Ahasan Pharmacy

Ahasan Pharmacy business growing

07/02/2024

প্রতিদিন এক-দুটি #কিউই ফল খেলে অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার সম্ভাবনা কমে। যা হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করে। এতে রক্তে ফ্যাটের পরিমাণ কমে। ফলে ব্লকেজ প্রতিরোধ করা যায়। এতে থাকা ম্যাগনেসিয়াম হার্ট ভালো রাখতে সাহায্য করে। কিউইতে থাকা ফাইবার হজমে সহায়তা করে। কিউই ফলের মধ্যে উপস্থিত ভিটামিন-এ এবং ফাইটোকেমিক্যাল চোখের ছানি দূর করে। এ ছাড়া বয়সজনিত কারণে চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।
#হাতেরমুঠোয়স্বাস্থ্যসেবা #লাইফস্টাইল #স্বাস্থ্যটিপস #ইস্বাস্থ্যসেবা #ঘরোয়াচিকিৎসা
For more visit - Health Care Tips

07/02/2024

#নাশপাতিতে রয়েছে ভিটামিন-এ, বি-১, বি-২, ই, ফলিক এসিড এবং নিয়াসিন নামক পুষ্টিকর উপাদান। এটি রক্তে অ্যালকোহলের পরিমাণ কমায়। গবেষণায় দেখা গেছে, যারা নাশপাতির জুস খায় তাদের স্মরণশক্তি ভালো থাকে এবং আলো কিংবা শব্দের প্রতি সংবেদনশীলতা কমে আসে। করোনারি থ্রম্বোসিস, হার্ট ব্লক, মায়োকার্ডিয়াল ইনফেকশন ইত্যাদি রোগে প্রতিদিন ২-৩ টুকরো নাশপতি খেলে খুবই উপকার হয়।
#হাতেরমুঠোয়স্বাস্থ্যসেবা #লাইফস্টাইল #স্বাস্থ্যটিপস #ইস্বাস্থ্যসেবা #ঘরোয়াচিকিৎসা
For more visit - Health Care Tips

07/02/2024

যারা সহজে ওজন কমাতে চাচ্ছেন কিন্তু কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য সহজ সমাধান এই #লেবু_পানি। প্রতিদিন সকালে এক গ্লাস উষ্ণ পানির সাথে একটু লেবুর রস এবং এক চা-চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। তবে এটি নিয়মিত খেয়ে যেতে হবে এবং এতে কোনরকম অনিয়ম করা যাবেনা।
#হাতেরমুঠোয়স্বাস্থ্যসেবা #লাইফস্টাইল #স্বাস্থ্যটিপস #ইস্বাস্থ্যসেবা #ঘরোয়াচিকিৎসা
For more visit - Health Care Tips

07/02/2024

#অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় যারা ভুগছেন, তাদের জন্য #আতা খুব উপকারী ফল। এটি লোহিত রক্তকণিকা বাড়তেও সাহায্য করে। আতা ফলে প্রচুর ক্যালসিয়াম থাকে যা শরীরের হাড় গঠন ও মজবুত রাখার জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আতার মধ্যে পটাসিয়াম থাকায় তা #রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
#হাতেরমুঠোয়স্বাস্থ্যসেবা #লাইফস্টাইল #স্বাস্থ্যটিপস #ইস্বাস্থ্যসেবা #ঘরোয়াচিকিৎসা
For more visit - Health Care Tips

07/02/2024

কলাতে যে সকল পুষ্টি উপাদান থাকে মোচাতে সেগুলো তো থাকেই। তাছাড়াও #মোচাতে থাকে ফেনলিক অ্যাসিড ও মেন্থলের নির্যাস, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। মোচাতে আছে ম্যাগনেশিয়াম, উদ্বেগ ও হতাশা কমায়। মন মেজাজ ভালো রাখে। পেটের বিভিন্ন সমস্যা যেমন – কোষ্ঠকাঠিন্য, পেটে ফোলাভাব বিশেষ করে ‘পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম’ (পিসিওএস) নিয়ন্ত্রণে রাখে।
#হাতেরমুঠোয়স্বাস্থ্যসেবা #লাইফস্টাইল #স্বাস্থ্যটিপস #ইস্বাস্থ্যসেবা #ঘরোয়াচিকিৎসা
For more visit - Health Care Tips

16/06/2022

#গরম পানির উপকারীতা

একদল জাপানি চিকিৎসক নিশ্চিত করেছেন যে কয়েকটি স্বাস্থ্য সমস্যা সমাধানে গরম পানি ১০০% কার্যকরঃ
০১. মাইগ্রেন
০২. উচ্চ রক্তচাপ
০৩. নিম্ন রক্তচাপ
০৪. জয়েন্ট এর ব্যথা
০৫. হঠাৎ হৃৎস্পন্দন বৃদ্ধি এবং হ্রাস
০৭. কোলেস্টেরলের মাত্রা
০৮. কাশি
০৯. শারীরিক অস্বস্তি
১০. গাটের ব্যথা
১১. হাঁপানি
১২. কাশি
১৩. শিরায় বাধা
১৪. জরায়ু ও মূত্র সম্পর্কিত রোগ
১৫. পেটের সমস্যা
১৬. ক্ষুধার সমস্যা
১৭. মাথা ব্যথা

*কীভাবে গরম পানি পান করবেন?*
নিয়মিত রাত ১০-১১টার মধ্যে ঘুমিয়ে খুব সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রায় ২ গ্লাস গরম পানি পান করতে হবে, প্রথম দিকে ২ গ্লাস পানি পান করতে সক্ষম নাও হতে পারে কেউ তবে আস্তে আস্তে এটি করতে পারবে।

*বিঃদ্রঃ: গরম পানি পান করার পরে ৪৫ মিনিট কোনো কিছুই খাওয়া যাবে না।*

গরম পানি থেরাপি যুক্তি সঙ্গত সময়ের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলির সমাধান করবে, নিম্নে তা উল্লেখ করা হলো : -

৩০ দিনের মধ্যে ডায়াবেটিস
৩০ দিনের মধ্যে রক্তচাপ
১০ দিনের মধ্যে পেটের সমস্যা
০৯ মাসের মধ্যে সমস্ত ধরণের ক্যান্সার
০৬ মাসের মধ্যে শিরার বাধার সমস্যা
১০ দিনের মধ্যে ক্ষুধা জাতীয় সমস্যা
১০ দিনের মধ্যে জরায়ু এবং এর সম্পর্কিত রোগগুলি
১০ দিনের মধ্যে নাক, কান এবং গলার সমস্যা
১৫ দিনের মধ্যে মহিলাদের সমস্যা
৩০ দিনের মধ্যে হৃদরোগ জাতীয় সমস্যা
০৩ দিনর মধ্যে মাথা ব্যাথা / মাইগ্রেন সমস্যা
০৪ মাসের মধ্যে কোলেস্টেরল সমস্যা
০৯ মাসের মধ্যে মৃগী এবং পক্ষাঘাত সমস্যা
০৪ মাসের মধ্যে হাঁপানি সমস্যা

*ঠান্ডা পানি পান করা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে! যদি অল্প বয়সে ঠাণ্ডা পানি প্রভাবিত না করে, তবে এটি বৃদ্ধ বয়সে ক্ষতি করবেই।*

*ঠান্ডা পানি হার্টের ৪টি শিরা বন্ধ করে দেয় এবং হার্ট অ্যাটাকের কারণ হয়। হার্ট অ্যাটাকের মূল কারণ হ'ল কোল্ড ড্রিঙ্কস।

*এটি লিভারেও সমস্যা তৈরি করে। এটি লিভারের সাথে ফ্যাট আটকে রাখে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপেক্ষায় থাকা বেশিরভাগ মানুষ ঠান্ডা পানি পান করার কারণে এর শিকার হয়েছেন।

*ঠান্ডা পানি পেটের অভ্যন্তরীণ দেয়ালকে প্রভাবিত করে। এটি বৃহত অন্ত্রকে প্রভাবিত করে এবং ফলস্বরূপ ক্যান্সারে রুপ নেয়।

*দয়া করে এই তথ্যটি নিজের কাছে রাখবেন না কাউকে বলুন, এটি কারওর জীবন বাঁচাতে পারে।*

সংগ্রহ: জাপানি ডাঃ মেনসাহ-আসরে হতে। @ Collected

প্রস্রাবের রং-ই আপনাকে বলে দেবে , আপনার শরীরে কোনো রোগ আছে কিনা!🔘স্বচ্ছ প্রস্রাবঃএই রঙের প্রস্রাব আপনাকে ইন্ডিকেট করে আপ...
14/05/2022

প্রস্রাবের রং-ই আপনাকে বলে দেবে , আপনার শরীরে কোনো রোগ আছে কিনা!
🔘স্বচ্ছ প্রস্রাবঃ
এই রঙের প্রস্রাব আপনাকে ইন্ডিকেট করে আপনার শরীর ভালো আছে। যারা অতিরিক্ত পরিমাণ জল সেবন করে তাদের এই রকমের প্রস্রাব হয়।
🔘স্বচ্ছ কিন্তু হালকা হলুদঃ
এই রকমের প্রস্রাব একদম স্বাভাবিক। আপনার শরীরে জলের অংশ একদম ঠিকঠাক আছে।
🔘মধুর মত হলুদ রংঃ
আপনার শরীর মোটামুটি ঠিক আছে, খুব ভালো আছে বলা যাবে না ।জল খাওয়ার পরিমাণ বাড়ান। শরীরে ফ্লুইড এর অভাব আছে।
🔘হালকা কমলা রংঃ
যদি আপনি কোন ওষুধ না খেয়ে থাকেন অর্থাৎ আপনার জীবনযাত্রা যদি স্বাভাবিক হয় তাহলে এই রঙের প্রস্রাব-এর দরুন একটু চিন্তার বিষয় আছে বৈকি।
পরপর তিন চার দিন যদি আপনার এই রঙের প্রস্রাব হয়ে থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হন। আপনার লিভারের সমস্যা দেখা দিচ্ছে।
🔘সবুজ বা নীলাভঃ
শুনে আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ারই বিষয় কারণ এই রং ইন্ডিকেট করে একটি বিরল রোগের- নাম হাইপারক্যালসেমিয়া।
🔘ঘোলাটে বা স্বচ্ছ নয়ঃ
ইউরিন এর কালার ১-২ দিন এইরকম থাকলে আপনার চিন্তার কোন কারণ নেই। আপনার খাদ্যে প্রোটিনের পরিমাণ অনেক বেশি ছিল। কিন্তু ক্রমাগত যদি আপনার ইউরিন এর কালার এই রকম হয়ে থাকে তাহলে আপনি কিডনি সমস্যায় ভুগছেন ।ডাক্তার দেখান।
🔘ব্রাউন রংঃ
আপনি ডিহাইড্রেশনে ভুগছেন। কিন্তু এই রং যদি সাত দিনের বেশি থাকে তাহলে আপনার লিভারের সমস্যা আছে।
🔘হালকা লাল রংঃ
আপনি যদি ব্লাকবেরি, বিট এগুলো না খান কিংবা সচরাচর ওষুধ সেবন আপনার দরকার হয় না কিন্তু আপনার ইউরিন এর কালার হালকা লাল , তাহলে হয় আপনার ইউরিন ইনফেকশন হচ্ছে নতুবা ইউরিনে ব্লাড আসছে। লোয়ার এবডোমেন-এ টিউমার হলেও এইরকম কালারের ইউরিন হয়।

14/05/2022

উচ্চ রক্তচাপ সচেতনতা গড়ে উঠুক সকল বয়সী মানুষের মাঝে, আসুন সুস্থ জীবন গড়ি।

19/08/2021
https://www.facebook.com/645405358802966/posts/3027317580611720/
03/12/2020

https://www.facebook.com/645405358802966/posts/3027317580611720/

স্ট্রোক হলে কিভাবে বুঝবেন?
খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।

সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।

T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।

R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

https://youtu.be/7Cqgh1NlBK0
24/09/2020

https://youtu.be/7Cqgh1NlBK0

Topic: Thyroid treatment in bangladesh Speaker: Endocrinologist Prof. Dr. Md. Sayeedul Alam Prince, Professor & Director, Institute of Nuclear Medicine. MBBS...

https://youtu.be/uWHDQAYeA1c
23/09/2020

https://youtu.be/uWHDQAYeA1c

Topic: Heart Disease Risk Factors in Bangla. Guest: Prof. Dr. Md. Toufiqur Rahman (Faruque), MBBS, MD (Cardiology), FCPS (Medicine), FACC (America), FACP, FA...

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Flaw-courts%2Fnews%2F495964&h=AT22dZoLK7kSrZLXL52KHMbsF...
23/09/2020

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jagonews24.com%2Flaw-courts%2Fnews%2F495964&h=AT22dZoLK7kSrZLXL52KHMbsFM-8upwoLH3wBzPZxTci1siHXyfw3eZ_DRrWZRE9Fg5NdfeKbCojO1YSiEW0jKVByuf6hbtk5K3rhFAm0VPnMjgVT1eiLm_6MtwnXdEzEzEf&s=1

বিশেষজ্ঞ বা রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ...

Address

Dhaka
1207

Telephone

+8801688037920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahasan Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ahasan Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram