
15/09/2023
অর্শ বা পাইলস রোগে গ্রহণীয় কিছু খাবার:
☑️শাকসবজি-গাজর, মিষ্টি কুমড়া
☑️ফলমূল-পাকা পেপে, বেল, আপেল, কমলা, খেজুর
☑️সব ধরণের ডাল
☑️সালাদ
☑️দধি
☑️লেবু ও এ জাতীয় টক ফল
☑️ডিম, মাছ, মুরগীর মাংস
☑️ভূসিযুক্ত (ঢেঁকি ছাঁটা)
☑️চাল ও আটা ইত্যাদি।
অর্শ বা পাইলস রোগে বর্জনীয় কিছু খাবার:
☑️ খোসাহীন শস্য
☑️ গরু, খাসি ও অন্যান্য চর্বিযুক্ত খাবার
☑️ মসৃণ চাল, কলে ছাঁটা আটা, ময়দা
☑️ চা, কফি
☑️চীজ, মাখন, চকোলেট, আইসক্রীম, কোমল পানীয়
☑️সব ধরণের ভাজা খাবার যেমনঃ পরোটা, লুচি, চিপস ইত্যাদি।
👉 যেকোনো সেবা ও পরামর্শ নিতে যোগাযোগ করুন-
ডাঃ মোঃ রশিদুল ইসলাম
এম.বি.বি.এস (ঢাকা), এফ.সি.পি.এস (সার্জারী) , এম.এস (কলোরেক্টাল সার্জারি)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কলোরেক্টাল সার্জারি বিভাগ
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
✅ চেম্বার
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
২ ইংলিশ রোড (রায় সাহেব বাজার মোড়), ঢাকা
অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ
০৯৬১৩-৭৮৭৮০২ ,০১৭১১-২৭৯২৯৮
#ডাঃ #মোঃ #রশিদুল_ইসলাম