
13/05/2025
গতকাল থেকে ইউটিউবে গত জুন জুলাইয়ের নিউজ আসা শুরু করেছে।
ক্লিক করে আগের পুরোনো নিউজ গুলো দেখা শুরু করলাম,তৎকালীন ফ্যাসিস্ট এবং তার চেলা চামচাদের ঔদ্ধত্য আচরণ,কি তাদের কথার তেজ।
৯-১০ মাস আগের ক্ষমতা আর বর্তমান তাদের অবস্থা।
আল্লাহ মানুষকে কই থেকে কোথায় নিয়ে যায় আসলে ।
ঠিক গত বছর এই দিন টায় তারা কত স্বপ্নে বিভোর ছিলো,কত টাকা কোন খাত থেকে মারবে।
অথচ এখন তাদের দল নিষিদ্ধ করার জন্য এখন পুরো জাতি একত্রিত।
একটা জাতির কত বড় একটা ইতিহাসের সাক্ষী আমরা।
নানী, দাদীর মুখে মুক্তিযুদ্ধের কথা শুনি।
আমিও যখন নানী, দাদী হবো আমি ২০২৪ এর দ্বিতীয় স্বাধীনতার গল্প বলবো।
Pic: Collected