28/09/2025
নরসিংদীর এক মহিলা মাদ্রাসায় রুকইয়্যাহর অভিজ্ঞতা!!
সম্প্রতি নরসিংদী মনোহরদীর একটি মহিলা মাদ্রাসায় রুকইয়্যাহ করতে যাওয়া হয়। এই মাদ্রাসাটিকে ঘিরে ছিল নানান রহস্যজনক সমস্যা, যা সত্যিই ভাবিয়ে তোলার মতো।
মাদ্রাসার সমস্যাগুলো এক নজরে
প্রায় সব ছাত্রীই সবসময় অসুস্থ থাকে—আবাসিক কিংবা অনাবাসিক কোনো পার্থক্য নেই।
ভর্তি হওয়ার পর প্রথম ৩-৪ দিন ভালো থাকে, এরপরই শুরু হয় নানা শারীরিক ও মানসিক রোগ।
পড়তে বসলেই মাথাব্যথা, মাথাঘোরা, বমি বমি ভাব হয়।
কারও পড়াশোনায় মন থাকে না, কেউ বেয়াদবি করে, আবার অনেকে আমল থেকে গাফেল হয়ে পড়ে।(প্রায় ছাত্রীর এগুলো কমন)
মাদ্রাসার প্রিন্সিপাল (মহিলা) দীর্ঘদিন ধরে অসুস্থ। তার দাবি, প্রতিবেশীরা সম্পত্তির কারণে তার উপর যাদু করেছে।
এসব সমস্যা এত বেশি যে লিখে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা সহজ করুন করে দিন।
•
রুকইয়্যাহর সময়ের ভয়ঙ্কর দৃশ্য
রুকইয়্যাহ শুরু হতেই হঠাৎ ৪ জন ছাত্রীর শরীরে জ্বীন একটিভ হয়ে যায়।
কেউ গলা ছিঁড়ে চিৎকার করতে থাকে,
কেউ প্রচণ্ড বমি করতে থাকে,
কেউ হাত-পা ছুড়তে থাকে,
আরও অনেক অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়।
প্রায় ৩ ঘণ্টা টানা রুকইয়্যাহ চলতে থাকে। প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর ছিল যে কয়েকজন ছাত্রী রুম থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে—তাদের ধরে রাখতে হয়েছে।
অবিশ্বাসীর চোখে বাস্তবতা!
সেদিন উপস্থিত ছিলেন এক গার্ডিয়ান, যিনি আগে জ্বীন-যাদুতে বিশ্বাস করতেন না। কিন্তু নিজের মেয়ের শরীরে জ্বীন একটিভ হয়ে কান্নাকাটি ও তীব্র রিয়েকশন দেখে তিনি হতবাক হয়ে যান। শেষ পর্যন্ত তিনি স্বীকার করতে বাধ্য হন—এই বিষয়গুলো বাস্তব এবং অবহেলা করার মতো নয়।
📌 অনুভূতি
এই দৃশ্য সরাসরি না দেখলে বোঝানো সম্ভব নয়। যদি ভিডিও করে দেখাতে পারতাম, তবে আপনারা রুকইয়্যাহর বাস্তবতা অনুভব করতেন। কিন্তু যেহেতু এটি মহিলা মাদ্রাসা, তাই ভিডিও প্রকাশ করা হচ্ছে না।
দোয়া চাই 🤲
আল্লাহ তায়ালা যেন এই মাদ্রাসা, এর প্রিন্সিপাল ও সব ছাত্রীর উপর থেকে যাদু, জ্বীন ও শয়তানের প্রভাব দূর করে দেন।
آمين يا رب العالمين
♦️ রুকইয়্যাহ কোনো জাদুবিদ্যা নয়। বরং এটি কুরআন ও সহীহ দোয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয়ে শিফা লাভের একটি পবিত্র উপায়।
✍️
লেখা: Miraculous Quran
সরাসরি রুকইয়্যাহ করতে যোগাযোগ করুন :
01932-738884