Achia's World

Achia's World Knowledge is power.
(1)

গতকাল থেকে ইউটিউবে গত জুন জুলাইয়ের নিউজ আসা শুরু করেছে।ক্লিক করে আগের পুরোনো নিউজ গুলো দেখা শুরু করলাম,তৎকালীন ফ্যাসিস্...
13/05/2025

গতকাল থেকে ইউটিউবে গত জুন জুলাইয়ের নিউজ আসা শুরু করেছে।
ক্লিক করে আগের পুরোনো নিউজ গুলো দেখা শুরু করলাম,তৎকালীন ফ্যাসিস্ট এবং তার চেলা চামচাদের ঔদ্ধত্য আচরণ,কি তাদের কথার তেজ।

৯-১০ মাস আগের ক্ষমতা আর বর্তমান তাদের অবস্থা।

আল্লাহ মানুষকে কই থেকে কোথায় নিয়ে যায় আসলে ।

ঠিক গত বছর এই দিন টায় তারা কত স্বপ্নে বিভোর ছিলো,কত টাকা কোন খাত থেকে মারবে।

অথচ এখন তাদের দল নিষিদ্ধ করার জন্য এখন পুরো জাতি একত্রিত।
একটা জাতির কত বড় একটা ইতিহাসের সাক্ষী আমরা।

নানী, দাদীর মুখে মুক্তিযুদ্ধের কথা শুনি।
আমিও যখন নানী, দাদী হবো আমি ২০২৪ এর দ্বিতীয় স্বাধীনতার গল্প বলবো।

Pic: Collected

তেঁতুলের শরবত গরমের আরাম।
10/05/2025

তেঁতুলের শরবত
গরমের আরাম।

২ দিন ধরে নিউজফিড জুড়ে খালি ছেলে, বউ আর শ্বাশুড়ির মধ্যকার অনেক রকমের কমপ্লেক্সিটি দেখছি।আসলে যারা এটার ভিতর দিয়ে যায়...
09/05/2025

২ দিন ধরে নিউজফিড জুড়ে খালি ছেলে, বউ আর শ্বাশুড়ির মধ্যকার অনেক রকমের কমপ্লেক্সিটি দেখছি।

আসলে যারা এটার ভিতর দিয়ে যায় তারা অনেক ভালো বলতে পারবে।

সংসার জীবন নিয়ে অজ্ঞ আমি,তাও কিছু জিনিস মেইন্টেইন করা উচিত।

বউ শ্বাশুড়ির মধ্যকার যে সম্পর্ক সেটা যে ছেলে যত বুদ্ধিমান তার মা আর বউয়ের মধ্যকার সম্পর্ক তত সুন্দর থাকে।

২ জন ব্যক্তিই পুরুষ মানুষের জন্য দামি।মা কে মায়ের মত বুঝ দিয়ে রাখবে বউ কে বউয়ের মতো।
মা আর বউ কেও একটা সীমা রেখা মেইন্টেইন করা উচিত।মায়ের ব্যাপারে বউ ইন্টারফেয়ার করবে না,বউ এর ব্যাপারেও মা ইন্টারফেয়ার করবে না।
পুরুষ মানুষের জীবন এমনিতেই কঠিন অনেক,এই কঠিন জীবন টা যদি মা আর বউ মিলে আরো কঠিন করে দিন দিন আরো আত্মহত্যা বাড়বে।

জীবন সুন্দর ,ছোট খাটো ব্যাপার গুলো ছাড় দিয়ে চললে আরো সুন্দর হয়।

পুরুষ মেরুদণ্ডশীল হলে সেই সংসার সুন্দর।

পৃথিবীর উন্নত দেশ, উন্নয়নশীল দেশ বা অন্নুনত দেশ নিজেদের ডিফেন্ড করার জন্য উন্নত করে সামরিক খাতকে, কিন্তু বাংলাদেশে বিগত...
08/05/2025

পৃথিবীর উন্নত দেশ, উন্নয়নশীল দেশ বা অন্নুনত দেশ নিজেদের ডিফেন্ড করার জন্য উন্নত করে সামরিক খাতকে, কিন্তু বাংলাদেশে বিগত ১৭ বছরে শিখানো হয়েছে তেলবাজি, চাঁদাবাজি সামরিক বাহিনীকে দলীয়করণ সহ যত ভাবে একটা দেশকে ভাঙ্গা যায় তার কোন কিছু বাদ রাখা হয় নাই।

এই যে ভারত পাকিস্তান যে যুদ্ধের দামামা বাজছে এটার আঁচ যদি বাংলাদেশেও আসে বাংলাদেশ কি পারবে মোকাবেলা করতে??

মেধা বা যোগ্যতায় অনেক পিছানো আমাদের দেশ।

১৭ বছরের যে আগাছা আমাদের মধ্যে জন্মেছে তা কি ১৭ দিন বা ১৭ মাসে উপড়ানো সম্ভব??

পরবর্তী রাজনৈতিক কোন দল যে আবার ১৭ বছর পিছাবে না,সেটা কি কেউ বলতে পারে?!

দিন শেষে আসলে মেধার দরকার,বিজয় আসে মেধা দিয়েই, কথা দিয়ে নয়।

পৃথিবীর সমস্ত যুদ্ধের অবসান ঘটুক,সুন্দর নির্মল সৌহার্দ্যপূর্ণ পৃথিবী দেখার প্রত্যাশা।

08/05/2025

I got 50 reactions and comments on my posts last week! Thanks everyone for your support! 🎉

06/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

একদিকে বন্যা আরেকদিকে দাবানল, সৃস্টিকর্তার পরিকল্পনা উত্তম পরিকল্পনা। # Achia's World
06/05/2025

একদিকে বন্যা আরেকদিকে দাবানল, সৃস্টিকর্তার পরিকল্পনা উত্তম পরিকল্পনা।

# Achia's World

“Reporting everything one hears is enough of a lie for every [believer].” [Muslim, Al-Iman (Faith); 3]
06/05/2025

“Reporting everything one hears is enough of a lie for every [believer].” [Muslim, Al-Iman (Faith); 3]

স্বাস্থ্যখাত সংস্কারের চমৎকার কিছু প্রস্তাবনা:১. প্রতি রোগীকে কমপক্ষে ১০ মিনিট সময় দেওয়া।২. হাসপাতালে ঔষধ কোম্পানির ভিজি...
06/05/2025

স্বাস্থ্যখাত সংস্কারের চমৎকার কিছু প্রস্তাবনা:

১. প্রতি রোগীকে কমপক্ষে ১০ মিনিট সময় দেওয়া।

২. হাসপাতালে ঔষধ কোম্পানির ভিজিট নিষেধ।

৩. ঔষধ কোম্পানি থেকে ঔষধ স্যাম্পল ও গিফট নেওয়া নিষেধ।

৪. স্বাস্থ্য নিরাপত্তা পুলিশ টীম গঠন।

৫. আলাদা স্বাস্থ্য শিক্ষা ও সার্ভিস বিভাগ গঠন।

৬. মেডিকেলে সপ্তাহে পাঁচ দিন ক্লাস।

৭. বাজেটের ১৫% স্বাস্থ্যখাতে রাখা।

৯. কোন ডাক্তারকে গ্রেফতার বা চিকিৎসা রিলেটেড মামলার ক্ষেত্রে বিএমসিডিকে আগে অবহিত ও অনুমোদন নিতে হবে।

১০. স্বাস্থ্য সেক্টরের পেশাজীবিদের আলাদা বেতন কাঠামো তৈরী।

১১. ই-হেলথ কার্ডের উদ্যোগ গ্রহন।

সব গুলোই ইসলামের ইনসাফের কনসেপ্ট ও মেডিকেল ইথিক্সের সাথে মিলে।

সবচাইতে বাজে প্রস্তাবনা হচ্ছে, ঔষধের জেনেরিক নাম লেখা এবং সেটা ফার্মাসির হাতে তুলে দেওয়ার সিস্টেমটা।
©Dr. Kamrul islam

Pic for attention

ফোটো ক্রেডিট:আম্মু
03/05/2025

ফোটো ক্রেডিট:আম্মু

03/05/2025

বিশ্ববিখ্যাত Cardiac Surgeon ডাঃ দেবি শেঠির পোস্টিং হয়েছে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।চারিদিকে জয়ধ্বনি। এবার কাশিয়ানির মানুষ গুলো সঠিক চিকিৎসা পাবে। বাংলাদেশি কসাই ডাক্তারেরা কিছুই জানেনা। মালা দিয়ে বরণ করা হলো তাকে।

রাত 11 টা বাজে। দেবি শেঠির নাইট ডিউটি চলে। উনি Cardiology এর একটা জার্নাল পড়ছিলেন।
এমন সময় একটা Chest Pain এর রোগী আসলো Emergency তে। দেবি শেঠি বলে উঠলেন:

👨🏻‍⚕️: আমাদের এখনই উনার একটি ECG করাতে হবে।
Do it fast .

Ward boy একটা মাকাই মার্কা হাসি দিয়ে বললো
🧔🏻‍♂️: স্যার হাসপাতালে তো কোন ECG মেশিন নাই।আমরা বাইরে থেকে করাই। রাত 9 টার পর ঐ ক্লিনিক গুলাও বন্ধ হয়ে যায়।

👨🏻‍⚕️: What !!! How come !! Ok একটা Trop I করাতে পারলেও হবে।

🧔🏻‍♂️: স্যার ওইডা তো পুরো ভাংগুড়ার কোথাও হয় না।

দেবি শেঠি কিছুটা ভ্যাবা চ্যাকা খেয়ে গেলো। এ কোন জায়গায় আসলাম রে ভাই!!

👨🏻‍⚕️: Well. আমার এখনি Ecosprin 75 mg দরকার সাথে 2 Ampule Lasix , আর Morphine .

🧔🏻‍♂️: স্যার Ecosprin টা আছে। lasix , morphine এই গুলার ইঞ্জেকশন এখানে কোথাও নাই। Fusid Tablet পাইতে পারেন। এখন 11 টা বাজে ফার্মেসি খুলবে কিনা কে জানে !

দেবি শেঠি দরদর করে ঘামছে। BP মেপে দেখলো 80/50 mm Hg . রোগী Cardiogenic Shock এ চলে যাচ্ছে।

👨🏻‍⚕️: রোগী কে এখনই 500 ml 5% DA তে 1 Ampule ডোপামিন দিতে হবে 10 drop / min । না হলে রোগী বাচবে না।

🧔🏻‍♂️: কি কইলেন স্যার !! ভিটামিন ? ঐডা আছে আমাগোরে। এখনই দিতাছি স্যার।

ডাঃ দেবি শেঠি হাল ছেড়ে দিলেন। Treatment Sheet এ লিখে দিলেন।
"Referred to Gopalganj General Hospital For Better Treatment “

বাইরে থেকে চিল্লাচিল্লি শুনতে পারলেন।
" এই ডাক্তার পুরা ভাত বাড়া চাড়ি। কিছুই পারে না। মনে হয় নকল করে পাশ করছে।"

দেবি শেঠি রেফার করার পর তার Assistant কে ফোন দিয়ে বললেন, “Nikhilesh! It’s me ! Is there any Return Ticket available for India Tomorrow? “

©ডাঃ সওগাত এহসান

একেবারে সমানে সমান।চোখে চোখ রেখে চলতে পারলেই বাংলাদেশ আগাবে।
02/05/2025

একেবারে সমানে সমান।

চোখে চোখ রেখে চলতে পারলেই বাংলাদেশ আগাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Achia's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share