommended daily dose.
Keep out of the reach of children under 3 years of age.
Do not use during pregnancy and children, or in any case for prolonged periods without consulting a doctor.

Nutritional table
Average contents for 1 tablet
Glucuronic acid 100 mg
N - Acetyl - L - Cysteine 200 mg
Picrorhiza Kurroa
of which Kutkina 400 mg
20 mg
Zinc 10 mg
Nicotinamide 10 mg
Vitamin B6 2 mg
Selenium 100 mcg
Folic Acid 400 mcg

সমপূর্ন নতুন মোড়কে Nevralip 600 RTD tabNevralip™ 600 হল α-Lipoic Acid, Chromium Picolinate, ভিটামিন এবং খনিজ পদার্থের উপ...
28/08/2023

সমপূর্ন নতুন মোড়কে Nevralip 600 RTD tab

Nevralip™ 600 হল α-Lipoic Acid, Chromium Picolinate, ভিটামিন এবং খনিজ পদার্থের উপর ভিত্তি করে একটি খাদ্য সম্পূরক। Nevralip™ 600 re**rd একটি বিশেষ ম্যাট্রিক্সে প্রণয়ন করা হয়েছে যা উপাদানগুলির দীর্ঘায়িত মুক্তির অনুমতি দেয়, যাতে α-Lipoic অ্যাসিড ব্যবহারে একটি সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে, যা প্রায় 30 মিনিটের একটি সংক্ষিপ্ত অর্ধ-জীবন দ্বারা চিহ্নিত করা হয়।

Nevralip 600 Re**rd পরিবর্তিত পেরিফেরাল নার্ভাস ট্রফিজম দ্বারা চিহ্নিত সমস্ত ক্লিনিকাল পরিস্থিতিতে ব্যবহৃত হয়। উপরন্তু, ইনসুলিনের প্রতি কোষের সংবেদনশীলতা এবং রক্তে শর্করার ব্যবস্থাপনার উন্নতি করে হাইপারগ্লাইসেমিয়ার সেই সমস্ত পরিস্থিতিতে এটি ব্যবহার করা হয়।

ফুটবল:মেসি- নেইমার- রোনাল্ডোরাকি ফুটবল খেলে??   😏😏ফুটবল খেলতাম আমরা। বাপরে বাপ খেলা কাকে বলে! খেলার আগে গেম প্ল্যান অনুস...
30/06/2023

ফুটবল:
মেসি- নেইমার- রোনাল্ডোরা
কি ফুটবল খেলে?? 😏😏
ফুটবল খেলতাম আমরা। বাপরে বাপ খেলা কাকে বলে! খেলার আগে গেম প্ল্যান অনুসারে সবার পজিশন ঠিক হল। 🤗
তোরা তিনজন ডিফেন্সে, আমরা দুইজন মিডফিল্ডে, তুই ডানে, তুই বামে। আর তুই মেইন স্ট্রাইকার।খেলায় অফসাইড নাই। 😇
তুই (মেইন স্ট্রাইকার) ওদের গোলবারে হেলান দিয়ে দাঁড়িয়ে গোলকিপারের সাথে গল্প কর। নিচে নামার দরকার নাই। 😊
শুধু আমরা বল এগিয়ে দিলে গোল করবি। খবরদার, মিস হওয়া চলবে না। 😎
তারপর খেলা শুরু হওয়ার দুই মিনিট পর পজিশন-টজিশন সব ভেঙ্গেচুরে একাকার অবস্থা। ডিফেন্ডার চলে গেছে গোল করতে, স্ট্রাইকার এসে ডিফেন্স সামলাচ্ছে। 😝
আরো পরে দেখা গেল মাঠের এক কোণায় একটা জটলা। জটলার মাঝখানে বল। বল যেখানে দুই টিমের গোলকিপার বাদে বাকি সব খেলোয়াড় সেখানে। 🤔🤔
যে যেদিক থেকে পারতেছে সেদিক থেকে লাত্থি মারতেছে। কিন্তু বল বেচারা বের হওয়ার জায়গা পাচ্ছে না। 😂😂
মাঠে কাদা থাকলে আরেকটা দৃশ্য দেখা যায়। জটলার ভিতর লাথালাথি চলতেছে। এক এক জন বলে অলরেডি তিনবার করে লাথি দিয়েছে, অথচ বল দুই ইঞ্চিও নড়েনি। আরেকজন দৌড়ে এসে স্লিপ, এক স্লিপে দশ হাত গিয়ে বলে মারা। 😂
হঠাৎ একজন একহাতে চোখ ধরে চেঁচিয়ে উঠল ‘ঐ, আমার চোখে কাদা পড়ছে’। তারপর আরেক চোখ খোলা রেখে পাশের পুকুরে ঝুপ করে দিল লাফ। 🤣🤣
কাদা-জলের ভারে আরেকজনের প্যান্ট কোমর ছেড়ে অভিকর্ষের টানে ভূ- কেন্দ্রের দিকে ছুটছে। 😝🤣😂
খেলার শুরু পাঁচ মিনিট পর গোলকিপারের চিল্লানি শুরু করছে। সে অলরেডি ৫ মিনিট গোলকিপিং করে ফেলেছে। এখন আরেকজনকে গোলকিপার হতে হবে। সে এখন স্ট্রাইকিং-এ খেলবে। এরপর আগের স্ট্রাইকার সরাসরি গোলকিপিং-এ চলে এলো ৷ 🤔
এভাবেই সব প্লেয়ার গোলকিপিং, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকিং সব
পজিশনে খেলে ফেলে পুরোই অলরাউন্ডার । 😝😎
অথচ এই মেসি,নেইমার ,রোনাল্ডো তারা একটা পজিশনে খেলে।
ভালো খেলোয়াড় হতে হলে ,আমাদের মতো সবখানেই খেলার যোগ্যতা থাকা চাই। 😂🤣😝😎

আসলে টোটাল ফুটবলের জনক কিন্তু আমরাই বোদ্ধারা যতই অন্য কিছু বোঝাক না কেন!!💪

- লেখকের নাম খুঁজে পেলাম না,অনেক ধন্যবাদ প্রাপ্য, পুরো বাস্তব কাহিনি, যারা ফুটবল খেলেছেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন 😜

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে যখন মেয়র প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করল, দুদক তার বিরুদ্ধে নামল, তার দল আওয়ামী লীগ...
28/05/2023

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে যখন মেয়র প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করল, দুদক তার বিরুদ্ধে নামল, তার দল আওয়ামী লীগ তাকে বহিষ্কার করলো, এই চরম দুর্দিনে তার প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। সব হারিয়ে যখন তিনি চারদিকে অন্ধকার দেখছিলেন, তখনই তার গর্ভধারিণী মা তার পাশে দাঁড়াল। কোন রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একজন গৃহিনী হয়ে তিনি তার ছেলের পাশে দাঁড়িয়েছেন এবং নিজেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। অবশেষে, গাজীপুরবাসী জায়েদা খাতুন কে ভোট দিয়ে গাজীপুরের মেয়র নির্বাচিত করেছেন।

শিক্ষণীয় বিষয়ঃ
আপনার বিপদে বা দুর্দিনে সবাই ছেড়ে চলে গেলেও গর্ভধারিণী মা সন্তান কে কখনোই ছেড়ে যায় না। শেষবিন্দু পর্যন্ত লড়াই করে সন্তানের মঙ্গলের জন্য। শুধুমাত্র মায়ের দোয়া থাকলে বিশ্ব জয় করা সম্ভব।
পৃথিবীর একমাত্র পরিশুদ্ধ ও স্বার্থহীন ভালবাসা মায়ের ভালবাসা। স্যালুট ও নিরন্তর ভালবাসা পৃথিবীর সকল মায়ের প্রতি।🤲🤲🤲🤲

13/05/2023

আলহামদুলিল্লাহ অবশেষে কোম্পানি সব প্রোডাক্ট চালু হইছে

03/05/2023
01/04/2023
আমরা সকলেই যেখানে ভালো রেজাল্ট আর বড়  সার্টিফিকেট নিতে ব্যাস্ত সেখানে বর্তমানের পরিস্থিতি খুবই ভয়ংকর খারাপ।কারণ যে Certi...
22/03/2023

আমরা সকলেই যেখানে ভালো রেজাল্ট আর বড় সার্টিফিকেট নিতে ব্যাস্ত সেখানে বর্তমানের পরিস্থিতি খুবই ভয়ংকর খারাপ।
কারণ যে Certificate এর জন্য দিন রাত এত কষ্ট করে পড়াশোনা করছে যেন ভালো একটি চাকরির মিলে , অবশেষে সে Certificate পাওয়া যায় ঝাল মুড়ি খাওয়ার টোংগা হিসেব 😥
পুরিয়ে ফেলা, ছিরে ফেলার মতো অনেক নজির আছে আমার ছোট্ট জীবনে দেখা এমন করুন বাস্তবতা,
তাই আমার মনে হয় Certificate কে এত বেশি প্রাধান্য না দিয়ে তার পাশাপাশি দক্ষতা অর্জনের উপর প্রাধান্য দেন, জীবন সাফল্য মণ্ডিত হবে ইনশাআল্লাহ।
আজ আবার দক্ষতার কাছে হেড়ে গেলো Certificate ,,,,,
খুঁজে বের করা''''''

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when River pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share