
08/07/2024
অনলাইন হিজামা ট্রেনিং
অনলাইন ট্রেনিং ১ মাসের
আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে
ট্রেনিং ফি ৫০০০/- টাকা।
অফলাইন ট্রেনিং ৩ দিনের (🗓️ ১৫, ১৬ ও ১৭ আগস্ট, বিস্তারিত লিংকে)
https://www.facebook.com/share/p/mj5ie1qj7fyrFKxX/?mibextid=oFDknk
★স্থান: হিজামা সেন্টার মিরপুর, ৬৩/১, বর্ধনবাড়ি, থানা: দারুস সালাম, মিরপুর ১, ঢাকা ১২১৬। (আরজাবাদ মাদরাসা সংলগ্ন)
গুগোল ম্যাপে ঃ https://goo.gl/maps/pYBGtJzGuyXHFfLA9
👉 ট্রেইনারঃ
শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী
হিজামা স্পেশালিস্ট
ডিপ্লোমা ইন হিজামা থেরাপি, হিজামা ওয়ালেস সেন্টার, ভারত।
(হিজামা সেন্টার মিরপুর-এর আয়োজক ভারতের ব্যাঙ্গালোরের বিখ্যাত হিজামা স্পেশালিস্ট ডাঃ জুনায়েদ খান স্যারের হিজামা ওয়েলনেস সেন্টারে ডিপ্লোমা ইন হিজামা করেছেন, মিসরের ডাঃ আহমদ আবুল নাসেরের হিজামা পদ্ধতি অনুসরণ করেন। তাই আমাদের ওয়ার্কশপে আমরা ডাঃ জুনায়েদ খান স্যার ও ডাঃ আহমদ আবুল নাসের-এর নিয়মে ইন্সিশনসহ হিজামার যাবতীয় প্রশিক্ষণ প্রদান করে থাকি। ফলে আগত প্রশিক্ষণার্থীরা খুব সহজেই ইন্সিশনসহ হিজামার ওপর দক্ষতা অর্জন করতে পারেন)
▶️ ট্রেনিংয়ে শেখানো হবে
✅ এনাটমি, ফিজিওলজি
✅ পয়েন্ট পরিচিতি, রোগের পয়েন্ট
✅ ফায়ার কাপিং
✅ বেসিক হিজামা
✅ ড্রাই ও মাসাজ কাপিং
✅ বেনিফিট অফ হিজামা
★ ট্রেনিং শেষে আমাদের নিজস্ব চেম্বারে ইন্টার্নীর সুযোগ প্রদান
★ পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা, এবং এরপর রিভিশন ক্লাস এবং এডভ্যান্স কিছু ক্লাস অনলাইনে হবে।
★ মোট ১২ টি ক্লাস, ফাইনাল ক্লাস অফলাইনে একটা ক্লাস অর্থাৎ সরাসরি একদিন আমাদের চেম্বারে প্র্যাক্টিকেল ক্লাস।
♦ অংশগ্রহণের যোগ্যতা:..মেডিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন যেকেউ..এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ..উলামায়ে কেরাম
উপরের যেকোন টি থাকলেই হবে
♦ ট্রেনিং শেষে প্রদান করা হবে:
★ অংশগ্রহণের সার্টিফিকেট
★ হিজামা গাইড
♦ সঙ্গে যা আনতে হবে (রেজি:-এর জন্য):
• ২ কপি ছবি (পাসপোর্ট সাইজ ২টি, ল্যাব প্রিন্ট হতে হবে, (লেটেস্ট ছবি প্রদান আবশ্যক)
• ভোটার আইডি কার্ডের ফটোকপি
• এসএসসি/দাখিল/মিশকাত, তাকমিলের বেতেকা/সনদের ফটোকপি (তাকমিল ফারিগদের বেতাকা অথবা নিবন্ধন কপি) জমা দিতে হবে।
♦ রেজিস্ট্রেশনের নিয়ম:
★ ৩ আগস্টের মধ্যে সম্পূর্ণ ৫০০০/- পরিশোধ করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সশরীরে (মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ, নগদ এবং রকেট করতে হলে চার্জ প্রযোজ্য)
রেজিস্টেশন কনফার্ম ও যোগাযোগ:
হিজামা সেন্টার মিরপুর: 01673603361 (বিকাশ, রকেট, নগদ)
মোবাইলে টাকা পাঠালে যে নাম্বার থেকে পাঠানো হবে তার লাস্ট ৪ অক্ষর, নাম, পিতা মাতার নাম, মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ডের নাম্বার এবং বিবাহিতা মহিলা হলে স্বামীর নাম মেসেজ করে পাঠিয়ে দিতে হবে।
যাতায়াত: (মিরপুর-১/মাজার রোড/গাবতলী হতে রিক্সায় আরজাবাদ/হরিরামপুর মাদরাসা)
Harirampur Rd, Mirpur-1, Darussalam police station, Dhaka.
জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসা সংলগ্ন