22/03/2023
# DENTAL IMPLANTS..
Closing the gaps in your smile..
অনেক সময় অনেক কারণে আমাদের স্থায়ী দাঁত অকালেই হারাতে হয় । রুট ক্যানেল ট্রিটমেন্ট করেও রক্ষা করা যায়না কখনও কখনও। মুখের সৌন্দর্য্যহানি..কথা বলা ও খাওয়া দাওয়ার অসুবিধার সম্মুখীন হতে হয় তাই। প্রচলিত নিয়মে আমরা পাশের দাঁত এর সাপোর্ট নিয়ে ব্রিজ করে এর সমাধান করি। অনেক ক্ষেত্রে পাশের দাঁত ভালো না থাকায় অথবা ভালো থাকলেও সেই দাঁতে কোনো কাজ করতে রাজি থাকেনা অনেক রোগী। আবার আলগা দাঁত যেগুলো খোলা ও লাগানো যায় সেসব ব্যাবহার করতে আগ্রহ প্রকাশ করেন না অনেকে। এসব ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান এখন ডেন্টাল ইমপ্ল্যান্ট করা।
🔎 ডেন্টাল ইমপ্ল্যান্ট কি?
- সহজ কথায় এটি টাইটেনিয়াম এর তৈরি এক ধরনের স্ক্রু যা মানুষে হাড়ের ভিতরে প্রাকৃতিক দাঁতের শিকড় এর পরিবর্তে বসানো হয়। পরবর্তীতে এর উপরেই কৃত্রিম দাঁত বা ক্রাউন বসানো হয়।
🔎 কি কি সুবিধা?
- পাশের দাঁতের ক্ষতি করা ছাড়াই নতুন কৃত্রিম দাঁত বসানো যায়। প্রায় প্রাকৃতিক দাঁতের মতই মজবুত তাই স্বাভাবিক সব খাবার খাওয়া দাওয়া করা যায়। অনুভূতি এবং দেখতে প্রায় প্রাকৃতিক দাঁতের মতই ।
🔎 কখন করতে হয়?
- ১৮-৬০ বছর বয়সী যে কেউ দাঁত তোলার ৪-৬ মাস পর বসাতে পারবেন ইমপ্ল্যান্ট। তবে উপযোগী ক্ষেত্রে যেদিন দাঁত বা দাঁতের শিকড় তোলা হয় সেদিন ও চাইলে যে কেউ ইমপ্ল্যান্ট বসাতে পারেন। তবে x-ray করে আগে ইমপ্ল্যান্ট বসানোর জায়গা টা ডাক্তার বিবেচনা করে নিবেন।
🔎কি কি পরীক্ষা দরকার?
-OPG,CBCT আর সাথে রেগুলার কিছু ব্লাড টেস্ট।
🔎 কোথায় এবং কতো খরচ (প্রতি ইমপ্ল্যান্ট) ?
১. BSMMU, (প্রস্থোডন্টিকস বিভাগ ), শাহবাগ,ঢাকা।
-খরচ -৪০,০০০-৬০,০০০/-
২. ঢাকা ডেন্টাল কলেজ হাপাতাল
Implant and CAD /CAM Center
মিরপুর -১৪,ঢাকা
খরচ -৭,০০০-১৫০০০/-
৩. প্রাইভেট চেম্বার -৬০,০০০-১৫০,০০০/
🔎 কতদিন সময় লাগে?
- সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে ৪-৬ মাস সময় লাগে সাধারনত।
এ বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে সরাসরি বিএসমএমইউ অথবা ঢাকা ডেন্টাল কলেজ এ যোগাযোগ করতে পারেন।
শুভকামনা সবার জন্য।
ডা: জান্নাতুল ফেরদৌস মিমি
ডেন্টাল সার্জন
এম এস (প্রস্থোডন্টিকস)
Implant and CAD/CAM Center
ঢাকা ডেন্টাল কলেজ হাসপতাল
মিরপুর -১৪,ঢাকা।