Hijama Home Service BD

Hijama Home Service BD হিজামা চিকিৎসা ও সুন্নাহ আমল / Hijama or Cupping It

 #হিজামা_হোম_সার্ভিস_ঢাকা_সিটির_ভিতরেশুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন।20 কাপ  2800 টাকা।15 কাপ 2500 ...
06/11/2022

#হিজামা_হোম_সার্ভিস_ঢাকা_সিটির_ভিতরে
শুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন।
20 কাপ 2800 টাকা।
15 কাপ 2500 টাকা।

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন
☎️01988-370653 ( imo+ whatsapp)

 #আধুনিক_চিকিৎসা_বিজ্ঞান_মতে_হিজামার_উপকারিতাঃ  ) আধুনিক চিকিৎসা বিজ্ঞানের(pathophysiological)    আলোকে নিম্নে হিজামার উ...
03/11/2022

#আধুনিক_চিকিৎসা_বিজ্ঞান_মতে_হিজামার_উপকারিতাঃ
)

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের(pathophysiological) আলোকে নিম্নে হিজামার উপকারিতা সম্ভাব্য কারণ আলোচিত হলঃ-

#1সুন্নাহ_পয়েন্টঃ-

রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম স্বীয় দেহ মোবারক এর প্রায় নয় স্থানে হিজামা করেছেন। তবে তিনি যে সকল স্থানে হিজামা গ্রহণ করেছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান দুই কাঁধের মধ্যখানে গ্রীবাদেশের এর শেষ কশেরুকার স্থানে যা মূলত সপ্তম গ্রীবাদেশীয় কশেরুকা ( seventh cervical vertebral region) অঞ্চল। এ স্থানে হিজামার মাধ্যমে মূলত স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (Autonomic nervous system) সমবেদী( sympathies) এবং (parasympathetic) স্নায়ুকে উদ্দীপ্ত করা হয়। ফলে হিজামা কে নিয়ন্ত্রিত ক্ষণস্থায়ী চাপ হিসেবে ধরে নেওয়া যায়। এই স্থানে হিজামা করা হলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের এর প্রভাবে রক্তচাপ ও রক্তপ্রবাহ, পাকস্থলীর সঞ্চালন এবং আন্ত্রিক রসের নিঃসরণ, শ্বাসনালীর সম্প্রসারণ, চোখের পিউপিলের এর মাধ্যমে আলোর সঞ্চালন, পরিপাক, মলমূত্র ত্যাগ, গ্রন্থি নিঃসরণ,রক্তে চিনির পরিমাণ এবং শারীরিক তাপমাত্রা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হয়। এর কারণ হলো এই একই স্নায়ুতন্ত্র হৃদপেশি, আন্ত্রিক মসৃণ পেশী (Smooth muscle) এবং গ্রন্থিসমূহের স্নায়ুর স্লোগান দেয়।

#2হিজামার_আঘাতজনিত_প্রভাব_injury_effect:-

মানুষের শরীরে সাধারণত দুই ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। একটি জন্মগত ( Innate)এবং অপরটি অর্জিত(Acquired) । জন্মগত প্রতিরোধ ব্যবস্থাটি প্রাকৃতিক এবং আঘাতের মতো কোনো ঘটনার প্রেক্ষিতে কার্যকর হয়। হিজামা একটি নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত জীবাণুমুক্ত আঘাত যা ত্বকের এপিডার্মিস বিদীর্ণ করে অর্থাৎ শরীরের প্রতিরোধ ভেঙে দেয়। ফলে জন্মগত প্রতিরোধ ব্যবস্থা এ অবস্থাটি কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনা করে জীবাণু-প্রতিরোধী( Polypeptide) পলিপেপটাইড নিঃসরণ করে। এপিডার্মাল গ্রোথফ্যাক্টর (EGF) উদ্দীপ্ত করার মাধ্যমে তিন ধরনের পলিপেপটাইড যথা - Human B- defensin-3 , Nuetrophil gelatinase- associated lipocalin & secretary Leukocyte protease inhibitor । হিজামা গ্রহণের একদিন পর উক্ত স্থানে নিউট্রোফিল সমবেত হয় এবং স্থানের জীবাণু সমূহ সমূলে বিনাশ করে ৷। তৃতীয় বা চতুর্থ দিনে নিউট্রোফিল পলিপেপটাই

 #সুন্নাহ_ডেইট_উপলক্ষে_হিজামা_সেন্টারে_ডিসকাউন্ট_চলছে  #নভেম্বর_১_তারিখ_থেকে_১৫_তারিখ_পযর্ন্ত।তা ছাড়া হিজামার সুন্নাহ তা...
03/11/2022

#সুন্নাহ_ডেইট_উপলক্ষে_হিজামা_সেন্টারে_ডিসকাউন্ট_চলছে #নভেম্বর_১_তারিখ_থেকে_১৫_তারিখ_পযর্ন্ত।
তা ছাড়া হিজামার সুন্নাহ তারিখে বিশেষ ছাড় পাবেন।।
12 কাপ 1000 টাকা।
18 কাপ 1500 টাকা।
23 কাপ 2000 টাকা।।
Home Service cost: 3k In Dhakaciity ☑️
বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
করোনা অবস্থায় স্বাস্থবিধি মেনে নিরাপদ ভাবে হিজামা করা হয়।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) ব

 #শরীরের_বিভিন্ন_বাত_ব্যথাজনিত_সমস্যায়!!  #ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy হিজামা নিন, স...
04/10/2022

#শরীরের_বিভিন্ন_বাত_ব্যথাজনিত_সমস্যায়!!
#ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy হিজামা নিন, সুস্থ্য থাকুন।

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা (Body Immunity) বাড়ায় এবং অনাগত রোগ প্রতিরোধ (Prevent) করে। সে হিসেবে, যে কেউ হিজামা থেরাপি নিতে পারেন।
এছাড়াও যে কোন সুস্থ লোক নিম্নোক্ত কারণে হিজামা থেরাপি নিয়ে থাকেন...

১/ হিজামায় শরীরের Skin ও Blood থেকে বর্জ্য পদার্থ গুলো বের হয়ে যায়।
২/এতে শরীরের Blood flow স্বভাবিক হয়।
৩/হিজামায় শরীরের Stamina ও Power বাড়ে।
৪/এতে খাদ্যের Proper Digestion হয়।
৫/এতে Body Relax হয়।
৬/এতে টার্গেট Organ এর Boost Up হয়।
৭/এতে Intelligence level বাড়ে।
৮/এতে Eyes sight বৃদ্ধি পায়।
৯/এতে কোলেস্টেরলের মাত্রা কমে যায়।
১০/এতে Nerve গুলো Active হয়।

১১/হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
১২/ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
১৩/ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
১৪/ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

★ দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,

 #শরীরের_বিভিন্ন_বাত_ব্যথাজনিত_সমস্যায়!!  #ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy হিজামা নিন, স...
04/10/2022

#শরীরের_বিভিন্ন_বাত_ব্যথাজনিত_সমস্যায়!!
#ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy হিজামা নিন, সুস্থ্য থাকুন।

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

হিজামা রোগ প্রতিরোধ ক্ষমতা (Body Immunity) বাড়ায় এবং অনাগত রোগ প্রতিরোধ (Prevent) করে। সে হিসেবে, যে কেউ হিজামা থেরাপি নিতে পারেন।
এছাড়াও যে কোন সুস্থ লোক নিম্নোক্ত কারণে হিজামা থেরাপি নিয়ে থাকেন...

১/ হিজামায় শরীরের Skin ও Blood থেকে বর্জ্য পদার্থ গুলো বের হয়ে যায়।
২/এতে শরীরের Blood flow স্বভাবিক হয়।
৩/হিজামায় শরীরের Stamina ও Power বাড়ে।
৪/এতে খাদ্যের Proper Digestion হয়।
৫/এতে Body Relax হয়।
৬/এতে টার্গেট Organ এর Boost Up হয়।
৭/এতে Intelligence level বাড়ে।
৮/এতে Eyes sight বৃদ্ধি পায়।
৯/এতে কোলেস্টেরলের মাত্রা কমে যায়।
১০/এতে Nerve গুলো Active হয়।

১১/হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
১২/ লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
১৩/ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
১৪/ বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

★ দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।
(১৩) চুল পড়া বন্ধ হয়।

পাশাপাশি হিজামার অন্যান্য উপকারীতাগুলো তো বোনাস হিসেবে আছেই।

কিন্তু, সকল ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে রোগের চিকিৎসা হিসেবে হিজামা নিতে ও দিতে আমাদের সতর্ক হওয়া উচিত। কারন, এতে ফলাফল সেভাবে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হিজামার বদনাম হতে পারে।
আর যে সকল রোগের ক্ষেত্রে হিজামা না দেয়াই ভালো, সেগুলো সামনে আলোচনা করা হবে, ইনশা-আল্লাহ।

মানুষের শরীর যখন কথা শোনে না, তখন কিন্তু বেশ সমস্যা। উঠতে ইচ্ছে করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। কাজের আগ্রহ থাকে কম। ঘু...
20/09/2022

মানুষের শরীর যখন কথা শোনে না, তখন কিন্তু বেশ সমস্যা। উঠতে ইচ্ছে করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। কাজের আগ্রহ থাকে কম। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়া !

এভাবে করেই জীবনের দৌড়ে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হয়। সমাধান কি? কাপিং বা হিজামা থেরাপির এর মাধ্যমে নিজের কর্মোদ্যম বাড়িয়ে এগিয়ে যান জীবনের দৌড়ে।

কাপিং বা হিজামা এর পরে খুব কমন একটা ফিডব্যাক হচ্ছে, শরীর খুব হালকা হয়ে যায় এবং হাটার গতি বাড়ে।
শরীরটা হালকা হয়ে যায়। কাজের আগ্রহ ফিরে আসে, বাড়ে কর্মস্পৃহা। শরীর ও মন থাকে চাঙ্গা ও ফুরফুরে।

এছাড়াও নানা রকম ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময় (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

Our institution has been providing medical services to people following Sunnah-based and Islamic methods with fidelity and trust for a long time.
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

☎️হটলাইন: +88 01988-370653
ইমো, হোয়াটসঅ্যাপ।
----------------
⏩ Address
হাজী সামাদ মার্কেট, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়, ঢাকা-১২০৪

🚌যাতায়াত: যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়, গাড়ি থেকে নেমে, হাজী সামাদ মার্কেট।

Tags:


#হিজামা #কাপিং #চিকিৎসা #সুন্নাহ
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
Call us for an appointment:
📞 01988-370653
সুতরাং ঔষধ এবং হিজামা / Cupping কম্বিনেশানে আপনার ব্যথার বেস্ট সলিউশান পেতে আমাদের এপয়েন্টমেন্ট নিন।

 #সুন্নাহ_ডেইট_উপলক্ষে_হিজামা_সেন্টারে_ডিসকাউন্ট_চলছে  #আগামী_15_থেকে_30_সেপ্টেম্বর_2022_বুধবার_শুক্রবার_ও_রবিবার_হিজামা...
20/09/2022

#সুন্নাহ_ডেইট_উপলক্ষে_হিজামা_সেন্টারে_ডিসকাউন্ট_চলছে #আগামী_15_থেকে_30_সেপ্টেম্বর_2022_বুধবার_শুক্রবার_ও_রবিবার_হিজামার_সুন্নাহ_ডেইট
12 কাপ 1000 টাকা।
18 কাপ 1500 টাকা।
23 কাপ 2000 টাকা।।

বিভিন্ন রোগের জন্য এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য হিজামা অনেক কার্যকরী চিকিৎসা। সুতরাং হিজামার মাধ্যমে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন, এতে আপনার হার্ট ফুসফুস ইত্যাদির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে।
করোনা অবস্থায় স্বাস্থবিধি মেনে নিরাপদ ভাবে হিজামা করা হয়।

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

#বাত_ব্যথা_দুর_করার_ও_ডিটক্সিফিকেশানের_একমাত্র_ন্যচারাল_পদ্ধতি_হিজামা_cupping_therapy

আমরা অনেকেই বাত ব্যথায় ভুগতেছি চিকিৎসা করেও কোন আরাম পাচ্ছি না।তারা হিজামা নিতে পারেন। এবং আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন ভাবে টক্সিন জমা হচ্ছে যা আমাদের শরীরে অনেক ধরনের রোগ ব্যধি তৈরী করে।এই টক্সিন বের করার জন্য আমরা হিজামা নিতে পারি।

#হিজামার_আরো_উপকারিতা:-

* হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।

* লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
* বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

* দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি । এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে ।

হিজামা হচ্ছে এমন প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাতে মানুষের সকল প্রকার শারীরীক, মানসিক ও আধ্যাত্নিক সুস্থ্যতা বিদ্যমান রয়েছে ।

হিজামা সঠিক ভাবে করা হলে এর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
★★★★★★★★★★★★★★★
____________________________
হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন

সেন্টারে আসার আগে অবশ্যই ফোনে কথা বলে আসবেন।☎ 01988370653

 #হিজামা_যে_সকল_রোগের_জন্য_কাজ_করেঃ👉হিজামা ইমিউনিটি ও নাইট্রিক অক্সাইড  বুস্ট করে করোনা ইনফেকশান প্রতিরোধে সাহায্য করে।👉...
20/09/2022

#হিজামা_যে_সকল_রোগের_জন্য_কাজ_করেঃ
👉হিজামা ইমিউনিটি ও নাইট্রিক অক্সাইড বুস্ট করে করোনা ইনফেকশান প্রতিরোধে সাহায্য করে।
👉সুস্থ মানুষের জন্যেও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 👉হিজামা মানব শরীরের সমস্ত রোগের জন্য উপকার করে
👉হিজামা করোনা ভাইরাসের বিরুদ্ধে ডিরেক্ট এন্টি ভাইরাল ইফেক্ট দেয়।

👉 অক্সিডেটিভ স্ট্রেস এর নিয়ন্ত্রন করে।
👉ফুসফুসের শ্বাস প্রশ্বাস এর সাথে রক্তের অক্সিজেনের মাত্রা সমন্বয় করে।
👉হাই প্রেসার বা রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে।
👉নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত রাখে।
👉নাইট্রিক অক্সাইড অনাকাংক্ষিত ব্লাড ক্লট প্রিভেন্ট করে।
👉শরীরকে ডিটক্সিফাই করে।
👉রক্ত সঞ্চালন সক্রিয় করে।
👉সৃতিশক্তি বৃদ্ধি করে।
👉দেহের জীবনীশক্তি ও টেস্টোস্টেরন হরমন বৃদ্ধি করে তথা যৌ*নশক্তি স্বাভাবিক রাখে।
👉রক্ত, ত্বক, কিডনি, লিভার ও হার্ট পরিষ্কার করে।
👉শরীরের চাবানী কামড়ানী ব্যাথা দূর করে।
👉বিভিন্ন ধরনের বাতের ব‍্যাথা ভাল করে।
👉ডায়াবেটিস ও মুটিয়ে যাওয়া নিয়ন্ত্রণ রাখে।
👉কোমরের ব‍্যাথা ও হাটুর ব‍্যাথা ভাল হয়।
👉ঘাড় ও মাংসপেসির ব‍্যাথার স্থায়ী নিরাময় হয়।
👉চুল পড়া ও মাইগ্রেন জনীত দীর্ঘমেয়াদী
মাথা ব‍্যাথা ভাল হয়।
👉ব্রন,মেসতা,ও রক্তদূষন ভাল হয়।
👉খেলোয়ার,আর্মি ও পুলিশ
বাহিনীর স্পোর্টিস ইন্জুরি ভাল হয়।
👉হরমোন ও মেয়েদের অন‍্যান‍্য সমস‍্যার জন্য কাজ করে । 👉কোলস্টোরলের সমস্যা দূর হয়।
👉হৃদ রোগ ও প‍্যারালাইসিসের জন্য ভাল কাজ করে।
👉ঘুম জনিত সমস্যা (insomnia)দূর করে।
👉চর্মরোগ Skin Diseases) ভাল হয়।
👉জয়েন্টের ব্যথা (Gout Pain) ভাল হয়।
👉রক্ত জমাট বাধা বা অবস ভাব ভাল হয়।
👉ব্যথায় যাদের পায়ের পাতা ফেলতে সমস্যা তা ভাল কাজ করে।
👉কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)এর জন্য হিজামা, ফায়ার কাপিং ও আকুপাংচার ভাল কাজ করে।
👉থাইরয়েডের সমস্যা (Thyroid Problem) ঠিক হয়।
👉 সাইনুসাইটিস (Sinuses problem)সহ
এ সকল সমস্যার স্থায়ী নিরাময় হয়, ইনশা-আল্লাহ।

#বিভিন্ন_রিসার্চ_থেকে_জানা_যায়_যেঃ
কোন সুস্থ মানুষ যদি বছরে ২-৩ বার হিজামা থেরাপি নেন, তবে তিনি ৮০--৯০ ভাগ রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকবেন। তাই,সুস্থ্য-অসুস্থ্য যে কেউ এই চিকিৎসা অনায়াসেই নিতে পারে। নিয়মিত হিজামা নিলে অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না, রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠে। , একটি সু

Address

Dhaka
1024

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Home Service BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram