12/12/2025
🔷আমরাই প্রথম আমরাই সেরা ✅
কেন আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিবেন?
উত্তর ✅সঠিক নিয়ম মেনে ফার্মেসী পরিচালনা করতে প্রয়োজনীয় বিষয়গুলো একমাত্র আমরা সার্ভিস দিয়ে থাকি।
👉যেমন :প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া ,রিপোর্ট বুজা,প্রেসক্রিপশন বুজা,পেশার মাথা,ব্লাড সুগার, ইঞ্জেকশন দেওয়া , সেলাইন দেওয়া ,কেনুলা ফিটিং করা,ড্রেসিং করা, সেলাই করা সহ ইত্যাদি হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
👉ফার্মাসিস্ট ও ড্রাগ লাইসেন্স করতে সহযোগিতা করা।
👉 দক্ষতা বৃদ্ধির জন্য First Aid And CPR Training করানো হয়।
👉সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং করানো হয়।
✅সংগঠন হলো একটি পরিবার সবাই সবার বিপদের আপদে পাশে থাকা সাংগঠনিক ভাবে সহযোগিতা করা।
👉আমাদের কোন সদস্য সহ তাদের পরিবার ও আত্মীয়-স্বজন অসুস্থ হলে স্বল্প খরচে আমাদের নিজস্ব হাসপাতালে সেবা প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতা জন্য কল করুন:
01943-233616
🔷চিফ কোর্স কো-অর্ডিনেটর
আমিনুল ইসলাম (বুলবুল)