Dr. Kazi Abdullah Arman

Dr. Kazi Abdullah Arman As a Medical Oncologist, I try to create awareness regarding prevention and treatment of cancer.

11/10/2025
24/08/2025

ব্রেস্ট ক্যান্সার হলেই সঙ্গে সঙ্গে অপারেশনের জন্য ছুটবেন না। কেন তা জানতে এই ভিডিও...

17/08/2025

ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় সার্জারির আগে কয়টি কেমোথেরাপি দিতে হয়?

আসসালামু আলাইকুম। ক্যান্সার রোগীদের জন্য সহজে চিকিৎসা নেয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কষ্টসাধ্য। স্বাভাবিকভাবেই রোগী...
10/04/2025

আসসালামু আলাইকুম।

ক্যান্সার রোগীদের জন্য সহজে চিকিৎসা নেয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কষ্টসাধ্য। স্বাভাবিকভাবেই রোগী এবং রোগীর কাছের আত্মীয়-স্বজন বুঝতে পারেন না কোথায় গেলে সহজে এবং কম খরচে চিকিৎসা সম্পন্ন করা সম্ভব।

বারডেম জেনারেল হাসপাতালে খুবই অল্প খরচে ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করা সম্ভব। এখানে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপি দিতে যে খরচ হয় তা নামমাত্র।

পাশাপাশি সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ক্যান্সার সনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু হওয়া খুব জরুরী। আমি চেষ্টা করি সমস্ত পরীক্ষা-নিরীক্ষা দ্রুত সম্পন্ন করিয়ে স্বল্প সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে।

একটা বিষয়ই শুধু মাথায় রাখতে হবে। বারডেম হাসপাতালের কক্ষ নম্বর ১৩১/এ।

11/08/2024

কলোরেক্টাল ক্যান্সার বেড়েই চলেছে। চিকিৎসাবিজ্ঞানও থেমে নেই, আসছে নানা রকম চিকিৎসা। এই ক্যান্সার ও তার চিকিৎসা সম্পর্কে যা জানা দরকার তাই নিয়েই আলোচনা রয়েছে এইখানে।

10/06/2024

আলহামদুলিল্লাহ।

বারডেম জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বার শুরু করলাম। সময় প্রতিদিন বিকাল ২.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত‌ ( সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বন্ধ)।

কম খরচে ক্যান্সারের চিকিৎসা কোথায় নেয়া যাবে সেই বিষয় নিয়ে ক্যান্সার রোগীরা চিন্তিত এবং উদ্বিগ্ন থাকেন। তাদের জ্ঞাতার্থে, বারডেম জেনারেল হাসপাতালে স্বল্প‌ খরচে ক্যান্সারের চিকিৎসা এবং কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টারগেটেড থেরাপি নেয়ার সুযোগ আছে।

ক্যান্সার ও ক্যান্সার চিকিৎসাজনিত যে কোন জটিলতার চিকিৎসা এবং প্যালিয়েটিভ কেয়ার বা সিম্পটোমেটিক ম্যানেজমেন্টও এখানে নিতে পারেন।

02/05/2024

প্রচন্ড গরমে আমাদের নানা রকম স্বাস্থ্যসমস্যা হতে পারে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হল হিট স্ট্রোক। কিছু নিয়ম কানুন মেনে চললে এসব অসুস্থতা থেকে দূরে থাকা সম্ভব।

28/04/2024

প্রচন্ড গরমে আমাদের নানারকম স্বাস্থ্যসমস্যা হতে পারে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হল হিট স্ট্রোক। হিট স্ট্রোকের লক্ষণ জানা ও দ্রুত প্রাথমিক চিকিৎসা বাঁচাতে পারে মানুষের জীবন।

17/04/2024

আমাদের দেশে অধিকাংশ স্তন ক্যান্সারের রোগীই অনকোলজিস্টের কাছে আসেন অপারেশনের পর। অথচ, প্রথমে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করলে রোগীর সারভাইভাল বেড়ে যায়।

কাজেই, আমাদের জানতে হবে কখন আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করবো।

15/04/2024

আমাদের দেশে অধিকাংশ স্তন ক্যান্সারের রোগীই অনকোলজিস্টের কাছে আসেন অপারেশনের পরে। অথচ, অধিকাংশ ক্ষেত্রেই প্রথমে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করলে রোগীর সারভাইভাল বেড়ে যায়।

আমাদের জানতে হবে কখন আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করবো।

Address

Dhaka
1205

Telephone

+8801738300005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kazi Abdullah Arman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Kazi Abdullah Arman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category