09/06/2025
♧ এন আইএ আয়ুর্বেদা(বেদিক মেডিসিন) গবেষণা কেন্দ্র [NARC]♧
■■ ডায়াবেটিক নিউরোপ্যাথিও ডায়াবেটিক ফুট রোগে বেদিক মেডিসিন এর বিশেষ প্যারা-সার্জিকাল পদ্ধতি ব্যবহার করা হয়। অশ্বগন্ধা, ত্রিফলা, ইয়োগা ও শক ওয়েব থেরাপী(Shock wave therapy),অগ্নিকর্মা থেরাপি (Agni karma therapy/ Thermo therapy) এই রোগের উত্তম চিকিৎসা।
এটি পদ্ধতিতে একটি বিশেষায়িত অগ্নিকর্ম ইউনিট (তাপীয় মাইক্রোকৌটারি ইউনিট) অথবা অগ্নিকর্ম শলাকা নামক একটি ধাতব যন্ত্র ব্যবহার করে তাপীয় মাইক্রো-কৌটারিজেশন করা হয়। প্রথমে, রোগীর গঠন, রোগ নির্ণয় এবং তীব্রতার উপর নির্ভর করে, আক্রান্ত শরীরের নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়। তারপর, তাপীয় মাইক্রোকৌটারি ইউনিট বা অগ্নিকর্ম শলাকার উত্তপ্ত ডগাটি আক্রান্ত স্থানে সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং তারপরে তাৎক্ষণিক শীতলতার জন্য বার্নকুল ক্রিম প্রয়োগ করা হয়।
চিকিৎসার পর, রোগীরা তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে পারেন। অবস্থার তীব্রতার উপর নির্ভর করে পরবর্তী চিকিৎসার প্রয়োজন হতে পারে।
বিশেষ ক্ষেত্রে শক ওয়েব থেরাপি ( Shock wave therapy)প্রোয়োগ করা হয়।
****আমাদের কার্যক্রম :
●●১.যারা ডায়াবেটিক নেফ্রোপ্যাথী( কিডনী সমস্যা),ডায়াবেটিক রেটিনোপ্যাথী[চোখ সমস্যা],ডায়াবেটিক ফুট আলসার.রোগ।
●●২. নাকের পলিপাস, নাকেের হাড় বাকা, সাইনুসাইটিস, এলার্জী, পাইলস, পায়ুপথ রক্ত আসা রোগে ভুগছেন তারা চিকিৎসা সেবা ও গবেষণা তথ্যের যোগাযোগ করুন:
■■ ১.উত্তরা, সেবা ও তথ্য কেন্দ্র.
চৌধুরী মেডিসিন কর্নার( ঈর্শাল কলোনী, আসকোনা,ঢাকা) .01558231321(what app)
■■ ২.গাজীপুর , সেবা ও তথ্য কেন্দ্র ( হোসেন মার্কেট, গাজীপুরা,টঙ্গী)
মোবাইল নং : 01711122390.whatsapp
●●Note: থানা / জেলা পর্যায়ে আমাদের কিছু শাখা দেওয়া হচ্ছে আগ্রহী চিকিৎসক, ফার্মাসিষ্ট, পল্লী চিকিৎসক, ঔষধ ব্যবসী ও নতুন উদ্যোক্তাগন উল্লেখিত মোবাইল নং এ যোগাযোগ করুন